নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূসর মরিচিকা

HEROK

নিজেকে মানুষ বলে বিশ্বাস করি। কল্পনা দিয়ে লেখা লেখি করি না যেইটা বাস্তব সেইটা লেখি।

HEROK › বিস্তারিত পোস্টঃ

অনন্ত প্রেম!

১৬ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৭

কতো আশায় ছিলাম !
বৃষ্টির দিনে ছাতা নিয়ে ঘুরেছি পথে পথে ,
কোনো মেয়ে কাঁপা কাঁপা সুরে বলে নি –
প্লিজ , আমাকে একটু রাস্তাটা পার করে দেবেন ?
কতো আশায় ছিলাম !
মোবাইলে বেশী টাকা নিয়ে ঘুরেছি গার্লস স্কুলের/মহিলা কলেজের সামনে ,
ছুটি শেষে কোনো ষোড়শী ঠোঁট কাঁপিয়ে বলেনি –
দেখুন ….. একটা কল করা যাবে বাবার কাছে ?
কতো আশায় ছিলাম !
গাড়ি সারা শিখে অপেক্ষা করেছি শপিং মলের সামনে ,
মেয়েকে সাথে নিয়ে কোনো বাবা বলে নি –
গাড়িটার কী হলো , একটু দেখবে প্লিজ ?
সিনেমায় দেখেছিলাম –
কালো দিনে এগিয়ে গেলে বীরের বেশে ,
ভাগ্য খোলে , প্রেম মেলে ।
তবে কি সব মেয়ে ছাতা আনে বৃষ্টির দিনে !
সবাই ফোন রাখে ভেনিটি ব্যাগে !
কারো গাড়ি কি নষ্ট হয় না কখনো আমার সামনে!
অভুক্ত এ প্রাণ আর কতো দিন, এ অপেক্ষা অন্তহীন।
প্রেমহীন জীবন ঢেকেছে হতাশার নীলে ।
তবুও ঘুরে যাবো পথে পথে ,
ঠোঁট কাঁপিয়ে কোনো দিন কেউ যদি বলে –
আজ হোক চোখে চোখ ; রং চটা এই বিকেলে, হোক না একটু প্রেমের আলোড়নে ।
তোমার আমার সময় এ যেন অফুরন্ত এ যেন অনন্ত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: বাহবাহ :P

২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭

বিজন রয় বলেছেন: প্রেম অনন্ত হোক।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.