![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ্ঞে হ্যাঁ উপরের ছবির ভবনটাই এখন দুনিয়ার সবচাইতে বড় ভবন, বিল্ডিং।
সেন্চুরী গ্লোবাল সেন্টার নামের এই বিল্ডিংটা দুনিয়ার সবচাইতে বড় ভবন আর এটা চীনের চেংদু শহরে অবস্হিত।
ভবনটা ১০০ মিটার উচু, লম্বায় ৫০০ মিটার আর এটা চওড়া ৪০০ মিটার।
এটার ফ্লোর এরিয়া ১৭ লাখ বর্গ মিটার।
এখানে ২ টা ৫ স্টার হোটেল, ম্যালা অফিস, সিনেমা হল, ওয়াটার পার্ক, সত্যিকার বীচ, যাদুঘর, প্রদর্শনী হল, নাট্যমন্চ আর কেনাকাটার জন্য প্রচুর দোকান পাট রয়েছে।
এর কৃত্রিম সুর্য্য প্রায় আসলটার মতই তাপ দেয়, আছে ৪০০ মিটার বীচ যেখানে ভ্রমনকারীরা সত্যিকার বীচের মৃদমন্দ বাতাস পাবেন।
চীনারা এটা তিন বছরে বানানো শেষ করেছে।
আরো কিছু ছবি দেখুন:
সুত্র:
Click This Link)&utm_content=Yahoo!+Mail
Click This Link
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬
ঢাকাবাসী বলেছেন: পড়া আর সুন্দর মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:১০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ওরে..............
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৭
ঢাকাবাসী বলেছেন: তাড়া করছেন নাকি? যাই হোক আন্তরিক ধন্যবাদ রইলো। ভাল থাকুন।
৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৭
স্বপ্নসমুদ্র বলেছেন: সুন্দর বর্ণনাময় পোস্ট। ভাল লাগলো।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৭
ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগায় আমার ভাল লাগ। অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথম লাইক আমিই দিলাম।
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২০
ঢাকাবাসী বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৫| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৮
বাংলাদেশী দালাল বলেছেন:
বিমান তৈরীর কারখানা দেখেছিলাম ডিসকভারিতে ৭৫০ মিটার লম্বা।
সুন্দর পোস্ট।+++++
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩
ঢাকাবাসী বলেছেন: বোয়িং এর কারখানাটি এতকাল সর্বোচ্চ ফ্লোর এরিয়ার স্হান দখল করেছিল। অত্তোগুলো প্লাস আর পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
৬| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬
বিভ্রান্ত মানুষ বলেছেন: কুমার সাহা নামে একজন অনলাইনে লিখেছেন, ‘অতি দুঃখ ভারাক্রান্ত হূদয়ে লিখছি। আমি সুনীতি কুমার সাহা। আমি ৩১তম বিসিএস পরীক্ষায় লিখিত (সাধারণ ও কারিগরি) ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার রেজি: নম্বর ০২২৫২৭। আমার প্রথম পছন্দ ছিল কৃষি ক্যাডার। কিন্তু পদ স্বল্পতার কারণে আমাকে পিএসসি কর্তৃক কোনো পদে সুপারিশ করা হয়নি (উল্লেখ্য, কোটা প্রার্থী না থাকায় পিএসসি ৭০টি পদ খালি রাখে)। গত ২৭ ডিসেম্বর, ২০১২ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কৃষি ক্যাডারে ২২০টি পদের বিপরীতে ১৩৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, পিএসসি কর্তৃক ১৫০ জনকে সুপারিশ করা হয়েছিল। যে ১৪ জন বাদ পড়েছেন, হয়তো তাঁদের কেউ কেউ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হননি বা পুলিশ প্রত্যয়ন পাননি বা ৩১তম বিসিএসের আগে অন্য কোনো ভালো পদে কর্মরত আছেন। আমার দুঃখ, এই জায়গায় ৮৪ পদ খালি থাকা সত্ত্বেও আমার চাকরি পাইনি। আমার সমস্ত পরিশ্রমের ফলাফল কোটা সংরক্ষণজনিত নিয়মের কারণে শূন্য। যাঁরা এসব নিয়ম তৈরি করেন, তাঁরা কি একবারও ভেবে দেখেছেন আগামী ১০-২০ বছর পর আমাদের দেশের প্রসাশনের কী অবস্থা হবে?’
পার্থ নামে আরেকজন লিখেছেন: ‘আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল প্রকাশিত বিসিএস ৩৪তম প্রিলিমিনারির ফল বের হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ৭৫+ পেয়েও সাধারণ পরীক্ষার্থী চান্স পায়নি অথচ কোটার কারণে ৫৯+ পেয়েও অনেকে চান্স পেয়েছে। মেধার বিচারে ৫৯=৭৫ হতে পারে না। ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়ে চরম হতাশ ও বিপথগামী হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ একসময় মেধাশূন্য হয়ে যেতে পারে।
সদ্য প্রকাশিত বিসিএস রেজাল্ট, ৩২তম স্পেশাল বিসিএস এবং সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে (সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, আইসিবি ইত্যাদি) শুধু মুক্তিযোদ্ধা কোটাধারীদের আবেদন করার যোগ্যতা কি সাধারণ প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক নয়? কোটা কি শিক্ষিত বেকার বৃদ্ধির জন্য দায়ী নয়?’
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯
ঢাকাবাসী বলেছেন: দেখুন এ বিষয়ে আমার ধারনা খুব স্পষ্ট নয়। অবসরে গেছি প্রায় ১০ বছর। এটুকু বুঝি কোন বিশেষ গোষ্ঠির জন্য সরকারী চাকুরীর একটা অংশ যে কোন স্টেজ পর্যন্ত রিজার্ভ রেখে দেয়া, এমনকি খালি হলেও মেধাবীদের কথা না ভাবা একধরনের অগনতান্ত্রিক অসাংবিধানিক স্বৈরাচারী কার্যক্রম বলে মনে হয়।
শাসক গোষ্ঠি নিজেদের নীচ অর্থনৈতিক আর রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এটা চালু রাখে। খেয়াল করুন বিএনপি বা আওয়ামী লীগ কেউ এটাকে রদ করছেনা!
আপনাদের জন্য শুভকামনা রইলো।
৭| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার খুব ||
১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৪
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। পড়া আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: অসম্ভব সুন্দর চিত্র আর বর্ণনা
ভাললাগা থাকল
আর সাথে শুভকামনা