নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

দুনিয়ার সবচাইতে সুন্দর দশখান মন্দির

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭





আসেন দুনিয়ার সবচাইতে সুন্দর মন্দিরগুলোর ছবি দেখি। প্রথমে



১. ওয়াত রঙ খুন, থাইল্যান্ড। উপরে প্রথমেই ওটার ছবি দেখলেন। এটা পুরোটাই সাদা যা পবিত্রতার প্রতীক। এর পর নীচে দেখুন



২. এঙকর ওয়াত, কাম্বোডিয়া।







কাম্বোডিয়াতে খেমার সভ্যতার সময় বানানো। স্হাপত্যের জগতে এটা একটা অসাধারন সৃস্টি।



৩. স্বর্ণ মন্দির, পান্জাব, ভারত।







১৬শ শতাব্দীতে তৈরী এই মন্দিরটি একটা কৃত্রিম দ্বীপে অবস্হিত। ভেতরে 'গ্রন্হসাহিব' নামক শিখদের ধর্ম গ্রন্হটি রাখা আছে।



৪. প্রমবানন, ইন্দোনেশিয়া। এটা দশম শতাব্দীতে বানানো। জাভাতে হিন্দু ধর্মের বিজয়ের প্রতীক। ছবি নীচে:







৫. শ্রী রঙ্গনাথনস্বামি মন্দির, ভারত। ভগবান বিশ্নুর মন্দির, বিশ্নুর আরেক রূপ রঙ্গনাথন। ১৫৬ একর ভুমির উপর এই মন্দিরটি। ছবি নীচে:







৬. শেডাগোন প‌্যাগোডা, ইয়াঙ্গুন, মায়ানমার।





মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের কনডাওয়েগ্গি লেকের পাশে অবস্হিত বৌদ্ধ মন্দির। এটা নয় টন সোনা দিয়ে মোড়ানো আর এটাতে ভগবান বৌদ্ধের আট খানা চুল আছে বলে কথিত আছে।



৭. টাইগার নেষ্ট মনেস্ট্রি, ভূটান।





বৌদ্ধ ধর্মের কথিত দ্বিতীয় বুদ্ধ গুরু বিনপোশে এখানে ধ্যান করতেন। মন্দিরটি হিমালয়ে অবস্হিত আর গুরু বিনপোশে বাঘে পিঠে চড়ে আসেন আর এখানে ধ্যান করেন। কি ডেন্জারাস জায়গায় গেছেন ধ্যান করতে!!



৮. বড়বুদুর, ইন্দোনেশিয়া।





পদ্ম ফুলের মতো এই বৌদ্ধ মন্দিরটি এক হাজার বছর আগে হারিয়ে গেছিল। ১৮১৪ সালে আবার খুজে পাওয়া যায়। এখানে ৫০৪ টা বৌদ্ধের মুর্তি আছে।

এটাই দুনিয়ার সবচাইতে পুরোনো আর বড় বৌদ্ধ মন্দির।



৯. টেম্পল অফ হেভেন, চীন।





প্রায় পাঁচশ বছর আগে মিঙ ডাইনাষ্টির সময় এটা তৈরী করা হয়। ২৭ লাখ বর্গ মিটার জায়গাতে এই চমৎকার মন্দিরটি অবস্হিত।



১০. জেতাবনরামায়া, শ্রীলংকা:







শ্রীলংকার অনুরাধাপুরে অবস্হিত এই বিশাল বৌদ্ধ মন্দিরটি।



সুত্র: Click This Link

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৭

আমি রুবেল বলেছেন: অসাধারণ!!! এবার ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, বিশাল এবং সুন্দর চার্চ আর মসজিদ নিয়ে একটা পোস্ট দিন প্লীজ.......................।

২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৮

ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই দেব।

২| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৫০

আমি রুবেল বলেছেন: সামু মন্তব্যে ভাল লাগা বোতাম যোগ করেছে আর ভাল লাগা বোতামে টিপ দিলে অন্তহীন সময়ের জন্য অপেক্ষা করিয়ে রাখছে :(

২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৯

ঢাকাবাসী বলেছেন: সফটওয়ারে সমস্যা আছে মনে হয়। ধন্যবাদ।

৩| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৫

মামুন রশিদ বলেছেন: চমৎকার সব মন্দিরের ছবি দেখলাম । সুন্দর পোস্টে ভালোলাগা ।

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

৪| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

টয়ম্যান বলেছেন: বাহ দারুন ছবি

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

ঢাকাবাসী বলেছেন: আমার ব্লগে স্বাগতম আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।

৫| ২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০

সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। গুড জব।

২২ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব সব স্থাপনা ...।।
পোস্ট ভাল লেগেছে :)

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

ঢাকাবাসী বলেছেন: আপনার ভাল লাগাতেই আমার লেখার সার্থকতা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: মনোরম সব স্থাপনা চোখ জুড়িয়ে গেল। :) ধন্যবাদ ঢাকাবাসী । :)

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

ঢাকাবাসী বলেছেন: হ্যালো কবি, পড়ে মন্তব্য করলেন সেজন্য কৃতজ্ঞতা আর অনেক অনেক ধন্যবাদ।

৮| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

এস এম কায়েস বলেছেন: স্থাপনাগুলো থেকে চোখ ফেরানো যায় না। :-B :-B :-B

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

ঢাকাবাসী বলেছেন: সত্যি তাই। পড়েছেন সেজন্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৯| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

গোর্কি বলেছেন:
দেখা হয় নাই চক্ষু মেলিয়া; ঘর হইতে দুই পা ফেলিয়া। দুই নয়ন ভরিয়া দেখিলাম।

সুন্দর পোস্টে +++++

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

ঢাকাবাসী বলেছেন: হ্যালো গোর্কি, দেখিনি অনেক দিন। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

১০| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ওরে! এই প্রতিটা জায়গায় যাবার ইচ্ছা আছে। বিশেষ করে অ্যাঙ্করওয়াট, স্বর্ণমন্দির, বিষ্ণুমন্দির।

থ্যাঙ্কুভাই। প্রিয়তালিকায় রইল।

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

ঢাকাবাসী বলেছেন: আমার কৃতজ্ঞতা রইলো। আর রইলো আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ ঘুরে আসুন। এগুলোর অনেকগুলোই আমার দেখা। দেখুন ভাল লাগবে।

১১| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। দিনাজপুরের কান্তাজীর মন্দিরও অনেক সুন্দর।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

ঢাকাবাসী বলেছেন: কান্তাজীর মন্দির সত্যিই সুন্দর। তবে দুঃখজনক হলোএদেশের অপদার্থ সরকারী অফিসারদের অযোগ্যতা, অকর্মন্যতা আর দুর্নীতির কারনে এধরনের অনেক সুন্দর নিদর্শন হারিয়ে যাচ্ছে! আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

১২| ২২ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

শ্যামল জাহির বলেছেন: আপনার আর সব পোস্টের মতই চমৎকার!
ভাল লাগা জানবেন ঢাকাবাসী।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার পোস্ট। কয়েক দিন আগে ওয়াত রঙ খুন, থাইল্যান্ড ঘুরে এসেছি।ওটা হোয়াইট ক্যাসেল নামেও পরিচিত।ওখানেই আরেকটা গোল্ডেন টেম্পল আছে যা দ্বিতীয় বা তৃতীয় স্থান পেতে পারে।আমি নিশ্চিত,আমার ছবিটা পোস্টের ছবিটার চেয়েও সুন্দর।
হোয়াইট ক্যাসেল,থাইল্যান্ড।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২

ঢাকাবাসী বলেছেন: আপনার মন্তব্য পড়েই ঘুরে আসলুম আপনার সেই অসাধারণ পোষ্টটি। চমৎকার লাগল, নিঃসন্দেহে আমার এগুলোর চাইতে সুন্দর। আপনার ও বিষয়ে আগ্রহ প্রসংসনীয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৩

শোয়াইব আহামাদ বলেছেন: ভাল লাগল। স্বর্ণ মন্দির নিয়ে আরও কিছু লিখবেন আশা করি।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

ঢাকাবাসী বলেছেন: যখন বললেন তখন লেখার চেষ্টাতো অবশ্যই করব। আমার ব্লগে আসার জন্য পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার।
আমার কাছে ভূট্টানেরটা সবচে বেশি সুন্দর লাগসে ||

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

ঢাকাবাসী বলেছেন: ভুটানেরটা অবশ্যই সুন্দর। পড়ার জন্য আর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ মুন।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: পোস্টে ভালোলাগা :)

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৬

ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

জুন বলেছেন: ১,৫,৭,৯ মন্দিরগুলো দেখেছি ঢাকাবাসী। আমার স্বামী এগুলো ছাড়াও ২ নং এংকরভাট মন্দিরও দেখেছে। আমাকে সেটা দেখানোর জন্য অনেক দিন অনেক বার প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারেনি :(
সুন্দর কালেকশন :)
+

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১০

ঢাকাবাসী বলেছেন: আপনাদের উঁচুমানের রুচিবোধের প্রসংসা করছি। কয়েকটা আম্মো দেখেছিলুম। আপনিও বাকীগুলো একসময় দেখবেন, জানি। পড়ার জন্য আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: উত্তম +।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, প্রসংসার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার পোস্ট +++

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১২

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, পড়ার জন্য আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ। ।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২১

এহসান সাবির বলেছেন: দারুন সব ছবি.......!!!
+++++++++

২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

ঢাকাবাসী বলেছেন: পড়া আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.