নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথাটাই বলতে চাই........যতই অপ্রিয় সত্য হেকনা কেন....

সত্য কথাটাই বলতে চাই..........যতই অপ্রিয় সত্য হোক

হার্ট হ্যাকার

সহজ কথা সহজ কের বলেত চাই

হার্ট হ্যাকার › বিস্তারিত পোস্টঃ

আজ বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের প্রথম শুভ জন্মদিন!!!!

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

আজ ২ জানুয়ারী ২০১৩ ।গত বছর ঠিক এই দিনে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স মাত্র চারজন এডমিন এবং গুটি কয়েক সদস্য নিয়ে তৈরি হয়েছিল বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স।এত অল্প সময়ে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের অর্জন অনেক বেশি। গ্রুপটি তৈরি হওয়ার কিছুদিনের মধ্যে তারা আমাদের দেশের সীমান্তহত্যা বন্ধসহ বেশ কিছু দাবী নিয়ে ভারতের বিপক্ষে সাইবার যুদ্ধের ঘোষণা দেয়। বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের অন্যান্য হ্যাকারগুলো।

শুরু হয় তুমুল সাইবার যুদ্ধ।









যু্দ্ধে কোণঠাসা হয়ে পরে ভারতীয় হ্যাকাররা।২৪০০০+ ভারতীয় সাইট হ্যাক করে বাংলাদেশী হ্যাকাররা।

সাইবার যুদ্ধ জয়ী হয় বাংলাদেশ।



এরপর বিভিন্ন গুরত্বপূর্ণ সাইট হ্যাক করে বেশ আলোচনায় আসে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স।বাংলাদেশের সাইবার স্পেস রক্ষায় অক্লান্তভাবে কাজ করে যায় এই হ্যাকার

গ্রুপটি।







বাংলাদেশের বিভিন্ন সাইট অ্যাডমিনকে সতর্ক করা,জনসাধরণকে বিভিন্ন সিকিউরিটি টিপস দেওয়াসহ দেশীয় সাইবার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন কাজ করছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স।



সাইবার স্পেসের পাশাপাশি অন্যায়,অবিচার,অসংগতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে খুলেছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স মিডিয়া উইং।যেখানে আমাদের জনগণরা নির্দ্বিধায়

বলতে পারছে অন্যায়ের কথা,দুর্নিতীর কথা।বিভিন্ন ধরণের সিকিউরিটি টিপসও তারা হ্যাকারদের থেকে সরাসরি নিতে পারছে।



সর্বশেষ পাকিস্তানি হ্যাকাররা আমাদের সাইবার স্পেসে আক্রমণ চালিয়েছিল। বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা প্রকাশ করে।

সতর্ক বার্তাটি--http://www.youtube.com/watch?v=InHAFO7gPSw

https://vimeo.com/55227515



অবশেষে পাকিস্তানি হ্যাকাররা আমাদের দেশের সাইবার স্পেসে আক্রমণ বন্ধ করে।

কিছু প্রতিআক্রমণে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স হ্যাক করে পাকিস্তান আর্মির অফিসিয়াল সাইট এবং সাইটের ডাটাবেস পাবলিস করে দেয়।



ডাটাবেস লিঙ্ক--http://pastebin.com/JAWREVqv



মাত্র চারজন এডমিন এবং গুটি কয়েক সদস্য নিয়ে যে গ্রুপের যাত্রা তা আজকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী একটি হ্যাকার গ্রুপ।বাংলাদেশের সব সেক্টরের আইটি এক্সপার্টরা রয়েছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সে।

আজকে আমাদের সবার প্রিয় বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের শুভ জন্মদিন। বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের পক্ষ থেকে ব্ল্যাক হ্যাটের সকল অ্যাডমিন,মডারেটর,ক্রু এবং

শুভাকাঙ্খীদের শুভেচ্ছা।সকলের নিকট আমরা কৃতজ্ঞ।

শুভ শুভ শুভ জন্মদিন বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স ।









সবার নিকট বিবিএইচএইচ দুআ,আর্শীবাদ,সহযোগিতাপ্রার্থী।আপনাদের সমর্থনেই আমরা এগিয়ে যাব।

****সবাইকে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্সের জন্মদিনের শুভেচ্ছা।***

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

লাবনী আক্তার বলেছেন: শুভ জন্মদিন! !:#P !:#P

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

হার্ট হ্যাকার বলেছেন: ধন্যবাদ। পাশে থাকবেন সবসময়।

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

মুক্তকণ্ঠ বলেছেন: cod3 br3ak3r কি আপনাদের গ্রুপের সদস্য?

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

হার্ট হ্যাকার বলেছেন: মুক্ত কন্ঠ হাঁ cod3 br3ak3r আপনাদের গ্রুপের সদস্য,খুবই প্রতিভাবান একজন হ্যাকার!

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

লাবনী আক্তার বলেছেন: পাশে থাকলে পরে আবার হার্ট হ্যাক হয়ে যাবে নাতো? :P :P :P :D :D


এগিয়ে যান ভাই আপনারা। :)

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

হার্ট হ্যাকার বলেছেন: :P :P :P হরে ক্ষতি াক!!! =p~ =p~ =p~


ধন্যবাদ আপনাকে।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

দিবা স্বপ্ন বলেছেন: শুভ জন্মদিন। এগিয়ে যান। পাশে থাকার নিশ্চয়তা দিচ্ছি।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

হার্ট হ্যাকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। অন্যায়,অবিচার,অসংগতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে খুলেছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স মিডিয়া উইং এ আপনার মন্তব্য দিন। Click This Link

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

তূর্য হাসান বলেছেন: সমস্ত ভালো কাজের সমর্থন রইল। শুভকামনা আপনাদের। ভালো থাকুন। দেশকে ভালোবাসুন।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

হার্ট হ্যাকার বলেছেন: েশের জন্যই আমরা কাজ করি। আমাদের সাইবার স্পেসে কেউ আক্রমণ করলে তার ফলাফল কি হয় তা ইন্ডিয়া আর পাকিস্থান খুব ভাল করে বুঝে গেছে।

B-) B-) B-)

ধন্যবাদ। পাশে থাকবেন আমাদের।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

জ্বীন কফিল বলেছেন: শুভ জন্মদিন । দেশের স্বার্থে দেশের পক্ষে দেশের পাশে আপনাদের চাই সব সময়।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

হার্ট হ্যাকার বলেছেন: অবশ্যই!!! আমরা ছিলাম, আছি, থাকব। :#)

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

জগ বলেছেন: শুভ জন্মদিন! !:#P !:#P

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

হার্ট হ্যাকার বলেছেন: !:#P !:#P !:#P

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

ফাটা বাশঁ বলেছেন: সেই রকম মাইর দিয়েছিল। হ্যাটস অফ টু দেম :)

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

হার্ট হ্যাকার বলেছেন: B-) B-) B-)

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

সোহানী বলেছেন: শুভ জন্মদিন। এগিয়ে যান। সবসময় পাশে থাকার ও সমর্থনের নিশ্চয়তা দিচ্ছি।

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

হার্ট হ্যাকার বলেছেন: আপনারাই আমাদের প্রধান শক্তি!!! আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রাণিত করে। অনেক ধন্যবাদ। :)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

ৈহমনতী বলেছেন: শুভ জন্মদিন ব্ল্যাক হ্যাট হ্যাকার্স !:#P !:#P

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

হার্ট হ্যাকার বলেছেন: !:#P !:#P !:#P !:#P

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

পথহারা সৈকত বলেছেন: এই লন পেলাচ........+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

হার্ট হ্যাকার বলেছেন: ;) ;) ;)

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

স্বাধীকার বলেছেন:
নৈতিকতার দিক থেকে সব সময় হ্যাকিংকে অনুৎসাহিত করার চেষ্টা করেছি। কিন্তু ভারতীয় হ্যাকারদের, পাকিস্তানী হ্যাকারদের, মায়ানমারের হ্যাকারদের হ্যাকিংয়ের শিকার হওয়া বাংলাদেশের সাইবার জগতকে নিয়ে যখন চরম অসহায়ত্ব বোধ করছিলাম, তখন বাংলাদেশী হ্যাকারদেরকে মনে হয়েছিল সময়ের সাহসী বুদ্ধিমান সন্তান। নিজের অসহায়ত্বকে সেদিন ধিক্কার দিয়েছি। কিন্তু বাংলাদেশের হ্যাকারদের জন্য সেদিন গর্ববোধ করেছি।

আপনাদের কাছে আমাদের প্রত্যাশাঃ
-----------------------------------------
আমরা যে যেখানে, যেকোনো ভাবেই যেকোনো মতেরই হইনা কেন, সবার আগে দেশ-এই নীতিটির বাস্তবায়ন। সব সময়ই আপনাদের জন্য শুভ কামনা থাকবে। যারা আমার দেশকে রক্ষায়, সন্মানিত করতে লড়াই করে-তাদের সাথে সব সময়ই থাকবো যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে।

শেষ কথাঃ শুভ শুভ শুভ জন্মদিন বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.