![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন এবং বাস্তবতার মাঝে দূদ্যোল্যমান এক যাযাবর পথিক।
স্পর্শ মধুর হতে পারে এত, কভু ছিলনা জানা !
জেনেছি হল কিছুক্ষণ। তখন, যখন-
বুঝেছি তোমার স্পর্শ এই জন্মে প্রাপ্তি হবেনা কভু আর।
শূণ্য হৃদয়ে ব্যাধের দৃষ্টি, হাহাকার ওযে আজ নিরাকার!
চলে গেলে পরপারে, এত জলদি কী প্রয়োজন ছিল যাবার?
আমি আমিই আছি, শত্রুকেউ বন্ধু ভেবে ঠিকানা খুঁজছি
আশা বুকে একরাশ, শুধু হারানো সময়ের কিছুটা ফিরে পাওযার।
নক্ষত্র হয়ে আকাশে, বাতাস হয়ে মাটিতে-
জল হয়ে সমুদ্রে, বিচরন যে আমার।
তুমি যদি দেখে থাক আমায় ডাক দিওনা কিন্তু!
আমি ঠিকই খুঁজে নেব তোমায়---
অতপর দুজন সন্ন্যাসী হব, মহাকালের ঠিকানায় কোন অজানায়।
©somewhere in net ltd.