নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

একটি পতাকার জন্য-০৩

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০



উৎসর্গ: শহীদ বুদ্ধিজীবিদেরকে.......

জমিরের বাপ সগিরের ভাই এগিয়ে আসলো যখন,
বোনটাকে তোমার বাড়িতে আমার কোনমতে আনি তখন।
সেই থেকে তাকে চোখে চোখে রাখি অঘটন যদি ঘটায়!
সাধ্যমতো তারে আদর যত্ন করে সুস্থ করে তুলি সেবায়।
কিছুকাল বাদেই সেড়ে উঠে বোন যুদ্ধের ধকল থেকে,
ও মা! মেয়েকে সামলাও, মাকে আনলাম ডেকে।
বোনটি তোমার ঘরে বসে আর থাকবেনা গুটিয়ে হাত,
স্বাধীনতা যুদ্ধে সেও যেতে চায় মেলাবে সে কাঁধে কাঁধ!
বৃদ্ধ মাও আজ অমত করেনা যুদ্ধে যাবার কথায়,
পতাকার লড়াইয়ে ভাই-বোন থাক চিরকাল উপমায়!

আমাদের যা কিছু হারাবার তা হারিয়েছি নিমিষেই,
আগামীর দিন প্রত্যাশা-প্রাপ্তির স্বাধীনতা আবেশেই।
এভাবেই শত মা-বোন মিলে যুদ্ধের সাজে লড়ে,
স্বামী-ভাইদের হাতে হাত রেখে আনবে বিজয় ঘরে।
ডিসেম্বর এলে চারিদিকে শুনি বিজয়ের আগমনী,
বাঙালীর ত্যাগ বৃথা যাবে নাকো' মুক্তি পাবেনা খুনি।
সম্মূখ যুদ্ধে পাক হানাদার উঠছেনা আর পেরে,
আক্রোশে তারা কাপুরুষের মতো নানান ফন্দি করে।
মেধাহীন করে তুলবে এ জাতি বুদ্ধিজীবিদের আনে ধরে,
শত শত শিক্ষক গুলি করে মারে চৌদ্দোই ডিসেম্বরে!
মুনির চৌধুরী, জহির রায়হান, হুমায়ূন কবির, আনোয়ার,
বেছে বেছে মারে সব গুণীদের পাক বাহিনীরা জানোয়ার!
রায়ের বাজার বদ্ধভূমিতে শতশত লাশ দেখি,
নতুন সূর্যটা আমার দেশের স্বাধীনতা রোদ মাখি!
স্বজন হারানোর ব্যথা ভুলি সবে লাল-সবুজের পতাকায়,
ফিরে আসি ঘরে প্রিয় মা'র তরে যুদ্ধটা থেমে যায়!
স্বাধীন দেশে আজ একসাথে বাঁচি সুখের স্বপন বুনি,
ছেলেটার হাতে শোভা পায় বেশ দেশের পতাকা খানি।
প্রিয়তমা আজ বিজয়ের খুশিতে চোখে মুখে আনন্দ ধারা,
নয় মাস পরে প্রিয় স্বামী দেখে খুশিতে আত্মহারা!

মা আজো বেঁচে ছেলেটার চোখে বিজয় দেখবে বলে,
বিজয়ের গল্প শুনে মা'র চোখ ভরে উঠে নোনা জলে!
অবশেষে পতাকা আমাদের হলো একান্ত আপন করে,
পতাকার মান রাখবো সবাই স্বাধীনতা রাখবো ধরে।
প্রতি ইঞ্চি জমি এ দেশের ভূমি রক্তের দামে কেনা,
পতাকারে অবহেলা স্বাধীনতা হেলাফেলা কিছুতেই মানবোনা!

নয় মাস মায়ে পেটে রেখে যেমন জন্ম দিয়েছে সন্তান,
তেমনি এ দেশ নয় মাসে পেল স্বাধীন দেশের সম্মান!

.................................................................
একটি পতাকার জন্য-০২

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

হাবিব বলেছেন:




সনেট কবির প্রথম সাক্ষাত আমার আজকের ব্লগে......
লাল গোলাপ শুভেচ্ছা জানাই........
আল্লাহ আপনার উপর রহম করুন......

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

জয়া মানহা বলেছেন: বাহ.. অনেক সুন্দর হয়েছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ..। আপনাকে আমার ব্লগে স্বাগতম..।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

হাবিব বলেছেন: কিছুটা অগোছালো হতে পারে... ভালো করার চেষ্টা করবো.. আল্লাহ রহম করুন

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

ওমেরা বলেছেন: বাহ্ খুব সুন্দর একটা মিল ধরিয়ে দিলেন তো ! বলেন তো কি?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

হাবিব বলেছেন:



ওমেরা দি... এতোদিন পরে আমার ব্লগে এলেন.।
এসেই কি এক ধাঁধা ধরালেন কিছুই বুঝতেছি না..

আপনি বাহ বললেন, ওদিকে রাজিব ভাই বললো অগোছালো.
কেমনে বুঝি বাহ এর মানে?

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫

ওমেরা বলেছেন: রাজীব ভাইয়ার কথায় মন খারাপ করিয়েন না, উনি চাঁদগাজী ভাইয়াকে অনুসরন করছেন ।
কবিতা আমার কাছে ভালো লেগেছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১

হাবিব বলেছেন:




ও আচ্ছা...।
তাহলে ঠিক আছে.।

আশা করি কুশলেই আছেন.।
নিয়মিত আপনার ঊপস্থি পেলে ভালো লাগবে.।



৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

মিজান৯৯ বলেছেন: Winter can be a very exciting season for fashion. To get fashion tips for winter
Click here

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

হাবিব বলেছেন: ওকে ঠিক আছে

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

মিজান৯৯ বলেছেন: http://www.tipsfor-men.blogspot.com

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

হাবিব বলেছেন: ধন্যবাদ

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৫

বলেছেন: মারহাবা!!! মারহাবা!!!
শেষ দু লাইন তো দারুণ ভাবনার ফসল --

নয় মাসে প্রসব হলো নব শিশু,
নতুন পতাকার বাজল বিজয় নিশান।
নতুন সূর্য জেগে উঠে চির বিস্ময়,
লাল সবুজের সাজে আমার সোনার বাংলা ।
_--------------------------------------------


বোনটাকে তোমার বাড়িতে আমার --দু নাং - লাইনটা একটু দেখেন।

৪ নাং লাইন -- যত্ন করে সুস্থ কর ------ আদর যত্নে সুস্থ করে তুলি পরম সেবায়।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

হাবিব বলেছেন: ঊচ্ছ্বসিত মন্তব্যে আবেগের বৃক্ষ আকাশ ছঁতে চাইছে.

আপনার চার লাইন অসাধারন লাগলো..

আমার ঐ দুই লাইনের ব্যাপারে রহমান লতিফ ভাইয়ের সহযোগিতা কামনা করছি

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

বলেছেন: হেড অফিসে পাঠান ---

আপনি একটু চিন্তা করে দেখেন -যত্ন করে সুস্থ করে দু বার করে টা বাদ দিলে কেমন হয়?? জাষ্ট এ থট।

কবিতা পড়া থেকে বলা আমি আসলে আপনাকে পছন্দ করি তাই বললাম কিছু মনে করলে আমি দুঃখিত না কিন্ত।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

হাবিব বলেছেন: হায় আল্লাহ..।কি মুসিবত..আমি কিছুই মনে করিনি বরং ভালো লেগেছে

কেঊ আমার কবিতা ঠিক করে দিলে অনেক ভালো লাগে

তার মধ্যে একজন সনামধন্য কবি আপনি

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

সাইন বোর্ড বলেছেন: ভাল অাশাবাদ, স্বাধীনতাকে অার অামরা ধরে রাখতে পারছি কই ?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

হাবিব বলেছেন: আমরা নিজেরাই বিকিয়ে দিচ্ছি ..
দোষটা আমাদেরই..

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: লেখাটায় একটু অগোছালোভাব দেখতে পেলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫

হাবিব বলেছেন: গোছানোর চেষ্টা করবো

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

মাহমুদুর রহমান বলেছেন: ইনশাআল্লাহ।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

হাবিব বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন কবুল করেন

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

নজসু বলেছেন:




১০০% মনে হচ্ছে আমি যেন জসীম উদদীন পড়লাম।
আসমানী, কবর কিংবা নিমন্ত্রণের মতো।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭

হাবিব বলেছেন: দুই লাইনের এই মন্তব্য অথচ প্রতি বর্ণে আমি যে ভালবাসা আর প্রেরনা পেলাম তার তুলনা কিছুতেই হবে না..আমি বাক রুদ্ধ.।অনেক্ষন তাকিয়ে রইলাম আপনার মন্তব্যের দিকে.. কোনদিন লটারি পাইনি.।
তবে এমন মন্তব্য পাওয়ার আনন্দ লটারির জেতার আনন্দের কাছে তুচ্ছ

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

নজসু বলেছেন:



শেষের বোল্ড করা দুটি লাইন কোটি টাকাতেও কেনা যাবে না।
এতোটাই সুন্দর।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

হাবিব বলেছেন: কবিতার শেষে লাইন দুইটা মাথায় এসেছিলো। সেট করে দিলাম কবিতার শেষে.. আপনার ভাল লাগার যে মন্তব্য করলেন তার জন্য ধন্যবাদ যথেষ্ঠ নয়। প্রিয় ভাইটির জন্য এক গুচ্ছ গোলাপের শুভেচ্ছা

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিব ভাই,

কবিতাটি পড়তে পড়তে যেটা দেখলাম, কমেন্টে ইতিপূর্বে বেশ কয়েক জন সে কথা উল্লেখও করেছেন। আমি যে হাবিব ভাইকে চিনি কাব্যে ও কথায় যার অবাধ বিচরণ ; এই কবিতায় তার বেশ ঘাটতি পেলাম ।


অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় হাবিবভাইকে সঙ্গে পরিবারবর্গকেও।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

হাবিব বলেছেন: সব দোষ ঐ ব্যস্ততার। আপাতত ব্যস্ততার দোহায় দিয়ে পার পাবার চেষ্টা করতে পারি মনে হয়। ঘাটতি কাটিয়ে ঊঠার তাওফিক কামনা করছি আল্লাহর কাছে। সুচিন্তিত মন্তব্য ও সমালোচনায় কৃতজ্ঞতা প্রিয় পদাতিক ভায়ের প্রতি। আল্লাহ আপনার দোয়া কবুল করুন

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৮

আরোগ্য বলেছেন: যাক অবশেষে কবিতা সম্পূর্ণ হল। আমার তো ভালোই লাগলো।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

হাবিব বলেছেন:




আলহামদুলিল্লাহ........
আপনার ভালো লেখেছে যেনে অনেকটাই স্বস্তি পেলাম....
সদা আরোগ্য থাকার প্রার্থনা করছি প্রিয় ভাইটির জন্য.........

শুভ সকাল:

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৯

আরোহী আশা বলেছেন:




বাহ, সুন্দর........
সকল শহীদদের প্রতি শ্রদ্ধা......

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৪

হাবিব বলেছেন: আল্লাহ আপনাকে সতত সুস্থ রাখুন। শুভ সকাল

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৬

নতুন-আলো বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন.........

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

হাবিব বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমিন..........

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

হাবিব বলেছেন:



দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ,
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।
জীবন দিয়ে রাখবো সবাই বাংলাদেশের মান,
শহীদ-গাজী সবার তরে জানাবো সম্মান।
হৃদয় মাঝে থাকে যদি আমার দেশের টান,
এই পতাকা উঁচু রবে হবে নাকো' ম্লান।


শুভ সকাল প্রিয় সুজন ভাই.......
আমার আজকের লেখা....... মহাবিস্ফোরণ

২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

ঝিগাতলা বলেছেন: খুব সুন্দর............

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

হাবিব বলেছেন: ধন্যবাদ ও শুভ সকাল.........

২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

হাবিব বলেছেন: ধন্যবাদ ও শুভ সকাল কম্পিউটার ভাইয়া...........

২২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:





সম্মান এনে দিয়েছে কিন্তু কতটা রক্ষা করছি । +++++

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

হাবিব বলেছেন:



আমরা আমাদের দোষেই স্বাধীনতা বিকিয়ে দিচ্ছি।
এটা আমাদের উচিত নয়........

আপনার প্লাস পেয়ে ভালো লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.