![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইয়ে দুইয়ান্বিত স্বাভাবিক মানুষ
একটা সময় ছিল বাংলা ব্লগ মানেই মানুষ সামুকে বুঝতো ,চিনতো । সময়ের পরিক্রমায় সেই সামু এখন মৃতপ্রায় । এর পেছনের কারণ নাহয় না ই টানলাম । এতকিছুর পরেও এখনো কোন ব্লগ সামুকে ছাড়িয়ে যেতে পারে নাই । গুগলে বাংলাতে কোন সার্চ দিলেই সবার আগে সামু আসে । আসবেই তো । এত তথ্যবহুল, এত সমৃদ্ধ ব্লগ । যে সামুতে আগে শ'য়ে শ'য়ে ব্লগার অনলাইনে থাকতো সেই সামুতে এখন ৪০-৫০ জন থাকে
এ দুঃখ কোথায় রাখি??????
খারাপ লাগে
খুব খারাপ লাগে
হয়তো সেই অনেকদিন আগ থেকে সামুর পাঠক বলে।। ( লিখিনা তাই আমি পাঠক ই )
আত্মিক একটা সম্পর্কের মত প্রতিদিন একবার হলেও আসি নিজের আইডিতে লগিন করি না ই বা করি একবার হলেও আসা হয় সামুতে । পিসিতে লগিন করলে ফেসবুকের পাশের ট্যাবটা সামুর জন্যেই রেখে দি সবসময় । ভাবছিলাম অ্যাডমিশন টেস্টের পরে বন্ধুরা মিলে সামুতে লিখবো একসাথে
কই আর হলো???
রেজাল্টের দুরবস্থায় এতটাই হতাশ ছিলাম যে আর এসব নিয়ে ভাবার টাইম হলোনা ।
আবার আসলাম আজকে ।
জানিনা কেন । আসতে ইচ্ছা হলো তাই । ভাবছি লিখবো এখন থেকে নিয়মিত । যা মনে আসে । ফেসবুকে যখন এতটা সময় দিতে পারি তখন সামুতে একটা পোস্ট ই নাহয় দিলাম । ভালো লাগে যখন কিছু ভাই/বোনকে দেখি এখনো সামু আঁকড়ে পড়ে আছে ।
তাদের জন্য লাল সালাম
ভাল থাকুক সামু ব্লগ
ভাল থাকুক প্রত্যেক সামু ব্লগার
২৯ শে মে, ২০১৪ রাত ১:৪৭
সর্বশ্রান্ত পথিক বলেছেন: হ ভাই
বিয়াফুক চেঞ্জ
২| ২৭ শে মে, ২০১৪ সকাল ১১:৩৭
সোজা কথা বলেছেন: চালিয়ে যান। শুভ কামনা।
২৯ শে মে, ২০১৪ রাত ১:৪৮
সর্বশ্রান্ত পথিক বলেছেন: ধন্যবাদ , সোজা কথা
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৪ রাত ৩:৪১
রাজসোহান বলেছেন: সেই সামু আর এই সামু!