নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

কানপচা কুকুর

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২



মওলানা ভাসানী স্মরণে

আমি তোমার কানপচা কুকুর
হতে চেয়েছিলাম।
কারণ পূর্ণিমা উজ্জ্বল এক রাতে তুমি বলেছিলে,
‘আল্লাময় মানুষ যদি হতে চাও
আগে কুকুর হও ।’

জিজ্ঞাসু দৃষ্টিতে শব্দহীন কথায়
আমি শুধাতেই তুমি এক নিঃশ্বাসে বললে,
‘কুকুরের মত নিশাচর হও
যেমন দরবেশ নির্ঘুম নিঃঝুম
নিশা কাটায় আল্লাহর নেশায়-
‘কুকুরের মত প্রভু ভক্ত হও ।
এমন ভক্ত-

মানুষের দ্বারা সম্ভব যত আঘাত
সব সয়েও পরিতৃপ্ত অনুভূতি নিয়ে
ভক্ত বিলাও আশেক দরবেশের মত ।
‘কুকুরের মত ক্ষুধার্ত থাক ।
পাইলে খাও না পাইলে নাই ।

ছড়ানো দু’পায়ে মাথাটা রেখে
প্রভূর দিকে ধৈর্যের দৃষ্টিতে তাকাও
এবং তাকিয়েই থাক ।

পরিতৃপ্ত অন্তরে দরবেশের মত বলো,
কুকুরের মত অভুক্ত থেকেও আমি প্রশান্ত চিত্ত ।’
আমি বললাম, ‘অনেক হয়েছে- হে মহামুনি !
আমি তো অতিশয় দুর্বল
কুকুরের দশ গুণ রপ্ত করা সম্ভব নয় ।
ঐ তিনটিতেই কি আমাকে
দরবেশি দেয়া যায় না ?’
বললে, ‘তাহলে, অন্তত আর একটি গুণ
রপ্ত করো ।

- আমার কানপচা কুকুর হও,
সব হবে ।

‘কানপচা বলে দুর্গন্ধ ছড়াবে তুমি
দুর্জনের নাসিকায় বেশি বেশি লাগবে
সত্য-সজ্জন সুন্দর-সুজন মুচকি হাসবে
অনুক্ত ভাষায় বলবে, এ তোমার কেমন লেবাস,
নিজেকে গোপন রাখতে এ কী খেয়াল !
অসুন্দর সেজে সুন্দরের সাধনা ?
হ্যাঁ, এতেই তুমি নিরাপদ ।
তাই বলি, কানপচা কুকুর হও,
হবে, সব হবে ।

০১ নভেম্বর ১৯৯০ খ্রী:

১. মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আশেপাশে ঘুরঘুর করত একটি কুকুর । জীবনের শেষ বছরটিতে কুকুরটির কানে ঘা হয় ও কান পচে যায় । দুর্গন্ধ ছড়ানো কুকুরটি মহান নেতা মওলানা ভাসানীর চেয়ারের নীচে শুয়ে থাকত । কিন্তু তিনি একে তাড়া দিতেন না । কথিত আছে, মওলানা মহানের সাথে যে ছল-চাতুরি করতো কেবল তার নাসিকায় দুর্গন্ধ পৌঁছাতো । মওলানা হুজুরের ইন্তেকালে কুকুরটি শোক-বিহ্বল আচরণ করে । শত তাড়া উপেক্ষা করে মহান মওলানার সমাধি-বক্ষে শুয়ে থেকে সপ্তম দিবসে কুকুরটি মারা যায় ।
২. ঐ কান-পচা কুকুরের মত একজন ভক্ত কবিতাটি রচনা করেছেন ।
৩. গভীর দুঃখবোধ মিশ্রিত মুর্শিদ-প্রেম একজনকে কানপচা কুকুরে উন্নিত করতে পারে ।

(কবিতাটি ভাসানীর মাজারের পাশে লেখা আছে )

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ভাসানী সাহেব উত্তম লোক ছিলেন। তাকে স্যলুট জানাই।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

হাবিব বলেছেন: আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন....। আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কিন্তু তা সত্তেও তাকে নিয়ে তাহাদের কোন কর্মসূচী ছিলো কি?

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

মীর সাজ্জাদ বলেছেন: অনেক সুন্দর কবিতা, মানুষদের নিয়ে কবিতা লেখা খুবই বুদ্ধিমত্তার পরিচয়।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

হাবিব বলেছেন: মানুষদের নিয়ে ছিলেন বলেই তিনি এতোটা জনপ্রিয় হয়েছিলেন.....।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লাগলো।।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন প্রিয় ভাই।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৯

সাইন বোর্ড বলেছেন: সুন্দর নিবেদন ।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

হাবিব বলেছেন: ধন্যবাদ ও শুভসন্ধ্যা.........

৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

হাবিব বলেছেন: ভাই, আমি লিখিনি...........

৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিবভাই ,

প্রথমে ভেবেছিলাম কবিতাটি আপনার লেখা । ফুটনোট দেখে ভুল ভাঙলো । যাইহোক দুর্লভ কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ। কুকুরটি অসাধারণ ! সত্যিই ভাবা যায় না। আর জননেতা মাওলানা ভাসানী সাহেবকে জানাই অন্তরের শ্রদ্ধা। ।


শুভকামনা ও ভালোবাসার প্রিয় হাবিব ভাইকে।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

হাবিব বলেছেন: প্রিয় পদাতিক ভাইয়া, ভাসানীর জীবন ছিল বৈচিত্রময়...........
সময় পেলে আসবেন একদিন বেড়াতে..........

৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৭

আরোগ্য বলেছেন: আসলেই পোষা প্রাণীর ভালোবাসা একদম অন্যরকম।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

হাবিব বলেছেন: সব প্রানীরই মন আছে। ওরাই দু:খ পেয়ে কাঁদে

৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫

নজসু বলেছেন:



কুকুর হও শুনে চমকে উঠেছিলাম।
কবিতা পাঠে মওলানা ভাসানীর প্রতি আরও শ্রদ্ধাবোধ।
কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার।

১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

হাবিব বলেছেন: প্রিয় সুজন ভাই ভালোবাসা নিবেন। । আশা করি ভালো আছেন। জি ভাই, কবিতাটি রোজই পড়তাম। কারন এটি মওলানা ভাসানীর কবরের পাশে আমার বিশ্ববিদ্যালয়ের মসজিদের কাছে লেখা রয়েছে.....

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে।

২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

হাবিব বলেছেন: ফারিয়াপু..শুভসকাল জানিও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.