![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের চলচ্চিত্রজগতের বড় বড় তারকারা একেকটা ছবিতে কত টাকা পান সেটা একটা বিস্ময়ের ব্যাপার। যাকগে আজ আমার বলার বিষয় ছবিতে তাদের পারিশ্রমিকের টাকা না তারা কে কত টাকা দামের গাড়িতে চড়েন। অবশ্য তাতেই বুঝতে পারবেন তারা কিরকম মাল কামাই করেন!
সবচাইতে গরিব গাড়ি মালিককে দিয়েই শুরু করি।
মুম্বাইর ছবির মারামারি তারকা অজয় দেবঘন, তার গিন্নী হল গিয়ে বাঙালী ললনা কাজল,আর তিনি চালান মাসেরাট্টি, দাম ২কোটি
টাকা । অবশ্য তার নিজস্ব হেলিকপ্টারও আছে। অর্থ মন্ত্রী শুনলে...
উপরেরটাও একটা মাসেরাট্টি, মালিক বিখ্যাত আইটেম ডান্স গার্ল সানী লিউন, দাম দুকোটি টাকা ।
বিখ্যাত অভিনেতা ঋত্বিক রোশন, বাবার নাম রাকেশ রোশন, 'কৃশ ১' ইত্যাদি ছবি করেছেন। তারঁ গাড়িটা হল জাগুয়ার, দাম ঐ দু কোটি টাকাই। ভদ্রলোকের এক কথা।
নামী অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া একসময়ের মিস ওয়ার্লড, হলিউডেও অভিনয় করেন, চড়েন রোলস রয়েস ফ্যান্টমে, দাম আড়াই কোটি টাকা।
মুম্বাইতে ছবিতে খুব একটা বড় রোল করেন না জন আব্রাম, কিন্তু বাইক আর গাড়ির সৌখীন, চড়েন 'অডি' গাড়িতে, দাম আড়াই কোটি টাকা।
রাজকাপুর তনয় রনবীর কাপুর, ছবির জগতে খুব একটা ভাল করছেননা মুম্বাইতে, তবে বাবা দাদারা বিলিয়নেয়ার, একটা জার্মানীর 'অডী' ব্যাবহার করেন দাম আড়াই কোটি টাকা।
'মুন্নাভাই এমবিবিএস' সহ আরো ম্যালা ছবির নায়ক, সুনীল দত্তের ছেলে সন্জয় দত্ত বছর তিনেক একটা অস্ত্র মামলাতে জেলে ছিলেন। দারুণ অভিনেতা, পিকে ছবিতে দারুণ হিট। ভারি সৌখীন মানুষ, বাবাও বিরাট মানুষ্। তিনি চড়েন একটা 'রোলস রয়েসে' গাড়িতে। দাম সাড়ে তিন কোটি টাকা।তারও আরো অনেক গাড়ি আছে।
প্রায় পন্চাশ বছর ধরে মুম্বাইতে প্রতাপের সাথে রাজত্ব করা দুর্দান্ত অভিনেতা সবার প্রিয় অভিনেতা, কৌন বনেগা ক্রোড়পতি করে দেউলিয়ার হাত থেকে বেঁচে যান, এখন কয়েক হাজার কোটি টাকার মালিক, অমিতাভ বচ্চন চড়েন একটা রোলস রয়েস ফ্যান্টম গাড়িতে। দাম চার কোটি টাকা। অবশ্য বচ্চন সাহেবের আরো ২৬ খানা গাড়ি আছে! কোনটাই কোটির নীচে নয়!
মুম্বাইর চিত্রজগতের অন্যতম সেরা অভিনেতা নায়ক প্রযোজক আমীর খান চড়েন একখান মার্সিডিয ৬০০ গাড়িতে। আজ্ঞে ওটার দাম ১২ কোটি টাকা! অবশ্য তারও হেলিকপ্টার সহ আরো গোটা দশেক গাড়ি আছে।
মুম্বাইর কিং খান, কয়েক দশক ধরে একচ্ছত্র রাজত্ব করা কিং খান শাহরুখ খান অনেক গাড়ি অনেক বাড়ির মালিক। তার একটা গাড়ি হল এই ছবির 'বুগাট্টি ভেরণ। এটার দামের কোন ঠিক নেই তবে আনুমানিক চৌদ্দ কোটি টাকা বলা হয়। অবশ্যই শাহরুখ খানের আরো গোটা বিশেক গাড়ি আর হেলিকপ্টার আছে। সেগুলোর গল্প আরেক দিন।
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৬
ঢাকাবাসী বলেছেন: মানে কি? যাউকগা ধন্যবাদ।
২| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৫
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি, একটি বেদরকারী বিষয়ের উপর অনেক সময় ব্যয় করেছেন।
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৭
ঢাকাবাসী বলেছেন: বাঙালীর জীবনের অনেকটা সময়ই সেভাবে খরচ হয় মনে হয়। আম্মো বাঙালী! ধন্যবাদ।
৩| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৮
কলমের কালি শেষ বলেছেন: তাদের খবর রেখে আর কী হবে, আমার জন্য রিকসাই সই !
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৮
ঢাকাবাসী বলেছেন: জ্যামের জন্য কিছুতেই চড়া যাচ্ছেনা! কি করা যায়! অনেক অনেক ধন্যবাদ।
৪| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: মোটামুটি, একটি বেদরকারী বিষয়ের উপর অনেক সময় ব্যয় করেছেন।
আমি তার সাথে সহমত পোষন করছি।
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৯
ঢাকাবাসী বলেছেন: সেক্ষেত্রে এজীবনের অনেক কিছুই অদরকারী। তবু পড়েছেন, ধন্যবাদ।
৫| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৫
মনিরা সুলতানা বলেছেন: ঠিক দামের জন্য না , সাইজ আর রঙ এর জন্য 'বুগাট্টি ভেরণ ই পছন্দ হইলো ।
এখনকার বাচ্চারা এস উ ভি ই বেশি পছন্দ করে আমার পছন্দের তাই পাত্তা নাই এইখানে চুপি চুপি বলে গেলাম ।
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩২
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর কোন সেলিব্রেটি সাধারণ চলাচলের জন্য এসইউভি ব্যাবহার করেনা বলে জানি। তবে আমারও পছন্দ এসইউভি। গরুছাগল চিনে এমন বাংলাদেশি ড্রাইভারদের দ্বারা খুন হওয়ার চান্স কিছুটা কমে যায়! অনেক ধন্যবাদ আপনাকে।
৬| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ২:৩৪
রামন বলেছেন: এদের কেউর কি ব্যক্তি মালিকাধীন রেলগাড়ি আছে?
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩২
ঢাকাবাসী বলেছেন: ব্যাক্তিগত রেল থাকা খুব কঠিন, আর খুব একটা বাহাদুরীর কিছু না মনে হয়। ট্রেন গরিবদেরই বাহন। তবে এদের অনেকেরই নিজস্ব বিমান আর হেলিকপ্টার আছে। পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৭| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাথা ঘুরায়। বাসায় সিনারিন ট্যাবলেট আছে কী না খুঁজতাছি।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩
ঢাকাবাসী বলেছেন: দাম শুনে অনেকেরই তাই হয়। এদের এত টাকা যে এরকম আরো কিনতে পারে তবে লাগেনা তাই কেনেনা! ধন্যবাদ ভাই।
৮| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৬
হাসান মাহবুব বলেছেন: গাড়িগুলা ভাল্লাকচে।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭
ঢাকাবাসী বলেছেন: আমারও ভাল্লাগসে তয় বেল পাঁকলে কাউয়ার কি! আন্তরিক ধন্যবাদ হামা।
৯| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৭
নয়ন বিন বাহার বলেছেন: পড়লাম!!!!!!
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
১০| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১
বিলিয়ার রহমান বলেছেন: এবারো কিন্তু আমার নামটা নাই!!
অভারতীয়, ছেলেবেটি নন এবং গাড়ির মালিকও নন এমন একটা কোটায় আমার নামটা দিলে পোস্ট স্বার্থক হইতো বলে মনে হচ্ছে!
মাইনাস ইনটু মাইনাস!!!
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯
ঢাকাবাসী বলেছেন: এক্কেবারে হাঁচা কথা। আমার একটা সাইকেল ছিল ষাট বছর আগে, 'রেলি' সাইকেল মেড ইন ইংল্যান্ড, সেটার ছবি পেলে দিতুম। ধন্যবাদ মজার মন্তব্য করার জন্য।
১১| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২২
মোস্তফা সোহেল বলেছেন: চাদ গাজী বলেছেন, মোটামুটি, একটি বেদরকারী বিষয়ের উপর অনেক সময় ব্যয় করেছেন।
চাদগাজী কি খুচা মারা ছাড়া ব্লগে আর কিছু করেন?
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪১
ঢাকাবাসী বলেছেন: চাঁদগাজী অনেক পন্ডিত মানুষ, জানেন অনেক বোঝেন বেশ। তিনি জীবনে অনেক দেখেছেন, আমার কাছাকাছি, তাই ওরকম মন্তব্য করে আনন্দ পান। আপনাকে ধন্যবাদ, ভাল থাকুন।
১২| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কার গাড়ি কত দাম
জেনে মোর কাম কি?
পকেটেতে ফুটা পাই
ভাবি রাতে খাম কি?
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬
ঢাকাবাসী বলেছেন: রাম খান আর গান গান। দেখেই আনন্দ, আমার! ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন।
১৩| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
গেম চেঞ্জার বলেছেন: শাহরুখ আসলেই বস!!
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯
ঢাকাবাসী বলেছেন: সাধে কি আর কিং খান! তবে এটা তার ডজন খানেক গাড়ির একটা মাত্র! ধন্যবাদ আপনাকে।
১৪| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
জুন বলেছেন: গাড়ীগুলো চিক চিক করছে এটাই বুঝলাম । এ বিষয়ে বিশেষজ্ঞ আমার ছেলে ।
আমাকে বলতে পারেন সে তুলনায় অজ্ঞই ঢাকাবাসী
অনেকদিন পর পোষ্ট দিলেন , কই জানি গিয়েছিলেন বলেছিলেন । নাতনী দেখতে । আশাকরি নানা নানী নাতনী সবাই ভালো আছেন
+
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২
ঢাকাবাসী বলেছেন: শাহরুখ বা অমিতাভদের গাড়িগুলো কাস্টম বিল্ট, বিশেষ অপশন (বুলেটপ্রুফ) সহ। ছিলুম নিউইয়র্ক আর লুজান (সুইজারল্যান্ড)। নাতি নাতনীরা ভালই আছে। আপনার কথাগুলোর জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৫| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
নীলপরি বলেছেন: আমি গেম চেঞ্জারের সাথে সহমত ।
পোষ্ট ভালো লাগলো ।
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ নীলপরি, ভাল থাকুন।
১৬| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৮
আরণ্যক রাখাল বলেছেন: বাইক নিয়া একটা পোস্ট দেন। গাড়িতে ইন্টারেস্ট নাই
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬
ঢাকাবাসী বলেছেন:
দুনিয়ার অন্যতম দামী মোটর বাইক দেখুন। ভাল প্রস্তাব, পাবেন ক'দিন পর। ধন্যবাদ আপনাকে।
১৭| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৭:২৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , ভারতীয় সুপার স্টারদের বিলাসী গাড়ির দামসহ ছবি দেখানোর জন্য । তাদের বিলাসী গাড়ী দেখে কল্পনায় সে রকম গাড়ী চড়তে তো ইচ্ছা করতেই পারে । কল্পনা আর স্বপ্নেই যদি চড়লাম তাহলে কম দামী কেন তাদের থেকে দামী গাড়ী ব্যবহার করতে অসুবিধা কি, তাই ৫ মিলিয়ন ডলার তথা ৪০ কোটি টাকা দামের Koenigsegg CCXR Trevita গাড়ীটাই না হয় আপাতত ব্যবহার করলাম হা হা হা । অন্যে হাসবে কি, নীজেই একটু হাসলাম ।
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৪
ঢাকাবাসী বলেছেন: খাইছে, ৪০ কোটি টাকা! যখন চার হাজার কোটি টাকা থাকে তখনই ৪০ কোটি টাকার গাড়ি কেনা যায়। তা কোন বাজারে এইটা পাওয়ায় য়ায়? কয়েক হালি আমারও লাগত। চলেন যা্য। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৯
সুমন কর বলেছেন: