![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ কথা সহজ কের বলেত চাই
বোন ফেলানী, পারলাম না....... পেলাম না তোমার জীবনের মূল্য, পেলাম না কুকুর শেয়ালের পাপের শাস্তি। তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই, এমনই এক দেশে জম্ম নিয়েছি, যেখানে চাটুকারে ভরা, তাদের প্রতিবাদ করার সাহস নেই, ভীরু আর কাপুরুষে ভরা, তারা শুধুই জানে পা চাটতে, আজ নিজেদের বড় অসহায় মনে হচ্ছে। এ কেমন দেশে বাস করি আমরা??? তবু যেনে রেখো বোন.... তোমার ভাই রা এখনো মরে যায়নি। তারা কারো পা চাটতে জানে না। অন্যায়ের প্রতিবাদ করার সাহস তোমার ভাইদের আছে। আজ ক্ষত-বিক্ষত হ্নদয় নিয়ে, হ্নদয়ের রক্ত ক্ষরনে তোমার ভায়েরা রক্তাক্ত!!! বোন, তোমার জন্য হ্নদয়ের রক্ত ক্ষরনে, চোখের কোনে যে নোনা কান্নার মেঘ জমেছে, তা থেকে অঝোড়ে বৃষ্টি হচ্ছে। বোন হারানোর বেদনায় তোমার ভায়েরা মর্মাহত, শুধু জেনো রেখো বোন, তোমার ভাইরা কাপুরুষ নয়, তারা প্রতিবাদ করতে জানে, কিন্তু কারো কাছে মাথা নত করতে জানেনা, অন্তুত এইখানথেকে তুমি কিছু স্বস্তি খুঁজে নিও বোন..........
©somewhere in net ltd.