নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

কাঁচের পৃথিবী

০২ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৩৯



পারদ লাগানো কাঁচের সামনে দাঁড়িয়ে
চেহারা বাঁকিয়ে সযতনে দেখি খুব,
ধীরপদে যাই বয়সের ভীরে হারিয়ে
সাদাচুল তারই পয়গাম দেয় নিশ্চুপ!

চোখের নিচে বলিরেখার আনাগোনা
থুতনির নিচে দাঁড়িগুলোও যায় বেড়ে,
ঐ বুঝি এলো মৃত্যুর পরোয়ানা
দেবদূত এসে নিয়ে যাবে প্রাণ কেড়ে!

স্বজনেরা সব চোখের সামনে থেকে
ব্যস্ততার শত তুলে রেখে অজুহাত,
বিদায় নিয়েছেন কতজন একে একে
তবুও কি আসবেনা ঈমানের সুপ্রভাত!

মায়াময় ভূলোক থাকবার নয় জানি
সম্পদ নিয়ে কতজন তবু লাশ,
কতজনে মোরা নীতিকথা বলো মানি
ঘুরিফিরি তবু গায়ে মেখে সুবাতাস!

থাকবার তরে দুনিয়াকে যতই আঁকড়াও
যতই তুমি আল্লাহকে থাকো ভুলে,
মৃত্যুর দূত করবেই তোমাকে পাকড়াও
অন্তিম বিদায়ে তোমাকেও নিবে তুলে!

ছবিঋণ: গুগল

মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ৯:৫৬

নতুন নকিব বলেছেন:



সুন্দর কবিতা। দশম এবং শেষ লাইনের 'তোলে' শব্দটি 'তুলে' হলে ভালো হত। 'সজতনে' -কে 'সযতনে' করা প্রয়োজন।

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ নকিব ভাই, কবিতার প্রশংসা এবং সংশোধনীর জন্য। ঠিক করে দিলাম

২| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ১১:১৭

নীল আকাশ বলেছেন: সজতনে < সযতনে হবে।
বলিরেখার লেনাদেনা হবে না আনাগোনা হবে?
ব্যস্ততা শত তুলে রাখে অজুহাত হবে।
পটল বাজে শব্দ। এটা ব্যবহার করবেন না। নি:সীমে/অনন্তে/না ফেরার দেশে হারিয়ে গেছেন কতজন একে একে
যতই তুমি আল্লাকে < আল্লাহকে হবে।
করবেই তোমাকে পাকড়াও হবে
লাস্ট লাইনটা আবার লিখার চেস্টা করুন। ঠিক পছন্দ হয়নি। ভাবটাও মনে আসছে না।

থীম খুব ভালো লেগেছে। আমিও ঠিক এই থীমে উপর একটা লিখছিলাম। শেষ হয়নি এখনো।
ঢন্যবাদ এবং শুভ কামনা রইল!




০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২০

হাবিব বলেছেন:



নীলআকাশ ভাই, আপনার এমন মন্তব্য আমি প্রতিটি লেখায় আশা করবো।
এক্কেবারে মন মতো মন্তব্য। এমন মন্তব্য পেলেই না লেখার উন্নতি হবে।
ঠিক করে দিলাম।
এখন দেখুন শেষ লাইন ঠিক আছে নাকি?

লেখার প্রশংসায় ধন্যবাদ ভাইয়া। আপনার লেখার প্রতিক্ষায় রইলাম। আপনার জন্যও শুভকামনা।

৩| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৮

ফেনা বলেছেন: খুবই সুন্দর। অনেক বেশি ভাল লাগা রইল।

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২০

হাবিব বলেছেন: ফেনা ভাইম অনেক দিন পর পেলাম আপনাকে। ভালো আছেন আশা করি।

৪| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৯

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২২

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ মিতাজি

৫| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২২

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই

৬| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: নিন গানটা শুনুন

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

হাবিব বলেছেন: গানটা আমার খুব ভালো লাগে। আগেও শুনেছিলাম। পুনরায় শুনলাম। ধন্যবাদ শেয়ারের জন্য

৭| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৪৮

নতুন-আলো বলেছেন: আমাদের সবার বোধোদয় হোক. . কবিতা ভালো লেগেছে

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

হাবিব বলেছেন: আপনার আশা পূর্ণ হোক। অনেক ধন্যবাদ আপনাকে

৮| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪

ঝিগাতলা বলেছেন:




অনেক সুন্দর কবিতা. ....
ভালো লেগেছে

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

হাবিব বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভরাত্রি

৯| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:০৭

আরোহী আশা বলেছেন: কবিতা ভালো লেগেছে প্রিয় ভাই. .... থিমটাও সুন্দর. .. বানানগুলো ঠিক করে নিন

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

হাবিব বলেছেন: আপনাকে ধন্যবাদ আরোহী, ঠিক করে দিলাম বানানগুলো।

১০| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৪২

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ রহ'মান।আল্লাহ আমাদের ক্ষমা করুন।আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।

কবিতাটি মন ছুঁয়ে গেল।আচ্ছা এতো সুন্দর কবিতা লিখেন কি করে?আমাকে দিয়ে তো হয় না।

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

হাবিব বলেছেন: আল্লাহ আপনার প্রারথনা কবুল করে নিন। কবিতার উচ্ছ্বসিত প্রশংসা আমাকে নতুন করে লেখার প্রেরণা জোগাবে। আপনার লেখার হাত খুবই ভালো। আপনি আমার থেকে ভালো লিখেন। দোয়া করবেন আমার জন্য। আপনার জন্যও শুভকামনা।

১১| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।

শুভকামনা ও ভালোবাসা রইলো।

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

হাবিব বলেছেন:



কবিতার প্রশংসায় ধন্যবাদ প্রিয় দাদা।
শুভকামনা ও ভালোবাসা গ্রহণ করলাম।

আপনার জন্যও ভালোবাসা রইলো।
ভালো থাকবেন সবসময়।

১২| ০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

আরোগ্য বলেছেন: চমৎকার কবিতা স্যার।

সুরা সনেট খুব মিস করছি। কবে দিবেন?

০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

হাবিব বলেছেন:



প্রিয় আরোগ্য, আপনার মন্তব্যে কবিতার প্রশংসায় মুগ্ধ হলাম।

সূরা সনেটের প্রতি আগ্রহ আমার দায়িত্ব বাড়িয়ে দিলো।
ইনশাআল্লাহ, শীগ্রই দিয়ে দেব । দোয়া করবেন।

১৩| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩৪

নীল আকাশ বলেছেন: এবার ঠিক আছে, ধন্যবাদ।
আসলে অনেকেই আবার মাইন্ড করে! অনেক সময় হাতে এত সময় থাকে না। তবে আপনার লেখা গুলি পড়ার সময় হাতে সময় নিয়েই পড়ি।
শুভ কামনা রইল!

০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:৪১

হাবিব বলেছেন:




মন্তব্যে শুধু প্রশংসাবাণী, যেমন: "খুব সুন্দর", "চমৎকার" এমন কথাবার্তার চাইতে আমি খুশি হয় কেউ আমার ভুল ধরলে। একটা লাইন সংশোধন করে দিলে দিল থেকে তাকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে। মনে হয় সে আমার সত্যিকার অর্থেই ভালো চায়।

সময় নিয়ে আমার মতো নগন্য একজনের লেখা পড়ে পরামর্শমূলক মন্তব্য করে আমার যে উপকার করছেন তা ভুলবার নয়।
কোন ধন্যবাদ জ্ঞাপনই এর জন্য যথেষ্ঠ নয়। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।

ভালো থাকবেন প্রিয় নীলআকাশ ভাই!

১৪| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:১৪

বলেছেন: ঈমানের সু প্রভাত - চসুক সবার গৃহে।

থিমটা অনেক সুখ পাঠ্য,


থাকবার তরে --; এটা আধুনিক শব্দ নয় একটু দেখে নিবেন৷

নীল আকাশ ভাইকে ধন্যবাদ সযত্নে আপনার,আনার ও আমাদের কবিতার সম্পাদনা করে দেওয়ার জন্য ---

০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:১৯

হাবিব বলেছেন:



আপনার প্রার্থনা কবুল হোক লতিফ ভাই। কবিতার প্রশংসায় ধন্যবাদ জানবেন।
নীলআকাশ ভাই অত্যন্ত আন্তরিক মানুষ বলেই এমনটি করেন।

চিরস্থায়ী হতে দুনিয়াকে যতই আঁকড়াও হলে কেমন হয়?

একবার প্রথমবার অবশ্য এটাই লিখেছিলাম। পরে কেটে দিয়ে "থাকবার তরে" লিখেছি

১৫| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন কবিবর, ছন্দের তালে গুছনো কথামালায় চমৎকার আহ্বান তুলে ধরেছেন কাব্যিক রসে।
মুগ্ধতা নিয়ে ফিরলাম।

শুভকামনা ভাই আপনার জন্য সবসময়।




মিছে পড়ে রই ভুল থেকে ভুলে,
বুঝিনা কভু হায় স্রষ্টার সন্তুষ্টি;
রঙিন পৃথিবীর-ডুবে রঙিন জলে,
স্রষ্টাকে খুঁজি ঠিক ভুলে তার সৃষ্টি!



০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১১

হাবিব বলেছেন:



অসাধারণ শব্দের মিশেলে আশ্চর্য মন্তব্যে আমি অবিভূত।
কবিতার প্রশংসায় ঋণী করে গেলেন নাঈম ভাই।
ভালো থাকবেন সবসময়।

১৬| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৩:২৩

বলেছেন: চিরস্থায়ী হতে দুনিয়াকে যতই আঁকড়াও --চমৎকার

চিরজীবী হওয়ার আকাঙ্খা যতই আঁকড়াও--- আইডিয়া।


ভালো থাকুন।





০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

হাবিব বলেছেন:



পুন:আগমনে শুভেচ্ছা জানবেন "জীবনের ব্যকরনের" স্রষ্টা লতিফ ভাই!
সম্পাদনামূলক মন্তব্য সবসময় পাবো আশা করি।

১৭| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

হাবিব বলেছেন: অনেকগুলো ধন্যবাদ আপু!

১৮| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার ,




আসলেই, পৃথিবীর জীবনটা কাচের মতোই ঠুনকো।

অন্ত্যমিলের কবিতা। বক্তব্যও প্রাঞ্জল ।

০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

হাবিব বলেছেন:



কাঁচের মতোই স্বচ্ছ জীবনে আমরা বেঁচে আছি আল্লাহর করুনায়।
আহমেদ জিএস ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ব্লগটা আবার আগের মতো প্রাঞ্জল হোক, এটাই চাওয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.