![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন এবং বাস্তবতার মাঝে দূদ্যোল্যমান এক যাযাবর পথিক।
আমি রাত জাগি, কেবল আকাশের তারা গুনি।
সাদা-কাল রাতের গভীরতা আমাকে ঘুম পাড়াতে পারেনা।
আমার অভাগা চোখের যে কোন পাতা নেই!
আজ স্বপ্নহীন দু চোখ আমার, নোনা জলে শিক্ত।
সেথা কোন স্বপ্ন আটকে থাকেনা;
সকলের ঘৃণা নিয়ে আমার চোখ কাঁদে।
আজ ক্লান্ত দুচোখ আমার ঘুমাতে চায়, শান্ত একমুঠো ঘুম-
যেখানে কেও পরম আদরে ঢেকে রাখবে চোখ দুখানি,
চোখের পাতা না থাকার দুঃখ ভুলে যাবে নিমিষে
তোমার নিরাপদ আচ্ছাদনে, স্বপ্ন দেখব রঙ্গিন বেঁচে থাকার তরে।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৩
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে..