![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন এবং বাস্তবতার মাঝে দূদ্যোল্যমান এক যাযাবর পথিক।
আমি আকাশ হব, নীল আকাশ।
ধুৎ, মেঘে ঢেকে গেলে কী হবে?
তাহলে চল নদী হই!
না, বন্যায় প্লাবিত হলে অভিশপ্ত হবযে।
তাহলে পাখি হলে কেমন হয়?
ব্যাধের দৃষ্টি সর্বক্ষণ তারা করবে পিছু-
মুক্তি পাবে বিষবাণ থেকে!
তাহলে বাঘ হব, হলুদ সাদা ডোরাকাটা বাঘ,
এই হলুদ কাল চামরা ছিলে নেবে কেহ,
জুতা, ব্যাগ হয়ে ঝুলবে কোন আলয়ে।
পাহাড় হলে দোষ কী তাতে?
বুক চিড়ে রাস্তা হবে, লাল মাটি রক্তিম হবে
ধ্বংস হবে চিরতরে।
তাহলে কী হব তুমিই বল?
তুমি, তুমি বরং স্বপ্ন হও। কোন প্রেমিক-প্রেমিকা যুগলের স্বপ্ন।
যদি তাদের ভালবাসা বাচিঁয়ে রাখতে পার তোমার স্বপ্ন দিয়ে!
বেঁচে থাকবে হৃদয়ে অনন্তকাল, সুপ্ত হয়ে সযতনে।
২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
স্বজন হায়দার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
nafihnn বলেছেন: যদি তাদের ভালবাসা বাচিঁয়ে রাখতে পার তোমার স্বপ্ন দিয়ে!
বেঁচে থাকবে হৃদয়ে অনন্তকাল, সুপ্ত হয়ে সযতনে।
দারূন হয়েছে