নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

প্লীজ, ওদেরকে বাঁচতে দিন!

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫১



রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাছ কর্তন, শতাধিক শামুকখোল পাখির মৃত্যু! এমন সংবাদে আৎকে উঠেছি আমি। শামুকখোল পাখিরা এই সময়টাতে বাসা বানায়, বাচ্চা দেয়। বর্ষার শেষটা ওদের প্রজনন মৌসুম। কিন্তু শামুকখোলদের কাঁচা ঘড়বাড়ি নিমিশেই ভেঙে দেয়া হলো। ওদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছে ঠিকই কিন্তু পাষন্ড মানুষদের হৃদয়ে সে কান্নার আওয়াজ পৌঁছেনি। সবে মাত্র বাচ্চার জন্ম দিয়েছে শামুকখোলেরা। ছানাগুলো এখনো ভালো করে উড়তে শিখেনি। এখনো ওদেরকে মুখে তুলে খাইয়ে দিতে হয়। উড়তে শিখলো হয়তো হতাহতের পরিমানটা কম হতো। আচমকা এক ঝড়ে সাজানো সংসার আর স্বপ্নগুলোর অপমৃত্যু মেনে নিতে হলো মা পাখিদের।

ওরা আর কতকাল নিজেদের আশ্রয় বদলাবে? প্রায় ৮ বছর আগে শামুকখোল পাখি নিরাপদ আশ্রয় হিসাবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভিতর এবং আশপাশের গাছগুলোতে বাসা বাঁধে। এখানে শামুকখোল প্রজাতির কয়েক হাজার পাখি নিরাপদেই ছিল। পরে ২০১৯ সালে কারা প্রশিক্ষণ একাডেমির নির্মাণ কাজ শুরু হলে অনেক গাছ কেটে ফেলা হয়। এতে পাখিগুলো আশ্রয়হীন হয়ে পড়ে।

নতুন আশ্রয় হিসাবে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের গাছগুলোকে খুঁজে নেয়। এখানে এসেও হারাতে হয় বাসস্থান। ২০২০ সালে হাসপাতালের গাছের ডালপালা কাটার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। দ্বিতীয়বারের মত আশ্রয় হারিয়েও রাজশাহী ত্যাগ করেনি শামুকখোলের দল। তারা দ্রুতই হাসপাতালের পূর্ব পাশের রাস্তার ধারের গাছগুলোতে আশ্রয় নেয়। সে আশ্রয়ও হারাবার পথে, ওদরে এখন বেঁচে থাকাই অনিশ্চিত!




গাছকাটার ফলে অর্ধশতাধিক পাখির ছানা প্রাণ হারায়। যারা পঙ্গুত্ব বরণ করে তাদেরও শেষ রক্ষা হয়ে উঠেনি। হাসপাতালের স্টাফরা আহত ছানাগুলোকে জবাই করে নিয়ে গেছে! এই বিষয়ে হাসপাতালের পরিচালক দায়সারা গুছের কথা বলেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এই হাসপাতালের গাছগুলোতে বরাবরই প্রজনন মৌসুমে শামুকখোল পাখিরা এসে বাসা বেঁধে বাচ্চা ফোটায়। হাসপাতাল চত্বরের যে গাছগুলোর আশপাশে মানুষের আনাগোনা বেশি, সেগুলোতেই পাখিরা বেশি বাসা বাঁধে।

গাছ কেটে ফেলায় শামুকখোল পাখির ছানা মারা যাওয়ার ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি। অথচ এর আগে হাসপাতালের এক কর্মকর্তার গায়ে পাখির বিষ্ঠা লাগায় তিনি গাছ কেঁটে ফেলার অনুমতি দেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, হাসপাতাল এলাকা কখনো পাখির অভয়ারণ্য হতে পারে না। এটি হাসপাতালের কনসেপ্টের সঙ্গে যায় না। পাখির বিষ্ঠায় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতায় সমস্যা হচ্ছে। এ কারণেই জরুরি বিভাগ ও শৌচাগারের সামনের দুটি গাছের ডালপালা কাটার পরিকল্পনা ছিল তাদের।

সরকারী জমিতে গাছে বাসা বাঁধা পাখিদের তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে অথচ বেসরকারী ভাবে রাজশাহীর বিভিন্ন এলাকার বাগান ভাড়া নেয়া হচ্ছে পাখিদের বাঁচানোর জন্য। রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের আমবাগানে শামুকখোল পাখির বাসা ভাড়ার জন্য পাঁচজন বাগান মালিককে তিন লাখ ১৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আমচাষিদের ক্ষতিপূরণ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়।

বেশ কয়েক বছর ধরে বর্ষাকালের শেষে বাচ্চা ফোটানোর আগে খোর্দ্দ বাউসার এই আমবাগানে বাসা বাঁধে শামুকখোল পাখি। গত বছর বাগান মালিক বাগান পরিচর্যায় পাখিদের উচ্ছেদের উদ্যোগও নেন। তাতে বাধা দেন স্থানীয় পাখিপ্রেমীরা। পরে কেন ওই এলাকাকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত। পরে আদালতের নির্দেশেই ক্ষতিপূরণ পান বাগান মালিকরা।

তবে আশার কথা হচ্ছে আজকে বন বিভাগের এক চিঠিতে গাছ কাটা বন্ধ করতে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। এখন দেখার বিষয় সরকারী সংস্থাগুলো পাখিদের রক্ষায় কি পদক্ষেপ নেয়।

বিস্তারিত:

এক গাছ কেটেই শত শামুকখোল ছানা হত্যা

শামুকখোল পাখি বাঁচাতে গাছ না কাটতে পরিবেশ অধিদফতরের চিঠি


মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০১

ইন্দ্রনীলা বলেছেন: কি কষ্টকর।

এতগুলো পাখি এইভাবে প্রাণ গেলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩২

হাবিব বলেছেন: দোষীদের শাস্তি হওয়া উচিত

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৩০

কামাল১৮ বলেছেন: এরা সবাই মমিন মুসলমান।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৪১

হাবিব বলেছেন: পাখিদের প্রতি এমন নিষ্ঠুরতা কাম্য নয়।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:




রাজশাহীর মানুষ মানুষ মেরে ফেলে, পাখী তো ওদের কাছে খাবার ব্যতিত অন্য কিছু নয়; রাজশাহী ইউনিভারসিটি জল্লাদ তৈরি করে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৪

হাবিব বলেছেন: শিবিরের কারখানা রাজশাহী।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমাদের সমাজের ম্যাটেরিয়ালিস্টিকদের সংখ্যা এতই বেড়ে গেছে যে কারো মনে পশু-পাখি, দুস্থ ও প্রবীণদের প্রতি মায়ামমতার দৈন্যতা প্রকট। মানুষের মধ্যে নিষ্ঠুরতা কেন বেড়ে যাচ্ছে এটা খুবই উদ্বেগের বিষয় ! আমাদের সন্তানদের মধ্যে যদি আমরা মায়ামমতার প্রলেপ না দিতে পারি তবে এই ভবিষ্যৎ প্রজন্ম থেকে আমরা এর চাইতেও বেশি হিংস্রতা ও নিষ্ঠুরতাই দেখতে পাবো।
দুঃখজনক হলেও সত্যি, আমাদের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব তাদের অনুসারীদেরকে মানবিক হিসাবে গড়ে তুলতে বা দেখতে মোটেই আগ্রহী নয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৫

হাবিব বলেছেন: দয়া-মায়া নেই ওদের মাঝে। ওরা পাষাণ।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৬

ইসিয়াক বলেছেন: পোস্টটা পড়ে মন খারাপ হয়ে গেল।কত সামান্য অযুহাত দেখিয়ে পাখির ছানাগুলো মেরে ফেলা হলো। আহা! একটুও কি মায়া লাগেনি ওদের ?
# অবশ্যই দোষীদের শাস্তি হওয়া উচিত। জোর দাবি জানাচ্ছি ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৬

হাবিব বলেছেন: দোষীদের কিছুই হবে না।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: এটা একটা মানবতাহীন --------

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৬

হাবিব বলেছেন: জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৩

নতুন বলেছেন: দেশে মানুষের জীবনেরই তেমন দাম নেই। তাই পাখির বিয়ষে তারা ভাবেনাই।

এরা যেহেতু সরকারী কর্মকতা তাই তাদের সাজা হওয়া উচিত যাতে বাকি সরকারী কর্মকতারা শিক্ষা পায়।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৭

হাবিব বলেছেন: সরকারী কর্মকর্তারা বাকী মানুষদের মানুষ মনে করে না।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১১

অপু তানভীর বলেছেন: কী ভয়ংকর একটা কাজ অথচ কারো কোন বিকার নেই !

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৯

হাবিব বলেছেন: কয়েকটা মিডিয়াতে এসেছে কিন্তু সেইভাবে তোড়জোড় নেই।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২০

রানার ব্লগ বলেছেন: পাখি খাদ্য হিসেবে ভয়াবহ বিস্বাদ !!!

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৯

হাবিব বলেছেন: ঠিক বলেছেন।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৯

অর্ক বলেছেন: কৈ মাছ খান?

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩০

হাবিব বলেছেন: পোস্টের সাথে এই প্রশ্নের কোন সম্পর্ক আছে কি?

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৭

শাহ আজিজ বলেছেন: মর্মান্তিক

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩০

হাবিব বলেছেন: মর্ম যাদের নেই তাদের জন্য এটা আনন্দের

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই মর্মান্তিক ঘটনা। আর হসপিটালের ভেতরে হওয়ার জন্য আরও দুঃখজনক।যে হসপিটাল জীবন দান করে সেই হসপিটাল কি করে এতগুলো প্রাণ নিল বিষয়টা দুঃখজনক তো বটেই রীতিমতো ক্রাইম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩১

হাবিব বলেছেন: কে বুঝাবে ঐ ব্যাটাকে বলুন তো!

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: অত্যন্ত অমানবিক একটা কাজ হয়েছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩২

হাবিব বলেছেন: পরিচালক সাহেব পাখি পছন্দ করেন না, তার উপর আবার এক কর্মকর্তার গায়ে পায়খানা করে দিয়েছে বজ্জাত পাখি। ওদের প্রতি কি আর মানবিকতা দেখানো যায়!!!

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঐযে দ্যাখো শাল সেগুনের ডালে
পাখির ছানা আপন মনে খেলে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫০

হাবিব বলেছেন: লাইন দুটি সুন্দর

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: আহারে----

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৬

হাবিব বলেছেন: ওদের কথা কেউ ভাবে না।

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব পোস্ট মন খারাপ হয় :( মেজাজও খারাপ হয়। বাংলাদেশের মানুষ কেন এত স্বার্থপর

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৭

হাবিব বলেছেন: মানুষ অন্য সব প্রাণীর চাইতে বেশি হিংস্র

১৭| ২৮ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: পোস্টটা পড়ে, বিশেষ করে ছবিগুলো দেখে মর্মাহত হ'লাম। মানুষের দ্বারাই প্রকৃ্তি এবং প্রকৃ্তির প্রাণীকূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টির তদন্ত হওয়া উচিত এবং অবিবেচক, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৮

হাবিব বলেছেন: কিন্তু এসব অবলা প্রাণিরা দিনশেষে মারাই যায় মানুষরুপী কিছু প্রাণির হাতে। কেউ আর শাস্তি পায় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.