![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই একবিংশ শতাব্দীতেও কিছু কিছু দেশে কিছু আজব নিয়ম কানুন চালু আছে। আসুন দেখি ঐগুলোর কিছু কিছু জানি জাপানে ভিকস ইনহেলার নিষিদ্ধ! জেল জরিমানা হতে পারে
ইতালীর শহরের কোন গীর্জার সিড়ি বা বেদির কাছে বসে খাবার খাওয়া নিষেধ। অবশ্য আজকাল একটু শিথিল হয়েছে মনে হয়।
সানফ্রান্সিসকোতে পথের ধারে পায়রাকে দানা খাওয়ানো নিষেধ, ধরা পড়লে জেল জরিমানা হতে পারে। কেউ খাওয়াচ্ছে এই খবরেও পুরস্কার আছে! পাখী প্রেমীদের মনে কষ্ট হলেও কতৃপক্ষ বলে ঐ পাখিরা অসুখ বিসুখ ছড়ায়, ব্রীজের সৌন্দর্য নষ্ট করে ইত্যাদি। যুক্তি আছে বৈকি।
মালদ্বীপে বাইবেল বহন নিষেধ। নিষেধ মানে নিষেধ, ব্যাস।
ইউএইতে পথে ঘাটে প্রেমিকাকে চুমু খাওয়া বা ঐ জাতিয় ভালবাসার বহিঃপ্রকাশ নিষিদ্ধ। ধরা পড়লে জেল জরিমানা হবেই। সুতরাং ওখানে ভুলেও ও কাজটি করতে যাবেননা।
প্রকাশ্যে ধুমপান আর চুইং গাম খাওয়া নিষেধ, সিঙ্গাপুরে। ধরা পড়লে কপালে খারাবি আছে! অবশ্য আজকাল চুইং গামটা তো উঠেই গেছে আর সিগারেট খাওয়াটা অনেকেই ছেড়ে দিচ্ছেন, আপনিও খোর হয়ে থাকলে-- ছাড়ুন।
বাসায় আপনি বা গিন্নী বা বাচ্চারা মাটির ব্যাংকে বেশ কিছু ধাতব মুদ্রা জমিয়েছেন এবার দোকানে গিয়ে কিছু কিনে ফেললেই হয়! আজ্ঞে কানাডাতে তা হবেনা, আপনি বেশী মুদ্রা (কয়েন) দিলে দোকানদার নিবেনা, ২৫ টির বেশি কয়েন হলে হলে দোকানদার কখনোই নিবেনা, আইন আছে!
আমেরিকার ৭ টি অংগ রাজ্যে তাদের শাসনতন্ত্র মোতাবেক নাস্তিকরা কোন সরকারী অফিসে চাকরী পাবেনা।
আমেরিকাতে কোন চিঠি ১৮০ দিনের বেশী পুরোণো হলে ডাক কতৃপক্ষ ওটা ওয়ারেন্ট ছাড়াই খুলতে পারেন।
দুবাইতে বিবাহ বহির্ভুত যৌনক্রিয়াতে একবছরের বেশি জেল হতে পারে, তবে ধর্ষন জনীত অপরাধে ভিকটিম ও ধর্ষকের সমান শাস্তি হতে পারে।
সৌদি আরবে বিবাহের সর্বনিম্ন বয়স বলে কিছু নেই। ২০০৮ সালে একটি ৮ বছরের মেয়ের ৫৮ বছরের স্বামীর সাথে তালাকের আবেদন আদালত খারিজ করে দেয়!
আমেরিকার ২৯ টা অংগ রাজ্যে সমকামী হওয়া কারণে যে কাউকে চাকরী থেকে বরখাস্ত করা যায়! করে কিনা সেটা পরের কথা।
গ্রীসে এইডস হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করতে পারে, কাউকে বাড়ি থেকে বের করে দিতে পারে।
ফিলিপাইন ও ভ্যাটিকানে ডিভোর্স নিষেধ।
থাইল্যান্ডে টাকার উপর পা রাখা নিষেধ।
চিনে প্রাপ্তবয়স্ক সন্তানদের তাদের বাবা মায়ের সাথে দেখা করা বাধ্যতামুলক। বাবা মায়ের শেষ ক্রিয়াতে অবশ্যই তাদের আসতে হবে।
আমেরিকার আরকানসাসে এখনো একটা আইন আছে যাতে বলা হয়েছে স্বামীরা তাদের বৌকে পেটাতে পারবেন, তবে মাসে একবার! বধুরা আরকানসাসে সেটেল হবেননা।
আমেরিকার আইওয়াতে কোন গোঁফওয়ালা পুরুষ কোন মহিলাকে প্রকাশ্যে চুমু খেতে পারবেনা!
আমেরিকার ভার্জিনিয়াতে একজন পুরুষ মানুষ কোন মহিলাকে লাথি মেরে বিছানা থেকে বাইরে ফেলতে পারবেনা!
ভারমন্ট এ কোন মহিলা যদি নকল দাঁত লাগাতে চায় তাহলে তার স্বামীর অনুমতি লাগবে!
ইংল্যান্ডে পোল্যান্ড থেকে আলু আমদানী নিষিদ্ধ!
আমেরিকার উটাহ রাজ্যে আপনি আপনার কাজিনকে বিয়ে করতে পারবেন যদি আপনাদের বয়স ৬৫ এর বেশী হয়!
ফ্রান্সে কোন মৃত ব্যাক্তিকে আপনি বিয়ে করতে পারবেন!
বৃটেনে ফুটপাথ দিয়ে কাঠে গুড়ি বহন নিষেধ।
হংকং এ স্বামী যদি প্রতারক হয় তাহলে তার স্ত্রী তাকে খুন করতে পারে!
বৃটেনে মাতাল অবস্হায় আপনি গরুর দুধ দো্য়াতে পারবেননা।
পেনসিলভানিয়াতে আপনি একটা এক ডলারের নোট সুতা দিয়ে বেধে ফুটপাথ দিয়ে টাণলে কেউ যদি ওটা তুলতে যায় আপনি বাধা দিতে পারবেননা!
নিউইয়র্কে গাড়ির হর্ণ বাজানো নিষেধ, জাস্টিফাই না করতে পারলে ৩৫০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। আজাকাল বাঙালিরা গিয়ে এই আইনের বারোটা বাজিয়ে ফেলেছে, হর্ণ বাজবেই।
ফ্লোরিডাতে প্রকাশ্যে বৃহস্পতিবারে সন্ধ্যায় বায়ুত্যাগ নিষেধ।
বৃটেনে যে কোন সময় যে কোন সাইজের তিমি আর স্টারজিয়ন ধরা পড়লে সেটার মালিক মহামান্য রানী!
সামোয়াতে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটা বেআইনী!
মিসৌরীতে খাঁচাবিহীন ভালুক নিয়ে গাড়ি চালানো নিষেধ।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে আপনি একটা বৈদ্যুতিক বাল্ব পরিবর্তন করতে পারবেননা যদি আপনি লাইসেন্স ধারী মিস্ত্রী না হন!
পরিক্ষায় নকল করার জন্য ১৫ বছরের কিশোরকেও জেলে পাঠানো হয়, বাংলাদেশে!
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৩
ঢাকাবাসী বলেছেন: যেভাবে হোক ৯৯% পাশ করাতে হবে তা ফাঁস করা প্রশ্ন দেখে, প্রক্সি দিয়ে পরীক্ষা দিলে যেন তেন প্রকারেণ পাশ চাই। এই হল একসময়ের বাম রাজনীতিবিদ অধুনা মন্ত্রীর ....। শাস্তি কাকে বলে বলুন। ধন্যবাদ।
২| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
দারুনতো! কত অদ্ভূত মানুষের ভাবনা আর নিয়ম কানুন
বেশ মজা পেলাম.. ধন্যবাদ
++++
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৩
ঢাকাবাসী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।
৩| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুণ লাগল।
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৪
ঢাকাবাসী বলেছেন: শুনে আমারও ভাল লাগল। আপনাকে ধন্যবাদ ভাই।
৪| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
নাবিক সিনবাদ বলেছেন: দুবাইতে বিবাহ বহির্ভুত যৌনক্রিয়াতে একবছরের বেশি জেল হতে পারে, তবে ধর্ষন জনীত অপরাধে ভিকটিম ও ধর্ষকের সমান শাস্তি হতে পারে
ভিকটিম আর ধর্ষকের সমান শাস্তি?? !!!
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৭
ঢাকাবাসী বলেছেন: আজ্ঞে হ্যাঁ, ঘটনাটা তাই। তবে সেদেশে রেপ জিনিসটা আমাদের দেশের সের দরে বিকোয় না, ধরা পড়লে শাস্তিটা মারাত্মক, ডেথ হতে পারে, তাই পারত পক্ষে এসবে যায় টায় না ওরা। কখনো শুনেছেন এমিরেটসএ রেপ হয়েছে? ধন্যবাদ ভাই।
৫| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
তপোবণ বলেছেন: ভালো পোস্ট, কত কিছু জানলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৮
ঢাকাবাসী বলেছেন: আপনাকে জানাতে পেরে আমারও ভাল লাগল। অনেক ধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য।
৬| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: রান্সে কোন মৃত ব্যাক্তিকে আপনি বিয়ে করতে পারবেননা!..........এটা কোন দেশে করতে পারে বলবেন কি!!
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৫
ঢাকাবাসী বলেছেন: একটা সাংঘাতিক ভুল হয়ে গেছে, শব্দটা 'পারবেন' হবে, 'পারবেননা' এর বদলে। ফ্রান্স ও সুদানে মৃত ব্যাক্তিকে বিয়ে করা যায়, সম্পত্তির কারণে বাচ্চাদের পরিচয় দেয়ার কারণে আবেগের কারণে। ভুলের জন্য দুঃখীত। ধন্যবাদ।
৭| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: বৃটেনে মাতাল অবস্হায় আপনি গরুর দুধ দো্য়াতে পারবেননা। ................করলে গরু কি পুলিশে নালিশ জানাবে?
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৭
ঢাকাবাসী বলেছেন: গরু না জানালেও মনে সেঅবস্হায় দুধ দোয়ালে দুধের ক্ষতি হতে পারে সেজন্য অন্য কেউ আপনার নামে রিপোর্ট করতে পারে। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৮| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ফ্লোরিডাতে প্রকাশ্যে বৃহস্পতিবারে সন্ধ্যায় বায়ুত্যাগ নিষেধ।...........শব্দ না হলে পুলিশ জানতেও পারবে না
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৮
ঢাকাবাসী বলেছেন: হা হা হা ঠিক ধরেছেন, তবে গন্ধ বের হলে সেটার লোকেশন আইডেন্টিফাই করা কঠিন, তাইনা? আন্তরিক ধন্যবাদ।
৯| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩০
টারজান০০০০৭ বলেছেন: ফ্লোরিডাতে প্রকাশ্যে বৃহস্পতিবারে সন্ধ্যায় বায়ুত্যাগ নিষেধ।
ইহা কি ছিপি দিয়া বন্ধ করিবে ?
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৯
ঢাকাবাসী বলেছেন: আর তো কোন উপায় দেখছিনা আপাতত। ভাজা পোড়া বা চিনাবাদাম না খেলেই চলবে! হা হা হা। ধন্যবাদ।
১০| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: অনেক কিছু জানলাম।
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০০
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১১| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সেলুকাস! কী বিচিত্র এই দুনিয়া!
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০০
ঢাকাবাসী বলেছেন: বাস্তবেই তাই! আন্তরিক ধন্যবাদ।
১২| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৭
প্রোলার্ড বলেছেন: আপনি যদি নারী হন তাহলে বাংলাদেশে প্রাইমারী স্কুলের শিক্ষক হতে চাইলে শুধু এস.এস.সি. পাশ হলেই চলবে । পুরুষদের কমপক্ষে ডিগ্রী পাশ করা লাগে।
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০২
ঢাকাবাসী বলেছেন: আগে আপনাকে দলীয় লোক হতে হবে আর পকেটে বেশ মাল থাকতে হবে, তারপর লেখাপড়ার যোগ্যতা। ধন্যবাদ।
১৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৪
শৈবাল আহম্মেদ বলেছেন: ১,২,৩,৫,৬,৭,৮,৯,১০,১২,১৩,১৬,২১,২৪,২৮,৩১,৩৩ নং নিয়মগুলো যথেষ্ট যুক্তিসংগত। বাকি নং গুলো আজব না হলেও,প্রয়জন না হতে পারে। এমন সুন্দর জ্ঞান প্রকাশ প্রকাশের জন্য ধন্যবাদ।
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৩
ঢাকাবাসী বলেছেন: মনোযোগ দিয়ে পড়ার জন্য আর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৪| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১:৫৭
আমি তুমি আমরা বলেছেন: ফ্রান্সে কোন মৃত ব্যাক্তিকে আপনি বিয়ে করতে পারবেননা!
কুন দেশে করা যায়?
২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৫
ঢাকাবাসী বলেছেন: ভুলটার কথা ৬ নং মন্তব্যের জবাবে স্বীকার করেছি, 'পারবেননা' হবেনা হবে 'পারবেন'। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৫| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৪
নতুন নকিব বলেছেন:
বিচিত্র এই দুনিয়া!
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩১
ঢাকাবাসী বলেছেন: মানুষগুলো আরো বিচিত্র। ধন্যবাদ।
১৬| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯
কলিমুদ্দি দফাদার বলেছেন: আরেকাটি পরিশ্রমী পোস্ট। এই আজব দুনিয়ার সব ই সম্বব।
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩২
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাই ঠিক বলেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১৭| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৭
ওসেল মাহমুদ বলেছেন: না জানা কোনকিছু জানলে বেশ ভালো লাগে ! ধন্যবাদ সুন্দর পোস্ট টির জন্যে !
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩২
ঢাকাবাসী বলেছেন: পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
১৮| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল না জানা তথ্য জানানোর জন্য ধন্যবাদ ।
২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৩
ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপানাকেও অনেক ধন্যবাদ।
১৯| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩
আবু তালেব শেখ বলেছেন: বাসায় আপনি বা গিন্নী বা বাচ্চারা মাটির ব্যাংকে বেশ কিছু ধাতব
মুদ্রা জমিয়েছেন এবার দোকানে গিয়ে কিছু কিনে
ফেললেই হয়! আজ্ঞে কানাডাতে তা হবেনা, আপনি
বেশী মুদ্রা (কয়েন) দিলে দোকানদার নিবেনা, ২৫ টির
বেশি কয়েন হলে হলে দোকানদার কখনোই নিবেনা,
আইন আছে!
আরে ভাই আমাদের দেশে একটা কয়েন দিলেও নিতে চাইনা দোকানি আর কোথায় 25 টা কয়েন।।।
২০| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
Midnight Memories বলেছেন: বাংলাদেশেও কিন্তু সিগারেট এর বিরুদ্দে আইন টা আছে। কিন্তু প্রয়োগ নেই ।
২১| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩০
ধ্রুবক আলো বলেছেন: দারুন পোষ্ট +++
২২| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৫
সুমন কর বলেছেন: মজার সব নিয়ম। +।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৩| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫
হাসান মাহবুব বলেছেন: সামু ব্লগেও কিছু অদ্ভুত নিয়ম বানানো দরকার।
২৪| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৫
জুন বলেছেন: আজব নিয়ম যে কত দেশেই আছে তাই জানলাম আপনার লেখায় । সামোয়ার অধিবাসী হৈতে মুঞ্চায় ঢাকাবাসী ভাই
থাই প্রতিটি মুদ্রা ও নোটে দেবতাসম রাজার ছবি আছে, তাই তা পায়ে পাড়ানো কল্পনারও বাইরে। আর যে কোন জায়গায় আপনি যত খুশী কয়েন দিতে পারবেন, তারা নিতে বাধ্য । মেট্রো স্টেশনে এক বৃদ্ধা মহিলা ৩৯ বাথের টিকিট কেনার জন্য সব কয়েন দিল, তার মধ্যে বেশিরভাগই ছিল সেদেশের সবচেয়ে ছোট কয়েন ৫০ পাই আর ২৫ পাই পয়সার । লোকটি অসীম ধৈর্য্যের সাথে সেই একরাশ কয়েন গুনে গুনে তাকে টিকিট দিল ।
দোকানে ৫ টাকার জিনিস কিনে ১০০০ হাজার বাথের নোট দেন তারা কখনোই ভাংতি নেই বলে ফিরিয়ে দেবে না।
কত অজানারে
+
+
২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২২
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
২৬| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৪
খায়রুল আহসান বলেছেন: পোস্টে উল্লেখিত কিছু কিছু নিয়ম বা আইন সত্যিই খুব আজব!
জুন এর দেয়া তথ্য অনুযায়ী থাইল্যান্ডে কয়েন গ্রহণ এবং যে কোন আমাউন্টের ভাংতি ফেরত দেয়ার কথা জেনে ওদের সৌজন্যবোধের প্রশংসা না করে পারা যায় না।
আপনাকে অনেকদিন ধরে ব্লগে দেখা যাচ্ছে না। কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
"পরিক্ষায় নকল করার জন্য ১৫ বছরের কিশোরকেও জেলে পাঠানো হয়, বাংলাদেশে! "
-ফাঁসকরা প্রশ্নপত্র দেখে প্রস্তুতি নিলে কোন শাস্তি আছে?