নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
(১) কি সাধের দ্বন্দ্বঃ
রাস্তাটা যার সে কইলো
আগের মতো থাকবে আইন,
গাড়িটা যার হুমকিতে কয়
চলবেনা কার; কর রে লাইন।
(২) কাজল মাখা মুখঃ
পেটের দায়ে জনতা সব
কাজের খোঁজে রাস্তাতে যায়,
রাগব বোয়াল সামনে আছে
কালি দিয়ে মুখটা রাঙায়।
(৩) জরুরী লেনের দুখঃ
জরুরী লেন হইছে নাকি
ছাত্রদের ঐ আন্দোলনে,
আজকে দেখি কাজল মাখা
পোড়া তেলের আবরনে।
(৪) শিক্ষাগুরুর দীক্ষা
শিক্ষাগুরুর দীক্ষা পেয়ে
শিক্ষিত তার ছাত্ররা সব,
মারবে মানুষ গাড়ির চাপায়
মানবে না সে আইন লকাপ!
(৫) বিয়ের সাজেঃ
বাঁধা কেন দিচ্ছো তুমি
সাঁজায় তোমায় বিয়ের সাজে,
সাঁজটা নিয়া স্কুলে যাও
মন বসবে ঘরের কাজে।
(৬) কাকুর উন্নয়নঃ
কাকু আমার পায়না ভ্যালু
পত্রিকাতে তাই,
উন্নয়নের লোভ দেখিয়ে
আসবে ক্ষমতায়।
(৭) কাকু শান্তি দিবেঃ
কাকু আমার বলে গেলো
আসলে পরে ক্ষমতায়,
জনগণকে শান্তি দিবে
আগের মতো মমতায়।
(৮) আমাদের ভাঙা হারিকেনঃ
জলে কুমির ডাঙ্গায় বাঘ
আসিলো মাঘ পৌষ কাটিয়া,
যে দিক যাবো মানুষ পাবো
ঘুরছে ভাঙা বাত্তি নিয়া।
..............................
ছবি: প্রথম আলো ও কালের কন্ঠ
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
হাবিব বলেছেন:
যাক কপাল আমার খুলেছে মনে হয়। রাগে হোক আর যেভাবেই হোক আপনার দেখা পেলাম। ভালো লাগলো গাজী স্যার। আপনার মতো গুণীজন আমার ব্লগে? আমি কি স্বপ্ন দেখছি?
২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: চরম রম্য ছিল। হাস্যকর হলেও সত্য। আর ভালো ছিলো ছোট ছোট পদ্য।
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
হাবিব বলেছেন: অসাধারণ মন্তব্যে ভালো লাগা রইলো। মামুন ভাই নিশ্চয় ভালো আছেন আশা করি?
৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
পদ্য গার্বেজ টানার ট্রাক নয়, পদ্যের মান সন্মান আছে
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
হাবিব বলেছেন:
যথার্থ বলেছেন স্যার। আমার মতো কাব্য করে কি আর গারবেজ সরান যাবে? কাজী নজরুল এই পদ্য দিয়েই দুঃশাসনের গারবেজ সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। লড়েছেন জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে। আপনার পুনরায় আগমনে ধন্য আমি।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
আরোগ্য বলেছেন: স্বাধীন রাস্ট্রে নৈরাজ্যের অন্ত নাই।
অনুকাব্য ভাল লাগলো স্যার।
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
হাবিব বলেছেন: নৈরাজ্য দূরে যাবে মানবতা মুক্তি পাবে। আপনার কথায় মন্তব্যে সহমত। শুভ সন্ধ্যা।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
করুণাধারা বলেছেন: দারুন লিখেছেন। আপনি বেশ সাহসী মানুষ!!!
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
হাবিব বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি ভাই সাহসী মোটেই নই। খুব ভয়ে ভয়েই পোস্ট দিছি। তবে তারা সত্যিই সাহসী যারা পত্র-পত্রিকাতে এই গুলো নিয়ে নিউজ করে। আমি তো শুধু ছড়াতে রূপ দিয়েছি। আশা করি ভালো আছেন। শুভ সন্ধ্যা।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: আজ ঢাকা শহরের মানুষের খুব কষ্ট হয়েছে।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬
হাবিব বলেছেন: আল্লাহ একদিন সবার বিচার করবেন। মজলুম মানুষের শেষ আশ্রয়স্থল তিনিই। রাজীব ভাই আপনাকে ধন্যবাদ।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো প্রিয় হাবিব ভাই আপনার অনুকাব্য । শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেবের সুরেই বলি আপনি কি সত্যি-ই ছড়ার মেশিন বসিয়েছেন ?? হা হা হা ।
অফুরান শুভেচ্ছা রইল ।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯
হাবিব বলেছেন:
হা হা হা............।
জানিনা ভাই......
তবে যাই দেখি কেমনে যেন মনের মধ্যে ছড়া হয়ে যায়।
মন্তব্যে ধন্যবাদ জানবেন । শুভরাত্রি।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮
ঢাবিয়ান বলেছেন: হেলমেট লীগ এখন আলকাতরা লীগ হবার টেন্ডার পেয়েছে।
২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১
হাবিব বলেছেন: সবই একজনের কারসাজি। একই নাটকের বিভিন্ন অংক। মাঝে মাঝে শুধু পোশাক পরিবর্তন করতে হয় নাটকের স্বার্থে। পরিচালক মহোদয় যেভাবে নির্দেশনা দিবেন নাটক তো সেদিকেই গড়াবে। আপনি আপি টিভি সেটের সামনে বসে ইস কইলেই কি নাটকের দৃশ্য পালটে যাবে? দেখেন না স্টার জলসা কিংবা জি বাংলা, অভিনেটা মইরা যায় মাগার নাটক শেষ হয়না। চিন্তা কি প্লাস্টিক সার্জারি আছে তো।
আমার কোন পোস্টে এইটা আপনার প্রথম কমেন্ট। আপনাকে স্বাগতম আমার ব্লগে।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ তড়িৎ গতিতে ছড়া বানিয়েছেন।
এসব অরাজকতা আর কত সহ্য করা যায় !
২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩
হাবিব বলেছেন:
প্রিয় মাইদুল সরকার! আপনাকে অনেক দিন ধরে পাচ্ছি না! ভুলে গেলেন নাকি? আজকে পেয়ে ভালো লাগছে। মন্তব্যে ভালোলাগা জানবেন।
সহ্য না করে উপায় কি?
১০| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৯
নতুন নকিব বলেছেন:
চেষ্টা চালিয়ে গেলে ছড়ায় আপনি ভালো করবেন।
২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৪
হাবিব বলেছেন: আপনার পোস্টই পড়তেছিলাম। হঠাৎ আপনার কমেন্ট পেয়ে আমার পোস্টের দরজা খুলে ভাবলাম মন্তব্যের জবাবটা দিয়েই যাই। আপনার মন্তব্য আমার কাছে ফুয়েল সম মনে হলো। কাজে দিবে ।
১১| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭
পল্লব কুমার বলেছেন: কাকুর কথা শুনলেই হাসি আসে ভাই। ছড়াগুলি ভাল ছিল।
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
হাবিব বলেছেন: পল্লব কুমার! আমার ব্লগে আপনাকে স্বাগতম। জি ভাই, উনি একেক সময় একেক কথা বলে জনগনকে বিনোদন দেন।
১২| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অবস্থাটা এমন, যে গোষ্টি জনগণকে যতবেশি দুর্ভোগে ফেলতে পারবে তারাই সরকারের আইনকানুনের মধ্যে প্রভাব ফেলতে পারবে!
সরকার সেটা দেখতে চায় আয়ার গোষ্ঠীগুলো সেটা করতে চায়, মধ্যখানে জনগণের অবস্থা খারাপ!
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
হাবিব বলেছেন: সৈয়দ ভাই! ঠিক বলেছে! আমাদের অবস্থা ভাঙা কুলা।
১৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগছে স্যার, চালিয়ে যান
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
হাবিব বলেছেন: অনেক দিন পরে আপনি আসলেন! ভালো লাগছে। শুভ সন্ধ্যা। আশা করি ভালো আছেন।
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
তারেক ফাহিম বলেছেন: অল্পতে আপনি ব্লগারদের মন জয় করতে পারছেন।
আপনার ছন্দাকার রম্যগুলো বেশ উপভোগ করি।
২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
হাবিব বলেছেন:
আবেগে আপ্লুত করিলেন প্রিয় ফাহিম ভাই।
কি বলে যে আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেব জানিনা।
কৃতজ্ঞতা জানবেন, ভালোবাসা চাই অবিরত।
১৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি ভাই, ব্যস্ততা একটু বেশী
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
হাবিব বলেছেন:
তাই তো দেখছি............।
অনেক দিন হলো সুন্দর সুন্দর ছবি পাচ্ছি না।
আপনাকে তাই মিস করছিলাম।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
ব্লগ ভরে যাচ্ছে পদ্যে, পদ্যের মেসিন টেসিন বসায়েছেন নাকি?