![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিটলার আমার মতই চকলেট পছন্দ করতেন। তবে পরিমানটা শুনুন। তিনি রোজ এক কেজি চকলেট খেতেন।
হিটলার অনেক ইহুদীদের হত্যা করেছেন কিন্তু তার প্রথম প্রেমিকা ছিল একটি ইহুদি মেয়ে, নাম ছিল স্টেফানী আইযাক। অবশ্য তিনি জীবনেও তাকে ভালবাসার কথা বলতেই পারেননি! তার সাহসেই কুলোয়নি! তিনি মাঝে মাঝে তাকে কিডন্যাপ করার কথা ভাবতেন কিংবা তার সাথে আত্মহত্যা। তবে আত্মহত্যা তিনি করেছিলেন যুদ্ধের শেষ সময়ে এসে, বাংকারে।
হিটলারের পাকস্হলীতে সমস্যা ছিল, আর তিনি প্রায় সময়ই ঠুস ফুস বায়ুত্যাগ করতেন। গন্ধ ছিল কিনা জানা যায় নি!
তিনি তার শরীরে ষাড়ের বীর্য্য ইন্জেকশন দিয়ে পুশ করতেন।
হিটলার তার আপন ভাগ্নী গেলি রুবেলকে ভালবাসতেন, আর শোনা যায় তাদের মাঝে যৌন সম্পর্ক ছিল। উপরে গেলি রুবেলের ছবি।
হিটলারের এক ভাগ্নে প্যাট্রিক হিটলার মার্কিন নৌবাহিনীর অফিসার ছিলেন যিনি হিটলারের বিরুদ্ধে ২য় বিশ্বযুদ্ধে যুদ্ধ করেছেন।
যে মানুষ হিটলারের জন্য বাংকার তৈরী করেছিলেন তারই নাতি সাদ্দাম হোসেনের জন্য বাংকার তৈরী করেছিলেন। দুর্ভাগ্যবশত দুজনেই ইতিহাসের ভুল পক্ষে ছিলেন।
ইতিহাসের জানামতে প্রকাশিত তথ্যে হিটলারকে ৪২ বার আততায়ীরা খুন করার জন্য চেষ্টা করে। কিন্তু হিটলার প্রতিবারই আলৌকিক ভাবে বেঁচে যান। আর শেষে তো তিনি আত্মহত্যাই করেন!
হিটলারের একটি মাত্র অন্ডকোষ ছিল। আরেকটি তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় হারান। হয়ত সেজন্যই তিনি এই প্রায় গোলাকৃতির পৃথিবী নামক গ্রহটাকেই খেয়ে ফেলার উদ্যোগ নিয়েছিলেন!
হিটলার একজন নিরামিষভোজি ছিলেন। বিশ্বাস করুন তিনি বিড়ি সিগেরেট বা মদ কিছুই খেতেননা। ওসব ব্যাপারে তিনি একেবারেই ভদ্রলোক। সেজন্যইতো আমি তাকে পছন্দ করি। মনে রাখবেন তাঁর মত দেশপ্রেমিক পৃথিবীতে আজও বিরল।
হিটলার তো জার্মান ছিলেননা! তিনি ছিলেন অস্ট্রীয়ান, বাই বর্ণ অস্ট্রীয়ান, জার্মানীর পাশের দেশ। 'টারমিনেটর' খ্যাত খ্যাতিমান অভিনেতা আর্ণল্ড শোয়ার্জনেগারের দেশ
হিটলার চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, সেজন্য স্কুলে তার মন বসতনা, ফলে প্রথম দিকে স্কুল থেকে বিতারিত হন।
হিটলার রাশিয়া আক্রমন করার সময় ভেবেছিলেন মস্কো শহরকে একটা লেকে পরিণত করবেন। দুর্ভগ্যবশত তা আর হয়ে উঠেনি!
হিটলারের কিছু উক্তি।
শেষে আবার বলি এডলফ হিটলারের মত সৎ আর দেশপ্রেমিক আবার নিষ্ঠুর মানুষ সারা দুনিয়াতে খুঁজে পান কিনা সন্দেহ।
http://www.viralnova.com/hitler-facts/
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৯
ঢাকাবাসী বলেছেন: যাকা আপনার পছন্দের সাথে আমার পছন্দের মিল পেলুম। ভাল লাগল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সেকেন্ড ওয়ারে তিনি জিত লে ইতিহাস অন্য রকমম লিখা হত। হয়ত আজ যে ইতিহাসে তিনি ঘৃণিত সে ইতিহাসে তিনি মহা নায়ক থাকতেন। ইতিহাস বিজিতীয় দ্বারা লিখা হয়। পরাজিতদের কাহিনী চাপা পড়ে থাকে।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১
ঢাকাবাসী বলেছেন: একদম খাঁটি কথা। ইতিহাস বিজয়ী দ্বারা লিখিত মিথ্যের সমাহার। কিছু কিছু ভুল না করলে তিনিই ইতিহাসের নায়ক থাকতেন। পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: যে মানুষ হিটলারের জন্য বাংকার তৈরী করেছিলেন তারই নাতি সাদ্দাম হোসেনের জন্য বাংকার তৈরী করেছিলেন। দুর্ভাগ্যবশত দুজনেই ইতিহাসের ভুল পক্ষে ছিলেন। .............বেশ মজার তথ্য।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ বাস্তবেই তাই। তবে এটা কাকতালীয় হতে পারে, যিনি কাজটি করেছেন তিনি তো টাকার বিনিময়েই করেছেন, হিটলার সাদ্দাম বা ম্যান্ডেলাতে তার কিছুই আসে যায় না! আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬
অপ্সরা বলেছেন: হিটলার আবার চিত্রশিল্পী হতে চেয়েছিলো!!!!
শিল্পীরা কি এমন হয়??
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৫
ঢাকাবাসী বলেছেন: শিল্পী কিন্তু আবার সিরিয়াল কিলার এমনও আছে। হিটলার একটা আদর্শ বাস্তবায়ন চেয়েছিলেন পদ্ধতিটা ভুল ছিল আমাদের চোখে। কিন্তু তিনি ঘুষখোর বা কমিশন খোর ছিলেননা। ধন্যবাদ আপনাকে।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
মানব জাতির শত্রু ছিল হিটলার
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭
ঢাকাবাসী বলেছেন: এটা দৃস্টিভঙ্গীর ব্যাপার। `সোনার দেশ ইরাকে গ্যাজুয়েশন পর্যন্ত ফ্রী পড়াশুনা করা যেত, লোকে প্রায় মাগনা রুটি পেত সাদ্দাম হোসেনের আমলে আজ সেই ইরাক ধ্বংশ প্রায়, অর্ধেক লোক আধপেটা খেয়ে থাকে এক বুশের কারণে, তবু সেই বুশ হিরো আর সাদ্দাম নিন্দীত। যাক আপনার পরিষ্কার মতামতের জন্য ধন্যবাদ।
৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২২
সুমন কর বলেছেন: ছবি, লেখা আর তথ্য মিলিয়ে পোস্ট দারুণ হয়েছে। +।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৮
ঢাকাবাসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮
মৌমুমু বলেছেন: Kinder joy chocolate এর প্যাকেটে হিটলারের ছবি!!! এটা কি করে সহ্য করবো!
এখন থেকে তো kinder joy chocolate খেলেই হিটলারকে মিস করবো!! No way!!!
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০
ঢাকাবাসী বলেছেন: একজন গ্রেটকে মিস করবেন। অবশ্য এখন আর তার ছবি থাকেনা। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হিস্টোরি চ্যানেলের ডকুমেন্টারি অনুযায়ী হিটলার আত্মহত্যা করেনি...
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩
ঢাকাবাসী বলেছেন: ইতাহাসের এই অংশটুকু আজও রহস্যময়। তবে ভিলেন হয়েও হিটলার চিরজীবি, আমার কাছে অনেকের কাছে। তার আত্মার শান্তি কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ।
৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯
এডওয়ার্ড মায়া বলেছেন: একটা সময়ে নিষ্ঠুর লোক পছন্দের পাত্র হয় ।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩
ঢাকাবাসী বলেছেন: অবশ্যই হতে পারে। ধন্যবাদ।
১০| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫
আখেনাটেন বলেছেন: হিটলারের পাকস্হলীতে সমস্যা ছিল, আর তিনি প্রায় সময়ই ঠুস ফুস বায়ুত্যাগ করতেন। গন্ধ ছিল কিনা জানা যায় নি! --
মজার জিনিস জানা হল।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩
ঢাকাবাসী বলেছেন: হা হা হা জানাতে পেরে ভাল লাগল। আপনাকে অনেক ধন্যবাদ।
১১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০
মনিরা সুলতানা বলেছেন: এখানে ও সুন্দরী রমনী ??
ছবি তথ্য সব মিলিয়ে পোষ্ট এ ভালোলাগা ।
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩
ঢাকাবাসী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২০
বিলিয়ার রহমান বলেছেন: একটা তথ্য বাদ দিয়া দিসেন মেয়াবাই,
এডলফ হিটলার যে আমার ভায়রা ভাই ছিলেন, এই বিষয়টা আপনার চেপে যাওয়া উচিৎ হয়নি!
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২
ঢাকাবাসী বলেছেন: আসলে আমার একদম মনেই ছিল না ছোট মেয়া। বয়স হয়ে গেছে তো, সেই কবেকার কথা ১৯৪২ সালে বিয়ে দিছিলাম! যাক ভাল আছেন তো? অনেক ধন্যবাদ এই রসটুকুর জন্য। ভাল থাকুন।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪০
আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: আমি মানবতাবাদী মানুষকে মানুষ মনে করি ,অন্য কিছু দিয়ে তাঁকে পার্থক্য করা উচিত না । আমি হিটলারকে অনেক অনেক পছন্দ করি । নিজের মধ্যে এই পরষ্পর বিরোধি মনভাব আমি কিভাবে পোষন করি আম নিজেও জানি না । হিটলার এবং মানবতাবাদী দুটোকে একসাথে করা যায় না । কিন্তু আমি তাঁকে পছন্দ করি যখন থেকে তার 'মাইনক্যাম্পে ' (যার অর্থ আমার সংগ্রাম) বইটা পড়ি ।
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫
ঢাকাবাসী বলেছেন: এডলফ হিটলারের অনেক গুন ছিল, যুদ্ধে হারার কারণে সেগুলো আলোচনায় আসেনা। আমিও হিটলারকে খুউব পছন্দ করি। এটা কোন পরস্পর বিরোধী মনোভাব না। হিটলারের জীবনী পড়ুন আরো ভাল লাগবে। পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭
নায়না নাসরিন বলেছেন: মজার তথ্য ভাইয়া সাথে গোফটাও সুন্দর
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭
ঢাকাবাসী বলেছেন: হিটলারের গোঁফ পৃথিবীখ্যাত। তবে তাঁর গোঁফের ইতিহাস আছে । গুগল থেকে পড়ে নেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
১৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬
কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার আমার মত অনেক বিখ্যাত ব্যক্তিত্ব হিটলারের ব্যক্তিত মুগ্ধ ছিলেন। আর্ণল্ড শোয়ার্জনেগারের নাম তো উল্লেখ করলেন এরপর মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ছিলেন হিটলারের ব্যক্তিতে প্রশংসা করেন।। জার্মানি ভ্রমনের সময় তার এক ডায়েরি সে হিটলারের কথা উল্লেখ করেছিল।
হিটলারের আত্নহত্যা নিয়ে কিছু মিথ প্রচলিত আছে। এক আর্জেন্টাইন মহিলা আর্জেন্টিনার উপূকুলে একটি জার্মান ইউ বোর্ড এ হিটলার কে দেখতে পেয়েছিলেন।
পোস্ট দারুন হইছে। +++++ আর হিটলারের ভাগ্মী কিন্তু যৌন্য আবেদনময়ী
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩
ঢাকাবাসী বলেছেন: পড়ে সুন্দর আর বেশ বড় সড় মন্তব্য করার জন্য ধন্যবাদ। ঠিক বলেছেন হিটলারের অনেক ভক্ত ছিল আর আছে। একজন সাধারণ মানুষ, প্রথম বিশ্বযুদ্ধের লান্স কর্পোরাল কিভাবে প্রায় পনের বছরের মধ্যে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে হিটলারের ইতিহাস না পড়লে জানা যাবেনা! হিটলারের মৃত্যু নিয়ে রহস্য আছে ঠিক তবে তিনি এখন আর বেঁচে নেই সেটাও ঠিক। তাঁর আত্মার শান্তি কামনা করছি। হিটলারের ভাগ্নীর প্রতি তাঁর আকর্ষন কি আর সাধে! আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: আছি বেশ!
আপনিও তো ভালাই আছে নাকি??
বিদ্র- সামনের দিকে অমন ভুলটুল আর কইরেন না কেমন!
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪২
ঢাকাবাসী বলেছেন: ঠিক আছে, ধন্যবাদ।
১৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উনারে আমিও ভালা পাই!
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩
ঢাকাবাসী বলেছেন: তাই নাকি? জেনে ভাল লাগল। সাথে থাকার জন্য ধন্যবাদ।
১৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১১
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগলো ।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগাতে পেরে আমারও ভাল লাগল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৯| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মজা পেলাম। অনেক তথ্যই জানা ছিল না।
বেশি স্বদেশপ্রেম জাতিপ্রেম মানুষকে নিষ্ঠু করে দেয়।
১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪
ঢাকাবাসী বলেছেন: হয়তো সেটাই স্বাভাবিক। পাঠ আর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
২০| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫
জুন বলেছেন: পাঠ্যসুচীতে দ্বীতিয় মহাযুদ্ধ পড়তে গিয়ে হিটলার নিয়ে অনেক কিছু জেনেছি তবে আপনার দেয়া এত গোপন তথ্য কোথাও পাইনি ঢাকাবাসী
প্রথম মহাযুদ্ধে হেরে গিয়ে অকল্পনীয় জরিমানা দিতে হয়েছিল জার্মানীকে । তার প্রতিশোধ বিশেষ করে গ্যাস চেম্বারে লক্ষ লক্ষ নিরীহ নারী পুরুষ ও শিশুদের হত্যা পুরো একটি জাতিকে কলংকিত করেছিল হের হিটলার। এ দাগটা তাদের ইতিহাস থেকে শিক্ষিত রুচিবান জার্মানরা ইরেজার দিয়ে ঘষে মুছে ফেলতে চায় ।
ভালোলাগলো আপনার তথ্যগুলো ।
+
১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯
ঢাকাবাসী বলেছেন: হের হিটলারের কিছু ভুলের জন্য গোটা জার্মানীকে মাশুল দিতে হয়েছে। অবশ্য আমার মনে হয় আজকাল হিটলারের খারাপ দিক নিয়ে আলোচনাটা বন্ধ হয়ে গেছে। কারণটা মনে হয় তাঁর চাইতে ভয়ংকর শাসক বেরিয়ে গেছে! পড়েছেন আর সুন্দর মুল্যবান কথা বলেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ।
২১| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭
টারজান০০০০৭ বলেছেন: এক বিচি লইয়াই যাহা খেল দেখাইয়াছিলো , দুই বিচি হইলে ব্রিটিশ, ফ্রেন্স, রাশান, আমেরিকান সবার ইয়ে মারিয়া পাতাল রেল চলার ব্যবস্থা হইয়া যাইতো ! জিতিলে ইহুদিরা তাহার দণ্ডপূজা করিত সন্দেহ নাই, বিশেষ করিয়া পাশ্চাত্য এবং পাশ্চাত্যপন্থী বুদ্ধুজীবীরা তাহার দণ্ডপুজা করার লাইগা লাইন লাগাইতো ! আর ভারতে আরেকখান দেবতা বাড়িয়া যাইত যেহেতু সে আর্য ছিল, তাহার প্রতীকও সোয়াস্তিকা ছিল !
বেটা উন্মাদ আছিলো ইহাতেও সন্দেহ নাই ! কিন্তু উন্মাদ সে একা নহে ! সেই সময়কার স্তালিন, মাও,পুরোহিত, মুসোলিনি, চার্চিল, ট্রুম্যান সবাই উন্মাদ আছিলো, যুদ্ধাপরাধী আছিলো ! সমস্যা হইলো আগুনটা ধরাইছিল এই বেটাই ! বাকিরা বারুদ জমাইছিলো ! এই জন্যেই হ্যায় ভিলেন !
১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২
ঢাকাবাসী বলেছেন: চমৎকার কথাগুলো খুব ভাল লাগল। হিটলার সম্বন্ধে আপনার ধারণাটা আসলেই বাস্তব। ইয়ে পুরোহিতটা কে জানা নেই তো! পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, টারজান। ভাল থাকুন।
২২| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১
টারজান০০০০৭ বলেছেন: সম্রাট আকিহিতোর বাপ সম্রাট পুরোহিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের সম্রাট ! যদিও জাপানিরা তাহারে দেবতা হিসেবে জানিত, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাহার ন্যাক্কারজনক ভূমিকাও কম আছিল না ! যুদ্ধের পর জাপানের সেনাপতিদের যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসি দেওয়া হয় আর সম্রাট পুরো জাতি লইয়া যুক্তরাষ্ট্রের রক্ষিতা বনিয়া যায় ! সম্রাটকে অবশ্য দেবতাই রাখা হয় ! না হইলে পুরো জাতি যুক্তরাষ্ট্রের রক্ষিতা হইত না, কিছু অংশ সোভিয়েতের রক্ষিতাও হইতো বোধহয় ! আঙ্কেল স্যামের হিসাব ঠিক ছিল !
৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫
ঢাকাবাসী বলেছেন: ১৯৪০ এ সেপ্টেম্বরে জাপান যুদ্ধে যাবার ঘোষনা দেয় আর সম্রাট হিরোহিতো তার কাউন্সিলের কথাই মেনে নেন। এছাড়া চিন সংলগ্ন কিছু দ্বীপ নিয়ে সমস্যার কারণে অক্ষঃশক্তিরে সাথে চুক্তিতে যায় জাপান। তবে যুদ্ধ শেষে সবাইকে শাস্তি দিলেও হিরোহিতোকে রহস্যজনক কারণে ক্ষমা করে দেয়া হয়। তবে জাপান তার বছর বিশেকের মধ্যেই পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয় ঐ হিরোহিতোর নেতৃত্বেই। আর যাই হোক হিরোহিতো জাপানের জন্য খুব ভাল ছিলেন। ঘুষ খেতেননা বা টেন্ডার থেকে কমিশন খেতেননা! যা করার দেশের জন্যই করেছেন। ধন্যবাদ আপনাকে।
২৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২
আমি তুমি আমরা বলেছেন: যদ্দূর জানি হিটলারের এক অন্ডকোষের ব্যাপারটা বিরোধীদের প্রচারণা, সত্য নয়। মূলত হিটলারকে হীন দেখানোর জন্যই তারা এসব প্রচারণা চালাত।
৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭
ঢাকাবাসী বলেছেন: এই তথ্যগুলোও ভাল সুত্র থেকেই নেয়া তাই ...। যাই হোক, আন্তরিক ভাবে পড়েছেন বোঝা গেল আর সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০
প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো। ধন্যবাদ বড় ভাই।
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
ঢাকাবাসী বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ছড়াকার। ভাল থাকবেন।
২৫| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১
বানেসা পরী বলেছেন: একবার নাকি হিটলার স্বপ্ন দেখলেন যে তার ক্যাম্পে বোমা হামলা হচ্ছে। স্বপ্নটা শেষ হতেই উনি ঘুমের ঘোরে এক দৌঁড়ে ক্যাম্প থেকে বেড়িয়ে গিয়েছিলেন আর ঠিক তখনি নাকি বোমা হামলায় তার ক্যাম্পটি পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
(অনেক আগে ঘটনাটা পড়েছিলাম, তথ্যসূত্র মনে নাই)
০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
ঢাকাবাসী বলেছেন: হিটলারকে নিয়ে অনেক ঘটনার এটিও একটি হতে পারে। আমার পোস্ট পড়ার জন্য আর চমৎকার একটা ঘটনা জানাবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বানেসা পরী।
২৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
কালীদাস বলেছেন: হিটলারকে অনেকেই দেশপ্রেমিক হিসাবে মহান ভাবে। কথাটা সত্যি যে সে দেশপ্রেমিক ছিল। কিন্তু আরেক অর্থে এটা দেশপ্রেমের নামে হিপোক্রেসি ছাড়া কিছুই না। একজন দেশপ্রেমিক আরেকজন দেশপ্রেমিকের ফিলিংস খুব ভালভাবে বুঝতে পারবে। যেটা হিটলারের কোন কাজেই ছিল না। ইউরোপের জেনোসাইডগুলো অতি দেশপ্রেমের দোহাই দিয়ে বাদ দিলেও আফ্রিকার গরীব মিসকিনদের মারার লজিক আমার কাছে কোনদিনই ক্লিয়ার হবে না। এই জেনোসাইডের প্রতিবাদ করা এবং আরও কিছু কারণে ইউরোপের সেরা ফিল্ড মার্শালদের একজন, ফিল্ড মার্শাল রোমেলকে সুইসাইড করতে বাধ্য করায় সে।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
ঢাকাবাসী বলেছেন: আফ্রিকাতে গরিব মিসকিন কবে মারল জানা নেই। যুদ্ধ হলে কিছু সমান্তরাল ক্ষতি হবেই, ওটা স্বাভাবিক। যাহোক ব্যাপারটাকে দেখার দৃস্টিভঙ্গী আলাদা হলেই আলাদা লাগবে। রোমেলের আত্মহত্যার কারণ অন্য কিছু, জেনোসাইডের প্রতিবাদ না মনে হয়। যাক স্বল্প পরিসরে এডলফ হিটলারকে নিয়ে আলোচনা সম্ভব না। চমৎকার জ্ঞানগম্ভীর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকবেন।
২৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবি লিখা দুটিই ভাল লেগেছে।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
ঢাকাবাসী বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
২৮| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
চাঁদগাজী বলেছেন:
আপনি সাদামের কথা বলছেন, আসলে সাদ্দাম ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে, ২ দেশের তরুণদের কবর দিয়েছিল; ২ দেশে শধু নারী ছিলো।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
ঢাকাবাসী বলেছেন: সেটাই আমি বলতে চেস্টা করেছি, ইতাহাসের ভুল পক্ষে ছিলেন সাদ্দাম। তবে সাদ্দামের সময় ইরাকীরা যত সুখে ছিল এখন তার ১০ গুন কষ্টে আছে, অসভ্য ইতর অমানুষ বুশের জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞানগর্ভ কথা তুলে ধরার জন্য।
২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:১৮
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: হিটলার সম্পর্কে অনেক অজানা আজব কথা। পাঠে আনন্দিত হলাম।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:১৯
ঢাকাবাসী বলেছেন: আপনাকে আনন্দ দিতে পেরে নিজেও আনন্দিত হলুম, ভাল থাকবেন।
৩১| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩
সনেট কবি বলেছেন: ইহুদীরা জঘন্য জাতি। আর তাদের জন্য হিটলার ছিল জঘণ্য। তারমানে হিটলার ছিল জঘণ্যের জঘন্য। হিটলারে জয় হলে ইহুদীদের কি হতো বলা মুসকিল। কিন্তু হিটলারের পরাজয়ে ইহুদীরা এখন বিশ্ব শাসন করছে।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২১
ঢাকাবাসী বলেছেন: আমারন মনে হয় কোন জাতিকে জঘন্য বলাটা ঠিক হবেনা, কি বলেন? ইহুদীরা এখন ব্যাবসা বানিজ্যে পৃথিবীকে নিযন্ত্রন করছে, সেটা তাদের প্রতিভার কারণে। আপনার সুন্দর পরিষ্কার কথার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
৩২| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: অনেক কিছু জানা গেল ।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২২
ঢাকাবাসী বলেছেন: ধন্যবাদ।
৩৩| ০২ রা মে, ২০১৮ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন কিছু লিখেননি!
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:১৪
ঢাকাবাসী বলেছেন: আজকাল লিখতে ভয় লাগে। গুম টুম খুব অস্বাস্হ্যকর জিনিস, আমার হজম হবেনা! আর লিখতে গেলে বেফাঁস কথা বেরুতেও পারে। আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রিয় চাঁদগাজী।
৩৪| ০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৪৫
ইমরান আশফাক বলেছেন: হিটলার নিরামিষভোজী ছিলেন না। মসলা ঠাসা কবুতরের মাংস তার খুবই প্রিয় ছিল। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত জার্মানের উপর যে অবমানকর চূক্তি চাপিয়ে দিয়েছিল মিত্রপক্ষ সেটাই দ্বিত্বীয় বিশ্বযুদ্ধের জন্যে দায়ী।
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২৩
ঢাকাবাসী বলেছেন: এ নিয়ে বিতর্ক থাকতে পারে। আপনার সপ্রতিভ অংশগ্রহন আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩৫| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮
সেলিম আনোয়ার বলেছেন: হিটলার খুব বাজে আঁকতেন কোথায় যেনো পড়েছিলাম । বহুদিন পর ঢাকাবাসী কেমন আছেন ??
০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:১৭
ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ ভাল আঁকিয়ে অবশ্যই ছিলেননা্ তবে সেদিন ভেনিসের শিল্প বিচারকরা একটু দয়া টয়া করলে পৃথিবীর ইতিহাসটাই পাল্টে যেত মনে হয়! ধন্যবাদ। বয়স হয়ে গেছে, তবু ভালই আছি। আপনি ভাল থাকবেন।
৩৬| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের দেশেও এখন নতুন হিটলার ।তারে নিয়ে পোস্ট দিতে পারেন ।
৩৭| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:১৯
সোহানী বলেছেন: আচ্ছা আপনারা যদি এভাবে হারিয়ে যান তাহলে কিভাবে চলবে?? তাড়াতাড়ি ফিরে আসুন!!!!!!!
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০০
আহমেদ জী এস বলেছেন: ঢাকাবাসী ,
ভালো লাগলো ।
আপনার মতো আমিও তাকে একজন মহান দেশপ্রেমিক বলে মনে করি । যদিও নিষ্ঠুর ।
তার মত আমারও পছন্দ কিন্তু পথ নয় ।