নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঢাকার বাসিন্দা- মানুষকে ভালবাসি আর ভালবাসি প্রকৃতিকে

ঢাকাবাসী

প্রকৃতিকে ভালবাসি।

ঢাকাবাসী › বিস্তারিত পোস্টঃ

আজিব ব্যাপার! অদ্ভুত কিছু নিয়ম!

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮



ল অফ মেকানিকাল রিপেয়ার: আপনি মেকানিকাল কাজ করার সময় যখন আপনার হাত কালি ঝুলি গ্রীজ দিয়ে মাখামাখি ঠিক তখনি আপনার নাক চুলকাবে বা আপনাকে বাথরুম যেতে হবে।



ল অফ গ্র্যাভিটি: হাত থেকে একটা স্ক্রু, নাট, বোল্ট বা স্ক্রু ড্রাইভার পড়ে গেলে সেটা রুমের সবচাইতে দুর্গম জায়গাতে হয়ত আলমারির নীচেই চলে যাবে।



ল অফ রেনডম নামবার: যদি আপনি ভুল নম্বরে ডায়াল করেন তাহলে কখনোই আপনা বিজি টোন পাবেন না,কেউ না কেউ উত্তর দিবেই!



ল অফ এলিবাই: আপনি যদি অফিসে বসকে বলেন যে আপনার গাড়ীর চাকা পাংচার হওয়াতে আপনি দেরীতে এসেছেন তাহলে পরদিন আপনার গাড়ীর চাকা নির্ঘাৎ পাংচার হবে।



ভেরিয়েশন ল: আপনি যদি লাইন পরিবর্তন করেন, টাকা তুলতে ব্যাংকে বা টিকিট কাটতে কমলাপুরে বা রোডে গাড়ূী চালাবার সময়, তাহলে যে লাইনটা আপনি ছেড়ে এসেছেন সেটা নির্ঘাৎ আপনার এখনকারটার চাইতে আগে যাবে!



ল অফ বাথ: গোসলখানায় ঢুকবার পর যখন আপনার সারা গা ভেজা ঠিক তখনই আপনার টেলিফোন বাজবে!



ল অফ ক্লোজ এনকাউন্টার: আপনি আপনার ২০ বছর আগের বান্ধবীকে নিয়ে বেড়াতে গেছেন রেস্তোরাতে আর নিশ্চই আপনি চাইবেন না আপনার গিন্নী দেখুক। ব্যাস আপনাকে আপনার গিন্নী দেখতে পাওয়ার চান্স ৭০% বেড়ে যাবে!



ল অফ রেজাল্ট: কাউকে দেখাতে চাইছেন যে মেশিনটা কাজ করেনা, স্টার্ট দিলেন তো দেখবেন ঠিক তখনই ওটা কাজ করছে!



ল অফ বায়োমেকানিকস: আপনার শরীরের যে জায়গাটা হাত থেকে বেশি দুরে সে জায়গাতেই বেশী চুলকাবে!



ল অফ এরাইভাল: নাটক দেখতে বসেছেন, যার সিটটা সবচাইতে ভিতরে সবচাইতে দূরে সে'ই সবচাইতে শেষে আসবে।



স্টার বাকস ল: আপনি যখনি একটা চায়ের কাপ নিয়ে আয়েশ করে চা খেতে বসলেন তখনি আপনার বস একটা কাজ দিবে, আর সেটা শেষ হতে হতে চা ঠান্ডা কুলফি!



মরফী'স ল অফ লকার: লকার রুমে মাত্র দুজন লোক থাকলে তাদের লকার দুটো পাশাপাশিই হবে!



ল অফ ফিজিকাল সারফেসেস: জ্যাম মাখানো স্যান্ডউইচটা পড়ে গেলে তার জ্যামের দিকটাই নীচে আগে পড়বে, কার্পেটটা বা ফ্লোরটা ময়লা করে দিয়ে। ।



ব্রাউন'স ল অফ ফিজিকাল এপিয়ারেন্স: আপনার যে কাপড়টা সবচাইতে সুন্দর ফিট করেছে সেটা সবচাইতে বাজে কুৎসিত কাপড়।



উইলসন'স ল অফ কমার্শিয়াল মার্কেটিং স্ট্যাটেজী: আপনি যখনি কোন প্রোডাক্ট পছন্দ করতে শুরু করলেন তখন থেকে এটা কোম্পানী বানানোই বন্ধ করে দিবে!



ডকটর'স ল: আপনার শরীরটা ভাল লাগছেনা, আপনি ডাক্তারের সাথে একটা এপয়েন্টমেন্ট করলেন। যতক্ষনে আপনি যাবার জন্য তৈরী হলেন ততক্ষনে আপনার ভাল লাগতে শুরু করেছে, আপনি সুস্হ । এপয়েন্টমেন্ট না করেন দেখবেন আপনি আরো অসুস্হ হচ্ছেন!



ল অফ প্রোবাবিলিটি: চারটে আলমারির চারটে চাবি সবগুলোই দেখতে প্রায় একরকম । প্রতিটাতে একটা করে লাগে। আপনি যখনই কোন আলমারী খুলতে যাবেন প্রথমবারে জীবনেও সঠিক চাবী লাগবেনা। তিন নম্বর বা চার নম্বরে গিয়ে রাইট হবে!



পুনশ্চ: উপরের 'ল' গুলো কোন স্ব্বতঃসিদ্ধ প্রতিষ্ঠিত স্বীকৃত তত্ব নয়!





মন্তব্য ৬২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: এগুলোকর একত্রে মার্ফি'স ল বলে না?

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

ঢাকাবাসী বলেছেন: ঠিক ধরেছেন, অধিকাংশই তাই তবে বাইরেরও কিছু আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে হাসান মাহবুব।

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: পোস্ট ভালা পাইছি। প্লাস দিয়া গেলাম।
পাশাপাশি প্রিয়তে। :)

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস এত! অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা। ভাল থাকুন।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

নারিকেল-জিন্জিরা বলেছেন: ল অফ এইম: যখন আপনি চাইবেন কোন কিছু ছুড়ে ময়লার বিনয়ে ফেলবেন তখনই দেখবেন যতই মাপ ঝোক করে ছুড়েন না কেন সেটা বিনে গিয়ে না পরে বাহিরেই পরবে।
(এইটা আমার সবচেয়ে বেশি হয় )

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

ঢাকাবাসী বলেছেন: এবসলিউটলি রাইট! সুন্দর পয়েন্ট যোগ করার জন্য আর পড়ে মন্তব্য দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

মামুন রশিদ বলেছেন: দারুণ! প্রায় সবগুলোই মিলে যায় । খুব মজা পেলাম :)

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

বেকার সব ০০৭ বলেছেন: ল অফ মেকানিকাল রিপেয়ার: আপনি মেকানিকাল কাজ করার সময় যখন আপনার হাত কালি ঝুলি গ্রীজ দিয়ে মাখামাখি ঠিক তখনি আপনার নাক চুলকাবে বা আপনাকে বাথরুম যেতে হবে।

এটা বেশি হয়ে থাকে, ব্যাপক মজা পাইলাম পোস্টে+++++++++++++++

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

ঢাকাবাসী বলেছেন: পড়ে চমৎকার আন্তরিক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: মজার যত ল

ভালো লাগলো ভাই

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০১

ঢাকাবাসী বলেছেন: আপনার আগমনটাও খুউব ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭

বাংলাদেশী দালাল বলেছেন:
ব্যাস্ট ফিট অন মি -
ভেরিয়েশন ল: আপনি যদি লাইন পরিবর্তন করেন, টাকা তুলতে ব্যাংকে বা টিকিট কাটতে কমলাপুরে বা রোডে গাড়ূী চালাবার সময়, তাহলে যে লাইনটা আপনি ছেড়ে এসেছেন সেটা নির্ঘাৎ আপনার এখনকারটার চাইতে আগে যাবে!

দারুন পোস্ট ++++++++++++

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো, বেশ কিছু কাল পরে পেলুম আপনাকে। স্ব্বাগতম আর অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

গৃহ বন্দিনী বলেছেন: পুনশ্চ: উপরের 'ল' গুলো কোন স্ব্বতঃসিদ্ধ প্রতিষ্ঠিত স্বীকৃত তত্ব নয়!

আফসুস । /:)


আমার সাথে আরেকটা বিষয় ঘটে "ভাত খাইতে বসলে বাম হাত চুলকাবে । এমনি চুল্কান শুরু হয় যে আরেকজনের হেল্প নেয়া ছাড়া গতি থাকে না"
এইটারে কি টাইপের 'ল' বলা যায় , বলেন তো?

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো আমার ব্লগে সু-স্বাগতম। ভাত খাওয়াটাকে যদি শরীর রিপেয়ারের সাথে তূলনা করি তাহলে ল অফ মেকানিকাল রিপেয়ারের সাথে মিলে নাকি? পড়া আর আন্তরিক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

মহামহোপাধ্যায় বলেছেন: কিছু কিছু ল আমার ক্ষেত্রে খুব ভীষণ করে খাটে। বিশেষ করে "ভেরিয়েশন ল" :(

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩২

ঢাকাবাসী বলেছেন: তাই নাকি, তাহলে আপনি স্বাভাবিক। স্বাগতম আপনাকে আর কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩

বশর সিদ্দিকী বলেছেন: ভেরিয়েশন ল আর ল অফ বাথ আমার বেলায় খুব কাজ করে। :(

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৩

ঢাকাবাসী বলেছেন: কি চমৎকার, তাহলে এই ল গুলো বাকোয়াস নয়! আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ল পড়ে মজা পেলাম। নিজেকে ল ইয়ার মনে হচ্ছে। পোস্টে ভাল লাগা +

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৫

ঢাকাবাসী বলেছেন: হ্যালো কবি, মজা পেলেন তাতে আমার লেখা সার্থক। কবি ল ইয়ার ভালই! ধন্যবাদ নিন।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। সবগুলোই কারো না কারো ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। তবে আমার ক্ষেত্রে ১০০ভাগ প্রযোজ্য হচ্ছে: ল অফ বাথ
ভাল থাকবেন।

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬

ঢাকাবাসী বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন সুমন কর। ভাল থাকা বেশ কঠিন।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহা
কয়েকটা আমার সাথে খুব মিলছে :)

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭

ঢাকাবাসী বলেছেন: যাক খুশি হলুম এগুলো ফালতু না। পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৮

খেয়া ঘাট বলেছেন: Anything that can go wrong, will go wrong".-Murphy's law

ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৮

ঢাকাবাসী বলেছেন: সবগুলোই কারো না কারো সাথে মিলে! ধন্যবাদ সুলেখক।

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: 'ল' গুলো কোন স্ব্বতঃসিদ্ধ প্রতিষ্ঠিত স্বীকৃত তত্ব নয় তবে এর চেয়ে বড় অঘোষিত সত্য আর কিছু হতে পারেনা!

৩০ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯

ঢাকাবাসী বলেছেন: খুব সুন্দর বলেছেন, ভালো লাগল। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

এহসান সাবির বলেছেন: আমার তো প্রায় সব খাটে....

++++++

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ঢাকাবাসী বলেছেন: ওমা তাই নাকি? খুশী হলুম ভাই। আর ব্লগে এসে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

মনসুর-উল-হাকিম বলেছেন: ল-অফ-সেলফোন: যে বারই ভুল করে সেলফোন অন থাকা অবস্থায় মসজিদে জামাতে নামাজে দাড়াবো, সেইবারই রিং আসবে।
আমি সাধারণত সেলফোন নিয়ে মসজিদে যাই না| তবে তিন বার ভুল করে নিয়েছি বা মিউট করতে ভুলে গেছি, তখনই নামাজের মধ্যে কল আসলো। কি বিব্রতকর অবস্থা।

শুভেচ্ছান্তে ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

ঢাকাবাসী বলেছেন: একেবারে যা তা অবস্হা হয়। নতুন অভিজ্ঞতা শেয়ার করা আর ব্লগে পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

সত্যচারী বলেছেন: ল' অফ সানি লিওন : কোন মুভি দেখার মাঝে মুরুব্বি গোছের কেউ এসে পড়লে যতই মনে মনে চান যে কোন উদ্ভট দৃশ্যের অবতারনা না হোক, কিন্তু সেটা হবেই।

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ঢাকাবাসী বলেছেন: উহ দারুণ বিব্রতকর অবস্হা হয়! তবে আজকাল মুরুব্বিরা কিভাবে যেন এডজাষ্ট করে নেন, দ্রুত কেটে পড়েন। পড়া আর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা আর ধন্যবাদ।

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

আখাউরা পূলা বলেছেন: আরেকটা ল থাকা উচিৎ ছিল,
"খুব প্রয়োজনের সময় হলে দরকারি জিনিসটি কখনই পাউয়া যাবে না"

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে সঠিক বলেছেন। পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: মজার ব্যাপারতো দেখি

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ঢাকাবাসী বলেছেন: মজা পেয়েছেন জেনে খুশি হলুম। পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন:



যে রাতে সিগারেটের নেশা প্রবল ঠিক ওই রাতেই সিগারেট থাকবেনা বা ম্যাচ থাকবেনা।

আমার সাথে এমন হয়। :( :( :(

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০

ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। আর হ্যাঁ সিগারেটটা ছেড়ে দিন এক্ষুনি। আই মীন ইট। ধন্যবাদ কা.অ., ভাল থাকবেন।

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

শ্যামল জাহির বলেছেন: স্বীকৃত তত্ব না হলেও; এমন ঘটনা গুলো ঘটছে প্রায়! আমার প্রায়ই ঘটে! হাহাহাহাহ্!

বরাবরের মতই ভাল লাগা প্রিয় ঢাকাবাসী।।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

ঢাকাবাসী বলেছেন: হ্যালো মনোমুগ্ধকর কথাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ শ্যামল জাহির। ভাল থাকবেন সব সময়।

২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৬

লিন্‌কিন পার্ক বলেছেন:

যেদিন গেটের চাবি নিয়ে বের হই সেদিন গেট খোলা থাকে । কিন্তু যেদিন চাবি নেই না সেদিন গেট বন্ধ থাকে ! এইটা কোন ল'তে পড়বে /:)

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪

ঢাকাবাসী বলেছেন: হা হা হা, 'নাইটগেট কী ল' তে চলবে ? পড়ে চমৎকার ভাবে অংশ নিয়ে নিজ আইডিয়া শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ লী. পা.।

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭

মশিকুর বলেছেন:
একবার আমার মনিটর(টিভির মত গুলা) চলে না। চারতলা থেকে নামাইয়া দোকানে নিয়া গেলাম। চেক করতে গিয়া দেখি, ঝকঝকে আর নিখুঁত ছবি!!! ব্যাটা কইল কি সমস্যা?? কেন আনছেন??? "ল অফ টিভি টাইপ মনিটর"

আরেকবার! পিচ্ছি ভাইগ্নারে কম্পিউটার কিনে দিসি। ছয়/সাত মাস ভালই গেইম/টেইম খেলল। তারপর চলে না। ফোন কইরা আমারে অস্থির। একসপ্তাহ পর অনেক কষ্টে সময় বের করে গেলাম। বিশ্বাস করবেন!!! জাস্ট গিয়ে একটিপ দিসি(কসম), আবারো ঝকঝকে আর নিখুঁত ছবি!!! "ল অফ দূর সম্পর্কের কম্পিউটার"

তাই পুনশ্চরে লাথি দিয়া বিদায় করতে পারেন। আমি জলন্ত সাক্ষী। ভালা থাইকেন।।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার বলেছেন, ভারি ভাল লাগল আপনার এই সুন্দর অভিজ্ঞতাটুকু শেয়ার করার ভাষা আর ভঙ্গিমাটি। এভাবে অংশ নেয়ার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ। ভাল থাকবেন মশিকুর।

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

আছিফুর রহমান বলেছেন: ল অব ডাউনলোড: নেট থিকা কোন কিছুর ডাউনলোড ৯৫%। এরপর ডাউনলোড এরর।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

ঢাকাবাসী বলেছেন: ভারি মজার আবিষ্কার তো! অভিজ্ঞতা শেয়ার করার জন্য আর পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন আছিফুর রহমান।

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: বাহ, অনেক বেশী ভালো লাগলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১২

ঢাকাবাসী বলেছেন: আপনার আগমন শুভ হউক। আপনার ভাল লাগাতে আমার লেখার সার্থকতা। ধন্যবাদ আপনাকে।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

কসমিক- ট্রাভেলার বলেছেন:








মশা কানের কাছেই শুধু বেশী ঘিন ঘিন করে,
কিন্তু বাস্তবতা হচ্ছে মশা অন্যান্য অঙ্গের যায়গায়ও ঘিনঘিন করে কিন্তু
সেখানে কান নেই তাই আমরা এতটা অনুভব করিনা।

যাইহোক আপনার আজিব আর অদ্ভুত রিজুভিনেশনের জন্যে ধন্যবাদ।


কখোনো কখোনো প্রকৃতি উত্তম প্রতিদান দেয় আবার সময়মতো নির্মম ! প্রতিশোধও নেয়।




শুভেচ্ছা সতত।





০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

ঢাকাবাসী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।

২৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:০৮

বোধহীন স্বপ্ন বলেছেন: নিয়মগুলা স্বতঃসিদ্ধ না হলেও এগুলো সঠিক।

আমাদের ভার্সিটি'র বাস সম্পর্কে এরকম একটা ল' আছে, "যেদিন সময়মত ভার্সিটি যাওয়া জরূরী, সেদিনই বাস নষ্ট হবে"

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: ভারি মজার বাট সঠিক একটা উদাহরণ সহ 'ল' বোঝানোর জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

২৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫

নীল ভোমরা বলেছেন: মজাক পাইলাম!

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩

ঢাকাবাসী বলেছেন: আম্মো খুশী হলুম। আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩০| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০

টুং টাং বলেছেন: ল পোস্ট

অনেক মিল আছে।
ভালো লাগল।

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৯

ঢাকাবাসী বলেছেন: কার সাথে মিল বুঝলুমনা! পড়ার জন্য আর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

আমি অথবা অন্য কেউ বলেছেন: দারুন।++

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.