![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরিযোনার কোলোরাডো নদীর পাশে গ্যান্ড ক্যানিয়নের এক কিনারে হর্স সু আকৃতির এই স্কাই ওয়াক।
এটা একটা ক্যান্টি লিভার ব্রিজ অর্থাৎ নীচে কোন সাপোর্ট নেই, শক্তিটা গোড়া থেকেই আসে। পুরোটাই স্বচ্ছ কাচের তৈরী।
এটা ঘন্টায় ১০০ মাইল গতির ঝড় বা রিখটার স্কেলের ৮ মাত্রার ভুমিকম্পে কোন নড়াচড়াই করবেনা মানে পাত্তাই দিবেনা!
দেখতে ম্যালা লোক আসে। মেইন হাইওয়ে থেকে মাইল দশেক দুরে, গাড়ীতেই যাওয়া যায়, মাঝে রাস্তাটা খারাপ মানে কাজ চলছে।
না জিনিসটা দেখতে ম্যালা খরচ মনে হয়। একেকজনের টিকিটের দাম সত্তর ডলারের মত!
কিছু খাবেন? একেকটা পিচ্চি বার্গারের দাম $ ১৫.০০ ।
ক্যামেরা সেলফোন আর্মস নিয়ে উঠা নিষেধ!
তূলনামুলক উচ্চতা।
আরো জানতে:
Click This Link
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২
ঢাকাবাসী বলেছেন: যাদের এক্রোফোবিয়া বা হাইট ফোবিয়া আছে তারা ভয়ের চোটে সেখানে যেতেই পারবেনা । পড়ার জন্য ধন্যবাদ।
২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অবাক হয়ে গেলাম কি দেখাইলেন
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২
ঢাকাবাসী বলেছেন: কষ্ট করে পড়েছেন সেজন্য বিনীত ধন্যবাদ নিন।
৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৪২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও! দেখে যেতে ইচ্ছা চেপেছিল, কিন্তু ডলারের অংকটা দেখে মনকে প্রবোধ দিলাম, আরে একটা ইউশেপের রাস্তাই ত , দেখার কি আছে।
কথায় বলে আঙ্গুর ফল টক
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬
ঢাকাবাসী বলেছেন: হ্যা আসা যাওয়া আর সামান্য নাস্তাতে বেশ কিছু ডলার লাগে। ঠিক বলেছেন একটা ইউ শেপের কাচের রাস্তাই তো! মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৪
আমি অপদার্থ বলেছেন:
আমি জামুনা। আমার হাইট ফোবিয়া আছে।
পোষ্ট সুন্দর।
এত উঁচা জায়গা দেওয়ায় আপনারে মাইনাচ -
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮
ঢাকাবাসী বলেছেন: হ্যা যাদের হাইট ফোবিয়া বা এক্রোফোবিয়া (Acrophobia) আছে তাদের না যাওয়াই ভাল্। সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৫| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৩
বোকামন বলেছেন:
যুগোপযোগী নির্মাণ !!
উপর এবং নিচের দূরত্ব মধ্যে অবস্থান করে কিছুটা সময়ের জন্যে হলেও হৃদয় ভাবিত হবে ..... “ এমন মানব জীবন কী আর হবে .. ‘
পোস্টে প্লাস, কেমন আছেন ভাইজান ? :-)
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫
ঢাকাবাসী বলেছেন: অতি উন্নত প্রকৌশল জ্ঞান আর ততোধিক উঁচু মানের প্রযুক্তির ব্যাবহারের একটা চমৎকার নিদর্শন।
যা হয়নি তা নিয়ে ভেবে সুন্দর বর্তমানটাকে নষ্ট করার কোন মানে নেই। প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ নিন।
আমি চমৎকার আছি, আপনিও সব সময় সর্বত্রই ভাল থাকুন, অনেক ভাল থাকুন।
৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১২
বোকামন বলেছেন:
যা হয়নি তা নিয়ে ভেবে সুন্দর বর্তমানটাকে নষ্ট করার কোন মানে নেই।
আমি আসলে বলতে চেয়েছিলমু- জীবনটা কতো মূল্যবান। কখন উপরে চলে যাই অথবা নিচে পড়ে যাই .....।
এটাই আর কী :-)
আরেকবার বিরক্ত করে গেলাম, ক্ষমা করবেন।। :-) :-)
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১
ঢাকাবাসী বলেছেন: ছিঃ আমি একটা গাধা টাইপের আরকি। সোজা কথাটাই বুঝিনি। আবার এসে ভুলটা শুধরে দিলেন সেজন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
৭| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮
অর্ফিয়াস বলেছেন: কি দেখালেন এটা!! অনেক ধন্যবাদ ভাই। যদি কোনদিন সুযোগ হয় ওদেশে যাবার অবশ্যই দেখে আসবো।
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬
ঢাকাবাসী বলেছেন: আশা করি... দোয়া করি একদিন যেতে পারবেন। তবে এখানে এটা ছাড়াও এত জিনিস দেখার আছে করার আছে যে এইসব মামুলি জিনিস দেখার সময় আর ইচ্ছা কোনোটাই থাকবে বলে মনে হয়না। ধন্যবাদ পড়া আর মন্তব্যের জন্য।
৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২
সোহান বাশার বলেছেন: ক্যামেরা সেলফোন আর্মস নিয়ে উঠা নিষেধ! অথচ সবাই ছবি উঠাইতেছে। ভিডিও করতেছে।
১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১০
ঢাকাবাসী বলেছেন: মজার ব্যাপার তাইনা! আসলে এই ছবিগুলো এটা বানানোর সময়কার, এরা সাংবাদিক আর তখনকার ভিজিটর। ধন্যবাদ আপনাকে।
৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২
বাংলাদেশী দালাল বলেছেন:
গতকাল মন্তব্য পোস্ট করে দেখি পোস্টটি নেই। ড্রাফট করেছিলেন বোধহয়।
++++
১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৪
ঢাকাবাসী বলেছেন: আন্তরিকভাবে দুঃখীত, প্রথমটাতে ছবির ব্যাপারে সামান্য একটু ভুল ছিল, ছবি ঠিক করার পদ্ধতিটা আমার জানা ছিলনা তাই পোষ্ট প্রথম থেকেই শুরু করতে হয়। আপনার প্রথমবার পড়া এবং দ্বিতীয়বার পড়া আর আমার ভুল শুধরে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ নিন, ভাই।
আর অনেক অনেক ভাল থাকুন।
দেখুন আবার ভুলে গেছি, প্লাসের জন্য আপনাকে আবার ধন্যবাদ।
১০| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লেগেছে পোস্ট।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
ঢাকাবাসী বলেছেন: আমি ধন্য হলুম প্রোফেসরের ভাল লাগাতে। আমার ব্লগে স্বাগতম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন প্রোফেসর শঙ্কু।
১১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯
আমি রুবেল বলেছেন: ওটার ওপর হাঁটতে কেমন লাগবে ভাবতেই আমার পায়ের ভিতর কেমন জানি সুড়সুড়ি অনুভূতি হচ্ছে, ভয়ে।
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯
ঢাকাবাসী বলেছেন: প্রথমবার হলে একটু ভয় লাগবেই। আর বেশী বার যাওয়া ব্যায়বহুল, কি করা যায়! অনেক ধন্যবাদ আপনাকে।
১২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:১২
টেস্টিং সল্ট বলেছেন: আমার হাঁটু কাঁপছে দেখেই
২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৫
ঢাকাবাসী বলেছেন: আরে আপনার হাঁটু, আমার তো পুরাটাই মানে হেড টু টো কাঁপাকাঁপি করছিল! তাড়াতাড়ি কেটে পড়েছি। পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৩
রেজোওয়ানা বলেছেন: দেখেই তো কেমন জানি হাত-পা সিরিসির করেছে
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮
ঢাকাবাসী বলেছেন: আসলেই যাদের এক্রোফোবিয়া আছে তাদের ওখানে গেলে পরে হাত পা একটু শির শির করবেই। তবে কয়েকবার হাটাহাটি করলে সেটা কেটে যায়। অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য আর মন্তব্য করার জন্য। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: হাইট ফোবিয়া যাদের আছে তাদের এখনে হাঁটিয়ে ফোবিয়া কিছুটা দূর করা যাবে মনেহয়!