নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

তোমারই জন্য....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭


ছবি: গুগলের


শিখা রহমান আপুর "ততোদিনে..." কবিতার উত্তরে......


বৃষ্টিরা ভূগোলে যদি বিশারদ হয়
সে তো তোমারই জন্য, কেন বুঝছো না?
অরন্যের দাবানলে অভিমানী কান্না!
ধৈর্য্য পরশ পাথরে প্রেমে হোক জয়।
চৌরাস্তার কোলাহল ট্রাফিকের জ্যাম
নিয়নবোর্ডে নতুন মুখেরাও এলে,
তুমি আসবে বলেই যান চলাচলে
ট্রাফিক পুলিশ নিয়ে থামিয়ে দিলাম।

উচ্ছৃঙ্খল এক্কাদোক্কা প্রজাপতি ডানা
রাজনীতি আলোচনা সেথা আজ মানা
নবীন তোমার প্রেমে পেয়েছে ঠিকানা।
কদম ও কৃষ্ণচূড়া উদাসী ফাগুনে
আমি তাই ভুল করি অসমীকরনে
তোমার ভালবাসায় আজো আনমনে।

মন্তব্য ৪৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

শিখা রহমান বলেছেন: হাবিব আপনি, আপনারা সবাই আমাকে বার বারই অভিভূত করেন। আপনার মন্তব্যতেই এমন অভিভূত হই। সবসময় পাশে থেকে অনুপ্রেরণা যোগান।

আজকে এমন সুন্দর উত্তর কাব্য উপহার দিলেন। উত্তর কবিতা পেয়ে ভালোলাগা ও ভালোবাসায় আপ্লুত হলাম।

প্রথম লাইক আর প্রিয়তে নিলাম। আপনি আমার দিনটা খুব ঝলমলে করে দিলেন কবি।

ভালো থাকবেন ভালোবাসায় আর কবিতায়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

হাবিব বলেছেন: আমি খুবই চিন্তিত ছিলাম। প্রথমে ভাবছিলাম খুবই খাবার অনুপযোগী হবে। অবশেষে আপনার ভরসা পেয়ে নিজের ব্লগেই দিলাম। আপনার লেখার হাত খুবই ভালো । আপনার কবিতা ভালো লাগে। মনোযোগ দিয়ে পড়ি। আমি ভাবতে পাড়িনি আপনার কাছে এতটা ভালো লাগবে। ভালো লাগলো আমারও। সর্বদায় ভালো-ঝলমলে ও আরোগ্য থাকার প্রার্থনা আপনার জন্য।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

আলমগীর কাইজার বলেছেন: রাজনীতি আলোচনা সেথা আজ মানা
নবীন তোমার প্রেমে পেয়েছে ঠিকানা।

বেশ ভালো লাগলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

হাবিব বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো........

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার প্রতি কবিতা....
প্রিয় মানুষদের জন্য সময় থেমে যায়...
হোক না অভিমান... সেটাও তো ভালোবাসারই অংশ...

আপনার জন্য ৮ টা লাইক ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

হাবিব বলেছেন:




আবার আট......! ভালোই লাগছে...........
আট কে আপনি মনে রেখেছেন দেখে।
"প্রিয় মানুষদের জন্য সময় থেমে যায়..." এর মধ্যে আমি এক সাগর ভালবাসা খুঁজে পেলাম।

"হোক না অভিমান... সেটাও তো ভালোবাসারই অংশ.." অভিমান ছাড়া ভালবেসে পানসে.........

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

নীল আকাশ বলেছেন: নতুন টপিকে লেখা শুরু করে ভালই করেছেন। আপনাকে বলব বলব করে বলা হচ্ছিলনা, কবিতায় নতুন নতুন টপিক নিয়ে কাজ করার জন্য। একই ধরনের / টপিকের লেখা দেখলে পাঠক মনে মনে টাইপিক্যাল কবি হিসেবে চিহ্নিত করে ফেলবে, এটা কোন লেখকের জন্যই ভাল না।
এই কবিতাটা ভাল লেগেছে, আরও এক্সপেরিমেন্ট করুন।
শুভ কামনা রইল!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

হাবিব বলেছেন:





আপনি তো আর আগের মতো সাজেশন্স দেন না.....।
নতুন থাকতে অনেক কিছুই বলতেন।
এখন মনে হয় মায়া কমে যাচ্ছে?

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সেলিম ভাই।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

কিরমানী লিটন বলেছেন: খুব ভালো লাগলো- চমৎকার++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন: লিটন ভাই আপনাকে অনেকদিন পরে পেলাম......। নিশ্চয় ভালো আছেন? কবিতা ভালো লেগেছে যেনে ভালো লাগছে,..........

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার উপস্থাপনা। ++

অভিনন্দন শিখাপুকে।

শুভকামনা প্রিয় হাবিবভায়ের গোটা পরিবারবর্গকে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

হাবিব বলেছেন:






চমৎকার উপস্থাপনা। ++ ...... আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় পদাতিক ভাইয়া। আশা করি ভাল আছেন।

অভিনন্দন শিখাপুকে। .. আপনার অভিনন্দন শিখাআপুকে জানিয়ে দিলাম।

শুভকামনা প্রিয় হাবিবভায়ের গোটা পরিবারবর্গকে । ......সবসময় আপনার এই রকম ভাবে পরিবার বর্গের জন্য দোয়া খুব ভালো লাগে।

আপনার ও আপনার স্বজনদের জন্যও আমার দোয়া আর ভালোবাসা রইলো

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

উত্তর কাব্যের ধারা চলুক অবিরাম :)

+++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

হাবিব বলেছেন:





বাহ! উত্তর কাব্যের ধারা চলুক অবিরাম :) +++++ ........ আপনার জন্যই অপেক্ষা করছিলাম।
অবশেষে আপনাকে পেলাম। আপনার মন্তব্য পেয়ে আনন্দ বৃক্ষে নতুন পাতা গজালো।

কিন্তু অনেকেই তো ব্লগে দেখছি কবিতার পেছনে লেগেছে ....!!!!!!!

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

আরোগ্য বলেছেন: হাবিব স্যার ও শিখা আপুকে অভিনন্দন।
আমার কৌতুহল এতো কবিতা মাথায় নিয়ে ঘুমান কেমন করে???

গতকালের পোস্ট দিয়ে তো বিপদে পড়ে গেছি। অনেকে তো আমার নিজের কাহিনী মনে করে পরামর্শ দেয়া শুরু করেছে। আচ্ছা মুশকিল!!!
তারউপর কারাগারের নারী সত্ত্বা নিয়েও হিমশিম খাচ্ছি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

হাবিব বলেছেন:






হাবিব স্যার ও শিখা আপুকে অভিনন্দন। ......... আপনার অভিনন্দন আমি গ্রহন করলাম। শীতের রাত , রানার মরে হয় ঘুমিয়ে পড়েছে তাই শিখাআপু কে অভিনন্দন পাঠাতে পাড়লাম না। কাল সক্কাল পাঠিয়ে দিব।


আমার কৌতুহল এতো কবিতা মাথায় নিয়ে ঘুমান কেমন করে???

কবিতা কেমনে হয়?

কবিতা যখন আসে মাথার ভেতরে
ছটফট করে তাঁরা প্রস্ফুটিত হতে
যতই থাকুক তাড়া শীতের চাদরে
ত্বরা তাকে লিখে দেই নিজ ডায়রিতে।
কবিতারা থাকে শিশু প্রসবের পরে
পরিচর্যায় তরুণ কবিতার দেহ
শিশুকালে দেখ যদি সেই কবিতারে
করবেনা যত্ন-আত্মি সমাদর স্নেহ।

কবিতার খাতা যেন রক্তে ভেজা পাতা
ক্ষত-বিক্ষত তাদের আপন আবাস
হৃদয় সূর্যের আলো মুছে দেয় ঘাস।
অাগাছা মুক্ত সে লেখা ধীরে নাড়ে মাথা
লেখকের মন থেকে ছড়ায় সুভাস
সেইতো কবিতা হয় হিংসা করে নাশ।


গতকালের পোস্ট দিয়ে তো বিপদে পড়ে গেছি। অনেকে তো আমার নিজের কাহিনী মনে করে পরামর্শ দেয়া শুরু করেছে। আচ্ছা মুশকিল!!! ...... সমাধান একটাই, মেনে নিন । হ্যাঁ বলুন।


নারী সত্তাকে দেখার লোভ সামলাতে কষ্ট হচ্ছে

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বিজন অধিকারী বলেছেন: আপনার প্রতিটি কবিতায় মনোমুগ্ধকর

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

হাবিব বলেছেন:




আপনার প্রতিটি কবিতায় মনোমুগ্ধকর......
ভাল লাগার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না।
কৃতজ্ঞতা জানবেন.....

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

আরোহী আশা বলেছেন: কবিতা ভালো লাগলো .........++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন। শুভ রাত্রি

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

ঝিগাতলা বলেছেন: তুমি টা কে.......?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

হাবিব বলেছেন: ভালো করে পড়েছেন কি?

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

জাহিদ অনিক বলেছেন: বাহ ! ভালো লাগলো কবিতাটা।
শিখা আপুর ওখানে মন্তব্যেই পড়ে এসেছিলাম।
ভালো থাকুন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

হাবিব বলেছেন: একজন কবির কাছ থেকে এমন মন্তব্য সত্যি আনন্দ দেয় .... শুভ রাত্রি

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

আরোগ্য বলেছেন: হাবিব স্যার নারী সত্ত্বার জন্য একটু অপেক্ষা করতে হবে। মন্তব্যের লোড নেয়া বেজায় কঠিন। মাঝে দু একটা অন্য পোস্ট দিব ইনশাআল্লাহ। একটু রিফ্রেশ হয়ে নেই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

হাবিব বলেছেন: প্রিয় ভাই আপনার পুনরায় আগমন আমাগে মুগ্ধ করলো..... আপনার ব্লগের টান অামাকে চুম্বকের মতো টানে

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

হাবিব বলেছেন: আপনাকে কত্তদি....ন পরে পেলাম....
আশা করি ভাল আছেন.....
মন্তব্যে ভাললাগা জানিয়ে গেলাম

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭

হাবিব বলেছেন: প্রিয় কবি... আশা করি ভাল আছেন
... আপনার অনুপস্থিতি আমাকে ভাবাচ্ছিলো
আপনাকে পেয়ে ভাল লাগছে...

কয়েকটা সনেটে মন্তব্য করেছিলাম....
আপনার নজরে এসেছিলো কি?

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

সনেট কবি বলেছেন: আপনার মন্তব্য দেখেছি তবে উত্তর দেওয়া হয়নি। বিভিন্ন সমস্যায় আছি। নিজেকে গুঁছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর গুঁছাতে না পারলে হয়ত ব্লগে তেমন আসা হবে না।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

হাবিব বলেছেন: অনেক চিন্তায় ফেললেন...... আশু সমাধান কামনা করছি আল্লাহর কাছে

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের অধিকাংশ শিক্ষক শিক্ষার্থীদের মনে করে The Goat আর অভিভাবকদের মনে করে The Cow

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

হাবিব বলেছেন: এমন মানসিকতা কবে শেষ হবে?

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

নীল আকাশ বলেছেন: আমি নতুন ব্লগারদের যতটা পারি সাহায্য করে যাই, আপনি যখন সাহায্য লেগেছে তখনই করে গেছি। আপনি এখন এই ব্লগের অন্যতম সেরা কবি। এখন আপনাকে সাহায্য করার কোন প্রয়োজন নেই। আপনি এখন নিজেই স্বয়ংসম্পুর্ন।

আপনি এই ব্লগে আমার খুব কাছের একজন মানুষ, যত দিন এই ব্লগে থাকব আমি আপনাকে এই দৃস্টিতেই দেখে যেতে চাই। আপনার সাথে আমার যে সম্পর্ক তাতে মায়া কি কখনও কমে যেতে পারে? এটা কিভাবে চিন্তা করলেন?

ভাল থাকুন আর আপনার জন্য রইল শুভ কামনা!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

হাবিব বলেছেন: অনেক কথাই বলার আছে কালকে বলবো.. ইনশাআল্লাহ
অনেক কষ্ট করে জেগে আছি কালকে বিশেষ দিন বলে.

তাকে ঊইশ করবো রাত বারোটায়... এক সাথে পথচলার ৫ম বর্ষ.....




২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

সিকদার বাড়ীর পোলা বলেছেন: শিখা রহমানের পোষ্টে বোধহয় মন্তব্য করেছিলেন। আবার আলাদা পোষ্ট কেনো?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৩

হাবিব বলেছেন: আলাদা পোস্ট আগেই দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছিলো যদি লেখাটা খাবার অযোগ্য হয়.....!
তাই টেস্ট করছিলাম একটু।

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

সিকদার বাড়ীর পোলা বলেছেন: ব্লগিংএর প্রতি আপনার ডেডিকেশন প্রশংসনিয় তবে পরিমান বা সংখ্যা নয়, লেখনীর মানের প্রতি যত্নশীল হোন। বেশি বেশি পুরনোদের লিখা পড়ুন। কচিকাচার কিচিরমিচির নয় ঋদ্ধ ব্লগারদের মন্তব্যকে মানদন্ড এবং অনুপ্রেরনা জানবেন।
আপনার মধ্যে সম্ভাবনা আছে। আপনার জন্মদিনের পোষ্ট ভাল্লেগেছিলো। হ্যাপি ব্লগিং।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫

হাবিব বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ সকাল জানবেন।

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতি মন্তব্যে কবিতা সৃষ্টি এও অন্যরকম এক ভালবাসা।
+++

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

হাবিব বলেছেন:




প্রতি মন্তব্যে কবিতা সৃষ্টি এও অন্যরকম এক ভালবাসা।
+++
.........মোঃ মাইদুল সরকার,
আপনার নিয়মিত উপস্থিতি আমাকে অনেক আনন্দ দেয়।
আশাকরি ভালো আছেন

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

তারেক ফাহিম বলেছেন: খালি লাইক দিলুম।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

হাবিব বলেছেন:




কমেন্টস করবেন না? ........ B:-) B:-)
আমার নতুন লেখা কি পড়েছেন? একসাথে পথ চলার ৫ম বর্ষে আমরা

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর কবিতা। B-)

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

হাবিব বলেছেন: আমি জানি যতই দেরী হোক তুমি আমার পোস্টে কমেন্টস করবে। আর তুমি যখন মন্তব্য করো তখন সত্যি খুব ভালো লাগে।
এভাবে উৎসাহ দেয়ার জন্য নিরন্তর শুভকামনা প্রিয় ছোট আপু

২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

হাবিব বলেছেন:





একটি কেন হাজার লাইন যদি আমি লিখি,
প্রতি বর্ণে তুমি তবু অনেক কিছুই বাকি!
লিখতে গিয়ে শব্দ ফুরায় শেষ নাহি হয় কথা,
প্রেম কাব্যের অসমাপ্তি বাড়ায় আকুলতা।
তোমার হাতের বর্ণনাতে মহাকাব্য হবে,
প্রতি ইঞ্চি জায়গাতে তার শব্দে না কুলবে।
হিমালয় চূড়া লজ্জা পেল দেখে তোমার আঁখি,
কোন কবিতায় উপমা দেই কোন শব্দে লিখি?
তোমার নামে লিখতে গিয়ে কূলটা নাহি পাই,
অবশেষে তোমার বুকে লজ্জাতে লুকাই!

অতলন্তিক পংতিমালা কি আর হবে লিখে,
অব্যক্ত সব মনের কথা তবুও বাকি থাকে।
প্রতি নি:শ্বাসে তোমার পানে চুম্বক টানে ছুটি,
সুঘ্রাণে তার সত্তা জাগে পংতি হাজার কোটি!
ফুলবাগানে ফুলের সুভাষ মন নাহি চায় যেতে,
ইচ্ছে করে তোমার নাকের সুভাষ মাখা পেতে।
গুপ্ত প্রেমের পংতিমালা গোপনই থেকে যায়,
নাকের কাছে এসেই আমি তোমাতে হারাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.