![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাঁ আসেন দেখি দুনিয়াতে সবচাইতে বড় ইনডোর সীবীচ বা ইনডোর রেইন ফরেষ্ট বা রিসর্ট ইত্যাদি কেমন আর কোথায়।
জিনিসটা জার্মানীর ব্রাডেনবুর্গের ক্রাউসনিক শহরে, শহরটা বার্লিন থেকে ৬০ কিলোমিটার দক্ষিন দক্ষিনপুবে অবস্হিত। গাড়ীতে এক ঘন্টার ড্রাইভ। রাস্তা ভাল, কোন গর্ত বা খানা খন্দ বা ট্রাফিক জ্যাম নেই।
এখানেই একটা বিশাল গম্বুজের ভিতরে আছে দুনিয়ার সবচাইতে বড় কৃত্রিম ইনডোর সীবীচ..রিসর্ট ...রেইন ফরেষ্ট সব কিছু।
গম্বুজটা একটা এরোপ্লেনের হ্যাঙ্গারের মতই. লম্বায় ৩৬০ মিটার, চওড়ায় ২১০ মিটার আর ১০৭ মিটার উঁচু। এটাকে ধরে রেখেছে ১৪০০০ টন উন্নত মানের ইস্পাতের স্ট্রাকচার।
এটার ভেতরে গোটা আস্টেক ফুটবল মাঠ ঢুকে যাবে!
নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি এর ভেতরে আরামসে দাড়াবে আর আইফেল টাওয়ার এটাতে শুয়ে থাকতে পারবে।
এর ভিতরের ৫৫ লাখ কিউবিক মিটার আয়তন নিয়ে আয়তনের দিক থেকে এটাই দুনিয়াতে সবচাইতে বড় পিলার ছাড়া কোন ভবন, ফ্রি ফল গম্বুজ।
এটা আসলে বানানো হয় এয়ারশিপের হ্যাঙ্গার হিসেবে ব্যাবহার করার জন্য। ২০০২ সালে। কিন্তু সেটা আর বানানো হলনা -- কোম্পানীর লাল বাতি জ্বলে ।
দুবছর পরই এটা 'ট্রপিকাল আইল্যান্ড রিসর্ট' হিসেবে আত্মপ্রকাশ করে।
এই গম্বুজের ভিতর দুনিয়ার সবচাইতে বড় ইনডোর রেইন ফরেস্ট আছে যেখানে ৩০০০০ হরেক রকমের গাছ আছে।
আরো কথা বলার আগে চলুন ঐ অদ্ভুত চমৎকার জিনিসটার আরো কিছু ছবি দেখে নি।
গম্বুজের একপাশটা স্বচ্ছ জিনিস দিয়ে তৈরী ফলে রোদ আসে আর ভিতরের গাছগুলোকে বাঁচতে সাহায্য করে। অতিথীরাও আকাশ দেখতে পান।
এখানে আছে ২০০ মিটার লম্বা কৃত্রিম সীবীচ যেখানে ৬০০০ লোক সাতার কাটা উপভোগ করতে পারে।
বীচের পানিটা রিসাইকল করা হয় যা সেখানকার গাছগুলোরও কাজে লাগে।
ভিতরের তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াসে আরামপ্রদ করে রাখা হয়।
ঐ পানি বাষ্প হয়ে ছাদে জমা হয়ে একসময় বৃস্টি হয়ে পড়ে যা গাছগুলোর কাজে লাগে।
জিনিসটা অপুর্ব! জার্মানী গেলে দেখে আসতে পারেন।
সুত্র: Click This Link
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
ঢাকাবাসী বলেছেন: কিসের বাকী জনাব? পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও বিনীত ধন্যবাদ।
২| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০
শ্যামল জাহির বলেছেন: ইনডোর সী বীচ পোস্ট ভাল লাগলো।
ঈদের শুভেচ্ছা ঢাকাবাসী।
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
ঢাকাবাসী বলেছেন: আমারও শুনে ভালো লাগল আর সাথে আপনাকে আন্তরিক ও বিনীত ধন্যবাদ।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ পোস্ট ++++++ রইল।
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্লাসের জন্য, পড়ার জন্যতো বটেই।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫
আনোয়ার ভাই বলেছেন: দারুন পোস্ট জটিল ছবি। ভালই লাগল তবে জার্মানীর ভিসাতো আর চাট্রিখানা কথা নয়। তাই ইচ্ছা ও সামর্থ থাকলেও যাওয়া হবে না।
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
ঢাকাবাসী বলেছেন: একদম ভুল। সে্ঙেন (সেনজেন) ভিসা না চেয়ে শুধু জার্মানীর ট্যুরিষ্ট ভিসা চাইবেন, বার্লিনের হোটেলের বুকিং দিবেন, বাপ বাপ করে দিবে। ওহ আর আপনাকে অনেক ধন্যবাদ ভাই। বেষ্ট অফ লাক।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫
আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাই দেইখ্যাই শান্তি পাইলাম...............
যাওনের ইচ্ছা থাকলেও উপায় নাই.... :#>
ধন্যবাদ।।
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
ঢাকাবাসী বলেছেন: দুঃখিত হওয়া ছাড়া আর কিছু নেই আমার। তবে কম্পিউটারে বা মোবাইলে ওসবের ছবি দেখতে পারছেন, এর জন্য সময় ব্যায় করতে পারছেন, নিশ্চই একটা ভাল বাসায় থাকেন তাইনা? সেই হিসেবে আপনি দুনিয়ার শতকরা প্রায় ২০ জন মানুষের একজন! অসম্ভব ভাগ্যবান আপনি। অনেক আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪১
তন্ময় ফেরদৌস বলেছেন: +++++
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, পড়ার জন্য আর প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩
এম আর ইকবাল বলেছেন: সবার উপরে মানুষ শ্রেষ্ট ।
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ঢাকাবাসী বলেছেন: তা না হয় বুঝলুম, তা এই পোষ্টের সাথে মনিষীদের ঐ কথার সম্পর্ক পাচ্ছিনা! হয়ত আমার জ্ঞানের স্বল্পতা। আপনাকে ধন্যবাদ।
৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫
কালোপরী বলেছেন:
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
ঢাকাবাসী বলেছেন: হ্যালো কালোপরী, বেশ ক'দিন পর দেখলুম! খুশি হলুম আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫
স্বপ্নসমুদ্র বলেছেন: দেখে ভালো লাগলো। শেয়ারের জন্য ধন্যবাদ অনেক।
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ঢাকাবাসী বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১০| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
গোর্কি বলেছেন:
গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য ধন্যবাদ। ঈদ মোবারক।
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, জানাতে পেরে আম্মো দারুণ খুশী। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
১১| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
মামুন রশিদ বলেছেন: দারুণ ব্যাপার!
উড়োজাহাজ কোম্পানীর লালবাতি জ্বলায় কি দারুণ একটা ইনডোর ফরেস্ট আর সী বীচ পাওয়া গেল ।
চমৎকার পোস্টে ভালোলাগা ।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩
ঢাকাবাসী বলেছেন: আসলেই তাই। পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন সব সময়।
১২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০
প্রোফেসর শঙ্কু বলেছেন: বরাবরের মতই অবাক করা পোস্ট।
দারুণ কিছু ছবি দেখলাম, তথ্য জানলাম, ধন্যবাদ ঢাকাবাসী।
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৬
ঢাকাবাসী বলেছেন: অনুমান করি আনন্দ পেয়েছেন আর তাতেই আমার দিল খোশ। আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রোফেসর শঙ্কু।
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১২
বশর সিদ্দিকী বলেছেন: এটার টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে দেখি একটা পোস্ট দেয়া যায়কিনা।
১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৪
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ দিলে তো খুব ভাল হয়। তবে শিরোনামের পাশে ব্যাকেটে ১৮+ লিখে দিবেন না হলে লোকে পড়ে কম। আমারটা আপনি পড়েছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ।
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬
হাসান মাহবুব বলেছেন: দারুণ জিনিস দেখলাম।
১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০২
ঢাকাবাসী বলেছেন: আরি কোথায় ছিলেন! মন্তব্য পড়ে আম্মো খুশি হলুম আর আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩
মশিকুর বলেছেন:
খাইছে। সুন্দর পোস্ট ++
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০১
ঢাকাবাসী বলেছেন: পড়া আর প্লাসের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৪
সপন সআথই বলেছেন: দারুন পোস্ট
০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আর কিছূ বাকী থাকবে কি??????!!!!!!!!!!!!!!!!!!!!!

মানুষের কত বুদ্ধি
জানানোর জন্য ধন্রবাদ।
ঈদ মোবারক।