![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ কথা সহজ কের বলেত চাই
সাভার ট্রাজেডী নিছক দুর্ঘটনা নয়, এটা গণহত্যা, শাস্তি চাই!! গ শাস্তি চাই !!! এটা কেমন শোক দিবস? আজ কোথাউ জাতীয় পতাকা অর্ধনির্মিত হয়নি, সত্যি আমরা মনে হয় মানুষ হতে পারলাম না। সবাই টিভি ক্যামেরার সামনে শুধু শোক জানানোটাই তার দায়িত্ব মনে করেছে। এমন পরিহাস আর কত দেখতে হবে? জানি, কোন উত্তর নেই। আসলেই আমরা এক অভাগা জাতি। যেখানে শত শত মানুষ চাপা পড়ে থাকার পরও তাদের উদ্ধার করা সম্ভব হয়না শুধুমাএ প্রয়োজনীয় সরন্জাম এর অভাবে, অথচ সরকার কোটি কোটি টাকা খরচ করে অস্ত্র কিনে। হাই সেলুকাস কি বিচিত্র আমাদের মানসিকতা । আমাদের মতো একটা দেশে এই মুহুর্তে কোটি টাকার অস্ত্র'র চেয়ে এরকম দুর্ঘটনার উদ্ধার সরন্ঝাম কেনাটা অনেক জরুরী।
কালকের ঘটনায় সত্যি বাকরুদ্ধ । আল্লাহ আমাদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন।
©somewhere in net ltd.