নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

ছড়া:- ঘাসফড়িংয়ের বিয়ে

০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫০



সাত রঙা ঐ রামধনুকের সাজটা দেখি বেশ,
ভাবখানা ঠিক এমন যেন সূর্য্যিমামার কেশ!
কৃষ্ণচূড়ার ঢালটা সাজে মনের মতো রঙ,
হাসনাহেনা আতর মাখে রাতের বেলায় ঢঙ!
ঘাসফুলেদের পাঁপড়ি যেন জ্যোৎসনা রাশি রাশি,
লজ্জা পেয়ে লজ্জাবতি হাসে লাজুক হাসি!

নানান রঙে ফড়িংটা আজ সাজে নতুন বৌ,
ধানপাতাদের পালকি চড়ে মুখটা যেন মৌ!
পলাশফুলের সানাই বাজে ঘাসফড়িংয়ের বে,
ফুলপাখিরা ব্যস্ত সবে দাওয়াত দিবে কে?

বাবুইপাখি ঘর বানাবে খেজুরপাতা দিয়ে,
বুলবুলি আর চড়ুইপাখি ব্যস্ত বাসর নিয়ে!
জোনাকিরা আনবে আলোক সাজবে বিয়ে বাড়ি,
প্রজাপতি আনবে গিয়ে টাঙ্গাইলের শাড়ি!
কাকাতুয়া কাজি হবে সাক্ষি ফিঙে-টিয়ে,
ময়নাপাখি গীত গাইবে দোয়েল-শ্যামা নিয়ে!

সব আয়োজন শেষ হয়েছে দোয়েল হবে বর,
দূরের দেশে স্বামীর বাড়ি আপন হবে পর!

বিয়ের দিনে সবাই খুশি পেঁচা কেন চুপ!
পাইনি দাওয়াত তাই কি পেঁচা মান করেছে খুব?
পেঁচা কি আর দাওয়াত খাবে ঘুমায় দিনের বেলা,
রাত্রি হলে ঘাসফড়িংয়ের সাথে করতো খেলা!

ছোট্টবেলার খেলার সাথী বিয়ে হচ্ছে তার,
তাইতো পেঁচা অভিমানে মুখ করেছে ভার!

ছবিঋণ: গুগল মামা

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: চমৎকার ছড়া। দশে আট দিলাম।

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:২২

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ রাজিব ভাই, A+ দেয়ার জন্য

২| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪১

আরোগ্য বলেছেন: চমৎকার হাবিব স্যার।
অধিকাংশ শব্দ আমার খুব পছন্দের। বেশ ভালো লাগলো। ছড়ার ছন্দে মিষ্টি গল্পকথন দারুণ হয়েছে।

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৪

হাবিব বলেছেন: মন ভুলানো মন্তব্য আমার মনটা ছুঁয়ে গেল আরোগ্য

৩| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: অন্যবধ্য কাব্যে মাখা ছড়ার আয়োজন । বেশ হয়েছে।

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৬

হাবিব বলেছেন: অনেক সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ সার্চম্যান ভাই

৪| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৯

আরোহী আশা বলেছেন: মন ছুঁয়ে গেল.. দারুণ ছন্দ

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:২৯

হাবিব বলেছেন: ধন্যবাদ আশা

৫| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:০৮

বলেছেন: ছড়াকার হাবিব মশাই -- বেশ ভালো

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৩০

হাবিব বলেছেন: লতিফ ভাই.. আমি মশাই হলাম কবে?

৬| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:১৪

নতুন-আলো বলেছেন: মজার ছড়া...। অনেক সুন্দর হয়েছে. .

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৩১

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভ রাত্রি

৭| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাজিব ভাই, A+ দেয়ার জন্য

ভালোবাসা নিরন্তর।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩২

হাবিব বলেছেন: আপনার জন্যও সমান ভালোবাসা।

৮| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৩৭

ম্যাড ফর সামু বলেছেন: ও... মা... গো.... মা.... স্যার দেহি এইবার কবিতা'র পিছে লাগছে, খাইছে আমারে ল্যাকছে তো ভালাই..... তয় আমিও কি একবার চেইষ্টা কইরা দ্যাকমুনি....।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৩

হাবিব বলেছেন: হা হা হা......... আমি তো আগে থেকেই কবিতা লিখার চেষ্টা করি। আপনি তো সুন্দর গল্প লিখেন। আপনার ধারাবাহিকটি ভালো হচ্ছে। আপনি কবিতাও ভালো লিখবেন আশা করি।

৯| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর! এক কথায় অনবদ্য।

শুভকামনা ও ভালোবাসা প্রিয় হাবিবভাইকে ও গোটা পরিবারবর্গকে।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৪

হাবিব বলেছেন: ছড়ার প্রশংসায় আনন্দ পেলাম অনেক। আপনারই লেখার প্রেরণা । ভালোবাসা নিরন্তর প্রিয় দাদা।

১০| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: অসাধারণ ছড়া

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৫

হাবিব বলেছেন: ধন্যবাদ তারেক মাহমুদ ভাই, ছড়ার প্রশংসার জন্য।

১১| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছড়াটি পড়তে বেশ লেগেছে। হাবিব ভাই আপনার জন্য অনেক দোয়া রইলো।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৬

হাবিব বলেছেন: সুজন ভাই, আপনার/ আপনাদের ভালো লাগা আমার জন্য অনেক প্রেরণার। আপনার দোয়া আল্লাহ কবুল করুন। আপনার উপর শান্তি বর্ষিত হোক।

১২| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৮

মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: অসাধারণ লেখনি, ভালোবাসা নিরন্তর।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

হাবিব বলেছেন: ছড়ার প্রশংসায় অনেক প্রেরণা পেলাম। ধন্যবাদ সুমন ভাই।

১৩| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৭

মোঃ নুরেআলম সিদ্দিকী বলেছেন: ইশ কি সুন্দর লেখা! আমার হিংসে হচ্ছে।। হা হা হা।। শুভ কামনা আপনার জন্য।।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৯

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ, আপনার এমন অসাধারণ মন্তব্যে ভীষণ খুশি হলাম। অনেক ধন্যবাদ নুরেআলম ভাই।

১৪| ০৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪০

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি আপু।

১৫| ০৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

সাহসী সন্তান বলেছেন: এক্সিলেন্ট! ব্লগার 'প্রামানিক' ভাইয়ের কথা মনে পইড়া গেল। বলা চলে ব্লগে এই কোয়ালিটির ছড়া লেখার ওস্তাদ উনি...

আপনারটাও সুন্দর হইছে! শুভ কামনা জানবেন!

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪১

হাবিব বলেছেন: প্রামানিক দাদা তো ছড়ার বস। ওনার লেখা দেখেই লেখা শেখার চেষ্টা করি। আমার ছড়ার প্রশংসায় অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ সাহসী সন্তান।

১৬| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ১২:৩৯

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
এতো দেখি সোজা সুকুমার রায়ের আবোল তাবোল লিখে ফেললেন! কি সর্বনাশ!

আমাকে এটম বোমা মেরে উড়িয়ে দিলেও এর একটা স্তবকও লিখতে পারব না। :P
কে কত দিল আমি জানি না তবে আমার কাছে ১১০ দিলাম ১০০ এ।

ঘাসফুলদের পাঁপড়ি যেন জোৎস্না রাশি রাশি
লজ্জাবতীর লজ্জা যেন লাজুক লাজুক হাসি!

দুর্দান্ত ছড়া, আমার পড়া আপনার লেখা অন্যতম সেরা এটা। সোজা প্রিয় তে রেখে দিলাম। পরে আবার পড়া যাবে।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

০৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৫

হাবিব বলেছেন:




নীল আকাশ ভাই, আপনার এমন সুন্দর মন্তব্য এবং লেখার প্রশংসার জন্য অনেক অনেক প্রেরণা পেলাম।
আপনার লেখা মিস করছি। অনেক দিন আপনার গল্প কবিতা কিছুই পাচ্ছি না।

১১০!!! হা হা হা .......... পরীক্ষার খাতায় ১১০ পাইলে কোন গ্রেড দেয়া হবে?

আর হ্যাঁ, প্রিয়তে জায়গা দিয়েছেন জেনে মহা মহা খুশি হলাম।

১৭| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫১

নীল আকাশ বলেছেন: রবি বা সোম বারে শবনমের ৩য় পর্ব / গল্প পাবেন। লেখা শেষ। ধন্যবাদ।

১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই নীলআকাশ।

১৮| ১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

নজসু বলেছেন:



ছড়াটা মজার হয়েছে।

১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

হাবিব বলেছেন: আপনি এতোদিন কোথায় ছিলেন?.... X(( X((

১৯| ১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

নজসু বলেছেন:



ব্লগে আসতে পারছিলাম না।
একজনের পরামর্শে আজকে ভিপিএন ব্যবহার করে ব্লগ দেখতে পারছি।

১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

হাবিব বলেছেন:
আলহামদুলিল্লাহ, আপনার আগমনে আমি খুবই আনন্দিত।
যাক, তবুও আপনাকে পেলাম। শুকরিয়া। আশাকরি ভালো আছেন।

২০| ১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

নজসু বলেছেন:




আলহামদুলিল্লাহ।
জ্বী, প্রিয় ভাই আপনাদের দুআয় ভালো আছি।
আপনার/আপনাদের জন্য অস্থির ছিলাম।

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০৯

হাবিব বলেছেন: আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুন। আমিন

২১| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

আরোগ্য বলেছেন: কি খবর স্যার ? গায়েব কেন?

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১১

হাবিব বলেছেন:
এই তো আমি। হাজির হয়েছি। পোস্টও দিয়েছি। বিস্তারিত নতুন পোস্টে।
খবর নেয়ার জন্য কৃতজ্ঞতা সমেত ধন্যবাদ আরোগ্য

২২| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৩

নীল আকাশ বলেছেন: হাবিব ভাই, কই আপনি?
ধুর এটা কথা হলো! আপনার কোন কবিতা পাচ্ছি না????

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১৯

হাবিব বলেছেন: ভালোবাসার নীলআকাশ ভাই, এইতো আমি। আর নতুন পোস্টও দিয়েছি। সময় করে দেখবেন। আবার লিখবো কবিতা ইনশাআল্লাহ।

২৩| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর ছড়া লিখেছেন, অত্যন্ত মনোমুগ্ধকর!
পেঁঁচা হলেও, পেঁচাটার জন্য ছড়ার শেষে এসে খারাপ লাগলো! :)
ছড়ায় প্লাস +

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৭

হাবিব বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই, এতোদিন আদের একটা লেখায় আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম। ছড়ায় লাইক এবং প্লাস প্রদানে নতুন করে লেখার প্রেরণা পেলাম। পেঁচার জন্য আপনার ভালোবাসা আমাকে মুগ্ধ করলো।

২৪| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১১:০১

ডঃ এম এ আলী বলেছেন: ঘাষ ফড়িং এর পুলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ নাম প্রকরণ এখনও হয়ে উঠেনি । তাইতো মনে হয় দোয়েলের সাথে তার বিয়েতে আপত্তি নেই। ছড়া কবিতায় একটি বিপ্লবি বিষয় উঠে এসেছে দেখে ভাল লাগল । মহামুনি বিশ্বমিত্র ও মুষিক কন্যা কাহিনী নিশ্চয়ই আপনার জানা। সেখানে মুনির বরে মানবরূপী মুষিক কন্যা বয়সসন্ধিকালে মহামুনির সাথে বিবিধ কথা কৌশলে মুনির বরে তার মানবীরূপ পরিবর্তন করে পুর্ব আদি রূপ মুসিকে ফিরে গিয়ে স্বজাতি মুষিককেই তার পতি রূপে বেছে নিয়েছিল । এখানে এ ছড়ায় ঘাস ফড়িং তার স্বজাতি পতঙ্গকুলের কিছুটা বাইরে গিয়ে বিহঙ্গ তথা পক্ষিকুল হতে দোয়েলকে তার জীবন সঙ্গি বরণ করে নিয়ে একটি বিল্পবী কর্মকান্ডই ঘটিয়েছে বটে :) এর জন্য ঘাস ফড়িং সাথে কবিবরের প্রতি রইল অভিনন্দন ।

ঘাস ফড়িং এর সুন্দর জোড়া যৌগিক চোখ, দুই জোড়া শক্তিশালী ও স্বচ্ছ পাখা , বসে থাকার সময় পাখা অনুভূমিক এবং শরীরের সাথে সমকোনে রাখার সুবিন্যন্ত বৈশিষ্টের সাথে মিলে যাওয়ার মত ছড়াটির মধ্যে থাকা কথামালা ভাষা ও ছন্দের তাল লয় প্রভৃতি ভাল লাগল । ধন্যবাদ সুন্দর ছড়া কবিতাটির জন্য ।

শুভেচ্ছা রইল

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৮:২৫

হাবিব বলেছেন: ড. এম এ আলী ভাইয়া, অনেক দিন আগের একটা পোস্টে এত চমৎকার একটা মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি বরাবরই সেরা মন্তব্য করেন দেখেছি। এটাও তার ব্যতিক্রম নয়।
"মহামুনি বিশ্বমিত্র ও মুষিক কন্যা" কাহিনী আমার এক বাংলা স্যারের মুখ থেকে শোনা। তখন অতটা কান দেইনি। আপনার মুখে আবার শুনলাম। তবে ঘাসফিড়িংদেরকে দেখলে সাধারনত পাখিকূল খাদ্য হিসেবেই গ্রহন করে। সেই ধারণা থেকে ছড়াটা লেখা। কিভাবে পতঙ্গকুলের সাথে পক্ষীকুলের একটা মিলন ঘটানো যায়। কিন্তু সবাই মজা হিসেবেই নিয়েছে। প্রথমত আমি ছড়াটাকে আবুল-তাবুল স্টাইলে উপস্থাপন করতে চেয়েছিলাম। হয়েছে এই রকম। বিপ্লবী দৃষ্টিকোন থেকে দেখলে ঘাসফড়িংকে সাহসী বলতেই হয়। সমস্ত ভয় উপেক্ষা করে দোয়েলকে পতি হিসেবে বরণ করে নেয়া মোটেই কম কিছু নয়।

ছড়ার শেষে এসে মনে হলো পেঁচারতো মন খারাপ, তাকে কি ভাবে ছড়ায় রাখা যায়। প্রথমে লিখতে চেয়েছিলাম পেঁচা দাওয়াত পায়নি বলে মন খারাপ! কিন্তু পরেই আবার মনে হলো, আমরা যখন রাতে কুপি জ্বালিয়ে পড়তাম আর তখন ঘাসফরিং উড়ে এসে পড়তো- সেই কথা। তখন দেখতাম পেঁচাগুলো লোভাতুর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ঘাসফরিং খাওয়ার জন্য। এখানে দেখানো হয়েছে ঘাসফড়িং আর পেচা বন্ধু, কিন্তু বাস্তবে একে অপরের সাথে আদায় কাঁচকলায় সম্পর্ক।

ছড়ার প্রশংসায় কিছু কথা আমার মন ছুঁয়ে গেলো।পরিশেষে আপনার জন্যও শুভেচ্ছা ও শুভকামনা রেখে গেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.