নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

কি মজার ইস্কুল!

১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪




প্যান্ট টা গুটিয়ে
বই নিয়ে মাথাতে,
যাই না ইস্কুলে
পড়লে কাদাতে।

মাটি-জল কাদাকাদি
ইচ্ছেতে পড়ে যাই,
জোর করে কাঁদি আর
জলদি বাড়ি যাই।

বই রেখে দেই দৌড়
বল খেলি মাঠে,
সারাদিন হৈ চৈ
মন নাই পাঠে।

বাবা ডাকে মা ডাকে
কে তাতে দিবে সাড়া,
দল বেঁধে ছুটে চলি
এই পাড়া ঐ পাড়া।

কোথা সেই ইস্কুল
কি মজার ছেলেবেলা,
কোথা গেলে খোঁজে পাই
দূড়ন্ত কাদাখেলা?

চলো যাই প্রাইমারি
কাদামাখা শৈশবে,
পুকুরে ঝাপাঝাপি
কৈশোর ধরা দিবে।
.............................।

ছবি সূত্র: ‍সমকাল ডট কম

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৯

বাকপ্রবাস বলেছেন: আমাদের রাস্তায় কাঁদামাটি জল
এমন সুন্দর রাস্তা কোথা পাবে বল

১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

হাবিব বলেছেন:



সেথা হবে আনন্দ সেথা হবে খেলা,
দল বেঁধে ছুটে যাব কেটে যাবে বেলা।

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ছন্দের জাদুতে
কে বলেছে বাঁধিতে?
মনে পড়ে শৈশব
কৈশোরের কলরব।
অনেক ধন্যবাদ স্যার। ভাল থাকবেন।

১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

হাবিব বলেছেন:




শৈশব সেথা ছিল
ছন্দের খনি,
আমাতেই আমি রাজা
মনে মনে ধনী।

ভালোবাসা জানবেন, মন্তব্যে অনুপ্রাণিত।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছেলেবেলায় বৃষ্টিতে ভিজে কাদাজলে লুটেপুটে পুকুরের জলে সাঁতরে কতযে খেয়েছি বকুনি আর মার সবই মনে করিয়ে দিলেন স্যার,
ভালো লাগা জানবেন ছড়াকাব্যে।

১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

হাবিব বলেছেন:



মায়ের বকুনি
ভালোবাসা কমে না,
কাদা ছাড়া শৈশব
ভালমতো জমে না।

অনুপ্রাণিত হলাম, কাছে থাকবেন আশা করি।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

তারেক_মাহমুদ বলেছেন: ছড়ার ছন্দে হারিয়ে যাওয়া শৈশব মনে পড়ে গেল। লাইক।

১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

হাবিব বলেছেন: চলেন যাই খোঁজে আনি
ফেলে আসা শৈশব,
কি মজা হাসি ছড়া
বিত্ত বৈভব।

মন্তব্যে ++

৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

আরোগ্য বলেছেন: আসলে এরাই জীবনে বড় হতে পারে।

১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

হাবিব বলেছেন:



বড় হয়ে আনে যেন
দেশের সম্মান,
পদে পদে রাখে যেন
মেধার প্রমাণ।

মন্তব্যে ধন্যযোগ

৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! শৈশবের দিনগুলির মজাই আলাদা ।


শুভকামনা প্রিয় হাবিবভাইকে।

১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

হাবিব বলেছেন:




প্রিয় ভাই পদাতিক অনেক দেড়িতে, পায়েশ পিঠা জুড়িয়ে গেল বলে।
সমস্যা নাই স্পেশাল একটা রেসিপি করে দিচ্ছি আপনার জন্য।

শৈশব ছড়াতে

উৎসর্গঃ প্রিয় ভাই পদাতিক চৌধুরী কে।
..........................।

আহারে শৈশব
কোথা গেলি আয় দেখি,
বুকেতে জড়ায়ে
সাড়া দেহে মজা মাখি |

তুই কি উড়ে যাওয়া
সাদা শোক পাখিটা,
চলে আয় তোকে দিব
আনন্দের চাবিটা,

শৈশব আয় দেখি
খোলা মেলা ঢাকাতে,
যানজটে পারি না
কোন দিকে তাকাতে।

শৈশব কৈশোর
কি মজার বর- বউ,
গোল্লা কানামাছি
কি জাদু গেল কই।

দূষণের ঢাকাতে
শৈশব পাবো না,
তাই তো ছড়াতে
শৈশব ভাবনা।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাবিব স্যার নষ্টালজিয়ায় পতিত করলেন!!
এমন দূরন্তপনা আমিও করেছি ছেলেবেলায়!
আপনাকে অসংখ্য ধন্যবাদ শৈশব স্মৃতি
স্মরণে আনার জন্য।

১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

হাবিব বলেছেন:




তাহলে আরো একটু নস্টালজিয়াতে ঘুরে আসি চলেন।

বল নিয়ে কারাকারি
অল্পতে মারামারি,
কতযে করেছি,

দাড়িয়াবান্দা
খেলা ছলে ছক্কা
গুটিটা কেড়েছি।

চোখ বেঁধে লুকোচুরি
বল দিয়ে ঢিল খেলা
লাটিম টা ছেড়েছি,

চাড়া ঢিল গুলতি
মার্বেল হাতে নিয়ে
আনন্দ ঝেড়েছি।

৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: আহারে ছোট ছোট ছেলে মেয়েরা কত কষ্ট করে স্কুলে যাচ্ছে।
এমনতো ছেলে মেয়ে আছে তারা পাজারো গাড়িতে করে স্কুলে যায়।
আল্লাহ এটা তোমার কেমন বিচার?

১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৬

হাবিব বলেছেন:




শুভ সকাল।
জি নুর ভাই ঠিক বলেছেন।
সত্যিই বাচ্চাদের অনেক কষ্ট হয়।
তবে যারা পাজারোতে চড়ে স্কুলে যায় আর
এসি রুমে বসে ক্লাস করে ওরা তো ফার্মের মুরগি।
আর কাদা মেখে যারা কষ্ট করে স্কুলে যায় তারাই প্রকৃত
মানুষহয়ে উঠে একদিন। সত্যিকারের দেশ প্রেমিক। ধন্যযোগ

৯| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

রাকু হাসান বলেছেন:


ছড়া দারুণ লাগলো । তার চেয়ে ভালোলাগা ছবিটি । অনেক কিছু মনে করিয়ে দেয় । :)

১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩০

হাবিব বলেছেন:




রাকু ভাই, অনেকদিন পর আপনাকে পেলাম, ধন্যবাদ ।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

১০| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৩

বলেছেন: স্মৃতি ময় শৈশব কবিতায় ফুটে উঠেছে হাবিব স্যার।

দারুন

১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৮

হাবিব বলেছেন:



ল' মহোদয়, আপনি আইন বিষয়ে ভালো জ্ঞান রাখেন আমার বিশ্বাস...।
আপনার ভালো লেগেছে যেনে খুশি হলাম।
সেই সাথে ছবির বাচ্চাদের যে কষ্ট হচ্ছে সেই সম্পর্কে আপনার আইন কি বলে?
মামলা করা যাবে কি?

১১| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছোটবেলার সেই স্মৃতি আহারে! :( আপনার কবিতার প্রতিটি চরণে ভেসে আসছিলো শৈশবের স্মৃতিগুলোকে। এতো দারুন কবিতা কিভাবে লিখতে পারেন স্যার? ভালোবাসা +++++

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

হাবিব বলেছেন:



বাহ...................
আপনি তো দেখি আমার স্কুলেও চলে আসছেন,
বই খাতা তাড়াতাড়ি খুলেন.........,
একদম ফাঁকি দেওয়া চলবে না।
আমি কিন্তু কড়া টিচার।
হা হা হা...........

১২| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৭

মিথী_মারজান বলেছেন: বাহ্!
ছন্দে ছন্দে মজার শৈশব স্মৃতি।

১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

হাবিব বলেছেন:




এই যে মেমসাহেবা, শুধু কি শৈশবে পড়ে থাকলে চলবে?
আমার ব্লগে যে "জ্যামিতিক ভালোবাসা", "প্রেমের ব্যাকরণ" কিংবা "উচ্চমাধ্যমিক প্রেম-১ম পত্র" আছে
সেগুলো অধ্যয়ন করতে হবে তাড়াতাড়ি।
নইলে তো ব্যাবহারিক এক্সামে ফেল করবেন।
তখন কিন্তু আফসোস করতে হবে। হা হা হা.......

মন্তব্যে অনুপ্রাণিত, প্রথমবার আপনাকে পাচ্ছি মনে হয়।
আমার ব্লগ বাড়িতে স্বাগতম। সময় করে বেড়াতে আসবেন।
দাওয়াত রইলো।

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০

এ.এস বাশার বলেছেন: আঃহাঃ শৈশব...... কত না সুন্দর ছিল দিন গুলি,,,,,

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২

হাবিব বলেছেন:




আহা রে শৈশব
কোথা তুই গেলি চলে,
কবে আর আসবি
আমাকে যা বলে।
---------------------
যে যাবার সে তো যাবেই,
তাকে তো ফেরানো যাবে না।
--------------------------
মন্তব্যে শুভেচ্ছা রইলো।

১৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২

নীল আকাশ বলেছেন: বল নিয়ে কারাকারি
অল্পতে মারামারি,
কতযে করেছি,

দাড়িয়াবান্দা
খেলা ছলে ছক্কা
গুটিটা কেড়েছি।

চোখ বেঁধে লুকোচুরি
বল দিয়ে ঢিল খেলা
লাটিম টা ছেড়েছি,

চাড়া ঢিল গুলতি
মার্বেল হাতে নিয়ে
আনন্দ ঝেড়েছি[/sb

এটা চরম হয়েছে.........ভালো লাগলো পড়ে.....

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

হাবিব বলেছেন:



বাহ আপনি দেখি কমেন্টস ও পড়েন,
খুব ভালো লাগলো...........।
আনন্দে পুলকিত হলাম।
শুভ অপরাহ্ন।

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮

নীল আকাশ বলেছেন: আমি পছন্দের লেখকদের লেখা খুটিয়ে খুটিয়ে পড়ি। মন্তব্যেই তো আসল মজা........।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬

হাবিব বলেছেন:




একি কমেন্টসে বলো জড়ালে আমায়
ভাবি যত বার পড়ি যে মায়ায়।

১৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৭

তারেক ফাহিম বলেছেন: ছন্দে ছন্দে ছেলেবেলায় হারিয়ে গেলাম।

পোষ্টে ++

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

হাবিব বলেছেন:



অনেক ধন্যবাদ,
আপনি যখন হারিয়ে গেলেন তাহলে খোঁজে আনার কাজটা আমিই করি।
তার আগে আরেকটু হারিয়ে আসতে পারেন কিনা দেখেন তো।
......................................................................।

ঢিলেতে আম পাড়ি
বিলে তে মাছ ধরি
আছে শত বুনো ফল,

মগ ঢালে পাখি বসে
কত বুনো ফুল হাসে
সব গিয়ে খাই চল।

সাইকেল চালিয়ে
স্কুল পালিয়ে
যাই চলে অজানায়,

ক্রিকেট কাবাডি
ছক্কায় মেতে থাকি
বাড়ি আসি সন্ধ্যায়।

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ছন্দে ছন্দে আনন্দময় শৈশব।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬

হাবিব বলেছেন: অশেষ ধন্যবাদ, শুভ অপরাহ্ন।
আরেকটু মেয়েলি শৈশব আপনাকে উৎসর্গ করি।
................................................।

পাঁচ গুটি পাশা খেলা
কেটে যায় সাড়া বেলা
কি করে ভাত খাই,

ড্রেস খুলে কি হবে
কাল তো যেতে হবে
মা তাই মার দেই।

সুই সুতা রশি খেলা
আনন্দে সাড়া বেলা
কতো যে কেটেছে,

কোচিংয়ের নাম নাই
বেনামি নোট নাই
ভালো দিন কেটেছে।

সাপ লুডো বৌ ছি
কতো যে খেলেছি
কোথা ফিরে পাব তা,

ব্যাস্ত ঢাকাতে
দূরন্ত শৈশব
ফিরে আর পাবো না।

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১

মনিরা সুলতানা বলেছেন: সাম্মানিত বোধ করছি স্যার !
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ দারুণ উৎসর্গে।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫

হাবিব বলেছেন:




মুগ্ধতা জানবেন।
আপনার কথায় কমেন্টসে অনুপ্রাণিত।
শুভ সন্ধ্যা। ভালো থাকুন ভালো রাখুন।

১৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

সনেট কবি বলেছেন: চমৎকার ছন্দময় ছড়া। শৈশবকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক ভাল লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮

হাবিব বলেছেন:



এতো সুন্দর করে মন্তব্য এর আগে আপনি করেন নি আমার কোন পোস্টেই।
আপনার সনেটে আমি যেমন মুগ্ধ আপনার মন্তব্যেও ঠিক তেমন অনুপ্রেরণা পেলাম।
দোয়া করবেন কবি সাহেব।

২০| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

বিজন রয় বলেছেন: এটা যে ছন্দবাড়ি হয়ে উঠেছে।

বেশ বেশ, অনেক আনন্দ পেলাম।

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

হাবিব বলেছেন:




দাদা আপনি এতো পরে আসলেন। আপনাকে যে কি দিয়ে আপ্যায়ন করি?
দাঁড়ান দেখি হাঁড়িতে কিছু আছে কি না।


শৈশব পেয়েছি

উৎসর্গঃ প্রিয় বিজন রয় দাদা কে।
..................................................।

সন্ধ্যাটা নামলে
আলোটা কমলে
বাড়িতে আসেছি,

কুপিটা জ্বালিয়ে
বইটা খুলে নিয়ে
পড়তে বসেছি।

কি স্বাদের আমপাতা
ছন্দের মামা বাড়ি
তালগাছ পড়েছি,

আমাদের ছোট নদী
বয়ে চলে নিরবধি
তাইতো শিখেছি।

আরো ছিল লিচু চুর
খোকা আর নজরুল
ছুটি টা চেয়েছি,

তাইতো আজ আমি
সামুতে আসিয়া
শৈশব পেয়েছি ।

২১| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

নজসু বলেছেন: সহজ, সরল এবং সুন্দর।

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

হাবিব বলেছেন:



শৈশব ছড়াটা ধরেছি
উৎসর্গঃ প্রিয় সুজন ভাই কে ।
............................................।

টিফিনের ফাঁকেতে
দোকানের বাঁকেতে
কি স্বাদের ঝালমুড়ি খেয়েছি,

খোলা হাওয়া মাঠ- ঘাট
হাসি খুশি কতো পাঠ
বুক পেতে উপদেশ নিয়েছি।

ছোট ছোট বন্ধুরা
অল্পতে কানধরা
কতো যে পেয়েছি,

তাই তো ভুলি নাই
মনে আজো আছে তাই
শৈশব ছড়াটা ধরেছি।
............................................
(ভাই আপনি অনেক দেরীতে আসছেন,
এর চেয়ে হাড়িতে বেশি কিছু ছিল না।
প্লিজ মন খারাপ করবেন না।
কথা দিচ্ছি আরেক দিন পেট ভরে দিব।)



২২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

তারেক ফাহিম বলেছেন: ঢিলেতে আম পাড়ি
বিলে তে মাছ ধরি
আছে শত বুনো ফল,

মগ ঢালে পাখি বসে
কত বুনো ফুল হাসে
সব গিয়ে খাই চল।

সাইকেল চালিয়ে
স্কুল পালিয়ে
যাই চলে অজানায়,

ক্রিকেট কাবাডি
ছক্কায় মেতে থাকি
বাড়ি আসি সন্ধ্যায়।


যাদের শৈশব গ্রামে কাটেনি তাদের জীবনের ষোলআসায় বৃথা B-)

আহ্ স্মৃতি। ধন্যবাদ প্রিয়। ছন্দাকারে দুষ্টমিষ্ট কত কত কথা স্মরক করিয়ে দেয়ার জন্য।

১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

হাবিব বলেছেন:





অশেষ ধন্যবাদ প্রিয় ফাহিম ভাই,
কাছে থাকবেন আশা করি।

২৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

বলেছেন: হাহা হাবিব স্যার হাসালেন।
মামলা করতে তো এখন আর কোন কারণ লাগে না --

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯

হাবিব বলেছেন:




কি জানি ভাই আপনারা আইনের লোক আপনারাই ভালো বোঝেন। কাউকে আইনের জালে করে সমুদ্র সমান বিপদ থেকে তুলে আনেন আবার কাউকে সেই রকম জালে করেই পেচিয়ে মারেন। তবে ভবিষ্যতে আইনি সহায়তা দিয়ে সাথেই থাকবেন। কোন ধারা লজ্ঞন করলাম তা স্মরণ করিয়ে দিবেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.