নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছোট বেলায় মাকে দেখতাম হাঁস-মুরগি লালন পালন করতেন। এগুলো হাঁটে নিয়ে বিক্রির সময় মায়ের চোখে জল দেখতে পেতাম। বুঝতে পারতাম এদের সাথে থাকতে থাকতে মায়া জন্মে গেছে মায়ের। একবার বাড়িতে পালিত এক গাভী কুরবানী দিয়েছিলাম। সেবারও মায়ের চোখে জল দেখেছি। গাভীর শরীরে তেল দিতে দিতে আদর করে দিতেন আর আঁচলে চোখ মুছতেন। আসলে বোবা প্রাণীদের প্রতিও যে এতো ভালোবাসা জন্মাতে পারে তা সরাসরি না দেখলে টের পাওয়া যাবে না। যাদের টাকা আছে তারা ঈদের আগে নগদ টাকায় পশু কিনে কুরবানী করেন। পশুর প্রতি তাদের মায়া থাকে না অতটা। এজন্যই নিজের পালিত পশু কোরবানির প্রতি উৎসাহিত করা হয়েছে।
প্রথম ছবিটি দেখে ছোটবেলায় ছাগল পালনের কথা মনে পড়ে গেল। বৃষ্টি আসলে ছাগলগুলো খুবই ডাকাডাকি করতো। মা বলতো ছাগলের দড়ি ভিজে যাবার ভয়ে নাকি ছাগল এমন ডাকাডাকি করে। আমরা ছাগল ছানা কোলে করে আনতাম আর মা ছাগল পিছন পিছন দৌড়ে আসতো। ছাগল পানিতে নামতে খুবই ভয় পায় এর আসল কারণ অবশ্য আমিও জানি না।
ছবিটিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ চাচা তার পালিত ছাগল বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে এসেছেন। বৃষ্টি নামার পর ছাগলগুলো নিয়ে আশ্রয় নিয়েছেন একই ছাতার নিচে। প্রাণি দুটি তার মালিকের নিকট নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। ওরা তো আর জানে না তাদেরকে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে!
কয়েকদিন আগে প্রথম আলোর নিউজে দেখলাম বাসে করে নির্মম ভাবে কয়েকটা ছাগল আনা হয়েছে ঢাকায়। ছবিটি দেখে কিছুক্ষণ থমকে গিয়েছিলাম। চিন্তা করলাম কতই না কষ্ট হয়েছে ওদের!
প্রাণিদের জন্মই হয়েছে মানুষের জন্য, মানুষের খাদ্য হিসেবে ওদেরকে সৃষ্টিকর্তা হালাল করেছেন। কিন্তু অযথা কষ্ট দিতে নিষেধ করেছেন। এক মহিলা কুকুরকে পানি পান করানোর জন্য ক্ষমা পেয়ে যাবেন আবার আরেক মহিলা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেবার জন্য জাহান্নামে যাবেন।
কুরবানি আল্লাহর পক্ষ থেকে সামর্থ্যবান বান্দার উপর ফরজ ঈবাদত। হযরত ইসমাইল আ. এর কোরবানীর ঘটনার মধ্য দিয়ে আমাদের প্রতি এই বিধান আবশ্যক করে দেয়া হয়েছে। ইব্রাহিম আ. কে নির্দেশ দেয় হয়েছিল প্রিয় বস্তু কোরবানী করতে। ইব্রাহিম আ. তাঁর প্রতি আরোপিত হুকুম পালন করেছেন। আল্লাহ তায়ালা ইব্রাহিম আ. এর আনুগত্যে খুশী হয়ে ইসমাইল আ. এর পরিবর্তে দুম্বা কোরবানির মাধ্যমে মুসলিম জাতির পিতার কোরবানি কবুল করে নেন।
অনেকেই কোরবানি দেবার নিয়ত করেছেন। ইতিমধ্যে কোরবানির প্রাণীটিও ক্রয় করেছেন অনেকে। সবার প্রতি অনুরোধ থাকবে প্রাণিটির প্রতি খেয়াল রাখবেন। তাকে ঠিক মতো পানি এবং খাদ্য দিবেন। যথাসম্ভব কম কষ্ট দিয়ে কোরবানি করুন। আর একটি কথা মনে রাখবেন, কোরবানির পশুর রক্ত, চামড়া কিংবা গোশত আল্লাহর নিকট পৌঁছায় না। পৌঁছাবে আপনার তাকওয়া, আল্লাহর প্রতি আপনার আনুগত্য। সবার প্রতি অনুরোধ কোরবানির গোশতে ফ্রিজ না ভরে গরীবদের যথাসম্ভব দান করে দিন। যারা বছরের এই একটি দিনের আশায় বসে থাকে গোশত খাওয়ার জন্য।
কোরবানি মানে ত্যাগ। কোরবানির মাধ্যমে মনের পশুরও কোরবানি হোক। জাগ্রত হোক মনুষ্যত্ব। ঈদের ছুটিতে ভুলে গেলে চলবেনা আমরা করোনা অতিমারির কঠিন সময় পার করছি। যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলুন। অন্যকেউ উৎসাহিত করুন।
এই মাসে হয়তো আর পোস্ট দেয়া হয়ে উঠবেনা। ঈদের পর আবার ব্লগিংয়ে ফিরবো। কিন্তু আপনাদের লেখা পড়বো। ভালো থাকবেন সবাই। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম।
১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৪
হাবিব বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সনেট কবি। ভালো থাকবেন।
২| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১১
খায়রুল আহসান বলেছেন: একটা ভাল উপদেশ দিয়ে সাময়িক বিরতিতে চলে গেলেন। যেখানেই থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্বাস্থ্যে, সপরিবারে!
পবিত্র ঈদুল আযহা'র অগ্রিম শুভেচ্ছা!
১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৫
হাবিব বলেছেন: খায়রুল আহসান ভাই, প্রথমেই মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। লেখাটি পাঠ এবং সুন্দর মন্তব্যে প্রীত হলাম। আপনিও ভালো থাকবেন। সুস্থ্য থাকুক সকলেই।
৩| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৮
নতুন-আলো বলেছেন: সুন্দর এবং সময় উপযোগী পেস্টের জন্য ধন্যবাদ আপনাকে।
১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৮
হাবিব বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ
৪| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৩
রোকসানা লেইস বলেছেন: প্রাণীর জন্য ভালোবাসা খুব কম মানুষের । আমাদের দেশে প্রাণীদের খুব কষ্ট দেয়া হয়।
১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:০১
হাবিব বলেছেন: প্রানীদেরকে যারা লালন পালন করেন তারা এদের কষ্ট বুঝেন
৫| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৩
ফুয়াদের বাপ বলেছেন: আবেগীয় স্তরে স্পর্শ করেছেন ভাই। আমার মা হাঁস-মুরগী পালতেন, পালা হাঁস-মুরগী রান্না করে আমাদের খাওয়াতেন কিন্তু কেন জানি নিজে খেতে চাইতেন না, যদিও দেখেছি বাবার জোড়াজুড়িতে এক টুকরা মুখে নিয়েছেন। মহাবিশ্বের পৃথিবী নামক গ্রহে অন্যান্ন প্রানীদের সাথে মানুষও এক প্রানী। পশু-পাখি যারা ভালোবাসেন না তারা মূলত মানুষ কিনা জানতে ইচ্ছে করে।
১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৩
হাবিব বলেছেন: মায়েরা এদের কে সন্তান স্নেহে লালন পালন করেন
৬| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৯
কুশন বলেছেন: একদিনে এত পশু কাটা আমার পছন্দ না। আমি কোরবানি দেই না। কোরবানির টাকা বিলিয়ে দেই দরিদ্রদের মাঝে।
১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৫
হাবিব বলেছেন: প্রতিপালকের হুকুম আলঙ্গনীয়
৭| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৭
মোঃমোজাম হক বলেছেন: এই পোষ্ট দিয়ে কি বুজাচ্ছেন? বিশেষ করে কুরবানীর সময়!
কুরবানী কিন্তু প্রিয় সন্তানকেই দিতে বলা হয়েছিল। কাজেই পশু কুরবানীর বিকল্প নেই। যারা বলে কুরবানীর টাকা বিলিয়ে দিই তারা
মুসলিম ধর্মের কিছুই জানেনা। তাদেরকে বৌদ্ধ ধর্ম নিয়ে জন্ম নেয়া উচিৎ ছিল।
১৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৮
হাবিব বলেছেন: সম্পূর্ণ পোস্ট পড়লে এর উদ্দেশ্য না বুঝার কথা না
৮| ১৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০৭
ভুয়া মফিজ বলেছেন: পবিত্র ঈদুল আযহা মোবারক। পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন আর রেডমিট যতোটা কম পারা যায়, খাবেন।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৮
হাবিব বলেছেন: রেডমিট অনেক কম খেয়েছি। এমনিতেই একসাথে দুইবেলা মাংসা খেতে পারি না আমি। ভর্তা আর ডালই ভালো লাগে।
আশা করি ভালো আছেন।
৯| ১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৩
কামাল১৮ বলেছেন: পালিত পশুকে ভালো বাসে না এমন মানুষ আমি দেখিনাই।প্রোটিনের জন্য মাংস আমাদের খেতেই হবে।আবার লক্ষ লক্ষ লোক মাছ মাংস না খেয়ে জীবন ধারন করে।কোরবানী দিয়ে একদিনে এতো পশু জবাই এটা ঠিক না।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:২০
হাবিব বলেছেন: গ্রামের অনেক কে দেখেছি মাংস খেতে না পেরে ফেলে দেয়। তবুও প্রতিবেশীদের দেই না। এখন তো ফ্রিজ ভরে।
১০| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো কথা বলেছেন।
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানবেন।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:২০
হাবিব বলেছেন: ঈদ পরবর্তী শুভেচ্ছা ভাইজান।
১১| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১২:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ছোটবেলায় নানান কিছুই পুষেছি। এখনও পুষছি।
একটা কুকুর ছিলো, একটা বানরও পেলেছি, পোষমানা মুরগী ছিলো। খরগোস পেলেছি, সাদা ইঁদুর ছিলো পোষমানা। কথা বলা টিয়া ছিলো, কবুতর পেলেছি, গরু ছিলো। মুনিয়া-বাজরি-লাভবার্ড-ডায়মন্ড ঘুঘু-অষ্টেলিয়ান ঘুঘু-সাদা ঘুঘু পেলেছি।
ইচ্ছে আছে আগামী ২ বছরের মধ্যে আবার গরু-গছাগল-হাঁস-মুরগী পালার।
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:২১
হাবিব বলেছেন: সব নবীই ছাগল পালন করতেন/কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। এটি একটি সুন্নতি কাজ।
১২| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১:২২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জীবনে অনেক কিছুই পুষেছি। বেড়াল, কুকুর, পাখি, হাঁস-মুরগি থেকে শুরু করে কাক পর্যন্ত। এখন এসে ঠেকেছি খরগোশে। এদের অনেকের সাথে আমার যে বন্ধন বা বন্ডেজ হয়েছে তা ভাষায় প্রকাশ করা মুশকিল। আমার এক মুরগি সন্ধ্যায় বাসার জানালার কার্নিশে উঠে বসে থাকতো, আমি না ডাকলে সে নামতো না। আমার কাকটি তার ভাঙা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার পিছু নিতো।
প্রাণীদের প্রতি মায়ামমতা জন্মায় তাদের লালন পালন করার মাধ্যমে - আর সেটা একমাত্র পালনকারীই বুঝতে পারেন সর্বাপেক্ষা বেশি। সংবাদে ছাগলগুলোকে কষ্ট দেয়ার ছবি দেখে খুবই দুঃখ পেলাম, কিন্তু বিস্মিত হলাম না। কারণ, মানুষ বলুন বা পশুপাখি বলুন, আমাদের মধ্যে অন্যের প্রতি মায়ামমতার ঘাটতি পড়ছে অনেক। আমরা যে কি পরিমান নিষ্ঠুর হয়ে পড়েছি তা দৈনন্দিন ঘটনা বিশ্লেষণ করলেই সহজে বোঝা যায়।
সৃষ্টিকর্তা আমাদের লালন পালন করছেন জন্ম থেকে মৃত্যু অবধি - আমাদের প্রতি তার মায়ামমতা কি পরিমান হতে পারে ভেবে দেখেছেন ?
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৩
হাবিব বলেছেন: খোরগোশ পোষার ইচ্ছে আছে আমার। গৃহপালিত পশু/পাখিরা অনেক প্রভু ভক্ত হয় ডাকলেই কাছে আসে। যারা এসব পালন করেন না তারা এর ভালোবাসা বুজবেন কি করে বলুন।
১৩| ১৯ শে জুলাই, ২০২১ রাত ২:০০
কামাল১৮ বলেছেন: স্বামী জী,সৃষ্টিকর্তার আমাদের প্রতি কোন মায়ামমতাই নাই।দুনিয়াত কত কষ্ট দেয় ,তার পর কোটি কোটি লোককে অনন্ত কাল আগুনে পোড়াবে,তার পরও বলছেন মায়ামমতা।একবছরের বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলছে,তার ক্ষমতা থাকা সত্তেও নিরব দর্শকের মতো দাড়িয়ে তামাশা দেখছে,আর তাকে বলতে হবে মায়া মমতার সাগর।
১৪| ১৯ শে জুলাই, ২০২১ রাত ২:৪৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কামাল ভাই,
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর !
১৫| ২০ শে জুলাই, ২০২১ দুপুর ১:০০
মনিরা সুলতানা বলেছেন: পবিত্র ঈদুল আযহা মোবারক
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৪
হাবিব বলেছেন: ঈদ পরবর্তী শুভেচ্ছা মনিরাপু।
১৬| ২২ শে জুলাই, ২০২১ রাত ৩:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৫
হাবিব বলেছেন: ঈদ পরবর্তী শুভেচ্ছা রইলো আলী ভাই।
১৭| ২২ শে জুলাই, ২০২১ রাত ৯:০৬
নিয়াজ মোর্শেদ বলেছেন: Good post.
২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৫
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর পোষ্ট।