![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্লোবালাইজেশন মানে হল উপরের ছবির প্রিন্সেস ডায়ানা! কিভাবে? বুঝিয়ে বলছি।
ইনি একজন মহামান্য বৃটিশ রাজকুমারী,
যাচ্ছিলেন একজন মিশরীয় বন্ধুর সাথে,
গাড়ী ক্রাশ করল একটা ফ্রেন্চ টানেল।
গাড়ীটা ছিল একটা জার্মান মার্সিডিয,
গাড়ীটা চালাচ্ছিল একজন বেলজিয়ান ড্রাইভার,
ড্রাইভারটা মাতাল ছিল স্কটিশ হুয়িস্কি খেয়ে।
তাদের পিছু নিয়েছিল একদল ইটালিয়ান পাপারাজ্বি,
তারা চালাচ্ছিল জাপানী মোটরসাইকেল।
আহত প্রিন্সেসএর চিকিৎসা করে একদল আমেরিকান ডাক্তার,
ডাক্তাররা ব্রাজিলিয়ান ঔষধ ব্যবহার করেছিল।
এই লেখাটি আমি সামুতে পাঠালুম তবে ব্যাবহার করেছি আমেরিকান বিলগেটসএর প্রযুক্তি, আপনি পড়ছেন একটা কম্পিউটারে যা তাইওয়ানের চিপ ব্যাবহার করে,
দেখার জন্য কোরিয়ান মনিটর আছে,
যেটা এসেম্বল করেছে বাংলাদেশী কারিগর,
হয়ত সিংগাপুরের ফ্যাক্টরিতে,
সেখানে এসেছে কোন ভারতীয় ট্রাকড্রাইভারের চালিত ট্রাকে করে ।
তো এটাকেই গ্লোবালাইজেশন বলবেন না তো কোনটাকে বলবেন?!!
(সবগুলো শতভাগ সঠিক না্ও হতে পারে!)
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪
ঢাকাবাসী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার রসবোধের প্রশংসা করতেই হয়। যেভাবে একটি করুন মৃত্যুকে উপলক্ষ করে পৃথিবীর বর্তমান চিত্রটিকে প্রকাশ করেছেন অসাধারন। সত্যি গ্লোবালাইজেশন এর নাম করে আমরা কোন পথে চলে এসেছি একবার ভেবে দেখার আছে। ওয়ান ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়নের প্রধান চাবিকাঠি হচ্ছে এই গ্লোবালাইজেশন। যার নির্মম বলিদান হয়েছিলেন প্রিন্সেস ডায়ানা!
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫
ঢাকাবাসী বলেছেন: আপনার পাঠ আর চমৎকার জ্ঞানগর্ভ মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯
বাংলাদেশী দালাল বলেছেন: অসাধারন চিন্তা শক্তির পরিচয় দিয়েছেন ভাই ঢাকাবাসী।
গ্লোবালাইজেশনের উৎকৃষ্ট তম উদাহরন।
+++++ শোকেসে
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৬
ঢাকাবাসী বলেছেন: আপনার ভালবাসামাখা সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:২০
নষ্ট কাক বলেছেন: তব্দা মাইরা গেলাম
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮
ঢাকাবাসী বলেছেন: খাইছে আমারে! যাইহোক, কষ্ট করে পড়া আর মন্তব্য করার জন্য বিনীত ধন্যবাদ নিন।
৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহাহা, গ্লোবালাইজেশনের দারুণ উদাহরণ
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে জেনে খুশী হলুম ভাই। আন্তরিক ধন্যবাদ রইলো। ভাল থাকুন।
৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:১৭
আহসান২২ বলেছেন: গভীর গবেষণা!
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪১
ঢাকাবাসী বলেছেন: না ভাই ওসব গবেষনা করার মত জ্ঞান নেই। তবে আপনি পড়ে মজা পেয়েছেন তাতেই আমার আনন্দ। ধন্যবাদ আপনাকে।
৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১
নগর সংগীত বলেছেন: এটা খুবই দু:খের বিষয় যে কিছু কিছু ব্লগার কপিপেস্ট বা অনুবাদ করা জিনিস দিয়ে সোর্স দেয়না বা নূন্যতম "সংগৃহিত" কথাটা উল্লেখ করার দরকার মনে করেনা। উপরের মন্তব্যগুলোতে লেখকের রসবোধের প্রশংসা করা হচ্ছে অথচ এটা পুরান একটা জোক। "princess diana globalization joke" লিখে গুগল করলেই পাওয়া যায়, যেমন: http://www.ebaumsworld.com/jokes/read/5448/ ।
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪
ঢাকাবাসী বলেছেন: এটা আমার জানাই ছিলনা, ওটা আমা কখনো দেখিনি। অনেক কিছু ব্লগে লিখি যেগুলোর উৎস বলার প্রয়োজন পড়েনা। ধন্যবাদ আপনাকে।
৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: তব্দা মাইরা গেলাম
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫০
ইকরাম বাপ্পী বলেছেন: বেসম্ভব তব্দা খাইলাম এইবার....
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫
ঢাকাবাসী বলেছেন: খাইছে! সেরে উঠুন আর ধন্যবাদ নিন।
১০| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮
অপূর্ণ রায়হান বলেছেন: অসাম হইসে ++++++++
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬
ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস অত্তোগুলো প্লাস! অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।
১১| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪
আল-আমিন সেখ বলেছেন: একই লেখা আগেও পড়েছি কোন এক বইতে। মনে পরছে না, তবে মনে হয় আকবর আলি খানের লেখা ছিল এটা। । ভালো লাগল।
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০
ঢাকাবাসী বলেছেন: কিছুটা সেইরকম স্মৃতি থেকেই লেখা। অনেক ধন্যবাদ আপনাকে।
১২| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৩
শুঁটকি মাছ বলেছেন: আপ্নে ম্যালা বুদ্ধিমান!!!!!!!!
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
ঢাকাবাসী বলেছেন: ব্যাঙ্গ করলেন কিনা বুঝিনি ভাই। তবে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৩| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩
গোর্কি বলেছেন:
চমৎকার রসাত্মক বিশ্লেষণ! মজারু পোস্ট!!
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪
ঢাকাবাসী বলেছেন: বিনীত ধন্যবাদ গ্রহন করুন।
১৪| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০
সাদেকুর বলেছেন: বাহ্ , ব্রেশ, ব্রেশ। আপনার লেখাটি গ্লোবাল হয়েছে।
+++++++++++
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬
ঢাকাবাসী বলেছেন: কষ্ট করে পড়া আর অত্তোগুলো প্লাসের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
১৫| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
আলী খান বলেছেন: ভাই টাস্কি খাইয়া গেলুম++++++++++++++
১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩১
ঢাকাবাসী বলেছেন: সেরেছে অত্তোগুলো প্লাস! বিনীত আর আন্তরিক ধন্যবাদ নিন।
১৬| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪
পলক শাহরিয়ার বলেছেন: মজার তো!++++++++++
১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৩
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন ভাই।
১৭| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৭
আম্মানসুরা বলেছেন: গ্লোবালাইজেশন কতটুকু বুঝলাম তা জানিনা, তবে উপস্থাপনার কারণে মৃত্যু ঘটনাও যে হাসির খোরাক হতে পারে তা বুঝলাম
১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৮
ঢাকাবাসী বলেছেন: মৃত্যুর মাঝে কোন একটা জীবন আর রসকে খুজে নিলে মৃত্যুটা ভয়ংকর ভয়াবহ কিছু মনে হয়না বোধ করি। দর্শন বলার জায়গা এটা নয় তাই ক্ষ্যামা দিলুম। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকুন।
১৮| ১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২
মহামহোপাধ্যায় বলেছেন: ব্যপক হিউমার
১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০
ঢাকাবাসী বলেছেন: তাই? খুব খুশী হলুম। আর পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: দারুণ মজার হয়েছে।
১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১
ঢাকাবাসী বলেছেন: ম্যালা দিন পরে এলেন! অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।
২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯
বেকার যুবক বলেছেন: ভারতের ট্রাক! সুন্দর! সুন্দর!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০২
ঢাকাবাসী বলেছেন: সুন্দর বলেছেন, এদ্দিন পর! অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: হাহাহা, :p দারুন !