![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
"মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়েরও চাম
পাপুস বানাইলেও ঋণের শোধ হবে না
এমন দরদী ভবে কেউ হবে না
আমার মা গো.........।"
এই গানটার সাথে পরিচিত নন এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমিও খুব পছন্দ করি গানটা। মাঝে মাঝে আমার ছানাটাকে গেয়ে শুনাই। তবে বাবা হবার আগে এই গানের কথাগুলো অতটা ফিল করতে পারি নি। এখন বুঝতে পারি। এক ধার দুধের জন্য কেন গায়ের চামড়া দিয়ে পাপুস বানানোর উপমা আনা হয়েছে। আগে মনে হতো বাচ্চারা মায়ের দুধ খাবে এটাইতো স্বাভাবিক। এতে কষ্ট কেন হবে! কিন্তু বাবা হবার পর দেখেছি ছানাকে দুধ পান করাতে করাতে একজন মায়ের চোখে জল গড়িয়ে পরার দৃশ্য। সন্তান প্রসবের যন্ত্রণা কাটিয়ে উঠতে না উঠতেই বাচ্চাকে মুখে তুলে খাওয়ানো আরেকটা যুদ্ধের মতো কাজ। তবুও মায়েরা দমে যান না। এত কষ্ট সহ্য করে যে মায়েরা সন্তান জন্ম দেয়, দুধ পান করায় কেন যে তাদেরকে দূর্বল বলা হয়, কেন যে অবলা বলা হয় আমার বুঝেই আসে না।
বাবা না হলে মায়েদের কষ্টগুলো নিজ চোখে দেখা হয়ে উঠতো না। সন্তান গর্ভে আসার পর থেকে মায়েদের যে অসহনীয় কষ্টগুলোকে মেনে নিতে হয় তাও অজানাই থেকে যেত। রাতের পর রাত না ঘুমিয়ে কাটানোর যন্ত্রণা যে ভোগ করেনি তাকে কি করে বুঝাবেন বলুন? প্রিয়ার পিঠে হেলান দিয়ে নির্ঘুম রাত কাটানো আর সন্তান গর্ভে নিয়ে রাত কাটানোর মাঝে আকাশ-জমিন পার্থক্য। এ সময়টাতে পূর্ণিমার চাঁদকেও মনে ধরে না। অথচ এই রমণীই কিন্তু নির্জনে হাতে হাত রেখে চাঁদনি রাতকে উপভোগ্য করে তুলেছে। জীবনে যদি একদিনও বমি করে থাকেন তাহলে বুঝবেন যে বমি হবার সময়টাতে কিংবা তার পর কেমন যন্ত্রনা হয়। অথচ মায়েদেরকে এই যন্ত্রনাই সহ্য করতে হয়েছে বহু বার। কন্ঠনালী জ্বলে-পুড়ে যায়, তবুও বলা যায় না কাউকেই।
সন্তান জন্ম দিয়েই কি শেষ হলো কষ্টের দিন? না রে ভাই। সবে তো শুরু। যে মেয়েটা এক ঘুমে রাত পার করতো তাকেই ঘন্টায় ঘন্টায় জাগতে হয় সন্তানকে শান্ত করতে। যখন মায়ের ঘুমানোর সময় হয় তখন বাচ্চাকে শত চেষ্টা করেও ঘুম পাড়ানো যায় না। আবার যখন ছানাটা ঘুমায় তখন হয়তো ঘুমগুলো নিরুদ্দেশ হয় মায়ের চোখ থেকে।
মায়েদের এমন কঠিন মুহুর্তে বাবারা পাশে না থাকলে কে থাকবে বলুন। এই সময়টাতে মায়েদের খিটখিটে মেজাজ সহ্য করতে না পারলে আপনার ভালোবাসা পাবার কোন যোগ্যতাই নেই। আপনি বাবা হওয়ার মতো পরিপক্ব এখনো হয়ে উঠতে পারেন নি। আপনার ভরসার হাত, ভালোবাসা পূর্ণ কথা আর পাশে থেকে সাহস জোগানোর এই সময়গুলোই মনে থাকবে।
ছবি: Kalerkantho.com
হাবিবুর রহমান
০২/০৯/২০২১ খ্রি:
ময়মনসিংহ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০১
হাবিব বলেছেন: গৃহহীনদের দেখার কথা সরকারের।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: আমি একজন ভালো বাবা হতে চাই।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:২৩
হাবিব বলেছেন: ভালো বাবাদের গুণ আপনার মধ্যে আছে বলে আমি মনে করি।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৪
জাদিদ বলেছেন: আপনি বাবা হয়েছেন, আপনাকে অভিনন্দন! সন্তানের সাথে বাবার একটি অদ্ভুত সম্পর্ক আছে। এটা কখনও শিক্ষকের, কখনও বন্ধুও আবার কখনও ছায়ারুপ অচিন বৃক্ষের মত।
অধিকাংশ সাহিত্যে বা চলচ্চিত্রে বা আমাদের জীবনের গল্পে একজন বাবা বেশ রাগী, রাশভারী, কঠোর, অপ্রয়োজনীয় মায়াদয়াহীন, কিছুটা স্বার্থপর, মায়ের প্রতি কিছুটা যত্নহীন, খুবই বাস্তববাদী, কর্কশভাষী। ছেলেরা বাবার এই চরিত্র দেখতে দেখতে নিজেরাই এক সময় এই বাবা চরিত্রটি নিজের বুকে লালন করে ফেলে। ফলে অধিকাংশ বাবাই প্রায় একই রকম হয়। এই ধরনের বাবারা খুবই দূর্বল শ্রেনীর বাবা। জীবনের কঠিন বাস্তবতার চিত্রকে সন্তানের প্রশ্নের হাত থেকে লুকাতেই বাবারা এই ধরনের ভেক ধারন করেন। ভেতরে ভেতরের তাদের হৃদয় নরম কাদা মাটির মতই নরম।
আমি প্রথমবার বাবা হয়েছি। বাবা হিসেবে কেমন হবো আমি জানি না। সামগ্রিক ব্যাপারটাই একটা অদ্ভুত অনুভুতি। যারা বাবা হন নি, এটা তাদেরকে বুঝিয়ে বলা মুশকিল। একটা মজার ঘটনা শেয়ার করি। অপারেশন থিয়েটারের সামনে বসে আছি, আমার স্ত্রীকে লেবার রুমে নেয়া হয়েছে। কিছুটা টেনশন কাজ করছে। কিছুক্ষন পর দেখলাম, একজন নার্স একটা ফুটফুটে শিশুকে নিয়ে অপারেশন থিয়েটারের বাইরে আসল। সবাই ছুটে গিয়ে বাচ্চাটিকে দেখে আনন্দ প্রকাশ করছে, আমি তখনও চেয়ারে বসে আছি। নার্স এসে বলল, দেখি বাচ্চার বাবাকে দেখি?
আমি আম্মাকে কাঁপাকাঁপা গলায় বললাম, আম্মা বাচ্চার বাবা কই?
আম্মা মহা বিরক্ত হয়ে বললেন, কি যন্ত্রনা! তুমিই তো বাবা!! যাও কোলে নাও। আজান দাও।
আমি ভয়ে কোলে নিচ্ছি না। বাচ্চার কানের সামনে আজান দিচ্ছি। চোখ মিটিমিটি করে ও তাকাচ্ছে। একটা অদ্ভুত অনুভুতি হলো, কে যেন বললো, আরে পুরো বাপের চেহারা পাইছে।
হঠাৎ আমার চোখে পানি চলে আসল। এই প্রথম বার মনে হলো, আরে এটা তো আমার সন্তান! এটা আমার জিনিস! এর উপর আমার অধিকার! মিষ্টি কেনার কথা বলে বাইরে চলে গেলাম। আমার খুব ইচ্ছে করছিলো, আমি চিৎকার করে বলি, এ্যাই যে দেখো! আমার একটা মেয়ে হয়েছে।
বাবারা মনে হয় কিছুটা এমনই হয় তাই না?
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:২৬
হাবিব বলেছেন:
বাবা হওয়ার অনুভূতিগুলো এরকমই হয়। শিশুর প্রথম কান্না যে বাবার অন্তরে কতটা খুশির জোয়ার এনে দেয় আমি বুঝেছি। সন্তানের মুখ দেখলে সমস্ত কষ্ট ভুলে থাকা যায়। তাইতো কোন সন্তানই তার বাবার কাছে অসুন্দর নয়। ভালো থাকুক সব বাবারা।
আন্তরিক মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা জাদিদ ভাই।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: গৃহহীনদের দেখার কথা সরকারের।
-সরকার দেখছে তাদের, যাদের অট্টালিকা, প্রাসাদ, ইমারত আছে; বসুন্ধরা পরিবারের মা'দের খবর রাখে সরকার, বেক্সিমকো পরিবারের মা'দের খবর রাখে সরকার।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩১
হাবিব বলেছেন: তেলা মাথায় তেল দেয়া যাকে বলে।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: লাল স্যালুটাই জানাই হাবিব দা আসলে মন্তব্য করার কিছু নেই
গড় গড় করে জল এসেগেলো
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩২
হাবিব বলেছেন: কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: মায়েদের জন্য অনেক কিছু লিখেছেন কিন্তু বাবাদের জন্য কিছু লিখলেন না। যাই হোক অন্য কোন ব্লগার হয়তো মায়েদের কলম থেকে দুই ছত্র লিখবেন বাবাদের উদ্দেশ্যে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩২
হাবিব বলেছেন: বাবাদের কথাও লিখবো ইনশাআল্লাহ।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: বাবাদের অবদান তার যায়গা থেকে অনন্য, মায়েরটা সব যায়গা থেকে অনন্য।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৩
হাবিব বলেছেন: একদমই ঠিক বলেছেন সারোয়ার ভাই
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাবা মানেই অন্যরকম অনুভূতি।+++++
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৩
হাবিব বলেছেন: কমেন্ট এবং প্লাস প্রদানের জন্য কৃতজ্ঞতা জানাই।
৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৮
তারেক ফাহিম বলেছেন: এখনও বাবা মায়ের সন্তান হয়েই আছি।
আপনার ব্লগ পড়ে ভালো করুন।
১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩০
তারেক ফাহিম বলেছেন: প্রথম মন্তব্যটা ভুল হয়েছে।
কার সাথে যেন ফোনে কথাবলছিলাম, তিনি কি যেন করতে বলছে, সেটাই লিখে ফেললাম
আপনার ব্লগ পড়ে ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৫
হাবিব বলেছেন: তারেক ফাহিম ভাই, বুঝতে পেরেছি। পোস্টটি পাঠ এবং মন্তব্য প্রদানের জন্য কৃতজ্ঞতা জানবেন।
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৫
ঢুকিচেপা বলেছেন: খুব ভাল লিখেছেন, বলার কিছু নেই।
প্রকৃতপক্ষে দৃষ্টির আড়ালে মা’রা অনেক কষ্ট সহ্য করেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২১
হাবিব বলেছেন:
বাবাদের সহানুভূতি মায়েদের এই কষ্টকে অনেকাংশে হ্রাস করতে পারে।
পাঠ, মন্তব্য এবং লেখারপ প্রশংসার জন্য অশেষ ধন্যবাদ।
১২| ২৮ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৫
খায়রুল আহসান বলেছেন: প্রসব বেদনা নিরসন হতে না হতেই মাকে সদ্যজাত সন্তানের মুখে স্তন্যদান করতে হয়। অধিকাংশ প্রসূতিকে প্রথম প্রথম ক'টা দিন এ নিয়ে রীতিমত যুদ্ধ করতে হয়। অনিদ্রা হয়ে যায় তার নিত্যসঙ্গী। তার পরেও নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকিয়ে মা সব ব্যথা বেদনা ও অসুবিধার কথা ভুলে যায়।
২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৯
হাবিব বলেছেন: এসময় বাবারা পাশে থাকলে কষ্ট অনেকটাই কমে যায়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৩
চাঁদগাজী বলেছেন:
দরিদ্র ও গৃহহীন মা'দের অবস্হা ভয়ংকর।