![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
হৃদয়ের কাঁটাতার অতিক্রম করে
বর্ডার ক্রসের মামলায় গেছি ফেঁসে।
অনুপ্রবেশের দায়ে-
আপন মাটিও হয়ে গেছে বেদখল
পতাকা উড়ে দেখি অন্য দেশের
নিজের দেশে তাই পরদেশী আমি!
চিবুক- নাক- চোখ- ঠোঁট- চুল.....
হাজারো সৈন্য তোমার
কথা-হাসি-গান আর মায়াবী চাহনির অস্ত্রে পরাস্ত আমি
জামীন অযোগ্য মামলায় সাজা পেয়েছি
সশ্রম কয়েদী!
ঠোঁটের কোনে কালো তিল যেন লিটল বয়
বিস্ফোরিত না হয়েও হিরোশিমার মতো
গুড়িয়ে দিয়েছে সব কিছু
আজীবন বয়ে চলেছি তাই
নিদারুন তেজস্ক্রিয়তা।
অবশেষে….
অবশেষে অস্ত্রগুলোকে খরিদ করেছি
স্বাধীনতার দামে।
তবুও থামেনি যুদ্ধ………
তবুও চলছে ”কোল্ড ওয়ার”
যুদ্ধ শেষে পেয়েছি উত্তপ্ত শান্তি।
.....................................
ছবি: ইন্টরনেট থেকে।
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪
হাবিব বলেছেন: দেবদাস বাবু, আমি কিন্তু হারিয়ে যাইনি। আছি আপনাদের মাঝেই, ছিলামও। আমাকে মনে রেখেছেন জেনে আনন্দিত হলাম। এভাবে বলার জন্য আবারো কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
২| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩০
শায়মা বলেছেন: হাবিবভাইয়া ভালোই তো কাব্য হয়েছে!
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫
হাবিব বলেছেন: যাক আপু, হয়েছে কিছু তাহলে। সুমন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রইলো।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬
আরোগ্য বলেছেন: অবশেষে প্রিয় হাবিব স্যার। আগে বলেন কি খবর? কোথায় আছেন? সবাই কেমন আছে?
আপনার পোস্ট পেয়ে খুব খুশি হয়েছি। কবিতা খাসা হয়েছে।
আশা করি আবার নিয়মিত হবেন।
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫১
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি।আপনিও ভালো আছেন আশা করি। সবাই ভালো আছে। কবিতার এমন প্রশংসায় আমি অবিভূত। ইনশাআল্লাহ নিয়মিত হবো। দোয়া করবেন।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪
ইসিয়াক বলেছেন: পোষ্ট পরে পড়বো আগে মোলাকাত করি ।
০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২
হাবিব বলেছেন: আসেন মোআনাকা করি। পোস্ট পড়ে সমালোচনা আশা করছি.......
৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রীতিমত বারুদ ছড়িয়ে দিলেন ।
০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
হাবিব বলেছেন:
কি যে বলেন ভাই ...!!
৬| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৫
নীল আকাশ বলেছেন: হাবীব ভাই,
কি খবর আপনার? অনেক দিন পড়ে ফিরে এলেন। দেখে ভালো লাগলো।
মনে হচ্ছে আপাতত সব ব্যক্তিগত সমস্যার সমাধান হয়ে গেছে।
এসে প্রেমের কবিতা, তাও আবার নারী হৃদয়ে বিনা প্রবেশে অভিযোগে অভিযুক্ত?
হুম, ভাবী জানে? না ভাবীই বাদী?
জামীন আযোগ্য আদালত হয় না। মামলা জামীন আযোগ্য হয়। ঠিক করে দিন।
ভালো থাকুন আর নিয়মিত লিখুন।
ধন্যবাদ।
০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
হাবিব বলেছেন: আলহামদুল্লিাহ, আল্লাহ খুব ভালো রাখছেন। সব মিলিয়ে ভালো আছি। ব্যক্তিগত সমস্যা এখনো আছে তবে ব্লগের থেকে দূরে থাকতে আর ইচ্ছা করছে না। তাই ব্লগ লিখলাম। নারী বলতে একজনই তো। অন্য কারো অনুপ্রবেশ সেখানে হবার কোন সম্ভবনা নাই। ঠিক করে দিলাম লাইনটি। দোয়া করবেন আমার জন্য। অনেক সমস্যায় আর পেরেশানেতে আছি। আল্লাহ যেন এর থেকে দ্রুত আরোগ্য দান করেন।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই,
আছেন কেমন?
কবিতা তো ভালই হয়েছে। এখন সময় করে সনেটগুচ্ছও প্রকাশ করেন।
০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
হাবিব বলেছেন: আলহামদুল্লিাহ, আল্লাহ ভালো রাখছেন । আশা করি আপনিও ভালো আছেন। ইনশাআল্লাহ, সনেটগুলোও পোস্ট করবো। দোয়া করবেন আমার জন্য।
৮| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখলাম।
কেমন আছেন? কি খবর?
০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
হাবিব বলেছেন: আসলেই অনেক দিন পর ব্লগ লিখলাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ব্যক্তিগত কিছু পেরেশানিতে আছি। দোয়া করবেন।
৯| ০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল দ্রোহের কবিতা ।
০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
হাবিব বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভ্রাতা
১০| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,
ফিরে এসেছেন দারুন এক যুদ্ধ যুদ্ধ কবিতা নিয়ে।
সারসংক্ষেপ মনে হয় এই রকম --
আমারে চাও না তুমি আজ আর - জানি;
তোমার শরীর ছানি
মিটায় পিপাসা
কে সে আজ ! তোমার রক্তের ভালোবাসা
দিয়েছো কাহারে !
শুভেচ্ছান্তে।
১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
হাবিব বলেছেন:
ধন্যবাদ প্রিয় ভাই, অসাধারন মন্তব্যের জন্য।
দারুণ সারসংক্ষেপ করে দিলেন। শুভেচ্ছা জানবেন
১১| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২১
শিখা রহমান বলেছেন: হাবিব কবিতাটা দুর্দান্ত হয়েছে। খুবই ভালো লাগলো। কবিতায় অবশ্যই লাইক ও একরাশ মুগ্ধতা।
শুবকামনা কবি। ভালো থাকুন যুদ্ধ আর সন্ধির ভালোবাসায়।
১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০০
হাবিব বলেছেন:
প্রিয় কবিআপু, মন্তব্যের জোড় যে কত কি করে তা বুঝাই.......
মুগ্ধতার পরশ বুলিয়ে গেলেন, আপনার কবিতার মতই।
সুমন্তব্যের জন্য আগাম শীতের শুভেচ্ছা
১২| ১০ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: বেদনাবিধুর ঠান্ডাযুদ্ধ ভালো লেগেছে। তবে উষ্ণতা এলো বলে...
পোস্টে লাইক।
শুভকামনা হাবিব ভাইয়ের গোটা পরিবারবর্গকে।
১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০২
হাবিব বলেছেন:
প্রিয় ভাই, আমি জানি আপনি আসবেন.....
তবে দেরি দেখে মনটা আকুপাকু করছিলো।
আসলেন ভালো লাগলো।
আপনিও ভালো থাকবেন পরিবার নিয়ে।
১৩| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন দারুন আর দারুন সব কাব্য নিয়ে হাজির আমাদের প্রিয় ভাইয়া
খুব সুন্দর
১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
হাবিব বলেছেন: মন্তব্যে বিমোহিত আপু...... অনেকগুলা ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫
দেবদাস বাবু বলেছেন: হাবিব স্যারকে আমরা আবার খুজে পেলাম।
আমি কিন্তু প্রিয় স্যারকে ভুলিনি