![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন এই দুনিয়ার সবচাইতে সুন্দর কিছু অপেরা হাউসের ছবি দেখি।
উপরের চমৎকার অপেরা হাউসটা হল ড্রটিংহ্যাম প্যালেস থিয়েটার, সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্হিত।
এটা সপ্তদশ শতাব্দীতে বানানো হয়। এটার ভেতরের ইন্টেরিয়র ডেকোরেশন করতেই লেগেছে ৫০ বছর। ১৭৯২ সালে রাজা তৃতীয় গুস্তাভ খুন হবার পর এটাকে মানুষ ভুলেই গেছিল, পরে বিংশ শতাব্দীতে আবার চালু হয়।
উপরের এটা কোপেনহেগেন অপেরা হাউস, কোপেনহেগেন, ডেনমার্ক। । এটাকে ইউরোপের অন্যতম আধুনিক আর ব্যায়বহুল অপেরা হাউস বলা হয়। এটা বানাতে প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ হয়।
অষ্টাদশ শতাব্দীতে নির্মিত এই চমৎকার অপেরা হাউসটা প্রাগে অবস্হিত । এটার নাম স্টেটস থিয়েটার, প্রাগ।
উপরের এই অপেরা হাউসের নাম হাঙ্গেরিয়ান স্টেট অপেরা হাউস, বুদাপেষ্ট। এটা ১৮৭৫-১৮৮৪ সালের মধ্যে বানানো হয়। এটা বানাতে খরচ দেন অস্ট্রিয়া-হাঙ্গেরীর সম্রাট ফ্রন্জ যোসেফ।
ইতালীর মিলানে অবস্হিত এই অসাধারন কারুকার্যময় অপেরা হাউসটার নাম লা স্কালা, মিলান। ১৭৭৮ সালে এটা তৈরী করা হয়।
উপরের ছবিটা প্যারিসের লা পালে গারনিয়ের অপেরা হাউসের। এটা তৈরী হয় ১৮৬১ সালে। এটাকে পৃথিবীর অন্যতম সেরা অপেরা হাউস বলা হয়।
ফ্রান্সের ভার্সাই শহরের ভার্সাই প্রাসাদে এই অসাধারণ সুন্দর অপেরা হাউস, নাম লা অপেরা রয়েল দ্যা ভার্সাই।
বিশাল এই অপেরা হাউসটার ভিতরটা কাঠের কিন্তু মার্বেলের রং করা। এটা ১৭৭০ সালে চালু হয়, সম্রাট ষোড়শ লুইএর সাথে মারি এনতয়েনেট এর সাথে বিয়ের সময়।
উপরের এই অপেরা হাউসটির নাম মারগ্রাভায়াল অপেরা হাউস। এটা জার্মানীর বেরুথ শহরে অবস্হিত।
উপরের মারিন্সকী থিয়েটারটি রাশিয়ার সেন্ট পিটসবার্গ শহরে অবস্হিত। ১৮৬০ সালে উদ্ধোধন হয়। কম্যুনিস্ট জমানায় এটার নাম পাল্টে কীরভ থিয়েটার করা হয়। পরে আবার আগের নাম রাখা হয়।
এটা লন্ডনের বিখ্যাত রয়েল অপেরা হাউস। ১৭৯২ সালে নির্মিত হয়।
উপরের এই অপুর্ব অপেরা হাউসটির নাম তিয়েত্রো কোলন, অবস্হান বুয়েনস আইরিস, আর্জেন্টিনা। এর শব্দ নিয়ন্ত্রন ব্যাবস্হা দুনিয়ার সেরা। আর সব মিলিয়ে এটা কনসার্টের জন্য দুনিয়ার সবচাইতে সেরা অপেরা হাউস।
ইতালীর নেপলস শহরে এই সুন্দর অপেরা হাউসটার অবস্হান। এটার নাম তিয়েত্রো ডি সান কার্লো।
উপরের ছবিটা রাশিয়ার মস্কো শহরের বলশয় থিয়েটারের।
উপরের এটা যুক্তরাস্ট্রের নিউইয়র্ক শহরের লিংকন সেন্টারের মেট্রোপলিটান অপেরা। খুব সুন্দর। উত্তর আমেরিকার সবচাইতে বড় অপেরা হাউস এটাই।
অস্ট্রেলিয়ার ভুবন বিখ্যাত সিডনী অপেরা হাউস। এটা দারুন ব্যাস্ত সময় কাটায়। এটাকে ইউনেসকো ওয়ার্লড হেরিটেজ সাইট ঘোষনা করা হয়েছে। এটা তৈরী হয় ১৯৭৩ সালে আর এটার ডিজাইন করে বিখ্যাত ডেনিশ আর্কিটেক্ট জুর্ণ উৎজোন।
উপরে দেখুন বাভারিয়ান স্টেট অপেরা, মিউনিখ, জার্মানী।
সিভিক অপেরা হাউস, শিকাগো।
রুমানিয়ান এনথেনিউম, বুখারেষ্ট, রুমানিয়া।
উৎস: Click This Link
০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩০
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ, পড়ে মন্তব্য করার জন্য।
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
খেয়া ঘাট বলেছেন: কী জৌলুস, অপূর্ব।
চমৎকার পোস্ট।
০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩১
ঢাকাবাসী বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৬
হু-কেয়ারস বলেছেন: কোপেনহেগেন অপেরা হাউস, কোপেনহেগেন, ডেনমার্ক এটা বাইরে থেকে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। বাকীগুলো ও খুবই চমৎকার।
০৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩২
ঢাকাবাসী বলেছেন: আপনি সৌভাগ্যবান। পড়ার জন্য ধন্যবাদ।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩২
অথৈ সাগর বলেছেন:
বরাবরের মত দারুন কালেকশন।
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১
ঢাকাবাসী বলেছেন: এই আর কি। কষ্ট করে পড়েছেন সেজন্য ধন্যবাদ।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট!
তয় অপেরা ভালা পাই না!
০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২
ঢাকাবাসী বলেছেন: আসলে আমাদের দেশে ও জিনিসটার প্রচলন নেই। আপনার কাছে পোষ্ট ভাল লেগেছে সেজন্য আম্মো খুশী আর আপনাকে ধন্যবাদ।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বরাবরের মত দারুন কালেকশন।
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, দেখে ভাল লেগেছে মনে হয়, আর পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
জনাব মাহাবুব বলেছেন: ভালো কালেকশন।
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১২
ঢাকাবাসী বলেছেন: স্বাগতম, পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ওয়ো!!! দারুন কালেকশান।
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১২
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, ধন্যবাদ আপনাকে।
৯| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট!! কিন্তু অপেরা আমার ভাল লাগে না।
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
ঢাকাবাসী বলেছেন: আমাদের দেশে এটা নেই তাই ভালাগাটা গড়ে উঠেনি। নাটক দেখার দর্শকই নেই! পড়ার জন্য ধন্যবাদ।
১০| ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০
নীল আকাশ আর তারা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস অত্তোগুলো প্লাস!! আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
এস এম পাশা বলেছেন: নাইস। সুন্দর জিনিস দেখতে বালা লাগে
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
ঢাকাবাসী বলেছেন: খুশি হলুম। আর পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২
হাসান মাহবুব বলেছেন: বাহ! সুন্দর।
০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
ঢাকাবাসী বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে।
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
গোর্কি বলেছেন:
কবিগুরুর রাশিয়া ভ্রমণকালীন "রাশিয়ার চিঠি" থেকে কিছু অংশ তুলে দিলাম।
এখানকার বিদ্যালয়ের মস্ত একটা গুণ, এরা যা পড়ে, তার সঙ্গে সঙ্গে ছবি আঁকে। তাতে পড়ার বিষয় মনে চিত্রিত হয়ে ওঠে, ছবির হাত পেকে যায়--আর পড়ার সঙ্গে রূপসৃষ্টি করার আনন্দ মিলিত হয়। হঠাৎ মনে হতে পারে, এরা বুঝি কেবলই কাজের দিকে ঝোঁক দিয়েছে গোঁয়ারের মতো ললিতকলাকে অবজ্ঞা ক'রে। একেবারেই তা নয়। সম্রাটের আমলের তৈরি বড়ো বড়ো রঙ্গশালায় উচ্চ অঙ্গের নাটক ও অপেরার অভিনয়ে বিলম্বে টিকিট পাওয়াই শক্ত হয়। নাট্যাভিনয়কলায় এদের মতো ওস্তাদ জগতে অল্পই আছে, পূর্বতন কালে আমীর-ওমরাওরাই সে-সমস্ত ভোগ করে এসেছেন--তখনকার দিনে যাদের পায়ে না ছিল জুতো, গায়ে ছিল ময়লা ছেঁড়া কাপড়, আহার ছিল আধ-পেটা, দেবতা মানুষ সবাইকেই যারা অহোরাত্র ভয় করে করে বেড়িয়েছে, পরিত্রাণের জন্যে পুরুত-পাণ্ডাকে দিয়েছে ঘুষ, আর মনিবের কাছে ধুলোয় মাথা লুটিয়ে আত্মাবমাননা করেছে, তাদেরই ভিড়ে থিয়েটারে জায়গা পাওয়া যায় না।
আমি যেদিন অভিনয় দেখতে গিয়েছিলুম সেদিন হচ্ছিল টলস্টয়ের "রিসারেক্শান'। জিনিসটা জনসাধারণের পক্ষে সহজে উপভোগ্য বলে মনে করা যায় না। কিন্তু শ্রোতারা গভীর মনোযোগের সঙ্গে সম্পূর্ণ নিঃশব্দে শুনছিল। অ্যাংলোস্যাক্শন চাষী-মজুর শ্রেণীর লোকে এ জিনিস রাত্রি একটা পর্যন্ত এমন স্তব্ধ শান্ত ভাবে উপভোগ করছে এ কথা মনে করা যায় না, আমাদের দেশের কথা ছেড়েই দাও।
আর-একটা উদাহরণ দিই। মস্কৌ শহরে আমার ছবির প্রদর্শনী হয়েছিল। এ ছবিগুলো সৃষ্টিছাড়া সে কথা বলা বাহুল্য। শুধু যে বিদেশী তা নয়, বলা চলে যে তারা কোনোদেশীই নয়। কিন্তু লোকের ঠেলাঠেলি ভিড়। অল্প কয় দিনে পাঁচ হাজার লোক ছবি দেখেছে। আর যে যা বলুক, অন্তত আমি তো এদের রুচির প্রশংসা না করে থাকতে পারব না।
রুচির কথা ছেড়ে দাও, মনে করা যাক এ একটা ফাঁকা কৌতূহল। কিন্তু কৌতূহল থাকাটাই যে জাগ্রত চিত্তের পরিচয়। মনে আছে একদা আমাদের ইঁদারার জন্যে আমেরিকা থেকে একটা বায়ুচল চক্রযন্ত্র এনেছিলুম, তাতে কুয়োর গভীর তলা থেকে জল উঠেছিল। কিন্তু যখন দেখলুম ছেলেদের চিত্তের গভীর তলদেশ থেকে একটুও কৌতূহল টেনে তুলতে পারলে না তখন মনে বড়োই ধিক্কার লাগল। এই তো আমাদের ওখানে আছে বৈদ্যুত আলোর কারখানা, কজন ছেলের তাতে একটুও ঔৎসুক্য আছে? অথচ এরা তো ভদ্রশ্রেণীর ছেলে। বুদ্ধির জড়তা যেখানে সেইখানে কৌতূহল দুর্বল।
মস্কোর বলশয় থিয়েটারে কয়েকবার শো দেখার সৌভাগ্য হয়েছে।
সুন্দর পোস্টে +++++++
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
ঢাকাবাসী বলেছেন: গুরুদেবের কথাগুলো আর আপনার নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা চমৎকার লাগল। ভাল থাকবেন গোর্কি। পড়ার জন্য আর সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
মোঃ ইসহাক খান বলেছেন: দারুণ সব ছবি দেখার সুযোগ পেলাম।
অনেক কৃতজ্ঞতা রইলো।
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, আমিও আপনার কাছে সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ, আর অনেক ধন্যবাদ আপনাকে।
১৫| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭
মামুন রশিদ বলেছেন: রিয়েলি নাইস!
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
ঢাকাবাসী বলেছেন: থ্যাঙ্কু। অনেক অনেক থ্যাংক ইউ।
১৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৮
*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার সব ছবি আর নতুন কিছু ইনফো নিয়ে আরেকটি ঢাকাবাসীয় পোষ্ট। বরাবরের মতো অনেক ভালোলাগা
০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
ঢাকাবাসী বলেছেন: আপনি নিন আমার কৃতজ্ঞতা আর আন্তরিক ধন্যবাদ।
১৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
ঢাকাবাসী বলেছেন: হ্যালো কবি অনেক দিন শব্দ নেই! যাক আছেন তাহলে!! হ্যাঁ অনেক ধন্যবাদ, আসলেন, পড়লেন আর মন্তব্য করলেন।
১৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
অপূর্ব!!!!
বরাবরের মত দারুণ পোষ্ট ।
+++++
(সাময়িক সমস্যা থাকার কারণে দেরিতে কমেন্ট করে গেলাম)
১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, কষ্ট করে পড়েছেন আর প্লাস দিয়ে মন্তব্য করলেন তাতেই আমার লেখা সার্থক। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
১৯| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৫
শ্যামল জাহির বলেছেন: চমৎকার অপেরা হাউস-এর ছবি দেখে মুগ্ধ!
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
ঢাকাবাসী বলেছেন: কষ্ট করে পড়া আর দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
ঢাকাবাসী বলেছেন: কষ্ট করে পড়া আর দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।
২০| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯
ধূর্ত উঁই বলেছেন: চমৎকার অপেরা হাউস-এর ছবি দেখে মুগ্ধ! দারুণ পোস্ট
১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
ঢাকাবাসী বলেছেন: মন্তব্যে খুশি আর কৃতজ্ঞ । আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২১| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
আরজু পনি বলেছেন:
আহা কী নয়নাভিরাম !
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
ঢাকাবাসী বলেছেন: সত্যিই তাই। পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
বাংলাদেশী দালাল বলেছেন:
বেশ কয়েকটা পোস্ট মিস করেছি।
অনেক সুন্দর পোস্ট প্রিয় ঢাকা বাসী। জার্মানের গুলাই বেশি ভালো লাগল।
১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৭
ঢাকাবাসী বলেছেন: হ্যালো, সময় পেলে পড়ে নিতে পারেন। আপনার আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
এহসান সাবির বলেছেন: দারুন...