![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই দুনিয়াতে বাথরুমের কমোড যে কত দামের হতে পারে তা অনেকে ভাবতেও পারেননা হয়ত!
আসেন দিশীটা দিয়েই শুরু করি যেটা মনে হয় দুনিয়াতে সবচাইতে কম দামী কমোড, শ'খানেক ডলারেই ($১০০) পাবেন, বাংলাদেশের দেশের যে কোন জায়গাতেই!
এরপর দেখছেন যেটা তার দাম ৪৫০ ডলার, ইটালিয়ান জিনিস।
নীচের কমোডটা 'কোহলারের' তৈরী, দাম $১৫০০। এটা বর্জ্যকে সার বানিয়ে বাগানে পাঠিয়ে দেয়!
নীচ ছবিটার কমোড আমেরিকান, দাম প্রায় সোয়া দুলাখ টাকা!
নীচের এটাও আমেরিকান, দাম ৫৯০০ ডলার, সাড়ে চার লাখ টাকা।
এটার দাম ২৫০০ ডলার।
টো টো কোম্পানীর কমোড, দাম ৫০০০ ডলার!
নীচে দেখছেন একটা ইউরোপের কমোড, দাম প্রায় সাড়ে আটান্ন লক্ষ টাকা!!
নীচে ছবির এটার দাম শুনে ঘাবড়াবেননা, এটা দুনিয়ার বাইরে ব্যাবহৃত হয়, মানে স্পেস স্টেশনে মহাশুন্যে অভিযাত্রীরা ব্যাবহার করে। দাম?
১৯ মিলিয়ন ডলার, প্রায় পনেরো কোটি টাকা!!!!
কিন্তু দুনিয়াতেই আছে আরো দামী বাথরুম! না কমোড না এটা একটা বাথরুম।
ফিটিংসগুলো সবই ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরী।
এটা হংকংএর ব্যাপারী জনাব লাম সেই উইং সাহেবের দোকানের বাথরুম। ২০০১ সালে তিনি এটা বানান, এখনো দামের দিক দিয়ে ফার্স্ট। ওহ হো দামটাই বলা হয় নি!
আজ্ঞে এটার দাম চব্বিশ লাখ পাউন্ড!
বাংলাদেশী টাকায় আটাশ কোটি এগারো লাখ টাকা!!
বাথরুমের দাম ২৮,১১,০০,০০০.০০ টাকা!
নেন ছবি দেখেন।
সুত্র:
Click This Link
Click This Link
১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৫
ঢাকাবাসী বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
২| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইরে! এইসব দেখলে শুনলে মনে হয়- কেউ নাই
কিছু নাই!
কারো সারাজীবনের কামাই.. কারো ময়লা ফেলার ভান্ডও তারচে দামী!!!
সেইযে ছুডুকাল থেকে গল্ড শুনে আলাম- সাহেবের কুকুরের এক ঠ্যাংয়ের পিছনে যা খরচ তা পন্ডিত মশাইর সাকুল্যের জীবেনর আয়ের চেয়ে বেশি.. াখন দেখি তারচে ভয়ানক সব সত্য!!!!
হায়রে দুনিয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৬
ঢাকাবাসী বলেছেন: মাগার এটাই সত্যি, করার নেই কিছু। ধন্যবাদ সাথে থাকার জন্য।
৩| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
একটা সার বানায়, ভালো, মোটামুটি ঘরের ভেতর ফার্টিলাইজার কারখানা?
কোনটা ফুড-প্রসেসর, মানে রিসাইকেল করে আবার খাবারের প্যাকেট তৈরি করে?
১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:০০
ঢাকাবাসী বলেছেন: সারটা তো বানায় 'ঐগুলো' দিয়ে প্রসেস করে, 'ওটা' দিয়ে খাবারের প্যাকেট বানানো যাবে কিনা জানা নেই, ভবিষ্যতের কথাও জানা নেই। ধন্যবাদ আপনাকে।
৪| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
আরণ্যক রাখাল বলেছেন: আমার বাড়িরটার দাম ৮৫ লাখ পাউন্ড| বিশ্বাস হল না তো? জানতাম করবেন না তাই কাউরে কই না
১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:০২
ঢাকাবাসী বলেছেন: বিশ্বাস করবোনা কেন!
জেনে ভালো লাগলো, গর্বিত হলুম। অনেক ধন্যবাদ আপনাকে আর খুশি হলুম আবার আপনার খবরটা জেনে।
৫| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: মাথা নষ্ট কারবার! এগুলোতে বসে ক্যামনে কী করে?
সার বানানো কমোডটা আমাদের দেশে খুব বেশী বেশী দরকার। মজার পোস্ট। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ঢাকাবাসী।
১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৬
ঢাকাবাসী বলেছেন: নিউইয়র্কে একবার একটা হোটেলে এসব ব্যাবহার করেছিলুম, তফাৎটা বুঝিনি! দেশে সার বানাতে যা খরচ তাতে এটা পোষাবে বলে মনে হয়না। তবে আইডিয়াটা ভাল। আপনাকে ধন্যবাদ ।
৬| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২০
সেলিম আনোয়ার বলেছেন: দাুরুন সব কমোড দেখে ভাল লাগলো ।
১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭
ঢাকাবাসী বলেছেন: শেষের বাথরূমটা দেখেননি! আবার দেখেন, আরি উনত্রিশ কোটি টাকার ব্যাপার স্যাপার, দেখতেই হাজার টাকা লাগবে যে! ধন্যবাদ কবি।
৭| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৫
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: অস্থির..... ভাই ভারতকে কিছু দিয়ে আসেন। কারণ তাদের দেশে জনগণের বড় একটি অংশ এখনো খোলা মাঠে বর্জ নিষ্কাশন করে।
১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১০
ঢাকাবাসী বলেছেন: ভারতের কোনো কোনো প্রদেশে অর্ধেকের বেশি মানুষ খোলা জায়গাতে প্রকৃতির আহ্বানে সাড়া দিয়ে থাকে, মহিলাদের পার্সেন্টেজ আরো বেশী! ধন্যবাদ আপনাকে, সাথে থাকার জন্য।
৮| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৮
কালের সময় বলেছেন: poste ++++
peyo dhaka bassi.
fin post
১৩ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৫
ঢাকাবাসী বলেছেন: পড়া আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৯| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:২১
সুমন কর বলেছেন: হা হা হা .........চমৎকার পোস্ট।
সার বানিয়ে বাগানে পাঠিয়ে দেয়, সেটাই ভাল।
১৩ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৬
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন, ওয়াসার কাজ কমে যাবে! তবে ইকনমিকালি ভায়েবল হবেনা মনে হয়। ধন্যবাদ আপনাকে।
১০| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৫
কলমের কালি শেষ বলেছেন:
বেশ মজাদার তথ্য ।
হাক্কু করার জন্য এতো দাম !
১৩ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৮
ঢাকাবাসী বলেছেন: কি যে বলেন! একদিন ওটা না করে থাকতে পারবেন?অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:৪১
জাফরুল মবীন বলেছেন: আপনার মাথায় এত আইডিয়া কেমনে আসে ভাই!
সোনার কমোড! - অবাক হয়ে গেলাম!!
বিস্ময় ও মুগ্ধতা নিয়ে আপনার পোস্টটি দেখলাম ও পড়লাম।
অসংখ্য ধন্যবাদ অাপনাকে চমকপ্রদ বিষয়গুলো জানার সুযোগ করে দেওয়ার জন্য।
ভালো থাকবেন।
১৩ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২১
ঢাকাবাসী বলেছেন: ভাই এসবের কোনোটাই আমার লেখা না। আমি খালি অনুবাদ করে আপনাদের সামনে পেশ করি। পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১২| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৩
অর্বাচীন পথিক বলেছেন: কি বলবো বুজতে পারছি না।
সারা জীবনে জমানো টাকা নিয়ে কি বাথরুমের কমোডটে ব্যবহার করলো।
সত্যিয় খুব জানতে ইচ্ছা করছে।
অবশ্য যাদের অনেক আছে তাঁদের কথা আলাদা
১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৪
ঢাকাবাসী বলেছেন: আপনার অনুমান সঠিক নয় মনে হয়। যারা এগুলো কেনে বা ব্যাবহার করে তাদের মোট অর্থের পরিমান আমাদের অনেকের কল্পনার বাইরে। বাংলাদেশেই এরকম অনেকে আছেন তাদের আপনি আমি চিনি বৈকি! ধন্যবাদ আপনাকে। ভাল থাকা হোক।
১৩| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৬
ডি মুন বলেছেন: কমোডের যে দাম!!!!
এইজন্যই মনে হয় মানুষ ব্যতীত সবাই প্রাকৃতিক কর্ম প্রকৃতিতেই সম্পন্ন করে
১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৬
ঢাকাবাসী বলেছেন: এখনো এই উপমহাদেশের কয়েক কোটি মানুষ প্রাকৃতিক কর্ম প্রকৃতিতেই করে থাকে। সাথে থাকার জন্য ধন্যবাদ ডি মুন।
১৪| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
প্রোফেসর শঙ্কু বলেছেন: ওরেব্বাস
দারুণ পোস্ট।
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৩
ঢাকাবাসী বলেছেন: হ্যালো প্রফেসর শঙ্কু ম্যালা দিন পরে এলেন, পড়েছেন আর তার জন্য আন্তরিক ধন্যবাদ।
১৫| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩০
গোল্ডেন গ্লাইডার বলেছেন: ইন্ডিয়ার রেললাইনের পাশের কমোডগুলা এর চেয়ে বেশি ভালো
২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২৭
ঢাকাবাসী বলেছেন: হা হা হা ! এটা ঠিক রেলের দিক থেকে ভারতীয়রা আমাদের চাইতে কিন্চিৎ বেশী সভ্য আর ভদ্র। পড়া আর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৬| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৪
জুন বলেছেন: প্রথম ছবিটা দেখে আর বাথ্রুমে যাইতে ইচ্ছা করলোনা ঢাকবাসী ভাই
সুন্দর সংগ্রহ
+
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৭
ঢাকাবাসী বলেছেন: হা হা হা ! ব্যাপারটা হলো একজন মানুষের (অন্য প্রানীদের লাগেনা) বাথরূমটা অতীব গুরুত্বপুর্ণ হলেও দেশের শতকরা ৪০-৫০ ভাগ মানুষ এতে সচেতনভাবে গুরুত্ব দেয়না। গ্রামে আমার সচ্ছল কিছু আত্মীয় আছেন যাদের বাড়ীতে যাইনা গেলেও সকাল সকালই কেটে পড়ি শুধু অবাস্তব বাথরূমের কারণে!
আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
১৭| ২২ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০১
প্রবাসী ভাবুক বলেছেন: যাই বলেন আর নাই বলেন, ছোটবেলায় গভীর জঙ্গলের কোন গাছের ডালে উঠে দুই পিচ্চি বন্ধু গল্প করতে করতে প্রাকৃতিক কর্ম সম্পন্ন করার মত মজা এসব কমোডে পাওয়া যাবে না।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৯
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন, ওটাতে থ্রীল ছিল ম্যালা! পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
১৮| ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৪
কাজী রায়হান বলেছেন: এই প্রথম বুঝলাম হাগু খুব গুরুত্তপুর্ন জিনিস
২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯
ঢাকাবাসী বলেছেন: হা হা হা ! ভাল বলেছেন। ব্লগে আসার জন্য আন্তরিক ধন্যবাদ।
১৯| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৮
আরজু পনি বলেছেন:
পোস্টটা অফলাইনে দেখে দুটো বিষয় ভাবছিলাম,
বর্জ্যকে সার বানানোর বিষয়টা...ভালো লেগেছে।
আর এমন দামী বাথরুম কমোডগুলোর ফ্রেশনেস এর ব্যাপার।
এসব বাথরুমকেই ফ্রেশরুম বা রেস্টরুম বলা প্রকৃত অর্থে মানায়।
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৯
ঢাকাবাসী বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে আরজুপনি। আচ্ছা হঠাৎ করে সবগুলো নিকের ছবি একরকম হলো কিভাবে জানেন কিছু?
২০| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৬
মিজভী বাপ্পা বলেছেন: বাপরে বাপ!!!! হাগা মুতার জিনিসের এত্ত দাম হইপার পারে জানা ছিল না যাই হোক এক বার এক দোকানে কমোড দেখছিলাম। সেন্সর ওয়ালা। প্রাকৃতিক কাম সারনের পর কই যেন হালকা টাচ দিলে পানি বাহির হইব। দামও মেলা। ৩০ হাজার কয়। দাম হুইনাই তব্দা খাইয়া গেছি।
আমাগো দেশী মেইড পন্থা ভালা
++++++++++++++++
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩২
ঢাকাবাসী বলেছেন: হা হা হা সেন্সরওয়ালা কমোডের দাম ত্রিশ হাজার টাকা! ভালইতো। পুশ শাওয়ার বা বদনা লাগবোনা! দিশি কমোড খারাপ না কাম চলে। তবে ক্রাফটম্যানশিপ খারাপ, ডিজাইনে ত্রুটি আছে অনেক। অনেক ধন্যবাদ আপনাকে।
২১| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১০
সেলিম আনোয়ার বলেছেন: হাজার টাকা তো নেটের পিছনে যায়ই ।
তবে বাথরুম যে সবচেয়ে প্রয়োজনীয় রুম এতে কোন সন্দেহ নেই ।
৩০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪৮
ঢাকাবাসী বলেছেন: আরি দুনিয়াতে সবচাইতে আরামের জায়গাই তো হলো বাথরুম। গোপাল ভাড়ের গপ্পোটা মনে নেই? ইউরোপ আমেরিকার যেখানেই গেছি ওদের আর সব তো আছেই, কিন্তু বাথরুম আর ওটার ভেতরে সিস্টেম এত্তো ভাল যে শা.. ঢুকলে বেরুতে ইচ্ছে করতোনা।
ধন্যবাদ কবি।
২২| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিছু বলার নেই।
তবে আমি ভাবছি, বেশীর ভাগের ছবি দেখেই অত দামী কিছু মনে হয় না।
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৬
ঢাকাবাসী বলেছেন: ওখানেই মনে হয় ওগুলোর বিশেষত্ব, ধরার উপায় নেই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
শায়মা বলেছেন: চোরের একটু বাথরুমের গ্রিলকেটে ঢুকলেই হয়ে যাবে আর বেশি কষ্ট করতে হবেনা। শুধু বাথরুমে বসে বসেই কমোডের একটা টুকরা কেটে নিতে পারলেই অনেক লাভ তার।
১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৮
ঢাকাবাসী বলেছেন: হা হা হা দারুন বলেছেন! একানকার কেউ সে পেশায় সৌখীন হলে চেস্টা করতে পারে! ধন্যবাদ আপনাকে।
২৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৯
এম এ কাশেম বলেছেন: ভাই - দাম দেইকা শখ মিটে গেছে।
ঝোপের ধারে ভাল................
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০
ঢাকাবাসী বলেছেন: হা হা হা অগত্যা! আর তাই তো করছে দেশের ২০-৩০% মানুষ! ভারতে নাকি সংখ্যাটি আরো বেশী, সুতরাং চালিয়ে যান।
২৫| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৯
প্রামানিক বলেছেন: মজার জিনিষ। এত দামী কমোড পাইলেন কই?
২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০
ঢাকাবাসী বলেছেন: আমি নেটে পেলুম, আমার বাসায় এসবের ফটোও থাকেনা। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৬| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
ভারতীয়রা নাকি 'মাদার আর্থ' ব্রান্ড সবার চেয়ে বেশী ব্যভার করে?
২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৪
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ, ঠিক বলেছেন। বাংলাদেশে বর্তমানে ওরকম নেই, অনেক বেটার। ধন্যবাদ আপনাকে, সাথে থাকার জন্য।
২৭| ১৩ ই মে, ২০১৫ রাত ১১:০৪
কম বোঝা পাবলিক বলেছেন: ''ফিটিংসগুলো সবই ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরী'' এইটাই কি টইলেট করে নাকি অন্য কিছু !!
২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ওটাতেই টয়লেট করে, আর সেজন্যই এই খবরটা সামুতে দিলুম। পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯
আবদুর রব শরীফ বলেছেন: আজ্ঞে এটার দাম চব্বিশ লাখ পাউন্ড!
বাংলাদেশী টাকায় আটাশ কোটি এগারো লাখ টাকা!!
বাথরুমের দাম ২৮,১১,০০,০০০.০০ টাকা!
নেন ছবি দেখেন। ডোক গিলে নি তারপর.. জুম করে দেখব নে
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫
ঢাকাবাসী বলেছেন: আরি আপনে তো প্রেস্টিজ পাংকচার করে দিবেন আমার, ঐ টাকাটা বাথরুমের দাম নারে ভাই এটা খালি কমোডটার দাম, বাথরুমের দাম যোগ করলে তো ত্রিশ কোটি ফােটি হবে বটেই! দেখেন আবার। ধন্যবাদ।
২৯| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮
অাহসান শান্ত বলেছেন: এটায় হাগতেও কষ্ট লাগবে যা দাম রে ভাউ।
২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫১
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
৩০| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা দেখলাম বজ্যকে সার বানিয়ে দেয়।
সোনারটা কি বজ্যটাকে সোনা বানায়?
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
হাসান মাহবুব বলেছেন: বর্জ্যকে সার বানিয়ে বাগানে পাঠানোর ব্যাপারটা চমৎকার!