![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনকার যারা তরুণ তারা অনেকেই পন্চাশ বা ততোধিক বছর আগের কিছু ব্যাবহার্য জিনিস দেখেননি, এখানে দেখুন আর পাশাপাশি আধুনিক যুগের ঐ জিনিসগুলো দেখুন, ভাল লাগবে। অনেকে পুরোনোগুলো ব্যাবহার করেছেন, আমি কয়েকটা ব্যাবহার করেছি।
ব্লেন্ডার।
এলার্ম ঘড়ি।
বাইসাইকেল।
বই।
ক্যালকুলেটর।
ক্যামেরা।
গাড়ি।
কম্পিউটার।
ডাটা স্টোরেজ।
ফ্যান।
ফ্রীজ।
হস্তচালিত করাত।
আইসক্রীম মেকার, আইসক্রীম বানানোর মেশিন।
লন মোয়ার, ঘাসকাটা মেশিন।
মই বা চঙ্গা।
টোস্টার
কলম।
রেডিও।
রেজর।
চশমা।
সুইম স্যুট।
টিভি রিমোট।
টিভি।
টুলস।
কোনটা কত সালের সেটা দিতে পারলে ভাল হত সেটা বলা নেই তাই দিতে পারিনি আর বর্ণনা দিলুম না, বাহুল্য মনে হতে পারে।
ধন্যবাদ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: সেকাল একালের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের তুলনামূলক পার্থক্য ছবির মাধ্যমে প্রকাশ ভালো হয়েছে ঢাকাবাসী। সেকালের বেশ কয়েকটা জিনিসই আমি ব্যবহার করেছি।
অনেক ভালো লাগলো। প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে কত কিছুই হারিয়ে যাচ্ছে। তবে সুখের ব্যাপার হল, এটা নিয়ে আমাদের মধ্যে কোন আফসোস নেই। কারণ আমরা আরও উন্নত প্রযুক্তি পাচ্ছি। নিরন্তর শুভ কামনা রইলো ঢাকাবাসী।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৫
ঢাকাবাসী বলেছেন: প্রচুর জ্ঞানগর্ভ আর উৎসাহব্যান্জক কথাগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনিঃশেষ ভালো লাগা।
আসলে পরিবর্তনঈ সময়ের চাহিদা।
ভালো থাকবেন ঢাকাবাসী আমি কিন্তু খুলনাবাসী (প্রাক্তন)
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই পরিবর্তনটা তো সময়ের চাহিদা। নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। খুলনাবাসী তো কি, এযুগে জিউগ্রাফিক দুরত্বটা কোনো ব্যাপারই না। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৬
প্রবাসী পাঠক বলেছেন: পোস্ট ভালো লাগল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৩
জাফরুল মবীন বলেছেন: অসাধারণ পোস্ট!
বেশ ভাল লাগল
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬
রাঘব বোয়াল বলেছেন: খুবি মারদাঙ্গা একখানা পোস্ট
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯
ঢাকাবাসী বলেছেন: হা হা হা মারদাঙ্গা! পড়ে বেশ আনন্দ পেলুম আর খুশী হলুম। ধন্যবাদ আপনাকে।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮
সুফিয়া বলেছেন: ভালো লাগল। অনেক শ্রমসাধ্য একটি পোস্ট।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১
ঢাকাবাসী বলেছেন: হে হে হে কি যে বলেন! কপি পেস্ট করেছি মাত্র। পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬
যোগী বলেছেন:
বিজ্ঞানীরা দিন রাত কাজ করে যাচ্ছে জীবন কে আরো বেশি সহজ করতে। একটা ভালো মানের এ্যাসিসটেন্ট রোবোট তৈরী করতে পারলে অনেক ভালো হোত।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। এই পেশার লোকেরা বড় ভাল হয়। মানুষের উপকারের জন্যই ওরা কাজ করে আমাদের জীবনকে আরো সহজ আরামদায়ক করার জন্য। রোবট তৈরী করতে আমাদের ভার্সিটির ছেলেরাই পারে, দরকার একটু সুযোগ সুবিধা স্পন্সর, যার বড্ড অভাব এদেশে।
পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে যোগী।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫
আবু শাকিল বলেছেন: ভাল লাগার পোষ্ট ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে জেনে ভালো লাগল্, ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কালেকশন ! দেখে খুব ভাল লাগল । +++++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
ঢাকাবাসী বলেছেন: পড়া আবার প্লাস! খুশি হলুম আর আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
নতুন টেকনোলোজী কি বেদ, ট্রিপিটক, তোরাহ, বাইবেল বা কুরান থেকে আসছে?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯
ঢাকাবাসী বলেছেন: কোথা থেকে আসছে সেইটা তো আমার জানা নেই ভাই, তবে মানুষ ওগুলো বানিয়েছে। সেটা জানি, আর মানুষ বানায় প্রয়োজনের খাতিরেই! অনেক ধন্যবাদ আপনাকে।
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০
এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত !
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫
ঢাকাবাসী বলেছেন: আপনাকেও শুভ বসন্ত, ধন্যবাদ আর শুভেচ্ছা।
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
আমরা ভোট, পেট্রোল বোমা, হরতাল, বন্দুক যুদ্ধে ব্যস্ত; ল্যাবে বসার সময় ও টাকা নেই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬
ঢাকাবাসী বলেছেন: একেবারে খাঁটি কথা বলেছেন। এদিশী রাজনীতিবিদদের মত এত বাচাল (সারাক্ষন কথা বলতে পারে) অকম্মা অযোগ্য অদক্ষ রাজনীতিবিদ (আরো অনেক গুন আছে যা লিখা যাবেনা) দুনিয়াতে আর নেই! ফলে এদের এসব গুনের কারণে বৈজ্ঞানিকরা কাজ করতে পারেনা! সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫
সুমন কর বলেছেন: সুন্দর শেয়ার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬
ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩
জুন বলেছেন: পুরনো অনেক কিছু অবসোলিট হলেও বই কিন্ত সেই প্রিয় তালিকায় রয়েই গেছে ঢাকাবাসী
অনেক অনেক তথ্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
+
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২
ঢাকাবাসী বলেছেন: বই প্রিয় বইয়ের লেখা প্রিয়, ভালবাসার বস্তু। তবে লক্ষ্য করলুম বই আর আগের মত কিনছিনে, কেন তা জানা নেই! পাঠকের বয়স আর বস্তুটির গুনগত মানের পরিবর্তন কিনা তাও বলতে পারছিনে। যাকগে, ব্লগে আসবার জন্য আন্তরিক ধন্যবাদ।
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার । +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ কবি, অনেক ধন্যবাদ।
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬
প্রবাসী ভাবুক বলেছেন: ঢাকাবাসীর পোস্ট মানেই তথ্যমূলক ও আনন্দদায়ক পোস্ট৷ এই পোস্টটি অবশ্য নস্টালজিক করে তুলেছিল কিছু সময়৷
আমি নিজেই অনেকগুলো সেকেলে জিনিসপত্র দেখার ও কিছু ব্যবহার করার সুযোগ পেয়েছি৷
আমার বয়স খুব বেশি না হলেও বাল্যকাল ও কৈশর গ্রামে কাটানোর ফলে অনেক সেকেলে জিনিসের সাথেই পরিচয় হয়েছে৷ এরপর শহরে এবং পরবর্তীতে প্রবাসে কাটানোর ফলে প্রায় ভুলেই গিয়েছিলাম৷
আবার মনে করিয়ে দিলেন৷ ধন্যবাদ আপনাকে৷
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪
ঢাকাবাসী বলেছেন: যাক ক্ষনিকের জন্য হলেও নস্টালজিক হয়েছেন, তাতেই আমি সার্থক। ধন্যবাদ আপনাকে।
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫
দীপান্বিতা বলেছেন: কত উন্নতি হয়েছে...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯
ঢাকাবাসী বলেছেন: নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। বিজ্ঞানীরা আমাদের জীবনকে কত আরামদায়ক করেছেন। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫
জেরিফ বলেছেন: দারুণ লেগেছে আমরা কত না পরিবর্তন হচ্ছি ।
ঢাকা বাসীরাও পরিবর্তন হচ্ছে সময়ের ক্ষণে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩
ঢাকাবাসী বলেছেন: একদম ঠিক, পরিবর্তন হচ্ছে হতে থাকবে এটাই নিয়ম। হ্যাঁ ঢাকাবাসীরাও পরিবর্তিত হচ্ছি বটেই। আমাদের ভাষা সংস্কৃতি জীবনযাত্রা সবকিছুর কত পরিবর্তন! অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২০| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪২
আরজু পনি বলেছেন:
একদম প্রথমেই খুর দেখে ভয় পাইছি
বাচ্চার মাথার চুল সাইজ করতে কখনো কখনো বাচ্চাকে নিয়ে আমিই যাই সেলুনে। যখন খুর চালায় সত্যিই আমি চোখের পাতা ফেলতে পারিনা ভয়ে !
কলমটা কোন ব্র্যান্ডের ঠিকমতো বুঝতে পারছি না একটা লেটারের কারণে । আর হ্যান্ড ফ্যানটা আমার খুব পছন্দ হয়েছে। পেলে অন্তত দাম জিজ্ঞেস করবো...নাগালের মধ্যে থাকলে কিনেই ফেলবো।
বই হিসেবে ট্যাব আসলেই বেশ কাজের।
সুন্দর শেয়ার ঢাকাবাসী।
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২০
ঢাকাবাসী বলেছেন: কলমটার নাম আম্মো পড়তে পারিনি, খুঁজেও পাইনি। হ্যাঁ খুর আমারও ভয় করে, খুর দিয়ে মারামারি দেখেছি পন্চাশ ষাটের দশকে।
আপনার শেষ লাইনটা ইম্পরট্যান্ট, বই হিসেবে ট্যাব..। বাস্তবে বিজ্ঞানের উন্নতির মুল কারনটাই হচ্ছে জীবনটাকে আরো আরামদায়ক আরো সহজ করা। নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন।
সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।
২১| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৮
ইমরান আশফাক বলেছেন: ভালো লাগলো।
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২০
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্ট। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮
নিলু বলেছেন: ভালো পোস্ট , দিতে থাকুন