![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন এবং বাস্তবতার মাঝে দূদ্যোল্যমান এক যাযাবর পথিক।
এক পশলা বৃষ্টি, কী রূপ করে সৃষ্টি,
পূবে হয় তৈরী, সেই রংধনুতে দৃষ্টি।
দৃষ্টি আজ কাল, তাই আধার লাগে ভাল,
দুঃখ দেবে, ঢাল। ভয় পাইনা, শাস্তি দেবেত, চল!
আপন বল, কেন?
শত্রু আমি জেন।
কষ্ট পাবে যত,
আঘাত দেব তত।
আঘাত আমার মিতা,
স্বাদ হলেও তিতা।
রক্ত ঝরা জলে
স্বপ্ন আমার ঝড়ে।
স্বপ্ন নিবে কিনে, নিঃস্ব কর দীনে,
নইলে নাও চিনে, বুক চৌচির জনে।
শেষ বুলিতে বলি, রক্তে ভেজা তুলি,
আঁকব সিঁথি কারো, বাসবো যারে ভালো,
আসবে আঁধার যত, বাঁধব তারের তত।
হাসবে যখন লোক, ক্রোদ্ধ হবে চোখ,
বলব আমি রেগে, আছি যখন জেগে,
চাইলে দেব প্রান, তবু..........
দেবনা ছিনিয়ে নিতে ভালবাসার মান।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্ট ভালই হইসে। সুন্দর পোস্টে প্লাস জানিয়ে গেলাম।