![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল বায়ু ত্যাগ জিনিসটা খুব বেশি দেখা যায় না। ঘর ভরা মানুষের মধ্যে হঠাৎ কেউ গন্ধে নাক চেপে এদিক উদিক এর ওর দিকে তাকাচ্ছে দেখেন, বুঝবেন কোন দুপেয়ে জীব ঐ কাজটি করে ফেলেছেন, মানে কেউ বায়ু ত্যাগ করেছে! সবাই জানে কেউ কাজটি করেছে অথচ কেউ মুখ ফুটে বলবেনা আমিই করেছি!
আচ্ছা এটা নিয়ে বেশ রসিকতা অনেকে করেন, কিন্তু এটা উপকারিতা আছে তা জানেন?
আসেন দেখি এটার ভাল দিকগুলো একটু আধটু চেখে!
প্রথম কথা হল এটা শরীরের অত্যন্ত স্বাভাবিক প্রয়োজনীয় একটা কার্যক্রম। শরীরের হজম ক্রিয়ারই একটা অংশ। পাকস্হলী ও অন্ত্রের অংশগুলো খাবারকে ভেঙ্গে শরীরে শোষন করার মাধ্যমে পুস্টি সরবরাহ করে। আর এত বড় একটা অপারেশনে গ্যাস হবে আর তার বহির্গমনে শব্দ তো হবেই, কি ঠিকনা? সেটা কিরকম তা নির্ভর করে আপনার স্বাস্হ্য আর গায়ের গোশতের পরিমাপের উপর! পুঁউউউ মানে চেকন আলী, ফুস মানে গরিব স্বাস্হ্য আর ফটাস ভুউউউস মানে পালোয়ান টাইপ আর কি।
আরে ভাই বায়ু ত্যাগ না করলেই বোঝা যাবে আপনার স্বাস্হ্য খারাপ।
বিরিয়ানীটা ভাল ছিল তাই দুপুরে বিয়ে বাড়িতে খাওয়াটা বেশী হয়ে গেছে? তখন একটু বায়ু ত্যাগ না করলে পেটটাই ফুলে থাকবে, সুতরাং ছাড়ুন ভুউ----উস। সমস্যা নাই। না হলে ওজন আর অস্বস্তি দুটোই বাড়তে পারে।
কোলনের স্বাস্হ্যের জন্য ভাল।
আপনার মনে নেই আপনার মা আপনাকে বলেছিলেন ওটা আটকাবেননা। ঐ জ্ঞানটুকু ধরে রাখুন আর বায়ু ছাড়ুন। লোক লজ্জার ভয়ে বা সমাজের ভয়ে যদি এটা আটকে রাখেন বা ধরে রাখেন বিপদ আছে। কোলনের জন্য দারুন বিপদের কারণ হতে পারে। সুতরাং মাভৈঃ..।
বিপদের সম্ভাবনা আগেই জানান দেয়! আপনার এই গ্যাস বিতরণটা আপনাকে সাবধান করে দিচ্ছে আপনার ভেতরের পার্টসগুলো ঠিক আছে কিনা সুতরাং এতে বিব্রত হওয়ার কিছু নেই্ ।
বায়ুর গন্ধটা আপনার জন্য ভাল। হ্যাঁ ঠিকই পড়েছেন গন্ধটা আপনার স্বাস্হ্যের জন্য ভাল। গবেষনা করে পাওয়া গেছে পাদের গন্ধটা আপনার স্বাস্হ্যের জন্য উপকারী কারণ এতে হাইড্রোজেন সালফাইড থাকে আর সেটার ঘ্রান নেয়া উপকারী! স্বল্প পরিমানে শুঁকলে এটা স্ট্রােক থেকে রক্ষা করে অবশ্য বেশি পরিমানে নিলে (শুঁকলে) ক্ষতির কারণ হতে পারে।
সুষম খাবার খেতে সহায়তা করে। বিভিন্ন খাবার বিভিন্ন রকমের গন্ধ তৈরী করে ফলে আপনি বুঝবেন কোন খাবারটা আপনার কম বেশি হল আর আপনি পরে ঠিক করে নিতে পারেন। ধরুন আপনি বায়ু কম ছাড়ছেন তার মানে আপনার দরকার ডাল ফাইবার বীনস ইত্যাদি। আবার আপনি বায়ুত্যাগ করলে গন্ধটা বেশি হচ্ছে? কুছ পরোয়া নেহি, মাংশ খাওয়াটা কমিয়ে দিন দেখেন।
চেকন কিন্তু ভাল স্বাস্হ্যের লোকেরা লোকেরা বেশী বায়ু ছাড়েন, তার মানে তাদের হজম ভাল হচ্ছে।
বায়ু আটকাবেননা, ছেড়ে দিন স্বাস্হ্য ভাল রাখুন।
অনেকক্ষন ধরে আটকে রেখে মানে আগে বিশেষ পরিবেশের কারণে ছাড়তে পারেননি, ভাল সুবিধামত জায়গাতে এসে ছাড়ুন দেখবেন কি আরাম !
সবশেষে -চুটকি ----বাসে যাচ্ছে যাত্রীরা তার মধ্যে একজন দাড়ানো যুবক আর বসা একটি সুন্দরী যুবতিও আছে। তা যুবাটি একটু পরই হালকা আওয়াজে বায়ু ছাড়ছিল আর মেয়েটি বলছিল দেখুন ভাল হচ্ছেনা কিন্তু! ছেলেটি আবার ছাড়ল আর মেয়েটি জোরে জােরে বলছিল কাজটি ভাল হচ্ছেনা কিন্তু। তিনচারবার বলার পর যখন মেয়েটি আবার ঐ একই কথা বলল 'ভাল হচ্ছেনা কিন্তু' তখন ছেলেটি ম্লান স্বরে বলল 'দেখুন এর চাইতে ভাল আমি পারিনা'!
জয় বায়ুর জয়
২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫০
চিটাগং এক্সপ্রেস বলেছেন: চুটকি টা ভাল লাগলো।
৩| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: কেন পেটে গ্যাস সৃষ্টি হয়? আমাদের অন্ত্রে কিছু ব্যাকটেরিয়া থাকে যা আমাদের খাদ্য দ্রব্যের সাথে বিক্রিয়া করে কার্বন-ডাই-অক্সাইড ,হাইড্রযেন, মিথেন ইত্যাদির উত্পন্ন ফলে তখন পেটে গ্যাস সৃষ্টি হয় ! সত্যি বলতে আমাদের পেটে প্রতিনিয়ত গ্যাস সৃষ্টি হচ্ছে তবে, স্বাভাবিকের চেয়ে যদি বেশি উত্পন্ন হয় তাহলে আমরা তাকে গ্যাস বলি ! আর এই স্বাভাবিক মান হলো গড়ে ৪০০-৬০০ মি.লি. I পেটে গ্যাস সৃষ্টির জন্য দায়ী সাধারণত আশযুক্ত খাবার এই যেমন -শাকসব্জি কিংবা ফলমূল ইত্যাদি ! তবে, অনেকের কোনো বিশেষ কোনো খাবারের প্রতি এরকম হয়ে থাকে I এরকম বেশি আশযুক্ত খাবার খাওয়া হলে আমাদের পাকস্থলী তার সবগুলো হজম করতে পারেনা কিছু খাবার অপারিপাক অবস্থায় ক্ষুদ্রান্ত্রে চলে যায় আর তখন ব্যাকটেরিয়া সেগুলো খেয়ে এরকম গ্যাস সৃষ্টি করে ! আর কোনো কারণে, সেই গ্যাস নিঃসরণ এর পরিমান বেশি হলে আমরা বলি পেটে গ্যাস হয়েছে ! আর এ থেকে বাচার উপায় কি বলা হলে প্রতিকারই উত্তম ! এর জন্য - #খাবার খুব আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খেতে হবে যাতে খাবার হজম ভালো হয় #পানি পান করুন #এই সসময় কোনো কোল্ড ড্রিঙ্কস বা এসব খাওয়া থেকে বিরত থাকুন # আর সব থেকে বড় কথা চিন্তামুক্ত থাকুন ! ব্যাস এগুলোই যথেষ্ট ! আর বেশি কিছু হলেত ডাক্তার আছে তাকে দেখিয়ে আনলেই হবে ! আশা করি কাজে আসবে ধন্যবাদ I
তবে মনে রাখবেন এসিডিটি আর গ্যাস কিন্তু এক বিষয় না ! (যদিও আমরা অনেকেই এই জায়গাটাকে ভুল বুঝে থাকি কাজেই, দোষ দিয়ে লাভ নেই !) পাকস্থলিতে এসিড নিঃসরণ (HCL) যদি কোনো কারণে বেড়ে যায় তখন জ্বালাপোড়া করে তাকেই এসিডিটি বলা হয়।
২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২
ঢাকাবাসী বলেছেন: তথ্যগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ।
৪| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৭
পার্থ তালুকদার বলেছেন: জয় বায়ুর জয়
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৮
ঢাকাবাসী বলেছেন: জয় হোক। ধন্যবাদ্
৫| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯
প্রামানিক বলেছেন: কমবেশি সব লোকেরই এই সমস্যা হয় কিন্তু লজ্জায় কেউ বলে না।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ ছড়াকার।
৬| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: যথেষ্ট উপকারী । লজ্জা লাগে লাগুক ।স্বাস্থ্য ভাল থাকুক ।
পুঁউউউ মানে চেকন আলী, ফুস মানে গরিব স্বাস্হ্য আর ফটাস ভুউউউস মানে পালোয়ান টাইপ আর কি।
২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৫
ঢাকাবাসী বলেছেন: হা হা হা দারুণ বলেছেন! পরের বারে জুড়ে দিতে হবে। ব্লগে আসার জন্য ধন্যবাদ।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭
রেইড ইন স্কাই বলেছেন: চমৎকার লিখেছেন
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১
ঢাকাবাসী বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন।
৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৬
সোহানী বলেছেন: কি এক বায়ু ত্যাগের পোস্ট দিয়ে আর খোঁজ নেই!!!!!! বিজি?????
৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭
বিলিয়ার রহমান বলেছেন: এই পুষ্ট পইড়বার ক্ষেমতা আমার নাই মেয়াবাই!!
আমি অক্ষম!!!
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
ঢাকাবাসী বলেছেন: আপনার চমৎকার শব্দ চয়নই আপনার পড়বার (বা লিখবার) ক্ষমতা বলে দিচ্ছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: চুটকিটা দারুণ হয়েছে!
মূল কথা হলো, বায়ু চেপে রাখা ঠিক নয়, সুতরাং অসংকোচে বায়ু ত্যাগ করুন! তবে সৌজন্য আর সুআচরণের খাতিরে নিজ বিবেচনায় কয়েকটি জায়গায় বায়ুত্যাগে সংযত হউন, যেমন লিফটের ভেতরে।
রসিয়ে লেখা হলেও, উপকারী পোস্ট।
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪০
নাজমুল হক সাগর বলেছেন: হাহাহা।ভালো হয়েছে
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫০
চিটাগং এক্সপ্রেস বলেছেন: চুটকি টা ভাল লাগলো।