নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ায় সবচাইতে দামি এপার্টমেন্ট যে সব শহরে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

আজকাল বাংলাদেশে এপার্টমেন্টের দাম অসম্ভব বেড়ে গেছে। না শুধু ঢাকাতেই না পৃথিবীর প্রায় সব শহরেই। আসুন দেখা যাক সবচাইতে বেশি দামী এপার্টমেন্টগুলো কোন কোন শহরে। এদের মধ্যে সবচাইতে সস্তাটা দিয়েই শুরু করি:



১। উপরের ছবিটা কানাডার বিখ্যাত শহর টরন্টোর, আর এখানকার মোটামুটি ভাল জায়গাতে এপার্টমেন্টের দাম প্রতি বর্গফুট ৪৪,৩৩৭.০০ টাকা (চুয়াল্লিশ হাজার তিনশত সাইত্রিশ টাকা)।





২। উপরের ছবিটার জায়গাটা অনেকেই চেনেন, হ্যাঁ অস্ট্রেলিয়ার সিডনি, এখানে সাধারণ এলাকায় এপার্টমেন্টগুলি কিনতে গেলে প্রতি বর্গফুটের দাম পড়বে প্রায় ৫২,০০০.০০ টাকা।



৩। নীচের জায়গাটা ইসরাইলের রাজধানী তেলআভিভে আর এখানকার মাঝারি বা উচ্চবিত্ত এলাকাতে এপার্টমেন্টগুলো বিক্রি হয় প্রতি বর্গ ফুট প্রায় ৫২,৬৪০.০০ টাকা করে।









৪। উপরের জায়গাটা তাই্ওয়ানের রাজধানী তাইপে আর এখানে ছবির বিল্ডিয়এ একটা এপার্টমেন্ট কিনতে গেলে দাম পড়বে আনুমানিক প্রতি বর্গফুট ৫৩,৩৩০.০০ টাকা।



৫। নীচের জায়গাটা রাশিয়ার মস্কো, একসময়কার কম্যুনিষ্ট রাস্ট্র, আর এখানে এপার্টমেন্টর দাম প্রতি বর্গ ফুট ১,০০,০০০.০০ টাকা করে, হ্যাঁ ঠিকই লিখেছি, প্রতি বর্গ ফুট এক লাখ টাকার বেশী পড়বে।





৬। এবার দুণিয়ার অন্যতম সুন্দর আর আকর্ষনীয় শহর সিঙ্গাপুরের এপার্টমেন্টের দাম। এখানে ভাল এলাকাতে একটা মাঝারি এপার্টমেন্ট কিনতে গেলে প্রতি বর্গফুট পড়বে ১,২৫,৪০০.০০ টাকা করে। ছবি দেখুন নীচে:









৭। উপরের ছবিটা অনেকের পছন্দের শহর ফ্রান্সের রাজধানী প্যারিসের, আর এখানে ভাল এলাকাতে ছোট খাট এপার্টমেন্ট কিনতে আপনাকে খরচ করতে হবে প্রতি বর্গফুট প্রায় ১,৩৫,৪০০.০০ টাকা।



৮। এবার নীচে দেখুন, জায়গাটা হংকং, এখানে এপার্টমেন্ট এর দাম প্রতি বর্গফুট প্রায় ১,৪৫,০০০.০০ টাকা করে।







৯। উপরের ছবিটার জায়গাটা অনেকের চেনা, হ্যাঁ বৃটেনের রাজধানী লন্ডন, এখানে ২০০০ বর্গফুটের একটা এপার্টমেন্ট কিনবেন তো আপনাকে গুনতে হবে প্রতি বর্গফুট ১,৫৪,০০০.০০ X ২০০০ বর্গফুট= ৩০৮,০০০,০০০.০০ টাকা। ত্রিশ কোটি আশি লাখ টাকা।



১০। হ্যাঁ এবার দুনিয়ার সবচাইতে দামী এপার্টমেন্টের দেশে চলুন। জায়গাটা দুনিয়ার সবচাইতে ছোট দেশ মোনাকো আর এখানে একটা এপার্টমেন্ট কিনতে গেলে দাম পড়বে প্রতি বর্গফুট প্রায় ৪০০,০০০.০০ টাকা!। ২৫০০ বর্গফুটের একটা ফ্লাট পড়বে প্রায় ৮০০,০০০,০০০.০০ আশি কোটি টাকা! ছবি দেখুন নীচে:





সুত্র: Click This Link

মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

ক্যাচাল বাজ বলেছেন:
প্রিয়তে নিয়ে রাখলাম। দেখি কোথায় কেনা যায়। :-B :-B :-B

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ কিনে ফেলুন, মন্দ হবেনা। আমার তরফ থেকে ধন্যবাদ রইলো।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: লিষ্টে দেখি নিউইয়র্ক নাই

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

ঢাকাবাসী বলেছেন: আর বলবেননা ওদের ওখানে দাম এত কম যে লিষ্টে নামই নেই। নিউইয়র্কের জামাইকা বা কুইনসে এক বিঘার মত জায়গাতে আস্ত একটা বাড়ীই কিনতে পারবেন মাত্র ৬-৮ কোটি টাকাতে। পড়ার জন্য ধন্যবাদ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

পেন্সিল চোর বলেছেন: প্লাস ও দিলাম প্রিয়তেও রাখলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

এক্সপেরিয়া বলেছেন: হে হে হে....ধনবতী আমেরিকার কোন শহরই দেখি নাই ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

ঢাকাবাসী বলেছেন: দয়া করে ২ নং জবাবটা দেখবেন কি? আর পড়েছেন তাই ধন্যবাদ আপনাকে।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

বিডি আইডল বলেছেন: টরেন্টোর চেয়ে ভ্যাংকুভারে এপার্টমেন্ট (এখানে বলে কনডো-কনডোনিমিয়াম এর সংক্ষিপ্ত রুপ) এর গড়পড়তা দাম বেশী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

ঢাকাবাসী বলেছেন: হ্যা দামটা ডিজাইনের উপর কিছুটা নির্ভর করে তো তাই। অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

মাক্স বলেছেন: কিনতাম না এখন। মুড নাই /:) /:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

ঢাকাবাসী বলেছেন: আসলে মুড না থাকলে কেন কিনবেন, তবে অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

দরিদ্র তারা বলেছেন: আরো দামি পাইলে কৈয়েন, এইগুলা আমার কেন জানি সস্তা সস্তা লাগতাছে :-P :-P :-P
প্রিয় বাধলাম ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

ঢাকাবাসী বলেছেন: আসলেই ওগুলো আপনার স্টান্ডার্ড এর তুলনায় কম দামী, আপাতত আন্তরিক ধন্যবাদ নিন।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

মাহবু১৫৪ বলেছেন: এইসব দেখলে মাথা ঘুরে

:(

পোস্টে +++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

ঢাকাবাসী বলেছেন: একেবারে খাটি কথা, দেখলে আর দাম শুনলে.., অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

এবিসি১০ বলেছেন: হুমম। ভালো....

প্যারিসের ছবিটা ভুল এসেছে। যেই চবি দিয়েছেন সেটা শ্যামবোর ক্যাসল। প্যারিস থেকে অনেক অনেক দূরে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

ঢাকাবাসী বলেছেন: ইচ্ছা করেই দেয়া, প্যারিসের আইফেল টা্ওয়ার দেখতে দেখতে মানুষ ক্লান্ত তাই। পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

আধখানা চাঁদ বলেছেন: কিছু হইল ? চাঁদে তো এক ইঞ্চি জায়গার দাম ১,০০,০০,০০০ টাকার বেশি। তাও বেচব কিনা চিন্তা করতে হবে /:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

ঢাকাবাসী বলেছেন: তা চাঁদে বেচবে কে আর কিনবে কে আর কিনে কি হবে তাতো বুঝছিনা। ওখানে চাদনী চকের ফুচকা নেই, হাজির বিরিয়ানি নেই, চকের লাসসি নেই স্টার কাবাবের কাবাব নেই.. গিয়ে কি লাভ? এর চাইতে মাটিতে নেমে আসুননা সবাই মিলে হৈ চৈ করে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

পুংটা বলেছেন: সুত্র : প্লেবয় B-))

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

ঢাকাবাসী বলেছেন: মানেটা বুঝিনি, তবু ধন্যবাদ আপনাকে।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

এম আর ইকবাল বলেছেন: এত কষ্ট করে খুজে বার করলেন , ভাবছি আপনাকে একটা কিনে দেব কি না ?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

ঢাকাবাসী বলেছেন: হে হে কি যে বলেন তা দিবেন নাকি কিনে? বেশি বেশী করে ভাবুন আর আগেই আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম, সব শহরে একটা করে কিনতে হবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

ঢাকাবাসী বলেছেন: তা যা বলেছেন, এক্কেবারে মনের কথা। এছাড়া নিউইয়র্ক, জেনেভা, আনকারা, লাসভেগাসে তো কিনতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

নীলফরিং বলেছেন:


দারুণ তথ্য। পরিবেশনের জন্য কৃতার্থ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

ঢাকাবাসী বলেছেন: কি যে বলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ, আর পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

আরিফ আরাফাত রুশো বলেছেন: খুব ই ভাল পোস্ট

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

বটতলার টারজান বলেছেন: ধুর, খালি ফ্ল্যাট কিনা কি করুম? বাড়ির দাম কন ! B-))

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩১

ঢাকাবাসী বলেছেন: লন্ডনের চেলসিতে একটা সাত বেডরুমের বাড়ী বিক্রি হবে দাম ১২ মিলিয়ন পাউন্ড বা ১৫২ কোটি টাকা, আলাপ করব নাকি? তবে ধন্যবাদ আপনাকে পড়ার জন্য আর কেনার আগ্রহের জন্য।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই আপনি জায়গার ছবি দিলেন। একটু বাড়ির রুমগুলার ছবি দিলে বড্ড খুশি হইতাম। রুমগুলা দেখতে ভালোই লাগে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

ঢাকাবাসী বলেছেন: আবার যেতে হবে পোষ্টের অরিজিনে, চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাকে।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

htusar বলেছেন: উরিব্বাইশ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

ঢাকাবাসী বলেছেন: সেরকমই বটে, ধন্যবাদ আপনাকে।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

বইয়ের পোকা বলেছেন: থাকুম না এতও দামী বাসায়। আমার গ্রামের বাড়িই ভালা :) :) :) :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

ঢাকাবাসী বলেছেন: গ্রামের বাড়ীতে এক মাস দুমাস বেড়াতে ভাল লাগতে পারে, বহুদিনের জন্য থাকা আনন্দদায়ক কিনা সেটা বিতর্কের বিষয় মনে হয়। জীবন কাটানোর জন্য উপরের বাড়িগুলো বেশী আরামদায়ক বলে সবাই বলেন, তাই না?

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: নাহ আমার কুড়ে ঘর ই ভালো! :) :) :) :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

ঢাকাবাসী বলেছেন: কুড়ে ঘর এখন শুধু কাগজেই আছে, বাস্তবে আছে কি? ধন্যবাদ ভাই।

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

রিমন০০৭ বলেছেন: মোনাকোর ১০০০০ ব:ফুটের ফ্ল্যাটটা বেইচা ভুল করছি--- এখন যা দাম ;) ;) :-B :-B

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

ঢাকাবাসী বলেছেন: ইস করসেন কি? যাউকগা সেক্রেটারীরে কন আরেকটা কুড়ি হাজার ব.ফুটের কিনা ফালাইতে। পাচ বছর পরেই ১০০% প্রফিট। আর হ্যাঁ ধন্যবাদ আপনাকে।

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

বইয়ের পোকা বলেছেন: কি বলেন ভাই, আমিতো এখনো আমার গ্রামের বাড়িতেই থাকি। সারা জীবন থাকার ইচ্ছাই আছে। আমারেতো ফ্রি দিলেও ফ্ল্যাটে থাকুম না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল ইচ্ছা আর আশা। তবে এখন দেশে আর গ্রাম বলে তেমন কিছু আর আছে বলে মনে হয়না। আর গ্রামে গেলে শহুরে জীবনের নাগরিক সুবিধাদী, নিরাপত্তা ইত্যাদির প্রচন্ড অভাব বোধ করতে পারেন। আপনার পৃথিবীতে আগমন যদি গত শতাব্দীর মাঝামাঝি বা তার আগে না হয়ে থাকে তাহলে ঐ ইচ্ছাটা থাকবে কিনা বলা যাচ্ছেনা। যাহোক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: নাহ মানে আমার আব্বার নির্মিতো ছোট একটা বিল্ডিং কে এসব এপার্টামেন্টের তুলনায় কুড়ে ঘর বললেই মানায়! ;) ;) ;) ;) ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: নিজেকে ছোট ভাববেন কেন। ওরকম বিল্ডিং বা এপার্টমেন্ট দেশে মনে হয় মাত্তর ৫%- ৭% মানুষের আছে, সুতরাং আপনার আব্বাকে ধন্যবাদ দিয়ে আরেকটা বানাবার চিন্তা করতে পারেন। আর হ্যাঁ আবারো ধন্যবাদ আপনাকে।

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

আরজু পনি বলেছেন:

হুরররর সারাজীবন খালি দেইখ্খাই যামু /:)

যাউক্গ্গা প্লাসাইলাম ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ঢাকাবাসী বলেছেন: আরে খালি দেখবেন কেন কিনবেনও, কেনা কোন ব্যাপারই না, আপনার ইচ্ছাটাই দরকার, কি বলেন? আর হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

জনতার সেবক বলেছেন: স্বপ্ন দেইখা লাভ নাই

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

ঢাকাবাসী বলেছেন: কিন্তু স্বপ্ন না থাকলে বাঁচার আনন্দটাই থাকেনা মনে হয়, কি বলেন? ধন্যবাদ আপনাকে।

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ভুং ভাং বলেছেন: মন খারাপ মোনাকোতে চইলা যামু । :(

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

ঢাকাবাসী বলেছেন: রাইট, আর মোনাকোর এক্কেবারে সমুদ্দুরের কিনারে ছোটখাট হাজার পাচেক স্কয়ার ফুটের একখান ফেলাট কিনা থাকা শুরু করেন, মনটা ফাস কেলাস হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: চান্দের এপার্টমেন্ট টা কই
ভাললাগা পোস্টে

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

ঢাকাবাসী বলেছেন: চান্দে যাতায়াত খরচ ম্যালা তাই দিইনি। আপনার ভাল লাগার জন্য আমারও ভাল লাগল।
আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



500/600 টাকার মধ্যে কোন একটা থাকলে বলেন। এখনই কিনতাম চাই।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ চেষ্টা করে দেখি, তবে চাইতে অসুবিধা কি? অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.