![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল ব্লগে মন্তব্য করতে গিয়ে বেশ বিরক্তিকর পরিস্হিতিতে পড়ছি মনে হয়! একটা পোস্ট মনে করুন ঐ পাতায় ৫ নম্বর লেখা। ওটাতে মন্তব্য করার পরই ওটা হারিয়ে যায়, চলে আসে এক নম্বরে। এখন মন্তব্য করার পর আবার বাকিগুলো পড়তে গিয়ে আমাকে ১ থেকে ৪ নম্বরে পোস্ট গুলো আবার দেখতে হবে! কেন বাপু ঐ পোস্টটা তার জায়গাতে থাকলে কি অসুবিধা? যতবার যে কোন পোস্টে মন্তব্য করব তত বার আমাকে আগের দেখা সবগুলো পোস্ট দেখতে হবে কেন?
তার পর শেষে এসে পাতা নম্বর থাকেনা, আমাকে ব্যাকে গিয়ে গিয়ে পাতার নম্বর লেখা পেজটা আনতে হবে! ভয়ানক বিরক্তিকর। আজকাল মন্তব্য করাটাই ছাড়ব ভাবছি!
এরপর আছে নোটিফিকেশন। উপরে ডানদিকে সবসময় ১২০ বা ১২৬ কিছু একটা সংখ্যা লেখা থাকে তার মানে অতগুলো নোটিফিকেশন আমি দেখিনি? না আসলে ঐ সংখ্যটা কিছুই বলেনা বেহুদা একটা সংখ্যা যার কোন মানেই নেই। আমি যে মন্তব্য পড়িনি বা কেউ আমার মন্তব্যের উত্তর দিয়েছেন তা বোঝাচ্ছেনা! কখনো ঐ নম্বরটায় ক্লিক করলে '০ নোটিফিকেশন' দেখাচ্ছে, এর কি মানে আছে!
সাজেশন:
১। যে কোন পোস্ট পড়ার পর আর মন্তব্য করার পর ঐ পোস্টটি ওর জায়গাতেই থাকুক।
২। যে ক'টা অন্যের মন্তব্য বা আমার মন্তব্যের প্রতিউত্তর আমি পড়িনি নোটিফিকেশনে সেগুলোর কথাই উল্লেখ থাকুক, সারা জীবনের মন্তব্যের যোগফল দেখানোর অর্থাৎ ১১৫ বা ১২০ লেখা থাকার কোন মানে নেই!
৩। মন্তব্য করার পর পাতার অবস্হান আর চেহারা আগের মতই থাকুক, অর্থাৎ শেষে এসে দেখি পাতা নং লেখা পাতাটাই নেই, তা যেন না হয়!
শ্রদ্ধেয় মডারেটরদের /এডমিনদের বোঝাতে পেরেছি কিনা আল্লাহ মালুম, কারণ আমার অত ভাল লেখার ক্ষমতাই নেই।
ধন্যবাদ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮
ঢাকাবাসী বলেছেন: আমি হয়ত বোঝাতে পারিনি, পোস্টে মন্তব্য করার পর পোস্টটি তার অবস্হান পরিবর্তন করছে কেন? ক্রমিক নং ৬ থেকে তিনি ১ এ চলে আসছেন, রিফ্রেশ টিফ্রেশ করে দেখেছি, কিসসু হয় না। আমার দেয়া মন্তব্য নিজেই পড়ে দেখি আমার মন্তব্যওয়ালা পোস্ট প্রথমে আর বাকিরা তারপর লাইন ধেরেছে! ধন্যবাদ সাথে থাকার জন্য।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
সমস্যা সমাধানযোগ্য
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯
ঢাকাবাসী বলেছেন: মাগার করবেটা কে! অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: আমার মন্তব্যর উত্তর দিলে আমি সেটার নটিফিকেশন পায় না এটার জন্য কি করতে পারি?
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১১
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে ভাই ৬ মাস অনুসরন করে মনে হয় এই প্রথম আপনার পোস্ট পেলাম ।
বাই দ্য ওয়ে আমিইও আপনার সাথে একমত!
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
ঢাকাবাসী বলেছেন: আজকাল পরিস্হিতি লেখার মত আছে বলে অন্তত আমার মনে হয় না (আমি ভুল বলছি, তাই যেন হয়)। অনুসরণ শুনে লেখার ইচ্ছে হল তাই লিখছি, কাল পরশু দেব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯
ঢাকাবাসী বলেছেন: আপনাকেও বিলম্বিত শুভেচ্ছা। ভাল থাকুন আর ধন্যবাদ।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
ইউরোপের লোকজনদের কেমন দেখলেন? আবার কোথায়ও যাচ্ছেন?
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
ঢাকাবাসী বলেছেন: বহু জায়গাতে দেখে আমার কাছে ভাই ইউরোপিয়ানদের অনেক ভাল মানুষ মনে হয়, অন্তত আমার চাইতে বেটার মানুষ, মনটা আমাদের মত নোংরা না। এখন আছি ভারতে, ঠান্ডাটা কমলে যাব সাড়ে বারো হাজার কিলোমিটার দুরে স্বপ্নের দেশে মাস খানেকের জন্য নাতনীর কাছে। সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮
খায়রুল আহসান বলেছেন: নোটিফিকেশন নিয়ে হযবরল অবথাটা দীর্ঘদিন ধরে চলছে। এর আশু সমাধান কামনা করি। ব্লগে এত মেধাসম্পন্ন আইটি বিশেষজ্ঞ আছেন, তারা থাকা সত্তেও ব্লগ এমন একটা খুঁত নিয়ে চলতে থাকবে তা কাম্য নয়।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৮
সুমন কর বলেছেন: মন্তব্য আর পাতা নম্বর নিয়ে যে সমস্যার কথা বলেছেন, সেটি তো আমার হচ্ছে না। আপনি ব্রাউজার রিফ্রেশ, পরিবর্তন কিংবা আপডেট করে দেখতে পারেন।
নোটিফিকেশনের সমস্যাটি বহুদিনের সমস্যা। এটির সমাধান হচ্ছে না।।