নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি

আমি দুরন্ত দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি অনন্ত উর্বর, আমি কালের হস্তে করি উষরকে সবুজ প্রান্তর। আমি মুক্ত, আমি উচ্ছ্বল, আমি তারুণ্য, কারণ- আমি যে দুরন্ত।

স্বজন হায়দার

স্বপ্ন এবং বাস্তবতার মাঝে দূদ্যোল্যমান এক যাযাবর পথিক।

স্বজন হায়দার › বিস্তারিত পোস্টঃ

আত্মপুরাণ

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

পেন্সিলে আঁকা স্বপ্নগুলো,

মুছে গেছে সময়ে স্রোতে,

পুরাতন স্মৃতি যেন ক্যাভাসে আঁকা ছবি,

আজ হারিয়েছে যতনে।

আমি যে আছি যেমন ছিলাম ভাবনাতে কারো কখনো।

বদলেছে সময়, সূর্যের রং-এ সোনালী নয় ছড়ানো।

পাংশুটে মেঘে ভিজেনা তুলি,

ক্যানভাসে আসেনা সাজ।

রঙ্গিন জীবন সাদাকাল হয়ে,

পেঁজা তুলোয় ভেজা দুখে নির্বাক চাহনী আজ।

কাশবন আজ রক্তিম দেখি ভাবনাহীন দুচোখে।

সাদাকাল ছবি নির্লিপ্ত হয়ে ধিক্কার দেয় ক্রোধে।

সজতনে কারও স্বপ্ন দুখান রেখেছিলাম যতনে,

ছিনতাই হল সে স্বপ্ন পুরাণ কেবলই আমার দোষে।

তাইত আমি যেমন ছিলাম রয়ে গেছি তেমনি,

সকলেই আজ সম্মুখে চলেছে,

কেবল পেছনে রয়েছি আমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.