![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইয়ে দুইয়ান্বিত স্বাভাবিক মানুষ
সেই ২০০৯ থেকেই সামু ব্লগ পড়া শুরু । বড় ভাইয়ের হাত ধরেই মূলত সামুতে পদচারনা । হাত ধরেনা আসলে বলা ভাল মজিলার হিস্ট্রি ধরে ।
তো, অনেক অনেক পড়তাম তখন । পোস্টের তো অভাব ছিলনা । যতই পড়তাম ততই মনে হত আরো বাড়তেছে পড়ার মত পোস্টের সংখ্যা । আসলেই বাড়ত । তখন অনেক অনেক পোস্ট হত । আমার মনে আছে প্রায় ১২০+ পোস্ট বুকমার্ক করে রাখসিলাম পড়ার জন্যে ।
কিন্তু আলসেমির কারনে ব্লগ লিখতাম না । খুব কম লিখতাম । এইটা নতুন নিক । আগের নিকটা একদমই ভুলে গেছি । বহুত খুঁজছি ।
এই নিকটা খোলার আগে আগেই লেখালেখির অভ্যাস চলে গেছে । শুধু পড়ি । এখন ও সেম । ফেবুতে কয়েক লাইনের বেশি স্ট্যাটাস দি না অনেকদিন । মাথায় কত কিছু ঘুরঘুর করে কিন্তু টাইপিঙের অভাবে একটাও লেখায় পর্যবসিত হয় না
তো, মূল কথা হচ্ছে সামনে অ্যাডমিশন টেস্ট । শেষ হওয়ার পর থেকেই নিয়মিত ব্লগ লেখব । আগে মানুষকে দেখাতাম সামু ব্লগ । বলতাম সামু ব্লগ এই , সামু ব্লগ সেই বাট মাঝখান দিয়া কি যে হইয়া গেল
এখন ১০০/১৫০ মানুষ অনলাইনে থাকে সামুতে
আর আগে???
ভাবাই যায় না
অন্যান্য নতুন ব্লগ আগাই যাচ্ছে
যেটা সত্য আমার হিংসা লাগতেছে
অ্যাডমিশনের পর পুরা ফ্রেন্ড সার্কেল নিয়া বসমু
কিছু হয়তো করতে পারবোনা তবে ট্রাই করতে সমস্যা তো নাই
©somewhere in net ltd.