নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

আমার পরিচয়

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫



(১)

হাবিবুর রহমান নামটি আসলে
হাবিব স্যার নামেতে ডাকে মোর প্রিয়া,
ব্লগে লিখি তাই আমি সেই নাম দিয়া
প্রতিবেশি ব্লগ সব নিবেন সরলে।
জন্মিলাম মির্জাপুর জেলা টাঙ্গাইলে
গজারির শত বন মাছ নদী-বিলে,
টাঙ্গাইল শাড়ি সেথা চমচম মেলা
রসে মুখ ভরে যাবে আনারস খেলে।

ভাসানীতে পড়াশুনা খাদ্য প্রযুক্তিতে
মাস্টার্স সমাপ্ত করি এই আঠারোতে
অনার্স শেষেই ঢাকা আছি চাকুরিতে।
লক্ষ্য- উচ্চ শিক্ষা নিবো গিয়ে বিদেশেতে
জীবন কাটাতে চাই দরিদ্র সেবাতে
রাখবেন সদা মোরে প্রার্থনার হাতে।

(২)

দাদা-দাদী, নানা নাই নানী পৃথিবীতে
চাচা ফুফু সব মিলে আছে ছয়জন,
বাবা করে কৃষি কাজ মা গৃহিণী আজ
দুই ভাই বোন নাই ছোট বিদেশেতে।
দুইহাজার চৌদ্দোতে পাঁচ ডিসেম্বরে
আয়েশা নামের মেয়ে করলাম বিয়ে
মা-বাবা চাচা সহ কুড়ি জন গিয়ে,
অর্ধাঙ্গী অনার্স পড়ে সে সিএসইতে।

ম্যাট্রিক ইন্টারে পড়ি দাখিল-আলিম
গোল্ডেন পেয়েছি সেথা আট আর দশে
অনার্স মাস্টার্সে দেখি ফার্স্ট ক্লাস আছে।
আল্লাহ রাখেন যেন সদা সত্য পথে
দিন যেন পার করি ঈমানে শপথে
দোয়া চাই আমি যেন সত্যে থাকি বেঁচে।

মন্তব্য ৯২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি আমার প্রতিবেশী।।। আমার বাড়ি ময়মনসিংহ। জামালপুর পড়ালেখা করেছি। মধুপুর আমার আত্মীয় আছে। তো আপনি আমার চরম প্রতিবেশী।।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

হাবিব বলেছেন:




আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি আমার প্রতিবেশী।।। আমার বাড়ি ময়মনসিংহ। জামালপুর পড়ালেখা করেছি। মধুপুর আমার আত্মীয় আছে। তো আপনি আমার চরম প্রতিবেশী।। খুবই ভালো লাগলো জেনে

আবদুল্লাহ আল মামুন ভাই! আমার পাড়াতে আপনার দাওয়াত রইলো তাহলে। প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক ভালোবাসা নিবেন।

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২১

সুব্রত দত্ত বলেছেন: কবিতার এই ধারাটি আধুনিক সাহিত্য ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে। খুব কমই দেখি এই ধারায় লিখতে। আমি ট্রাই করেছিলাম বেশ কয়েকবার। ঠিক যুথসই মেলাতে পারি না, তাই ছেড়ে দিয়েছি চেষ্টাটা। আপনার লেখাটা পড়ে আবার লিখতে ইচ্ছে হচ্ছে। খুব দারুণ লিখছেন। ভালো লাগলো। লিখতে থাকেন।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

হাবিব বলেছেন: সুব্রত দত্ত! আপনার অসাধারণ কথার সুন্দর বর্ণনা অনেক অনেক ভালো লেগেছে। মুগ্ধতা জানবেন। আপনিও পাড়বেন ইনশা আল্লাহ। দোয়া করি।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! খুব চমৎকার ভাবে নিজের জীবনবৃত্তান্ত কবিতার ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। ;)
ম্যাডাম কেমন আছেন?

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

হাবিব বলেছেন: ফারিহা হসেন প্রভা! আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ম্যাডাম তো ভালোই আছে। তবে একটু মন খারাপ আর কি!

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

কালো_পালকের_কলম বলেছেন: চমৎকার

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

হাবিব বলেছেন:
আপনার চমৎকার মন্তব্যর জন্য শুভেচ্ছা নিন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

নজসু বলেছেন: স্যারটা কেন স্যার?
আপনার প্রিয়াকে আপনি নিশ্চয়ই প্রাইভেট পড়াতেন। B-)

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

হাবিব বলেছেন:



হা হা হা....... আপনি যে কি বলেন।
আসলে আমি আগে থেকেই গ্রামে ব্যাচ করে ছাত্র পড়াতাম।
সেই সূত্রে অনেকেই স্যার বলতো কারোটা অত ভালো লাগেনি।
আবার আমাদের ঐ দিকে নিজের স্বামীকে কেউ নাম ধরে ডাকে না।
আমার এক চাচি আছে, তিনি আমার চাচাকে ডাক্তার বলেই ডাকে।
কারন আমার চাচা আসলেই ডাক্তার।
আমার মুখে দাড়ি দেখে আমার মিসেস বললো যে আমি তোমাকে হুজুর বলে ডাকবো।
আমি বললাম না, হুজুর শুনতে ভালো লাগে না আমার। আমাকে স্যার বলেই ডেকো।
সেই থেকে শুধু স্যার বলেই ডাকে। হাবিব বলে না।
যেমন "ও স্যার শুনো", "স্যার কেমন আছো" "স্যার কবে আসবা" টাইপ কথা বলে।
সেই থেকেই আমার শাশুড়িও বলে "ময়না তোর স্যার কবে আসবে"।
আমার মিসেসের ডাকনাম আবার ময়না। আসলে সে আমার দূর সম্পর্কের আত্মীয় ছিলো।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

হাবিব বলেছেন: আমার প্রিয় সনেট কবির আগমনে মুগ্ধতা। শ্রদ্ধা জানবেন প্রিয় কবি।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

তারেক ফাহিম বলেছেন: স্যার, ও স্যার কেমন আছেন??

ছন্দাকারে বৃত্তান্ত বেশ হলো।

আপনার ম্যাডামের মত করে ডাকলাম B-)

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

হাবিব বলেছেন: আহারে কি মধুর ডাক! হৃদয় ছুয়ে গেলো

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

প্রথমকথা বলেছেন: ভীষণ সুন্দর।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা। কিন্তু সুন্দর কি ? আমি নাকি আমার কবিতা?

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই, আপনার প্রিয়া ভাল আছেন?
আর পরবারের সবাই!


আপনার আলোকিত পথ যেন আরো সহজ হয়ে প্রিয়।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

হাবিব বলেছেন: প্রিয় তাজুল ভাই! জি আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কিছু ঠিকঠাকই আছে। আমার মন্ত্রীও ভালো আছেন। আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আপনাকে যেন উত্তম প্রতিদান দেন। আমিন।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

আরোগ্য বলেছেন: হাবিব স্যারকে আজ বেশি অপেক্ষায় রাখলাম না। বরং আমিই কবিতার অপেক্ষায় ছিলাম তবুও আমার দেরি হয়ে গেল।

কবিতায় চমৎকারভাবে নিজেকে তুলে ধরেছেন। আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য শুভ কামনা করছি।

আপনিতো আমার ব্যাচমেট। ঢাবির অধীনস্থ ভেজালের কারণে রাগ করে মাস্টার্স দেই নি।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

হাবিব বলেছেন: প্রিয় আরোগ্য ভাইয়া! অনেক বেশি ভালো লাগলো আপনাকে সক্কাল সক্কাল পেয়ে। আশা করি আপনাকে মহান আল্লাহ ভালো রাখছেন। আপনার কথা শুনে খারাপ লাগছে। তবে মনে হয় মাস্টার্সটা দিয়ে দিতে পারেন। আল্লাহ আপনার জীবনের ঊন্নতি দিন। আমিন। ছুম্মা আমিন।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

করুণাধারা বলেছেন: মুগ্ধ হলাম পড়ে, হাবিব স্যার; খুবই ভালো লাগলো।

মাইকেল মধুসূদন দত্তের এরকম একটা আত্মপরিচয় মুলক সনেট আছে না? মনে করতে পারছি না ঠিক!!

ভালো থাকুন সব পরিবার-পরিজন নিয়ে, শুভকামনা রইল।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

হাবিব বলেছেন:




আপনার আগমনে ভালো লাগছে। অনেক অনেক ভালোলাগা জানবেন। আল্লাহ আপনাকেও সুস্থ রাখুন। আপনি এই সব ভাবনা সেই যে ২৭ তারিখে দিয়ে গেলেন আর তো কিছুই পাচ্ছি না?

১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার, আপনি আসলে এক সময় হাবিব হুজুর ছিলেন :)

শুভ কামনা সব সময়।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

হাবিব বলেছেন:



হা হা হা............
না ভাই, আসলে আমি তখন শক্তহস্তে বৈঠা না ধরলে হয়তো হয়েও যেতে পারতাম।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

সাদা মনের মানুষ বলেছেন:

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

হাবিব বলেছেন: চা টা খুব মজার ছিলো...........

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ হাবিব স্যার- জনাব,আপনি দেখছি মিস্র শিক্ষা ব্যবস্থার ছাত্র । তো মাদ্রাসা ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণ কি ? দুই মাধ্যমের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি ? মাদ্রাসা ছাড়ার জন্য আপনি কি আনন্দিত নাকি দুঃখিত ? আপনার ভবিষ্যত সন্তানদের কি মাদ্রাসায় পড়াবেন ?

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

হাবিব বলেছেন:




মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমার সময় এমন এক পরিস্থিতি ছিলো সব সিলেবাসে দিতে গিয়ে যেন কিছুই দেয়নি। তখন না শিখতে পারছি আরবি না বিজ্ঞান। বাংলা সাহিত্য ব্যাকরণ কিংবা ইংরেজির কথা না হয় বাদই দিলাম। বাংলা ইংরেজি এক পত্র পড়ে আসার জ্বালা বিশ্ববিদ্যালয়ে এসে হাড়ে হাড়ে বুঝেছি। এখন অবশ্য অনেকটা উন্নতি হয়তো হয়েছে তবে হাতে গুনা কয়েকটা প্রতিষ্ঠান বাদে অনেক জায়গায় যোগ্যতা স¤পন্ন শিক্ষক খুঁজে পাওয়া যায় না। এমন অবস্থা আরো করুণ গ্রামের দিকে। পরিবারের ইচ্ছা ছিলো আমি আলেম হই। তবে এই সব গ্রামের প্রতিষ্ঠানে মাদ্রাসা শিক্ষা গ্রহন করে শুধু নামক সর্বস্ব আলেম ছড়া কিছু হতে পারতাম বলে মনে হয়নি আমার কাছে। আমার ছোট কাকার সহায়তায় অবশেষে ভর্তি হয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে। দেখেছি শিখেছি অনেক কিছু। মুক্তচিন্তা করার মতো কিছুটা শিক্ষা পেয়েছি আমাদের শ্রদ্ধেয় স্যার উৎপল কুমার প্রধান স্যারএর কাছ থেকে। অবশ্য এখানেও যে সব কিছু শেখা যায় এমনটা নয়। তবে বিজ্ঞান বিষয়ক শিক্ষার জন্য আধুনিক শিক্ষার বিকল্প নেই। তবে ইসলাম বুঝার হাতে খড়ি ঐ মাদ্রাসা থেকেই প্রথম পেয়েছি। গ্রামের কাছে ভালো স্কুল থাকলে হয়তো মাদ্রাসা পড়া হয়ে উঠতো না। আমি মনে করি মাদ্রাসা শিক্ষাকে আধনিকায়ন করার পাশাপাশি এইসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মান আর উন্নত করা দরকার।

মূলত বিজ্ঞান শিক্ষার প্রতি প্রবল আগ্রহ থেকেই মাদ্রাসা ত্যাগ করি। মাদ্রাসা ছাড়ার জন্য আমি দুঃখিত নাকি আনন্দিত বুঝতে পাড়ছি না! কারন বিশ্ববিদ্যালয়ে পড়াকালিন সময়ে ইংরেজি শিক্ষার ভিত্তি যে নড়বড়ে আমি খুব ভালো ভাবেই টের পেয়েছি। তবে যার ভাগ্য যেখানে লিখা তা সে পাবেই আমি বিশ্বাস করি। মানুষের চেস্টাতেই আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেন। আমার ভবিষ্যত সন্তানদের আমি অবশ্যই ইসলামি শিক্ষা দিব কিন্তু তা মাদ্রাসায় পড়িয়ে নয়। পরিবার থেকেই। আমার দেখা এমন অনেক আছে যারা কোরানের হাফেজ হয়েও নামাজই ঠিকমতো পড়ে না। আমার সাথে ইন্টার পাশ করা অনেকেরেই দেখেছি কোরআন পর্যন্ত পড়তে পারে না। তাহলে এমন শিক্ষার কি মানে বলুন? ইসলাম কে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই কিছু মানুষ দরকার যারা ইসলাম নিয়ে গবেষণা করে জাতির কল্যানে কাজে লাগাবে। যে শিক্ষা শুধু নামাজ কালাম কিংবা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে ফজিলত বিলাবে বা বরং কিভাবে সমাজকে সুন্দর করা যায় তাও শিখাবে। আমি সেই দিনের অপেক্ষায়। কিছু ভুল বলে থাকলে শুধরিয়ে দিবেন আশা করি।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: সদা ভালো থাকুন,সত্যের পথে থাকুন।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

হাবিব বলেছেন: আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন ..................

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি মানুষ।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

হাবিব বলেছেন:




অতীব সুন্দর কথা বলেছেন.......
খুব ভালো লাগলো

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইরে ভাই, সেইতো....

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

হাবিব বলেছেন:




ভাইরে ভাই
আপনাকে ধন্যবাদ জানাই
আপনি এসে ভরিয়ে দিলেন কানায় কানায়
ভাইরে ভাই
ধন্যবাদ জানানোর ভাষা আমার নাই
আমি যে কম জ্ঞানী তাই
আপনার কাছে ক্ষমা চেয়ে যাই
আপনার কাছে প্রশ্ন একটাই
"সেইতো" কি তাই?

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: এ কেমন ট্যালেন্ট :-&

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

হাবিব বলেছেন:




ঐ দেখা যায় প্রান্ত দা
ব্লগে আছেন বসে,
অবশেষে আমার পোস্টে
কমেন্টস করলেন কষে।

ট্যালেন্ট না কি বলে গেলো
অর্থ বুঝি না
খালি বুঝি ভালোবাসা
স্বার্থ খুঁজি না।

"সেইতো" "ট্যালেন্ট" কি যে বলে
এককথায় তার প্রকাশ,
আমি কি ভাই অতো বুঝি
তাইতো জানাই সাবাস!!!!!

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

আরোহী আশা বলেছেন: অনেক অনেক ভালো লাগলো। ভালো থাকুন সবাইকে নিয়ে।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

হাবিব বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিব স্যার ,

বাহা ! কথা ও কাব্যে আপনার সুন্দর পরিচয় পেয়ে মুগ্ধ হলাম । প্রতি মন্তব্য গুলো পড়লাম । আপনার সম্পর্কে নতুন করে জেনে খুব ভালো লাগলো। আপনার পরিবারকে জানাই শুভেচ্ছা । আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যান- কামনা করি ।
শুভকামনা জানবেন ।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

হাবিব বলেছেন:



পদাতিক ভাইয়া! আপনার আগমনে সত্যিই মুগ্ধ আমি।
আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন। আপনার আন্তরিকতা আমাকে বিমোহিত করেছে।
আল্লাহ আপনাকে উত্তম যাজাহ দিন। আমিন।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


এরপর, আপনি কিসের উপর লেখাপড়া করতে চান?

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

হাবিব বলেছেন:




আমার একান্ত ইচ্ছা স্কলারশীপ নিয়ে বিদেশে পড়াশুনা করা। বিশেষ করে যদি ফুড সায়েন্স বা এই রিলেটেড কোন সাবজেক্ট পাই তবে আমার জন্য ভালো হবে। আর আমার মনের আশাও পূর্ণ হবে। বর্তমানে একটা ফুড ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোলের দায়িত্বে আছি। পত্র পত্রিকা বা টিভিতে দেখেছি কত ভয়াবহ আকারে খাদ্য দ্রব্যে প্রিজারভেটিভ দেয়া হচ্ছে। আমি তার প্রত্যক্ষদর্শী। নিজেকেও করতে হচ্ছে প্রতিনিয়ত। এটা করতেই হবে। কারন আমাদের দেশে জলবায়ু যে রকম তাতে করে শেলফ লাইফ কম খাবারগুলা বেশিদিন রাখা সম্ভব হয় না। আমার ইচ্ছা গবেষনার মাধ্যমে এমন একটা উপায় বের করা যাতে সর্বনিু প্রিজারভেটিভ দিয়ে সর্বোচ্চ সময় পর্যন্ত খাবার ভালো রাখা যায়। স্কলারশিপের জন্য ট্রাই করছি। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

জগতারন বলেছেন:
আজ আপনাকে চিনিলাম।
ইহা নিয়া আমার জানার আগ্রহও ছিল।
একবার জানিতেও চাহিয়াছিলাম।
যাই হোক আজ জানিলাম।

ভালো থাকুন কামনা করি।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

হাবিব বলেছেন: জি, আপনার কথার উত্তর দিতে গিয়েই এই সনেট লিখেছি। আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি না বললে হয়তো লেখা হতো না এখন। তো কেমন জানলেন আমাকে?

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

শাহারিয়ার ইমন বলেছেন: ব্লগে স্বাগতম ।


আপনার সম্পর্কে জেনে ভাল লাগলাম ।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

হাবিব বলেছেন:

প্রথমবার আপনার সাক্ষাত পেয়ে ভালো লাগছে। আশা করি পরবর্তী ব্লগে আপনাকে কাছেই পাবো।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

সুমন কর বলেছেন: স্যার নামের পিছনের কাহিনী আজ জানলাম !! তবে ব্লগে "স্যার" নামটি নিক হিসেবে বড্ড বেমানান।।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

হাবিব বলেছেন:
সুমন কর! আমি আপনার কথার সাথে খুব খুব একমত। জানিনা নাম চেঞ্জ করা যায় কিনা। যদি যেত করে ফেলতাম। আশা করি আমার এমন দৃস্টতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাকে মাফ করুন।

২৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

শিখা রহমান বলেছেন: বাহ!! কবিতার ছন্দে ছন্দে আপনার বিষয়ে অনেক তথ্য জেনে ফেললাম হাবিব।

ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত!!

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

হাবিব বলেছেন:
শিখা রহমান! আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগলো। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

সূর্যালোক । বলেছেন: ছন্দে ভালো প্রকাশ :) ।একটি জিনিস ভালো,আপনার সনেট/কবিতা/ছড়া পড়ছে দেখছি পাঠক । এতই পঠিত হচ্ছে ,যেখানে সনেট কবির সনেটও এত পাঠ হচ্ছে না ।মনে হচ্ছে হঠাৎ আশঙ্কজনক হারে ছড়া/কবিতার পাঠক বেড়ে গেল।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

হাবিব বলেছেন: সূর্যালোকের সংস্পর্শে যেভাবে গাছেরা খাদ্য তৈরী করে বেড়ে উঠে তেমনি আপনাকে পেয়ে আমার অনুপ্রেরনার বৃক্ষ সতেজ হয়ে উঠলো।

২৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫

নতুন নকিব বলেছেন:



সুন্দর। +++

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

হাবিব বলেছেন:

নকিব ভাই! অনেক দিন পর আমার ব্লগে কমেন্টস করলেন। সালাম জানবেন।

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৯

বলেছেন: খুব দারুণ লিখছেন। ভালো লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

হাবিব বলেছেন: ল ভাইয়া! আপনার চেয়ার কই গেলো ?

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২১

বাকপ্রবাস বলেছেন: মজার ব্যাপার হলো বউ আমারেও স্যার, মাষ্টর এসব বলে মজা করে, আপনার সাফল্য কামনা করি, শিক্ষা আর সংস্কৃতিতে উজ্জ্বল হয়ে উঠুন।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

হাবিব বলেছেন: বাহ বাহ বেশ ! দুই মিতাতে তো খুব মিল দেখা যায়।

৩০| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার সম্বন্ধে জানা হলো। শুভ কামনা রইলো।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

হাবিব বলেছেন:
কাউসার ভাইকে পেয়ে অনেক ভালো লাগলো। নিয়মিত পেলে আরো প্রেরণা পেতাম।

৩১| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

নজসু বলেছেন:




স্যার কমেন্টের জবাবে আপনার সারল্য আমাকে আরও একবার মুগ্ধ করলো।
সরলতা না থাকলে মানুষ কি অপকটে সব কথা বলতে পারে?
আপনাদের সবার মঙ্গল কামনা করি।
সুখে থাকেন আপনারা।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

হাবিব বলেছেন: সুজন ভাই আপনার মুগ্ধতা আমাকে আরো বেশি আপ্লুত করে দিলো। আপনি যা আমার ব্লগ প্রতিবেশি। এক মুসলমান যে আরেক মুসলমানের ভাই ভাই। আমরা তো রুহের জগতে একসাথেই ছিলাম। আল্লাহর কাছে ফরিয়াদ জান্নাতেও যেন আমাদেও আবার দেখা হয়।

৩২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: অতীব সুন্দর কথা বলেছেন.......
খুব ভালো লাগলো

ভালো থাকুন।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

হাবিব বলেছেন: রাজীব নূর ভাই! আপনার ছোট্ট কথার কমেন্টস অনেক ভালো লাগে। আশা করি ভালো আছেন সুরভী আপুকে নিয়ে।

৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

নীল আকাশ বলেছেন: আগেই পড়েছিলাম, মন ভালো ছিল না, আসতে দেরি হয়ে গেল, দু:খিত।
সামুতে আমি মাত্র দুই জনকে পেলাম যারা নন-ষ্টপ কবিতা লিখে যাচ্ছেন, একজন আপনি আর আরেকজন হলো এস এম ইসমাঈল ভাই। আপনাদের দুই জনের লেখার প্রতিভা, আসলেও মনোমুগ্ধকর। আজকের আপনার লেখাটা চমৎকার ইনোভেটিভ আইডিয়া। আপনাকে জিগ্গেস করবো ভাবছিলাম, আর সাথে সাথেই কবিতা ! আমিতো হতভম্ব :`> কবিতা দুর্দান্ত হয়েছে। ভাবছি একবার নিজেকে নিয়ে চেস্টা করবো নাকি ;) ভালো থাকুন, সুস্থ থাকুন। সিরাতুল মুস্তাকীমের পথে থাকুন।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

হাবিব বলেছেন: আল্লাহ আপনাকেও রাখুন আল্লাহর মনোনিত পথে। আপনার লেখা আমার অসম্ভব ভালো লাগে। আমারো গল্প লিখতে ইচ্ছা করে কিন্তু ভালো বর্ণনা পারি না। একটা গল্প লিখে রাখছি সেই কবে। দিতে ভয় করতেছে জানিনা কেমন হয়েছে!

৩৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতার কথায় আপনার পরিচয় জেনে ভাল লাগলো। াপনার জন্য রইলো অন্তহীন শুভকামনা...
কবিতা এবং মন্তব্য প্রতিমন্তব্য পড়ে জানলাম, আপনার নামের শেষে "স্যার" সংযোজনের কারণ। প্রিয়তমার মুখে "স্যার" ডাকটি শুনতে কেমন লাগবে, তাই ভাবছি!!!! :)

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

হাবিব বলেছেন: শ্রদ্ধেয় খাইরুল ইসলাম ভাই। আপনার কমেন্টস পেয়ে ভালো লাগছে। প্রতি মন্তব্য গুলোও পড়েছেন শুনে আপ্লুত আমি। তবে জানতে খুব ইচ্ছা আপনাকে আপনার মিসেস কি নামে ডাকেন!

৩৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: সুব্রত দত্ত দা বলেছেন: কবিতার এই ধারাটি আধুনিক সাহিত্য ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে। খুব কমই দেখি এই ধারায় লিখতে।
কবিতার ধারাটির সম্পর্কে জানতে চাচ্ছিলাম।

জীবন বৃত্তান্ত ভালো লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

হাবিব বলেছেন: আপনাকে আমার ব্লগে প্রথমবার পেয়ে ভালো লাগলো। ইব্রাহিম আই কে! কবিতাটি সনেটের ধারায় রচিত। আপনি নিশ্চয় সনেট সম্পর্কে জানেন।

৩৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

ওমেরা বলেছেন: আপনার প্রিয়া আপনাকে হাবীব স্যার বলে সেটা কি জনসমুক্ষে প্রকাশ করা ঠিক হল! আর এই নামে নিক নেয়াও ভাল হয়নি এটা তো একান্তই তার কিন্ত এখন এটা জনগনের হয়ে গিয়েছে মানে সবাই আপনাকে হাবীব স্যার ডাকে।

কবিতা ভাল হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

হাবিব বলেছেন:
ওমেরা আপু/ভাইয়া! আপনার মতো করে তো ভাবি নাই! আসলেই তো। সে যদি জানিতে পারে তাহলে কি যে হবে আল্লাহ জানে। কিন্তু সবাই বললে মনে হয় আমার প্রিয়ে খুশিই হবেন। আল্লাহ মালুম। দোয়া চাই।

৩৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

সাত সাগরের মাঝি ২ বলেছেন:
সুন্দর বেশ বেশ। ভালো লেগেছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। ভালো রাখুন।

৩৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

তারেক ফাহিম বলেছেন: ভাবছি বৌ ঘরে আসলে আপনাকে অনুসরন করবো B-)

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

হাবিব বলেছেন: তারেক ফাহিম বলেছেন: ভাবছি বৌ ঘরে আসলে আপনাকে অনুসরন করবো B-) জনাব :P :P

৩৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

নতুন বিচারক বলেছেন: চমৎকার কলাম ।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

হাবিব বলেছেন:



নতুন বিচারক চমৎকার বলেই দিয়েছেন আমি আর কি বলিবো!

আপনার প্রথম আগমনে মুগ্ধতা।

৪০| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

নেপচুন নেহাল বলেছেন: কবিতা দিয়ে নিজের পরিচয়.... বেশ ভালো লাগলো হাবিব ভাই.....
শুনে ভালো লাগলো যে ভাবি আপনাকে স্যার বলে ডাকে.......... :) :)

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

হাবিব বলেছেন:



আপনার ভাবিকে নিয়ে একটু নেপচুনে হানিমুনে যাব ভাবছি! তা ঐখানে যেতে কি পাসপোর্ট ভিসা কিছু লাগে নাকি? আর খরচাপাতি কেমন জানাবেন আশা করি। পরে গিয়ে যদি আর না আসতে পারি তখন ব্লগে লেখা বন্ধ হয়ে যাবে। তা আপনার নেপচুনে কি নেটওয়ার্ক পাওয়া যাবে?


আপনার কমেন্টসে ভালো লাগা জানবেন।

৪১| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

নেপচুন নেহাল বলেছেন: কোন সমস্যা নাই ভাই ... ১০০% নেটওয়ার্কের ব্যবস্থা করে দিব.......
টাকা পয়সার দরকার নাই,,,, ভাই বলে কথা,,,

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

হাবিব বলেছেন: বাহ কি মজা কি মজা। এই সুখবরের কথা আজই আমার প্রিয়া কে জানাতে অবে। নিশ্চয় খুশি হবেন তিনি। আপনার এতো সুন্দর ব্যবস্থাপনায় আমি মুগ্ধ।

৪২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

আখেনাটেন বলেছেন: স্যার, অাসসালামুআলাইকুম।


চমৎকার করে নিজের পরিচয় তুলে ধরেছেন। ভালো লাগল জেনে। তবে ব্লগার ওমেরা যেটা বলেছে সেটা ভাবনার বিষয়। কিছু বিষয় আছে যা একান্ত আপন। সেগুলো পাবলিক না হওয়ায় বেটার।

আপনাদের টোনাটুনির জীবন অানন্দময় কাটুক এই কামনা। পরিবার-পরিজন নিয়ে ভালো থাকুন।


০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

হাবিব বলেছেন:




ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার কথার যুক্তি আছে। আসলে তাঁহার অনুমতি সাপেক্ষেই পোস্ট দেয়া। নইলে কি আর এতো সাহস হয় বলুন। তিনি আমার স্বরাষ্ট্রমন্ত্রি বলে কথা। তাঁহার রাষ্ট্রে অনুমতি ব্যতিত কি কিছু করা যাবে? অন্যথা করলে যে অবরোধ ডাকবে।

বাহ বেশ মজা লাগলো! টুনাটুনি বলেছেন। তবে দোয়া করবেন সেই ঘরে যেন সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। আপনার সুন্দর মন্তব্যে ভালো লাগা রেখে গেলাম। আপনি সর্বপ্রথম কমেন্টসে সালাম দিলেন। আপনার জন্যও আমি মন খুলে দোয়া করি। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমিন।

৪৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

মীর সাজ্জাদ বলেছেন: নিজেকে দারুণ ভাবে পরিচয় করালেন। খুবই ভালো লাগলো।

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

হাবিব বলেছেন: সাজ্জাদ ভাই! আপনার আগমন নিয়মিত পাবার আশায় থাকি। না পেয়ে পেয়ে অপেক্ষারা ক্লান্ত হয় কিন্তু আমি ক্লান্ত হইনা।

৪৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: বাহ স্যারভাইয়া!!!!!!!

স্যারের ইতিহাস জেনেই আমার বেশি মজা লাগলো!!!!!! :)

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

হাবিব বলেছেন:





বাহ স্যারভাইয়া!!!!!!! ............ মন্তব্যটা আমাকে অনেক অনেক পুলকিত করলো। প্রথমে আপনার পোষ্টা আমার মন্তব্যে প্রতি উত্তর দেখে তো ভরকে গেছিলাম । যাক আশ্বস্ত হলাম।

স্যারের ইতিহাস জেনেই আমার বেশি মজা লাগলো!!!!!! .... আমারও ভালো লাগছে। বুঝতে পাড়ছি ঝড়ের গতিবেগ পাল্টে গেছে। ............. :P


পড়ে দেখার অনুরোধ রইলো যদি সময় পান তাহলে। আমি যখন বাবা হবো

৪৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

রূপম রিজওয়ান বলেছেন: আচ্ছা,আচ্ছা,এই ব্যাপার! বুঝলাম নামের রহস্য!

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯

হাবিব বলেছেন: হা হা হা........... হ্যাঁ রুপম ভাইয়া

৪৬| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!!! চমৎকার লিখেছেনতো!!

২৯ শে জুন, ২০২১ দুপুর ১:৩৯

হাবিব বলেছেন: প্রথম যখন ব্লগে আসি তখন অনেকেই নামের শেষে স্যার শব্দটিতে আপত্তি তোলে। সেই প্রেক্ষিতেই লেখাটি প্রকাশ করেছিলাম। আপনার কাছে ভালো লেগেছে জেনে প্রীত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.