নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সর্বশ্রান্ত বড় ক্লান্ত

আমি বিধাতারই রঙ এ আকা এক অস্পষ্ট ছবি আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি

সর্বশ্রান্ত পথিক

দুইয়ে দুইয়ান্বিত স্বাভাবিক মানুষ

সর্বশ্রান্ত পথিক › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগের দুর্দিনে :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯

সেই ২০০৯ থেকেই সামু ব্লগ পড়া শুরু । বড় ভাইয়ের হাত ধরেই মূলত সামুতে পদচারনা । হাত ধরেনা আসলে বলা ভাল মজিলার হিস্ট্রি ধরে । :P

তো, অনেক অনেক পড়তাম তখন । পোস্টের তো অভাব ছিলনা । যতই পড়তাম ততই মনে হত আরো বাড়তেছে পড়ার মত পোস্টের সংখ্যা । আসলেই বাড়ত । তখন অনেক অনেক পোস্ট হত । আমার মনে আছে প্রায় ১২০+ পোস্ট বুকমার্ক করে রাখসিলাম পড়ার জন্যে ।

কিন্তু আলসেমির কারনে ব্লগ লিখতাম না । খুব কম লিখতাম । এইটা নতুন নিক । আগের নিকটা একদমই ভুলে গেছি । বহুত খুঁজছি ।

এই নিকটা খোলার আগে আগেই লেখালেখির অভ্যাস চলে গেছে । শুধু পড়ি । এখন ও সেম । ফেবুতে কয়েক লাইনের বেশি স্ট্যাটাস দি না অনেকদিন । মাথায় কত কিছু ঘুরঘুর করে কিন্তু টাইপিঙের অভাবে একটাও লেখায় পর্যবসিত হয় না :(

তো, মূল কথা হচ্ছে সামনে অ্যাডমিশন টেস্ট । শেষ হওয়ার পর থেকেই নিয়মিত ব্লগ লেখব । আগে মানুষকে দেখাতাম সামু ব্লগ । বলতাম সামু ব্লগ এই , সামু ব্লগ সেই বাট মাঝখান দিয়া কি যে হইয়া গেল :(

এখন ১০০/১৫০ মানুষ অনলাইনে থাকে সামুতে :(

আর আগে??? :(

ভাবাই যায় না

অন্যান্য নতুন ব্লগ আগাই যাচ্ছে :(

যেটা সত্য আমার হিংসা লাগতেছে

অ্যাডমিশনের পর পুরা ফ্রেন্ড সার্কেল নিয়া বসমু :)

কিছু হয়তো করতে পারবোনা তবে ট্রাই করতে সমস্যা তো নাই :)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.