নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

তুমিই কি কবিতা?

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২১


ছবি কার সেটা বললে চাকরি থাকবে না....... B-)

প্রিয় ব্লগার শিখা রহমান আপুর "কবিতার কবি" পড়ে মাথায় এসেছিলো.......

তুমিই কি কবিতা, শব্দের কারিগর?
যে প্রেমের আবাসে, অসুখের বাড়িঘর?

স্বপ্নের রানী কারো, কারো ঘুম স্বস্তির?
কারো সুখ দশতলা, কারো দেখি বস্তির!

কেন ঢেউ আনমনে, অতল এই সাগরের?
কেন সুখ বাড়াবাড়ি, কোথাও বা পাথরের?

কোথাও বা কাদামাটি, মন মতো মূর্তির!
কোথাও বা জলকাঁটা, কোথা তুমি ফুর্তির?

কোথা তুমি জ্যোৎস্না, কোথা তুমি আন্ধার?
কার লাগি নাচো তুমি, কোন সে বান্দার?

কোথা তুমি কালো মেঘ, কোথা তুমি রোদ্দুর?
কোথা তুমি বৃষ্টি, ভালোবাসা কদ্দুর?

কার বুকে আশা তুমি, কার বুকে সূর্য?
কার লাগি বাঁধো তুমি সেই রণ তুর্য?

কার বুকে ডুব দাও, ক্যনভাস কার বুকে?
কার বুকে নিভৃতে, আছো তুমি কোন সুখে?

কার বুকে ধুতুরা, কার বুকে রঙ্গন?
কার দু:খে কাঁদো তুমি, ভিজে তব অঙ্গন?

কার বুকে পলিমাটি, কার বুকে বালুচর?
কার বুকে ফুল তুমি, কার বুকে বাঁধো ঘর?

কার বুকে কলি তুমি, কার বুকে কাঁটা দাও?
কার সুখে জল ফেল, কার দু:খে সুখ পাও?

তুমি কার ধূলোবালি, কার বুকে কল্পনা?
তুমি কারে ভালোবাস, কাকে নিয়ে জল্পনা?

একজনে পায় সব? শত রূপ তোমাতে!
এক বুকে ফুল-কাঁটা, শত সুখ বিলাতে?

মন্তব্য ৬৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭

বলেছেন: বছর সেরা কবিতা।।


কবিতার পিঠে কবিতায় মুগ্ধতা।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০২

হাবিব বলেছেন:





শুভ সকাল লতিফ ভাইয়ূ........
সক্কাল সক্কাল আপনাকে পেয়ে আনন্দিত আমি..........

প্রথম মন্তব্যের জন্য চা পানের দাওয়াত.........

২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৮

এম এ কাশেম বলেছেন: চমৎকার।

শুভ কামনা কবি।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৩

হাবিব বলেছেন:





আবুল কাশেম, আপনাকে আমার ব্লগে স্বাগতম.........

শুভ সকাল ভাইয়া

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩০

বলেছেন: কার বুকে ধুতুরা, কার বুকে রঙ্গন?
কার দু:খে কাঁদো তুমি, ভিজে তব অঙ্গন? -------

----------শত সহস্র বছরের প্রশ্ন রেখে যায় ভাবুক মনে----++

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

হাবিব বলেছেন:





এই প্রশ্নের উত্তর দিবে কে কবি?????

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সকাল, ঠাণ্ডায় কাবু হয়ে আছেন। লেপ তোশাক ছাড়তে ইচ্ছা হচ্ছেনা তাই না।

ছবিটা কার কেন জিজ্ঞেস করব। ইহা তো আমারও ভাবি। ____ :-0_____
সে প্রেমের আবাসে নাকি যে প্রেমের আবাসে হবে, আমার বোধগম্য হচ্ছে না। একটু জানায় দিয়েন।
____

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৭

হাবিব বলেছেন:





" শুভ সকাল, ঠাণ্ডায় কাবু হয়ে আছেন। লেপ তোশাক ছাড়তে ইচ্ছা হচ্ছেনা তাই না।"

--শুভ সকাল স্রাঞ্জি দাদা......, আমি তো সেই সকাল ৬ টায় উঠছি......

"ছবিটা কার কেন জিজ্ঞেস করব। ইহা তো আমারও ভাবি।" .........
-হা হা হা.........

"যে প্রেমের আবাসে হবে" ........

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৭

রাবেয়া রাহীম বলেছেন: শব্দের মিলে ছড়ার যাদুতে উত্তর কবিতা পড়তে বেশ লাগলো ।

সুন্দর হয়েছে

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

হাবিব বলেছেন:




রাবেয়া রাহীম আপু, আপনার নামের মতই সুন্দর মন্তব্য করলেন.....
আমি আপ্লুত হলাম........

শুভ সকাল জানিয়ে গেলাম আপু.........

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার মনে হয় এটা অস্কার প্রাপ্ত কবিতা। মন্তব্য করা থেকে বিরত থাকলাম। :)

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৫

হাবিব বলেছেন:




আমার মনে হয় এটা অস্কার প্রাপ্ত কবিতা। মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
--হা হা হা....., নতুন করে কবিতায়ও অস্কার দিচ্ছে কবে থেকে?????? :-B
-এপ্লাই করার প্রসিডিউরটা বলবেন একটু???? B:-)

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

চাঙ্কু বলেছেন: কোবতে ভালা হইছে!! পেলাস!

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৬

হাবিব বলেছেন: চাঙ্কু মামা, শুভু সক্কাল, থ্যাঙ্কু দিলুম..... খুইটা নেন

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৮

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

সহজ সরল সুন্দর।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮

হাবিব বলেছেন:





শুভ সকাল রাজিব ভাই......
সহজ সরল শুভকামনা গ্রহন করুন

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০

নতুন নকিব বলেছেন:



ছন্দবদ্ধ দারুন প্রতিকাব্য তো!

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯

হাবিব বলেছেন:




শুভ সকাল নকীব ভাই.......
আপনার মন্তব্যে আপ্লুত না হয়ে পারলাম না.....
আশা করি ভালো আছেন........

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

ঝিগাতলা বলেছেন: সুন্দর কবিতা, ++

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে........

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৭

পবিত্র হোসাইন বলেছেন: না আমি কবিতা না !!! আমি কে বলবো না !!!
(ও.. ভাই এটা আমার কথা না। ....) B-))

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০

হাবিব বলেছেন:





কার কথা বলেছেন?????
পবিত্র হোসাইন...........! কেমন আছেন????

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

সনজিত বলেছেন: একটু মিষ্টি রোদ্দুর মিস করলাম কবিবর.।.।.।.।।
খুব ভালো লাগছে সকালের কবিতা টা.।.।.।.।.।.।.।.।।।
শুভ কামনা রইলো প্রিয় স্যার।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

হাবিব বলেছেন:




শুভ সকাল সনজিত ভাইয়া...........
আপনার আগমনে মুগ্ধতা ..........

ভালো থাকবেন প্রিয় কবি

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
বার বার আমার কবিতায় নতুন কবিতা লিখে দিয়ে যেন, কি লজ্জা লাগে? আজকে আমিও একবার ভয়ংকর চেস্টা করলাম.....

তুমি কার কবিতা প্রণয়ের কারিগর,
হৃদয়ের বসতে অসুখের বাড়িঘর।

তুমি কার ধুলোমাটি হৃদয়পটে কল্পনা
ভালোবাসে কে আঁকে দারুন সব জল্পনা?

কে তোমায় পাবে বলো শতরূপ তোমাতে
বুকভরা আশা নিয়ে চায় কে ঘর বাঁধতে।

শুভ কামনা রইল!


০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

হাবিব বলেছেন:





এ মধুর বাণী বলো কোথা গিয়ে খঁজে পাই!
এ ভালোবাসা আমি তোমা ছাড়া কোথা পাই?

তোমা হতে আসে শত ভালোবাসা বৃষ্টি!
তোমাতেই খুঁজে পাই প্রেম-প্রীতি কৃষ্টি!

চমৎকার ক'খানা লাইন উপহার দেয়ার জন্য অবিরাম কৃতজ্ঞতা প্রিয় নীলআকাশ ভাই!!!!!

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬

শিখা রহমান বলেছেন: হাবিব আমি মুগ্ধ ও অভিভূত। কবিতায় লাইক ও অবশ্যই প্রিয়তে নিলাম।

আপনি আসলেই কবিতারই কবি। কবিতা আপনার প্রেমে পড়েছে বলেই এমন কবিতা কি সহজেই ধরা দেয় আপনার কলমে।

প্রতিটা স্তবকই সুন্দর। তবে মাথায় আটকে গেছে
"কার বুকে ধুতুরা, কার বুকে রঙ্গন?
কার দু:খে কাঁদো তুমি, ভিজে তব অঙ্গন?" --- কি যে সুন্দর কথা গুলো!! কি আশ্চর্য সুন্দর!!

আপনার কবিতাটা এতো সুন্দর যে প্রশ্নের উত্তরে বলতে ইচ্ছে করছে "হুউউউউ...আমিই কবিতা, শব্দের কারিগর!! আমিই সেই..." কবিতাটা এমনই মনছোঁয়া যে এই কবিতাটা পড়বে তারই 'কবিতা' হতে ইচ্ছে করবে।

ভালো থাকুন কবিতার সাথে, কবিতাকে ভালোবেসে। শুভকামনা নিরন্তর!!

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

হাবিব বলেছেন:




শিখা আপু.........
আপনার এমন চমকপ্রদ মন্তব্য এবং এত্তো এত্তো সুন্দর কথামালা আমার জন্য দিলেন.........
কি যে ভালো লাগছে...........
কবিতা হয়ে যান তাহলে......... :P

আপনার সুরেই বলতে চাই, ভালো থাকুন কবিতার সাথে, কবিতাকে ভালোবেসে। শুভকামনা নিরন্তর!!

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।
অনেক সুন্দর।
ছবিতে ফুলগুলো সরিষাফুল । দারুণ সুন্দর ফুল।

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

হাবিব বলেছেন:





মাঈদুল সরকার ভাই,
আপনার এমন সহজ সরল মন্তব্য আমাকে ভীষণ আনন্দ দিলো.......

সতত সুস্থ থাকুন......

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে। শুভেচ্ছা...

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

হাবিব বলেছেন:




জুনায়েদ ভাই, আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে.......
শুভ রাত্রি.......সতত ভালো থাকুন

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

নজসু বলেছেন:



আপনার চাকরীর গ্যারান্টি আমি নিলাম। :D
এখন বলেন। :-B

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

হাবিব বলেছেন:





সুজন ভাই, ছোট্ট মানুষ স্রাঞ্জি সে বুঝলো আর আপনি বুঝলেন না.......?
বুঝছি বিয়া করাইতে অইবো .... B-)

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

অব্যক্ত কাব্য বলেছেন: কবিতায় ভালো লাগা জানবেন

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

হাবিব বলেছেন:





ভালো লাগা জানিয়ে
শীতকালে এসে,
আপনার আগমন
শুভ হোক শেষে......!!!

শুভ রাত্রি অব্যক্ত কাব্য.......

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

আরোগ্য বলেছেন: হাবিব স্যার কবিতার বাগান,
ডালপালা সব কবিতায় সাজান।
ফুলগুলো সব শিরোনাম,
ফলগুলো যেন কবিতার গান।
পঙক্তিমালা যেন সৌরভ,
হাবিব স্যার সামুর গৌরব।

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

হাবিব বলেছেন:





কেমন করে বলি আমি, ভালো লাগা মনের কথা,
তোমার অমন কাব্য শুনে কমে গেল হৃদয় ব্যথা!

কোন সে দূরের বাগান থেকে আনলে এমন কাব্যটাকে?
কেন এতো ভালোবাসো, কোন সে মনের গহীন থেকে?

ফুল-ফসলের উপমাতে মনটা আমার কেড়ে নিলে!
কেন হাজার ভালোবাসা এ নগণ্য আমায় দিলে??????

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

তারেক ফাহিম বলেছেন: কবিতার প্রতিত্ত্যর কবিতা দিয়ে।

দুজনের জন্যই শুভকামনা।

স্যারের চাকরি খায় আবার কোন স্যার B-)

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

হাবিব বলেছেন:




তারেক ভাই কি যে কন, স্যরের উপর ম্যাডাম আছে!
রেগে গেলে খবর আছে, তাঁর ইশারায় চাকরি বাঁচে!

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো কবিতা ।
++++++

শুভকামনা

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

হাবিব বলেছেন:





নীলপরি আজ আমার ব্লগে প্লাস দিয়ে সে বলে গেল,
কাব্যগুণে মুগ্ধ নাকি অবশেষে আড্ডা দিলো....!

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আমি কোথায় ছিলাম!
এতো সুন্দর পদ্য আমার মিস হয়ে গেলো।


অসাধারণ হয়েছে হাবিব ভাই।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৩

হাবিব বলেছেন:





তাজুল ভাইয়ের অল্প কথায় কি যে আবেগ মিশে আছে,
তাইতো আপনার কথা শুনে এতো রাতেও মনটা নাচে!!

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: তিনার ছবি দিয়া অন্যকে নিয়া কবিতা!
চাক্রির সাথে পিঠের ছালও যাবে।


০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

হাবিব বলেছেন:



তিনার ছবি কাব্য তিনার ভালোবাসায় সে সারাক্ষণ,
তিনির কথায় সবটা সময় ভরে আমার হৃদয় ও মন!

চাকরি গেলে ভালোই হবে সারাটাদিন প্রেম গল্পে,
মাছ মাংস চাইনা কিছু পেট ভরবে পানি অল্পে!

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাইর শুরু হইছে নাকি?
এত জলদি প্রতিক্রিয়া !!

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

হাবিব বলেছেন:





মাইর আর কি দিবো কাব্যগুণে মুগ্ধ সে,
ভালোবেসে বলে আমায় একটা কাব্য জলদি দে....

আপনি অমন ঢর দেহাইছুন প্রায় পেয়েছি ভয়,
অনুমতি ছাড়া কি আর এমন কান্ড হয়??

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! অসাধারণ লাগলো। বিলম্বিত আগমনের জন্য দুঃখিত । এমন কবিতা পড়েও স্বস্তির ; স্বস্তির শুনেও।অভিনন্দন প্রিয় ছন্দের জাদুকরকে। +++++
চলতে থাকুক তেমন কবিয়াল .....

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় হাবিব ভাইয়ের গোটা পরিবারবর্গকে।

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

হাবিব বলেছেন:




ভালোবাসার আরেক মানুষ দেড়ি করে এসে বলে,
ভালোবাসা জানান দিলো, মিষ্টি মধুর কথা বলে!

সারাটা দিন ব্যস্ত ছিলাম ব্লগে ছিলাম না,
বেনাপোল থেকে ঘুরে এলাম ক্লান্ত এখন গাঁ!

সবটা সময় মজার মজার কথা বলেন প্রেরণা পাই,
তাইতো শেষে ভালোবাসা, অল্প শুভ রাত্রি জানাই!

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭

চিত্রাভ বলেছেন: কবিতার বীজ উড়ে -- কোথায় পড়ে ?
মননে চিন্তনে - - রুপকার তাঁরে লয় কালি ও কলমে !

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

হাবিব বলেছেন:





কবিতার বীজ দেখি গজে এই বুকে,
প্রিয়া তুমি থেকো ভালো খুব বেশি সুখে!

মনন চিন্তনে তুমি, তুমি এই হিয়া!
কত স্বপ্ন রোজ দেখি তোমাকেই নিয়া!!

ধন্যবাদ চিত্রাভ, সুন্দর মন্তব্যের জন্য.......

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন।
+

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১২

হাবিব বলেছেন:





সুন্দর তুমি আর সুন্দর তব মন,
তুমি এলে সুখ জাগে শান্তি অনুক্ষণ!!

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজনে পায় সব? শত রূপ তোমাতে!
এক বুকে ফুল-কাঁটা, শত সুখ বিলাতে?

..............................................................
কবিতা পড়ে আমার হিংসে হচ্ছে,
আমার চেয়ে ও যে ভালবাসার
মনে ঘুরাফেরা !!!
.............................................................................

০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

হাবিব বলেছেন:





ভালোবাসা যেখানে সতত বয়ে চলে,
হিংসা সেখানে আকাশের রং নীলে.......!!

মন ফিরে ক্লান্ত কাজ থেকে সারাদিনে,
মায়া মুখ দেখে লাগে খুব সুখ এই মনে!!

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

মুক্তা নীল বলেছেন: কিভাবে লেখেন? আল্লাহ সবাইকে সব কিছু দেন না। কিন্তু কিছু কিছু মানুষের উপর মনে হয় আলাদা একটা রহমত থাকে।
যেমনঃ আপনি।
দোয়া করি আর আপনিও করবেন আমার জন্য। আপনার কবিতা অসম্ভব ভালো লেগেছে, ভাই।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

হাবিব বলেছেন:





আলহামদুলিল্লাহ........
আপনি অতিশয় ঠিক কথা বলেছেন: আল্লাহ সবাইকে সব কিছু দেন না। কিন্তু কিছু কিছু মানুষের উপর মনে হয় আলাদা একটা রহমত থাকে। আলহামদুলিল্লাহ, সত্যিই আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়, এলোমেলো যা লিখি সবই আল্লাহর রহমতে......
আপনার মন্তব্যে আমি ভীষণ আপ্লুত,,,,,,,
আপনার উপর শান্তি বর্ষিত হোক........

আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করুন.......

৩০| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল প্রানবন্ত।

১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১

হাবিব বলেছেন:





অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান........
আপনার মন্তব্য এবং আগমনে শুভেচ্ছা নিন.......

৩১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: সাবলীল কবিতা...

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আর্কু ভাইয়া....... গুড নাইট

৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আর ছবিটা ভাবির.....
বলে দিলাম B-))
আপনার চাকরি নট :D

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

হাবিব বলেছেন: ..... B-) B-) এখন কি উপায়????

৩৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ঘুমান B-))

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১

হাবিব বলেছেন: চাকরির চিন্তায় ঘুম আসছেনা..... B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.