নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্টস শ্রমিক

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩


ছবিসূত্র: গুগল......

টিফিনের বাটি হাতে কাক ডাকা ভোরে,
গার্মেন্টস শ্রমিকেরা হেঁটে যায় জোরে।
কেউ যায় রিকশায় কেউ সাইকেলে,
শত কথা শুনে তাঁরা দেড়ি করে গেলে।

মাস শেষে টাকা দিবে কত তার বাহানা,
শ্রমিকের টাকা মারে এলো কোন যামানা?
যার শ্রম যার ঘামে গড়ে উঠে শত তলা,
তারে কেন অনাদর এতো কেন অবহেলা?

বেতনের দাবীতে কেন তারা রাস্তায়,
মাস ভরে কাজ করে কেন তারা পস্তায়?
পুলিশের লাঠি কেন শ্রমিকের উপরে,
মালিকেরা কেন তবে মহাসুখে থাকে ঘরে?

যারা আনে রেমিটেন্স পোশাকের গর্ব,
দিন শেষে কেন করো সম্মান খর্ব?
রানাপ্লাজা তাজরিন অবৈধ কারখানা,
বিল্ডিং ধসে পরে সরকার দ্যাখেনা?

ঈদ এলে বড়লোকে কত করে ফুর্তি,
মাইনে চাইলেই আগুনের মূর্তি!
আসলের দেখা নাই বোনাসও পায় না,
মালিকেরা মনে করে শ্রমিকেরা খায় না!

একজন শ্রমিকের অল্প বেতনে,
চার-পাঁচ ভাইবোন চলবে কেমনে?
তাও যদি মাস শেষে ঠিকমতো টাকা পায়,
নুন-ভাত খেয়ে-পড়ে কোন মতে দিন যায়!

মালিকেরা শোন বলি করো না অবহেলা,
শ্রমিকের শ্রম ঘামে গড়েছো দশতলা!
রাসুলের সুমহান নির্দেশ মেনে নাও,
ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও!
-----------------------------------------

বি:দ্র: রাসূল (সা.) বলেছেন, "তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই পারিশ্রমিক দিয়ে দাও।" (ইবনু মাজাহ, মিশকাত হা/২৯৮৭, ‘ক্রয়-বিক্রয়’ অধ্যায়।)


মন্তব্য ৪৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাংলাদেশে গুণী মানুষ, শ্রমিকদের মূল্যায়ন করা হয় না, হচ্ছে না। দেখুন, দেশের বিবেকবান ব্লগারদের প্লাটফর্ম সামুতেও
পুলিশের গুলিতে শ্রমিকের প্রাণ গেলেও কোনো লিখা চোখে পড়েনা।
অথচ, কোন মন্ত্রী এম্পি মারা গেলে পোস্টে পোস্টে ব্লগ সয়লাব হয়ে যায়।

(যারা চুরি করে, ডাকাতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করে তাদের জন্য আমাদের প্রাণ কাদলে, যারা দেশে জন্য- মানুষের জন্য পরিশ্রম করে করে মরে তাদের জন্য কাদার কেউ নেই।)

কবিতার জন্য ধন্যবাদ। লিখা চলুক মানুষের পক্ষে, মজলুমদের পক্ষে। শুভকামনা।

+++

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

হাবিব বলেছেন:





জুনায়েদ ভাইয়া, আপনার প্রথম মন্তব্যেই এতো সুন্দর কথামালা আমার লেখাকে অনেকাংশেই পূর্ণতা দিলো......

দেশের বিবেকবান ব্লগারদের প্লাটফর্ম সামুতেও
পুলিশের গুলিতে শ্রমিকের প্রাণ গেলেও কোনো লিখা চোখে পড়েনা।

--আসলেই, আমি ব্লগে আসার পর শ্রমিকদের নিয়ে কোন পোস্ট দেখিনি।
আমাদের বোধোদয় হোক........!!

কোন মন্ত্রী এম.পি মারা গেলে পোস্টে পোস্টে ব্লগ সয়লাব হয়ে যায়।
--দেশের অনেকেই আমরা শ্রমিকদের কথা ভাবি না বলেই এই অবস্থা.....।

কবিতার জন্য ধন্যবাদ। লিখা চলুক মানুষের পক্ষে, মজলুমদের পক্ষে। শুভকামনা।
-দোয়া করবেন, আপনার জন্যও দোয়া করি, মজলুমের পক্ষে আওয়াজ তুলবোই আমরা......

আপনার প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি......
সতত সুস্থ থাকুন, আপনার উপর শান্তি বর্ষিত হোক......

২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

মুক্তা নীল বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন। এই যে সংগ্রাম করছে দাবী আদায়ের জন্য রাস্তায় নেমে ৪দিন ধরে, মনে মনে বলি ঠিকই করছে করুক। কিন্ত সাধারন মানুষের ভোগান্টির শেষ নেই।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

হাবিব বলেছেন: মুক্তানীল, কি করবে তারা বলুন? এই যে তাদের পরিশ্রম অথচ কোন কোন পোশাক কারখানার শ্রমিকদের নাকি কয়েক মাসের বেতন বাকি!! কেমনে তাদের সংসার চলবে? প্রশাসন যদি কোন ব্যবস্থা না নেয় তবে রাস্তায় নামা ছাড়া আর কিইবা করার থাকে??

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

নতুন-আলো বলেছেন:





শ্রমিকদের পক্ষে কথা বলার লোক কম, তাদের দু:খ দেখার মানুষ নেই।
মালিকপক্ষ শোষণে ব্যস্ত থাকে......।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

হাবিব বলেছেন:




ঠিক বলেছেন.......
আবার শ্রমিকরা আন্দোলন করলে তারাই মারা পড়ে!!

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

আরোগ্য বলেছেন: কঠিন সত্য। কারও পোষ মাস কারও সর্বনাশ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

হাবিব বলেছেন:




কঠিন সত্য ঠিক আছে,
তবে মালিকেরা যা করে সম্পূর্ণটাই তাদের খামখেয়ালি.........
মালিকপক্ষ সবসময় শ্রমিকদের ঠকায়।
তারা যদি শ্রমিকদের বেতন-বোনাস ঠিক মতো দিয়ে দিতো
তাহলে শ্রমিকেরা সবাই খুশি মনে কাজ করতো।

-মন্তব্যের জস্য ধন্যবাদ প্রিয় আরোগ্য.....

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: একসময় আমি ভোরে হাঁটতে বের হতাম।
তখন দেখতা অসংখ্য মেয়ে হাতে টিফিন বক্স নিয়ে দ্রুত হেঁটে হেঁটে যাচ্ছে।

০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

হাবিব বলেছেন:



যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে
তারাই আবার মাস শেষে বেতনের জন্য রাস্তায় নামে,,,,,,
কি অপরুপ নিয়ম.....!!!

এখন কি ভোরে ঘুমান?

মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম
আমার প্রিয় হাবিব স্যার।

আজকাল শ্রমিকদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য অনেক কর্মসূচি নেয়া হয়েছে।
কিন্তু খেয়াল করে দেখেছেন কি তারা আজও তাদের ন্যায্য অধিকার পায়না।
রাষ্ট্র ও সমাজের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে তাদের
ন্যায্য পাওনা নিশ্চিত করা।
প্রিয় নবি রাসুল্লাহ (সাঃ.) এর বাণী 'শ্রমিকের প্রাপ্য তার গায়ের ঘাম শুকানোর আগে দিয়ে দাও।'
পোষ্টে সংযুক্ত করে কবিতাটির মহিমা আরও বাড়িয়ে দিয়েছেন।

রাসূল (সাঃ) আরও বলেছেন, যে কাজ শ্রমিকের জন্য অতি কষ্টকর
সে কাজের বোঝা তার ওপর অর্পণ করো না।


অথচ, আমরা কি করছি?

কাজ করে নিচ্ছি ঠিকমতো মজুরী দিচ্ছিনা। যাদের অবদানে বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে তাদের প্রতি যথাযোগ্য সন্মান ও শ্রদ্ধা জানানো দরকার।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

হাবিব বলেছেন:






ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়বারাকাতুহু......

আজকাল শ্রমিকদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য অনেক কর্মসূচি নেয়া হয়েছে।
কিন্তু খেয়াল করে দেখেছেন কি তারা আজও তাদের ন্যায্য অধিকার পায়না।
রাষ্ট্র ও সমাজের পাশাপাশি আমাদেরও দায়িত্ব রয়েছে তাদের
ন্যায্য পাওনা নিশ্চিত করা।

--যত কর্মসূচি তত বানরের রুটি ভাগ করার মতো অবস্থা হয়.......
মালিকপক্ষ না বুঝলে তাদের ঘাড় ধরে একমাত্র সরকারই বুঝাতে পারে।

প্রিয় নবি রাসুল্লাহ (সাঃ.) এর বাণী 'শ্রমিকের প্রাপ্য তার গায়ের ঘাম শুকানোর আগে দিয়ে দাও।'
পোষ্টে সংযুক্ত করে কবিতাটির মহিমা আরও বাড়িয়ে দিয়েছেন।

--রাসূল (স.) এর নীতি গ্রহন করলে কোন শ্রমিককে রাস্তায় নামতে হতো বেতন-বাতার জন্য!

রাসূল (সাঃ) আরও বলেছেন, যে কাজ শ্রমিকের জন্য অতি কষ্টকর
সে কাজের বোঝা তার ওপর অর্পণ করো না।
অথচ, আমরা কি করছি?
কাজ করে নিচ্ছি ঠিকমতো মজুরী দিচ্ছিনা। যাদের অবদানে বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে তাদের প্রতি যথাযোগ্য সন্মান ও শ্রদ্ধা জানানো দরকার।

--যারাই বড়লোকের জন্য সুখের বিছানা গড়ে তাদের বুকেই বড়লোকেরা লাথি মারে। অবশ্য অনেক ভালো মানুষও আছে।
সবাই এগিয়ে আসলে আমাদের শ্রমিকরা একটু ভালোভাবে বাঁচতে পারতো

প্রিয়জনেসু সুজন ভাই, আপনার শত ব্যস্ততা উপেক্ষা করে এতো সুন্দর মন্তব্যের জন্য গাঁদা ফুলের শুভেচ্ছা!

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

শাহিন-৯৯ বলেছেন:



আপনার কি মনে হয় শ্রমিকদের বেতন নিয়ে টাল-বাহনার জন্য শুধু মালিকরা দায়ী?
আমার দৃষ্টিতে না কারণ আমি একজন এই সেকশনেরই একজন শ্রমিক।
এখানে সরকারের প্রচুর সমস্যা আছে, কি কি সমস্যা তা লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যদি কখনও সুযোগ পাই লিখব ইনশাল্লাহ।

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭

হাবিব বলেছেন:




মালিকদের বেতন শ্রমিকদের দিবে এখানে সরকার কি করে দায়ী হতে পারে???

শ্রমিকদের বেতন দেয়া নিয়ে সরকারের কি সমস্যা
তার দু' একটা যদি বলতেন তবে কৃতজ্ঞ হতাম.......

ধন্যবাদ শাহিন ভাই, আপনার আগমন শুভ হোক

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: খুবই দরদী কবিতা । ভালো লিখেছেন ।+++++

শুভকামনা

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

হাবিব বলেছেন:




শুভ সকাল নীলপরি!

শ্রমিক মজুর কুলি যারা দিন আনে দিন খায়,
মালিকপক্ষের কিল-ঘুষিতে কোন মতে দিন যায়!
কাজ করাবে সাধ্যের চেয়ে কয়েক গুণে বেশি,
টাকা চাইলে মুখে তাদের ফুটে হিংস্র হাসি!

ঘাম শুকিয়ে চামড়া শুকায় টাকার খবর নাই,
অবশেষে মাইনে পেতে রাস্তাতে দাড়ায়!
তারপরেও তো কত পুলিশ মারে বেদম মার,
এইভাবে কি দিন কাটবে, জীবন হবে পার???

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

ঝিগাতলা বলেছেন: সুন্দর কবিতা +

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

হাবিব বলেছেন: শুভসকাল এবং ধন্যবাদ মন্তব্যের জন্য......

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

ট্রাভেলার মাসুদ বলেছেন: "পুলিশের লাঠি কেন শ্রমিকের উপরে,
মালিকেরা কেন তবে মহাসুখে থাকে ঘরে?"


সমসাময়িক চরম বাস্তবতা।

হাবিব স্যার, পোষ্টে +++ দিয়ে গেলাম।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৪

হাবিব বলেছেন:





খেটে খাওয়া মানুষ যখন মরবে না মুখ বুজে,
কলম ধরার স্বার্থকতা তখন পাব খুঁজে!
মাজলুমেরা যখন পাবে তাদের শ্রমের দাম,
চারিদিকে ঘুঁচবে তখন শোষিতের বদনাম!

মালিক-শ্রমিক সম্পর্কটা যদি মজবুত হয়,
উঁচু-নিচু ভেদ ভুলে সব থাকবে নাকো ভয়!

মাসুদ ভাইয়া, সুন্দর মন্তব্য এবং প্লাস ও লাইক প্রদানে প্রেরণা পেলাম!!!

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা । শ্রমিকের জীবন বেদ!! পোস্টে প্লাস ++

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় হাবিব ভাইয়ের গোটা পরিবারকে।


১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০

হাবিব বলেছেন:




শ্রমিকেরা চিরকাল মার কেন খাবে,
মালিকের কেন তবে উঁচু তলা রবে?
শ্রম নিবে টাকা দিবে কেন তবে বাহানা,
এই অবিচার তবে মেনে নেয়া হবে না!

ঘাম শুকানোর আগে দিতে হবে মজুরি,
শ্রমিককে অবহেলা এতো মহা কুফুরি!!

প্রিয়জনেসু পদাতিক দাদা, আপনার মন্তব্য আমাকে সবসময় আনন্দ দেয়..........
আপনার জন্য ভালোবাসা ও শুভকামনা সবসময়......

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল মানবিক অনুভব ।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩

হাবিব বলেছেন:




ঘুঁচে যাক শ্রমিকের প্রতি অবহেলা,
ভালোভাবে নিত্য কেটে যাক বেলা!


ধন্যবাদ সাইনবোর্ড আপনার মন্তব্য ও আগমনের জন্য.......
শুভ সকাল!

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭

ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: শ্রমজীবীদের নিয়ে এযুগে কবিরা আর তেমন লেখালেখি করে না। পড়ে খুবই ভালো লাগল।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

হাবিব বলেছেন: শ্রমিকরাই দেশ গঠনের কারিগর.। তাদের নিয়ে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব. । মন্তবের জন্য ধন্যবাদ

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

নীল আকাশ বলেছেন: আপনি কোথায় গেলেন? আপনাকে নিয়ে একটা এতই কষ্ট করে পোষ্ট দিলাম!
ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

হাবিব বলেছেন: প্রিয় ভাই .।
আমি অফিসের বাহিরে থাকার কারনে বিস্তারিত মন্তব্য করছিনা. . আমি অত্যন্ত আনন্দিত এত সুন্দর পোস্টে আমাকে জরালেন. . কৃতজ্ঞতা অফুরান

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

কিরমানী লিটন বলেছেন: সময়ের প্রয়োজনে বিশুদ্ধ কবিতা...
অভিবাদন সুপ্রিয় হাবিব ভাই।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

হাবিব বলেছেন:





সময়ের প্রয়োজনে আপনার ছড়াতে,
পারবেন জানি সব বিপদকে তাড়াতে!

আপনাকে মানি আমি ছড়াতে জাদুকর


সুপ্রিয় লিটন ভাই, আপনার আগমন এবং সুন্দর মন্তব্যে ভালো লাগা জানিয়ে গেলাম

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম, কবিতার বিষয়বস্তুকে স্যালুট। সত্যিই তো, মাথার ঘাম পায়ে ফেলে যারা দেশকে উন্নতির পথে টেনে নিয়ে যাচ্ছে, তাদের অর্থ তো দূরের যথাযথ সম্মানও কি আমরা দিতে পারছি?

ধন্যবাদ এমন বিষয় নিয়ে কবিতা লেখায়, পোস্টে প্লাস।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২

হাবিব বলেছেন:





আপনার আগমনে আপ্লুত আমি
কমেন্টসটা মনে হলো খুব বেশি দামি!

ভালো লাগা জানিয়ে নিয়ে গেলাম আপনার মন্তব্যে.....
পাগলা ভাই, ভালো থাকবেন

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

বলেছেন: আস সালামু আলাইকুম ---আমাদের প্রিয় হাবিব স্যার।



সুন্দরের চেয়ে সুন্দর

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

হাবিব বলেছেন:






ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু......

দেড়ি করে এলে পরে মন হয় ভার,
ভালোবাসা-অভিমান দাম নাই তার?

সুপ্রিয় লতিফ ভাই, সালাম দিয়ে বেঁচে গেলেন

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

ইসিয়াক বলেছেন: অসম্ভব ভালো লাগা থেকে অনেক শুভকামনা।কবিতা ভালো লেগেছে।ধন্যবাদ

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

হাবিব বলেছেন:





ইসিয়াক তুমি ভাই এলে এতোক্ষণে
দিন চলে রাত এলে সবুজ এই বনে।

আপনার আগমন আমাকে সবসময় প্রেরণা দেয়........
ভালো থাকবেন সতত

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

ইসিয়াক বলেছেন: দেরি হওয়াতে দেব না অজুহাত।
পেছনে রইলে ও ছাড়বো না কভু হাত।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

হাবিব বলেছেন:





এতো ভালোবাসা মাখা ছন্দের কথাতে,
মনটাই মজে গেল আজ দেখি তোমাতে!

২০| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

ইসিয়াক বলেছেন: বড় সুখ বোধ হল কবি তোমার বাণিতে
লক্ষ বছর বেঁচে রও কোটি জনের মনেতে

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

হাবিব বলেছেন:





পুন:রায় আগমন শুভ হোক ইসিয়াক,
দোয়া করি তব নাম চিরকাল বেঁচে থাক!

২১| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

ইসিয়াক বলেছেন: আপনাদের ভালো বাসাতে হয়েছি আমি ধন্য
আজ আমি ইসিয়াক আপনাদের জন্য।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

হাবিব বলেছেন:





চিরকাল থেকো তুমি আল্লার প্রিয় হয়ে,
জান্নাত হতে যেন সুঘ্রাণ পরে বেয়ে!

২২| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

ইসিয়াক বলেছেন: অনেক হলো এবার তবে যেতে হবে মোরে
দোয়া রইলো তোমার জন্য আল্লাহর দরবারে।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

হাবিব বলেছেন:





শেষমেশ শুভ হোক তব প্রতি রাত্রি,
দোয়া করি তুমি হও জান্নাত যাত্রি!

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন: অবশেষে ভোর হলো নতুন দিনের শুরু
শত পল্লবে ছড়াক তোমার কল্পতরু।।
এই শুভকামনায় অনেক শুভেচ্ছা রইলো
হৃদয় বাগান হতে লাল গোলাপের ভালোবাসা দেওয়া হলো।।

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

হাবিব বলেছেন:






লাল গোলাপের ভালোবাসায়
নতুন দিনের নতুন আশায়
ভালো থাকার স্বপ্ন নেশায়
শুভেচ্ছাটা নিলাম!

কল্পতরু পল্লবে তার
সেথা দেখি ভালোবাসার
ক্ষুদার্ত এ' মনের আহার
খুঁজতে ব্লগে এলাম!!

এসেই দেখি তোমার ছবি
মন মুকুরে উঠলো রবি
আলোকিত হলো সবি
ভালোবাসা দিলাম!!!

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

মাহমুদুর রহমান বলেছেন: এদেশে শ্রমিকের শ্রম কে মূল্যায়ন করা হয়,শ্রমিককে নয়।

১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২

হাবিব বলেছেন:





একদম ঠিক কথা বলেছেন মাহমুদুর রহমান ভাই.......
দামী কথা .......
ভালো লাগলো।

মন্তব্যে আবারও শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.