![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপ্রিল ১৯৪: হিটলারের জার্মান বাহিনী বিভিন্ন রণাঙ্গনে তখন খারাপ অবস্হায় ।
মিত্র বাহিনীর তিন প্রধান ষ্ট্যালিন, রুজভেল্ট আর চার্চিল -১৯৪২ সনে
অবশ্য মিত্র বাহিনীর অন্যান্য প্রধানগন ঠিক তখনি জার্মানিকে ধ্বংশ বা জার্মানীর রাজধানী ফুয়েরারের আবাসস্হল বার্লিন আক্রমন করার কথা ভাবছিলেন না ।
সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী জোসেফ স্ট্যালিন (১৮৭৮- ১৯৫৩)
তখন সোভিয়েত ইউনিয়ন কম্যুনিষ্ট পার্টি জেনারেল সেক্রেটারি তথা প্রধানমন্ত্রী জোসেফ স্ট্যালিন বার্লিন দখল করার পরিকল্পনা করলেন। তার পরিকল্পনা ছিল আগে ভাগে আক্রমন করে জার্মানী দখল করলে ভাগে বেশি পাওয়া যাবে। পেয়েছিলেনও মনে হয়।
এই জন্য তিনি লাল ফৌজের মার্শাল যুকভ আর মার্শাল কনিভকে দায়িত্ব দিলেন বার্লিন দখল করার।
মার্শাল গিয়র্গি যুকভ (১৮৯৬-১৯৭৪)
মার্শাল ইভান কনিভ (১৮৯৭- ১৯৭৩)
এছাড়াও স্ট্যালিনের লালফৌজে ছিলেন রাশান লে. জেনারেল চুইকভ (এর কাছেই জার্মান সেনাপতি পরে আত্ম সমর্পন করেন) ইত্যাদি।
লে. জেনারেল চুইকভ (১৯০০- ১৯৮২)
২০ শে এপ্রিল ১৯৪৫ সোভিয়েত বাহিনী প্রথম বার্লিনে আর্টিলারি গোলা নিক্ষেপ করে যা শেষদিন পর্যন্ত বিরামহীন ভাবে চলে। শোনা যায় লক্ষ লক্ষ টন গোলা শুধু বার্লিনেই নিক্ষেপ করা হয়। ওতে বার্লিন বাসীর মাথা পিছু ৩৯ কিউবিক গজ ধ্বংশস্তুপ সৃস্টি হয়।
সব খবর জেনে অন্যদিকে জার্মান সর্বাধিনায়ক ফুয়েরার এডলফ হিটলার বার্লিনকে যুদ্ধ ফ্রন্ট ঘোষনা করলেন।
প্রাথমিক পর্যায়ে বার্লিন প্রতিরক্ষা যুদ্ধের জন্য তার সেনাপতিরা ছিলেন লে. জেনারেল হেলমুথ রেম্যান পরে অন্য একজন নাম ছিল লে. জেনারেল হেলমুথ উইডলিং। এছাড়াও ছিলেন লে. জেনারেল গোথার্ড হাইনরিখি ইত্যাদি। শেষ পর্যন্ত শুধু বার্লিন প্রতিরক্ষার জন্য ছিলেন জেনারেল উয়েডলিং।
জেনারেল রেম্যান (১৮৯২-১৯৮৮)
লে. জেনারেল হেলমুথ উয়ডেলিং (১৮৯১- ১৯৫৫)
লে. জেনারেল গোথার্ড হাইনরিখি (১৮৮৬-১৯৭১)
এবার বার্লিন যুদ্ধের (Battle of Berlin) জার্মান আর সোভিয়েত বাহিনীর শক্তির তুলনামুলক চিত্রটাও দেখুন:
জার্মান
ক। সৈন্য: ১০,০০,০০০ জন
খ। আর্টিলারি গান: ১০,৪০০ টি
গ। ট্যাংক: ১৫০০ টি
ঘ। বিমান: ৩৩০০ টি
সোভিয়েত + পোলিশ
ক। সৈন্য: ২৫,০০,০০০ জন
খ। আর্টিলারি গান: ৪১,৬০০ টি
গ। ট্যাংক: ৬২০০ টি
ঘ। বিমান: ৭৫০০ টি
তবে শুধু বার্লিন প্রতিরক্ষার জন্য ছিল:
৪৫০০০ সৈন্য যাদের অধিকাংশই ছিল বৃদ্ধ পেনশন ভোগী আর কিশোর, ছিল পুলিশ বাহিনী কয়েক হাজার, ছিল হিটলার ইউথ (Hitler Youth) কয়েক হাজার আর ফোকসস্টার্মস বা পিপলস আর্মি ছিল ৪৫০০০ যারা সবাই মোটামুটি বৃদ্ধ, তাদের ছবি দেখুন নীচে সুটেড বুটেড রিটায়ার্ড লোকেরা রাইফেল কাধে:
২৩ শে এপ্রিল ১৯৪৫; বার্লিনের পুর্ব আর উত্তর পুর্ব দিক থেকে আক্রমন শুরু হয়। ২৪ শে এপ্রিল ১৯৪৫ লাল ফৌজ বার্লিন প্রায় ঘেরাও করে ফেলে। ২৫ শে এপ্রিলের সন্ধ্যা নাগাদ বার্লিনের প্রতিরক্ষা প্রায় ভেঙ্গে পড়ে।
ছবিতে হালকা সবুজ আর ধুসর তীরচিহ্ন হল সোভিয়েত আর পোলিশ বাহিনীর আক্রমন আর লাল লাইনগুলো জার্মান প্রতিরক্ষা লাইন। মাঝে লাল প্রায় বৃত্তাকার জায়গাটা বার্লিন।
লাল ফৌজ ভাবল বার্লিনে জার্মানদের রাইখস্টাড বা পার্লামেন্ট ভবন দখল করতে পারলে বার্লিন দখল সহজ হবে, থার্ড রাইখের পতন হবে, জার্মানদের মনোবল ভেঙ্গে যাবে। সুতরাং তারা সেভাবেই অগ্রসর হল, উদ্দেশ্য রাইখস্টাড দখল।
ডানদিকে পতাকা চিহ্ন দেয়া চৌকোনা জায়গাটাই রাইখস্টাড। লালফৌজ মনে করেছিল রাইখস্টাড দখল করা খুব কঠিন হবে বাস্তবে অতটা বাধা পায়নি লাল ফৌজ।
৩০ শে এপ্রিল সকালে লাল ফৌজ রাইখস্টাড আক্রমন করল। ততক্ষনে জার্মান সেনার শেষ অবস্হা।
ঐদিন হিটলার তার প্রিয় সঙ্গিনী এফা ব্রাউনকে (Eva Braun) বিয়ে করেন।
এফা ব্রাউন এবং হিটলার
হিমলার (১৯০০-১৯৪৫)
ন্যুরেমবার্গ ট্রায়ালে আসামীরা: ছবিতে সামনের সারিতে সর্ববামে গোয়েরিং
ঐ দিন তিনি জার্মানীর দ্বিতীয় ক্ষমতাবান ব্যাক্তি এয়ারফোর্স চীফ লে. জেনারেল হারম্যান গোয়েরিংকে আর আভ্যন্তরীন মন্ত্রী হিমলারকে বরখাস্ত করেন---- বিশ্বাসঘাতকতার অভিযোগে।
লে. জেনারেল গোয়েরিংকে বন্দী করা হয়। যুদ্ধ শেষে ৫ ই মে ১৯৪৫ গোয়েরিং মুক্ত হন। তবে ৬ ই মে তিনি আবার মিত্রবাহিনীর হাতে বন্দী হন এবং ন্যুরেমবার্গ ট্রাইবুনালে তার বিচার হয়। বিচারে তার মৃত্যুদন্ড হয়। তিনি দন্ড কার্যকর করার আগের দিন সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।
৩০ শে এপ্রিল ১৯৪৫ বেলা আড়াইটায় হিটলার উপস্হিত সবার সাথে শেষবারের মত দেখা করেন, সবাইকে নির্দেশ দেন আর তার শেষ উইলের কথা জানিয়ে দেন । এরপর হিটলার আর এফা ব্রাউন আলোচনা করেন ও তাদের স্টাডি রুমে প্রবেশ করেন।
বেলা ৩ টা থেকে ৪ টার মধ্যে তারা আত্মহত্যা করেন। এফা ব্রাউন সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন আর অনুমান করা হয় হিটলার গুলি করে আত্মহত্যা করেন।
এর আগে ২৯ শে এপ্রিল ১৯৪৫ ইতালীর পরাজিত ফ্যাসিস্ট সরকার প্রধান বেনিতো মুসোলিনি মিত্র বাহিনীর কাছে ধরা পড়ার ভয়ে ছদ্ম বেশে ইতালী থেকে পালাতে চেষ্টা করেন কিন্তু পথে ইতালীয়ান পার্টিসানদের মানে মুক্তিফৌজদের হাতে ধরা পড়েন। তাকে পার্টিসানরা মেরে একটা দোকানের সামনে লাশ ঝুলিয়ে দেয়। আর এই খবরটা হিটলার জেনেছিলেন।
যে সোফায় বসে তারা আত্মহত্যা করেন বলে অনুমান করা হয় সেই রক্তাক্ত সোফাটার ছবি নীচে:
লাল ফৌজ সৈন্যরা সোফাটা পরীক্ষা করছে।
ফুয়েরার বাংকার
বেনিতো মুসোলিনি, ইতালীর ফ্যাসিস্ট শাসক
হিটলারের ইচ্ছানুযায়ী তাদের মৃতদেহ ফুয়েরার বাংকারের বাইরে বাগানে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরে যারা বাংকারে গেছেন তারা পেট্রোলের গন্ধ পান। লাশ ছিল কিনা এ নিয়ে প্রচুর বিতর্ক ছিল ---আছে।
হিটলারের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর প্রোপাগান্ডা মন্ত্রী গোয়েবলস জার্মানীর নতুন চ্যান্সেলর নিয়োজিত হন। অবশ্য তিনি চ্যান্সেলর ছিলেন কয়েক ঘন্টা।
একই সাথে হিটলারের উইল মোতাবেক জার্মান নৌবাহিনীর প্রধান গ্রান্ড এডমিরাল কার্ল ডনিৎজ জার্মানীর প্রেসিডেন্ট নিযুক্ত হন। তিনি মাত্র কয়েক সপ্তাহ প্রেসিডেন্ট ছিলেন। ২৩ মে ১৯৪৫ মিত্র বাহিনী ঐ মন্ত্রীসভা বাতিল করে। সাধারনত স্হলবাহিনীর লোকেরাই এধরনের নিয়োগ পান। তবে হিটলার মনে করতেন স্হল বাহিনী আর বিমান বাহিনী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তিনি নৌবাহিনীর প্রধান ডনিৎজকে প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন। যুদ্ধ শেষে ডনিৎজ বন্দী হন আর ন্যুরেমবার্গ ট্রাইবুনালে তার বিচার হয়। বিচারে তার ১০ বছর কারাদন্ড হয়। ১৯৫৬ তে স্পান্ডাউ কারাগার থেকে তিনি মুক্তি পান। তিনি অনেক দুর্লভ পদ 'গ্রান্ড এডমিরাল' ছিলেন যা পৃথিবীতে খুব বেশী ছিলনা। আর সেজন্য জেল থেকে ছাড়া পেয়ে বাকী জীবন তিনি সন্মান নিয়েই বেচে ছিলেন। ১৯৮০ সালে তিনি হৃদরোগে মারা যান।
গ্রান্ড এডমিরাল কার্ল ডনিৎজ (১৮৯১-১৯৮০)
এদিকে ১ লা মে রাত আটটায় নব নিযুক্ত চ্যান্সেলর গোয়েবলস একজন ডাক্তারের সাহায্যে তার ৬টি সন্তানকে বিষ দিয়ে মেরে ফেলেন। প্রথমে তাদের মরফিন দিয়ে অজ্ঞান করিয়ে তারপর তাদের মুখে বিষ দেয়া হয়।
গোয়েবলস তার স্ত্রী মাগডা আর তাদের ছয় সন্তান। পেছনে এয়ার ফোর্সের সার্জেন্টের ইউনিফর্ম পড়া লোকটা তার সৎ পুত্র।
এরপর গোয়েবলস আর তার স্ত্রী একজন সেন্ট্রিকে বলেন তাদের গুলি করতে এবং শোনা যায় তারা ঐ ভাবেই গুলি খেয়ে মারা যান। পরে তাদের দেহ পুড়িয়ে ফেলা হয় তবে যথেষ্ঠ পেট্রোল না থাকায় তাদের দেহ সম্পুর্ণ পোড়েনি। পরে তাদের মৃতদেহ পাওয়া যায়।
হিটলারের স্টাফ মার্টিন বোরম্যান কয়েকজন সঙ্গি নিয়ে ১ লা মে লাল ফৌজের ঘেরাও টপকে পালাতে সক্ষম হলেও পরে আর তার কোন খোজ পা্ওয়া যায়নি।
মার্টিন বোরম্যান
জেনারেল হান্স ক্রেবস (১৮৯৮- ১৯৪৫)
পরে ১৯৪৬ এর অক্টোবরে ন্যুরেমবার্গ এর আন্তর্জাতিক মিলিটারী ট্রাইবুনালে (International Military Tribunal) বিচারে বোরম্যানের অনুপস্হিতিতেই তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়।
প্রায় একই সময় হিটলারের বিশ্বস্ত জেনারেল বার্গডরফ আর বার্লিন প্রতিরক্ষার কমান্ডার জেনারেল উয়েডলিং এর চীফ অফ জেনারেল স্টাফ জেনারেল ক্র্যাবস আত্মহত্যা করেন ২রা মে ১৯৪৫।
এদিকে জার্মান জেনারেল উয়েডলিং চেষ্টা করলেন রাশিয়ানদের কাছে আত্মসমর্পন না করতে কারন তাতে ম্যাসাকারের সম্ভাবনা ছিল। তিনি চাইছিলেন যেন যুক্তরাস্ট্র বা যুক্তরাজ্যের বাহিনীর কাছে সারেন্ডার করতে। তবে তা আর সম্ভব হয়নি। তিনি পরে প্রস্তাব দেন কিন্তু সোভিয়েত বাহিনী একবোরে বিনা শর্তে জার্মান বাহিনীর আত্ম সমর্পন যা একটু কঠিন ছিল, আর লাল ফৌজ তাতে রাজি হয়নি।
জেনারেল উয়েডলিং এর কাছে আর কোন পথও খোলা ছিলনা, বার্লিন তখন ধ্বংশস্তুপ। নীচে ছবিতে রাইখস্টাড এর ধ্বংশস্তুপ বার্লিন বিশাল আবর্জনার ভান্ডার।
অবশেষে ২ রা মে ১৯৪৫ সকাল ৮-২৩ মিনিটে বার্লিন প্রতিরক্ষা অধিনায়ক জেনারেল উয়েডলিং লালফৌজের জেনারেল চুইকভ এর নিকট শর্তহীন আত্মসমর্পন করেন।
একজন লাল ফৌজ সার্জেন্ট গিয়ে লাল রাশান পতাকাটা ভবনের মাথায় টাঙ্গিয়ে দেন। অন্যান্য জায়গাতেও কাস্তে হাতুড়ি মার্কা রাশান পতাকা টাঙ্গানো হয়।
শেষ হল ঐতিহাসিক বার্লিন যুদ্ধ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ঢাকাবাসী বলেছেন: আপনার দেয়া ইমোটার অর্থ আমার জানা নেই, তবে আপনাকে অনেক ধন্যবাদ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
রমনা টেক বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ গুরুত্বপুর্ণ একটি বিষয়ে জানানোর জন্য। ++++++
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ঢাকাবাসী বলেছেন: অত্তোগুলো প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ নিন।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
বাংলার হাসান বলেছেন: ভাল লিখেছেন।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
নিমচাঁদ বলেছেন: খুব কষ্ট সাধ্য পোষ্ট
২য় বিশ্ব যুদ্ধ আমার খুব জানার একটা বিষয়। আপনি যা লিখেছেন , এর পুরোটাই জানি , তারপর ও আপনাকে অনেক ধন্যবাদ ।
গোয়েবলস এর ৬ সন্তাঙ্কে হত্যার ব্যাপারটা অনেক কষ্ট দায়ক । এদের চেহারা আমি যতোবার দেখি , খুব কষ্ট লাগে ।
যে কোন যুদ্ধের অসহায় বলি হয় বৃদ্ধ এবং শিশুরা ,যাদের সাথে যুদ্ধের বিন্দুমাত্র সম্পর্ক থাকে না ।
+সায়িত ।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই 'যুদ্ধে'র বলি তো অনেক অসহায়রাই, কিছুই করার নেই। পাঠ আর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫
ব্লগ ৪১৬ বলেছেন: গ্রান্ড এডমিরাল সর্ম্পকে জানার ইচ্ছা ছিলো।
আপনি ভালো লিখেছেন। হিটলার ও সেই সময়ের জার্মানী সর্ম্পকে কেন জানি খুব আগ্রহ বোধ করি। এই বিষয়ে কোন বাংলা বইয়ের লিংক থাকলে একটু শেয়ার করেন।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য আর মন্তব্যের জন্য ধন্যবাদ। অনেক বই আছে গ্রান্ড এডমিরাল ডনিৎজ সম্পর্কে, একটা ইংরেজী লিংক দেখুন নীচে। দুঃখিত বাংলা বই আছে কিনা আমার জানা নেই। অনেক ধন্যবাদ আপনাকে।
http://www.karl-doenitz.com/
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫
আরজু পনি বলেছেন:
সৈয়দ মুজতবা আলীর কল্যাণে জেনেছিলাম হিটলার সম্পর্কে কিছুটা বিস্তারিতই। তারপর ব্লগার উৎকৃষ্টতম বন্ধুর ব্লগ থেকে।
আপনার পোস্টটা্ও অনেক তথ্য সমৃদ্ধ।
ভালো লাগা রইল।।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে তাতেই আমি খুশি। দিতে গেলে লাখো তথ্য থাকে একটা ঐতিহাসিক ঘটনায়, বিশেষত ২য় বিশ্বযুদ্ধর মত বিষয়ে। পাঠকের রুচি চাহিদা পড়ার সময়সীমা এসব ভেবে সেখান থেকে বাছতে হয় যা আমি পারি না।
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
রাহি বলেছেন: একজন স্বৈরশাসক। তারপরও হিটলারের জন্য কিঞ্চিত মমতাবোধ করি। হয়তো স্বপ্ন ধুলিস্যাৎ হওয়া এই ব্যক্তি হতো মহামানব। যদি যুদ্ধে বিজয়ী হতেন। ইতিহাসও ভিন্ন হতো।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮
ঢাকাবাসী বলেছেন: ইতিহাস সব সময় বিজয়ীর কথা বলে। হিটলার জিতলে অবশ্যই ইতিহাস ভিন্ন হত। হিটলার আমার প্রিয় মানুষদের একজন আর এটা নিয়ে বিতর্ক করবোনা। আপনাকে অনেক ধন্যবাদ।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: ভালো লিখেছেন। পোস্টে প্লাস।
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪
ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকুন।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
অংকনের সাতকাহন বলেছেন: জানা তথ্যগুলোও কেমন চোখের সামনে দিয়ে ভেসে গেল। অনেক ধন্যবাদ।।
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫
ঢাকাবাসী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩
ইয়েন বলেছেন: অনেক ভাল লাগল ....সবার সামনে বলি না কিন্তু আমারও কেন জানি খুনি! হিটলার কে ভাল লাগে ......ওয়ানস এ হিটলার অলওয়েজ এ হিটলার
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
ঢাকাবাসী বলেছেন: আমারও ভাল লাগে হিটলার। আপনাকে অনেক ধন্যবাদ ইয়েন।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭
তানিয়া হাসান খান বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ প্রিয়তে
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮
ঢাকাবাসী বলেছেন: কিছু জানাতে পেরে আম্মো খুশী হলুম। অনেক ধন্যবাদ আপনাকে তানিয়া হাসান খান।
১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩
ব্লগার রানা বলেছেন: ভাল লাগলো,,,,, আচ্ছা বলবেন কি চুক্তি বা সমঝোতায় রাশিয়া জার্মানি ছেড়ে গেলো???????????
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১
ঢাকাবাসী বলেছেন: সে এক লম্বা ইতিহাস, কম্যুনিজম এর উত্থান আর পতনের শুরু ইত্যাদি গ্লোবাল পলিটিক্স এর ব্যাপার এই স্বল্প পরিসরে বলার চেস্টাই করা যাবেনা। কিন্চিৎ ধারনা পেতে পারেন নীচে। আর ঐ লিংকের সাথে আরো লিংক পাবেন। আপনার কৌতুহল আমার ভাল লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।
Click This Link
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৬
স্বপনবাজ বলেছেন: অনেক কিছু জানলাম। ধন্যবাদ গুরুত্বপুর্ণ একটি বিষয়ে জানানোর জন্য। ++++++
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
ঢাকাবাসী বলেছেন: জানাতে পেরে আমিও সার্থক হলুম। আর আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: খুব ভাল পোস্ট। তথ্যবহুল এবং সুন্দর করে গুছিয়ে লিখা। অনেক কিছু জানতে পারলাম।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
ঢাকাবাসী বলেছেন: হিটলার সম্পর্কে আরো জানুন আমারই ব্লগে। অনেক লেখা রয়েছে। আর পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
রফিকুল রানা বলেছেন: ভালো পোসট | ++++++++
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৪
ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস অত্তোগুলো প্লাস! অনেক আন্তরিক ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগলো অনেক। সুন্দর তথ্যসমৃদ্ধ পোস্ট।
প্রিয়তে নিলাম।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০০
ঢাকাবাসী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
ছন্নছাড়া সিফাত বলেছেন: খুব ভালো।অনেক তথ্যবহুল।পিলাচ +
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭
ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পিলাচ ভাল লাগে।
১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: জটিল। আপনি গেম খেলেন কিনা জানি না, কিন্তু কল অফ ডিউটি ওয়ার্ল্ড অ্যাট ওয়ার গেমটিতে রাইখস্টাগের যুদ্ধে গেমারকে অংশগ্রহণ করতে হয়। মনে হয় নিজেই লড়াই করছি।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২
ঢাকাবাসী বলেছেন: আপনার জানা জিনিস তবু পড়েছেন আর সুন্দর মনছোঁয়া মন্তব্য করেছেন সেজন্য আন্তরিক ধন্যবাদ । ভাল থাকুন।
১৯| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪
বহুরুপি জীবন বলেছেন: ভাল লাগলো . অনেক ধন্যবাদ .
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৭
ঢাকাবাসী বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
মঈনউদ্দিন বলেছেন: