![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ কথা সহজ কের বলেত চাই
ফলোনী আপু,
আমাদের ক্ষমা করো ফেলানী
ফলোনী আপু, আজকে তোমার মৃত্যুর্বাষকিী...দুই বছর হয়ে গলে। কিন্তু এক মুহুর্তের জন্যও তোমাকে ভুলতে পারিনা। যখন তোমার মত অসংখ্য মা- বোন কে নির্যাতন করে, অসংখ্য বাবা আর ভাইদের ঐ জানোয়ার বিএসএফ নিষ্ঠুরভাবে হত্যা করে, তখন আমাদের এই ইন্ডিয়ার দালাল সরকার সর্বোচ্চ ফ্লাক বৈঠক করতে পারে। এর কোন বিচার চাওয়ারও যেন তাদের কোন সাহস নেই!!! তখন মনে হয়, এই কেমন দেশে আমরা জম্মনিলাম, যেখানে ঘাতকরা আমার ভাই বোনদের পশুর মত হত্যা করে যাচ্ছে, আর আমাদের সরাষ্টমি তখন মুখভরা হাসি দিয়ে মিডিয়ার সামনে বলে যায়, বিএসএফ বলেছে, ওরা গরু চোর!!!! তখন সত্যি ঘৃণা হয়, তখনই আমরা বুঝতে পারি, তাদের সামান্য কুটনৈতিক বিচার বুদ্ধিও লোপ পেয়েছে।
তখন দেশের সাধারণ জনগন হয়ে কিছু একটা করার জন্য বিবেকের তাড়নায় ছিলাম আমরা সবাই। যা পারি তা নিয়েই আমাদের যুদ্ধ শুরু করি। আমরা জানি, ভারত অনলাইনভিত্তিক দেশ। ওদের বিরুদ্ধে আমরা বিডি ব্ল্যাক হ্যাট হ্যাকারস সাইবার যুদ্ধ ঘোষণা করি এবং যুদ্ধ শুরু করি।
http://www.youtube.com/watch?v=zsK-bn9RM4Y
http://www.youtube.com/watch?v=eAyx6V5JHi8
http://www.write3.com/PostDetails.php?Id=2267
যখন হ্যাকিং হয় দেশের হয়ে প্রতিবাদের অ¯এ , যখন হ্যাকিং হয় দেশের হয়ে লড়ার মত সৌভাগ্যজনক, যখন হ্যাকিং হয় দেশের হয়ে আমার ভাই-বোন দের হত্যার প্রতিবাদ জানানোর ভাষা, তখন সরকারের চোখ রাঙ্গানো লাল চোখ, গ্রেফতারের ভয় এসব কিছুই আমাদের স্পর্শ করে না। আমরা প্রয়োজনে গ্রেফতার হবো, কিন্তু আমাদের বিবেকের তাড়নায় আমরা আমাদের ভাই- বোনদের হত্যার বদলা নিতে আমরা পিচপা হবো না। আমরা কোন দেশ, হোক আমেরিকা, তাদের কাউকে পরোয়া করিনা! আমরা ওদের সাইবার স্পেসে ও হামলা করেছি বিভিন্ন কারণে। সুতরাং পৃথিবীর যেমন শক্তিশালী রাষ্টই হোকনা কেন, আমাদের প্রতি অন্যায় হলে, তার প্রতিবাদের ভাষা কতো কঠোর হয় তা ভারত এবং পাকিস্থান খুব ভাল ভাবে টের পেয়েছে।
ফেলানী, তুমি হয়তো আমাদের ছেড়ে চলে গেছো, কিন্তু তুমি আমাদের হুদয়ের কোটরে সারা জীবন বন্ধি থাকবে। শুধু দুর থেকে তোমার ভাইদের জন্য দোয়া করো যেন তোমার ভাইরা সব বাধা পেরিয়ে আমাদের ভাই-বোনদের হত্যা কারী ঐ নরপশুগুলোকে ধ্বংশ করে দিতে পারে। আমরা আমাদের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হবো না। আজ আমরা দেশের সাধারণ জনগন তোমার নামে দিবস উৎযাপন করছি আর সরকারের তোমাকে নিয়ে কোন মাথা নেই। ফেলানী, আপু তুমি আমাদের ক্ষমা করে দিও। আমরা এমন একটা দেশে জম্ম নিয়েছি যেখানে ন্যায় এর পথে লড়লেও অত্যাচারিত হতে হয়। তুমি আমাদের যে শিক্ষা দিয়ে গেছে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এইবার একটু হাসো আপু! প্লিজ!!! দেখো তোমার ভাইয়েরা তোমর জন্য কতো কিছু করেছে! সত্যের জয় হয়েছে!!! তোমার ভায়েরা যুদ্ধ জয় করে বীরদর্পে হেটেছে। সব তোমার জন্য আপু...
Click This Link
Click This Link
একি! তুমি কাঁদছ কেন? আপু তুমি কেঁদেনা, আমরা আর তোমার মত কাউকে লাশ হতে দিবনা। কেঁদোনা প্লিজ, আর চোখের পানি আটকিয়ে রাখতে পারছিনা, আর কেঁদোনা, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব। তোমার ভাইদের জন্য দোয়া করো, তোমার জন্য যে যুদ্ধ শুরু হয়েছে, তা চলতেই থাকবে। তুমি বেঁচে থাকবে সারা জীবন, আমাদের মাঝে। আপু তোমাকে আমরা অনেক ভালবাসি!!!
ইত,ি
তোমার ভাই
BANGLADESH BLACK HAT HACKERS ALL MEMBER AND ALL BD HACKING GROUP
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
$$$ মমতা আর সীমান্তে থাকেনা, ফেলানি তুমি যেওনা।। $$$
________________________________________________
মমতা সীমান্তে থাকেনা,
ভালবাসা বারুদের গন্ধে ছুটে পালায়।
সম্প্রীতি ওই বর্ডারে আর ঘুমোয় না,
ওর ঘুম ফেলানির চিত্কার কেড়ে নিয়েছে।
মানবতা সেই তো সেদিন,
পানি চেয়ে কেঁদেছিল,
তিস্তা নয়, নয় হিমালয়, দু ফোঁটা শুধু চেয়েছিল।
ব্যথা নেই আর, নেই ভালবাসা,
কান্না আসেনা আর, নেই কোনো আশা,
ফেলানি গিয়েছে, কত যে গেল,
হিসেব করে পাইনা,
চোখ বুঁজে আছি, অসহায় আমি,
দেখতেও আজ চাইনা!
তুমি চলে গিয়ে,
ভালো করেছ, থাকলে কাঁদতে বিধাতা,
সীমানা প্রাচীরে,
তুমিও নেই আজ, নেই ওতে কোনো সততা।
শকুনের রাজ্যে হায়েনা প্রহরী,
নেই কোনো দিবা, দেই শর্বরী,
মানবাত্তার শত্রুরা সব,
করে হুড়োহুড়ি,
করে বাড়াবাড়ি।
সেথা প্রেমময়তা পরাজিত শুধু,
উষর বিরান হয়েছে ধুধু,
তোমার শোকে কাঁদে শুধু।
বালিকা তুমি কেদেছ বটে,
অবকাশ নেই শুনবার,
ফেলানি চিত্কার করনা বারবার।
তোমার যন্ত্রণা হায়না দেখেনা,
তোমার কান্না শকুনে শোনেনা,
রক্ত ক্ষুধা, তরল সুধা,
রক্তের ওদের গাহন,
ফেলানি তোমাকে করেছি বারণ।
_____________________________________________________
অসহায় মেয়েটির আর্তচিত্কারকে উত্সর্গ আমার শব্দগুলো।। সীমান্ত হত্যা বন্ধ হোক.......