নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার ভয়ংকর বিপজ্জনক রাস্তার কয়েকটা

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২



ইউন্ংগা রোড, বলিভিয়া। বছরে শ তিনেক মানুষ মারা যায়।





এলডোরেট হাইওয়ে, নাইরোবি। কত মানুষ মারা যায় বলেনা!





ফেয়ারী মিডো'স রোড, পাকিস্তান।





হালশেমা হাইওয়ে, ফিলিপাইনস।





সান ইসিদ্রো, কোষ্টারিকা।





পারডিকাকি রোড, গ্রীস।





স্কিপারস রোড, নিউজিল্যান্ড।





সিচুয়ান তিব্বত রোড, চীন।

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৯

অনির্বান বলেছেন: ভালো সংগ্রহ। ফিলিপাইনস এরটা দারুন লাগে!

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:০৪

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: ১, ৩, ৫ আর ৬ তো ভয়ংকর B:-) B:-) B:-)

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:০৫

ঢাকাবাসী বলেছেন: এগুলো সবচাইতে ভয়ংকর নয় কিন্তু। আপনাকে অনেক ধন্যবাদ ।

৩| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৩

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: বলেন মৃত্যুর দরজা

২২ শে মে, ২০১৩ বিকাল ৩:০৭

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ২০,০০০ মানুষ বছরে মারা যায়। মৃত্যুর দরজাটা মনে হয় আমাদেরটাই বড়! আপনাকে ধন্যবাদ।

৪| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪

বিধুভূষণ ভট্টাচার্য বলেছেন: ভয়ংকর সুন্দর!

২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই, মন্তব্যের জন্য বিনীত আন্তরিক ধন্যবাদ নিন।

৫| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫

রুপম শাহরিয়ার বলেছেন: এত কঠিন জায়গায় রাস্তা না বনালেই হয় না? অন্য কোন খান দিয়া রাস্তা বানাইলেই তো হয়।

২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৬

ঢাকাবাসী বলেছেন: বিকল্প থাকলে তো নিশ্চই বানাতো মনে হয়। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই বা আলুটিলা রেন্জে দেখেছেন নিশ্চই, বেশ বিপদজনক রাস্তা কিন্তু ওভাবে বানানো ছাড়া গতি নেই!
আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: গ্রীস দেখে টাস্কিত হইছি !

২২ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৭

ঢাকাবাসী বলেছেন: আম্মো হয়েছিলুম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

অপর্ণা মম্ময় বলেছেন: গ্রীসের রাস্তাটার ম্যাপ মাথায় ঢুকে নাই :|| কিন্তু ফিলিপাইনের রাস্তাটা বিপদজনক হইলেও সুন্দর !!!

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ঢাকাবাসী বলেছেন: গ্রীসের ওটা পাহাড়ের ঢাল বেয়ে আঁকা বাঁকা হয়ে দুরে চলে গেছে, হয়ত অতোটা বিপজ্জনক নয়। আর ফিলিপাইনেরটা সত্যি ভয়ংকর আর সুন্দর। আপনি তো লেখক মানুষ, সুন্দর মানেই তো বিপজ্জনক, নয় কি? আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

৮| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: আজ দুইটা সুন্দর ছবি পোস্ট দেখলাম । একটা আপনার টা , আরেকটা বরফের গুহার ! দুইটাই অসাধারণ !
ভালো থাকবেন

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:০৫

ঢাকাবাসী বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ২২ শে মে, ২০১৩ রাত ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ভয়ানক পোস্ট ।

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:০৭

ঢাকাবাসী বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১০| ২২ শে মে, ২০১৩ রাত ৯:২১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভয়ংকর

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:০৭

ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ২২ শে মে, ২০১৩ রাত ৯:৪১

ময়না বলেছেন: ভাল লাগলো.........।।

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:০৮

ঢাকাবাসী বলেছেন: শুনে আমারও ভাল লাগল। বিনীত ধন্যবাদ নিন।

১২| ২২ শে মে, ২০১৩ রাত ৯:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: দেখে কিছুটা ভয় লাগছে

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:০৯

ঢাকাবাসী বলেছেন: তাহলেই পোষ্ট সার্থক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ২২ শে মে, ২০১৩ রাত ৯:৫৪

দানবিক রাক্ষস বলেছেন: সুন্দর পোস্ট। চীনের রাস্তাই সবার থেকে নিরাপদ মনে হইল। :D

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:০৯

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৪| ২২ শে মে, ২০১৩ রাত ১০:৩৮

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:১০

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস অত্তোগুলো প্লাস! অনেক অনেক ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।

১৫| ২২ শে মে, ২০১৩ রাত ১১:১৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নীচের দিকে চাইলেই তো শেষ !

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:১২

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ এক্কেবারে ঠিক বলেছেন। যাদের উচ্চতা ভীতি আছে তাদের অবস্হা খারাব হয়ে যেতে পারে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়।

১৬| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

আরিফ আরাফাত রুশো বলেছেন: আমাদের রাস্তা ভৌগলিক্ভাবে অনেক নিরাপদ কিন্তু নিয়মের অভাবে সেটার সুফল ভোগ করতে পারিনা

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:১৫

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ আমরা সমতল এলাকার মানুষ। সুফল ভোগ না করতে পারার কারণ শুধু নিয়ম না-- দুর্নীতি, অশিক্ষা অজ্ঞতা এসবও দায়ী মনে হয়, কি বলেন? আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৭| ২৩ শে মে, ২০১৩ রাত ১:৪১

আর কতো বলেছেন: দিলেন তো ভয়টা ধরাইয়া। ঠিক আছে কখনো যাওয়ার চান্স পাইলে সাবধানে যামু। ;) ;) ;)

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:১৭

ঢাকাবাসী বলেছেন: ভয়ের সাথে কিন্চিত মজাও আছে, নয় কি? অবশ্যই, জীবনের সব ক্ষেত্রেই সাবধানে চলা ভাল। আন্তরিক আর বিনীত ধন্যবাদ রইল।

১৮| ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৪৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: ৩ নং আর ৫ নং রাস্তাটা অতিরিক্ত বিপদজঙ্ক মনে হয়েছে। এই পথে হাঁটতেই তো ভয় লাগে! আবার গাড়ি চালায় ক্যামনে?

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ কয়েকটা বেশ বিপজ্জনক, নবাগতদের হাটতেই ভয় লাগার কথাই। তবে ওখানে আমাদের দেশের মত অশিক্ষিত সত্তরের নীচে আইকিউ ওয়ালা লাইসেন্স বিহীন ড্রাইভাররা গাড়ী চালায়না, চালায় দক্ষ পেশাদার শিক্ষিত ড্রাইভাররা। তবুও দুর্ঘটনা ঘটে। আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৯| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৪৫

নিভৃত নিঃশব্দ বলেছেন: ভয় পাইছি... B:-)

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

ঢাকাবাসী বলেছেন: তাহলেই লেখা সার্থক, আর আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২০| ২৪ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

যান্ত্রিক বলেছেন: গায়ে লাগলো না। বাংলাদেশে এর চেয়ে বেশি জানের ভয় নিয়ে মানুষ রাস্তায় চলাচল করে। :(

পোস্টের জন্য ++++++

২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন, আর মানুষের জানের ভয়ের মুল কারণ রাস্তা না, রাস্তায় চলাচলকারী গাড়ীগুলোর 'গরুছাগল চেনা' 'অশিক্ষিত' 'অমানুষ' 'রাজনীতিবিদদের আশির্বাদপুষ্ট' 'খুনী' ড্রাইভাররা । মন্তব্যের জন্য আর প্লাসের জন্য অনেক অনেক আন্তরিক ধন্যবাদ।

২১| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, পড়ে সুন্দর পারফেক্ট ইমোর জন্য আন্তরিক ধন্যবাদ নিন। ভাল থাকুন।

২২| ২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬

টানিম বলেছেন: দারুন

২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:০৮

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলুম। আন্তরিক ধন্যবাদ নেবেন।

২৩| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.