নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি

আমি দুরন্ত দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি অনন্ত উর্বর, আমি কালের হস্তে করি উষরকে সবুজ প্রান্তর। আমি মুক্ত, আমি উচ্ছ্বল, আমি তারুণ্য, কারণ- আমি যে দুরন্ত।

স্বজন হায়দার

স্বপ্ন এবং বাস্তবতার মাঝে দূদ্যোল্যমান এক যাযাবর পথিক।

স্বজন হায়দার › বিস্তারিত পোস্টঃ

জীবনের গল্প

১৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৮





চোখের কাছে আঁকা আছে

নীল সাগরের ছবি,

সময় পেলে দেখব ঘুরে

সাত সাগর আর নদী।



ভালবাসার সপ্ত ডিঙ্গা, ময়ূর পংক্ষী নাও,

উজান গাঙ্গে বৈঠা হাতে মন পবনে বাও।



চলছি হেতা ভাসছি মেঘে, চপল মনে নৃত্য

সপ্ন বিভোর রঙ্গিন সময় যাচ্ছে দ্রুত নিত্ত।

শিল্পীমন আঁকছে কেবল হাজার রঙ্গিন ছবি,

টুটা টুনি আর রূঁপকথাতে স্বপ্নেরই জাল বুনি।



হঠাৎ কখন ঈশাণ কোনে উঠল প্রবল ঝর,

দ্রুম দ্রুম বাজ, গগণ তেরে, ধরণী থরথর,

কাল মেঘের ফণীল থাবায় সূর্য় লোকায় কোনে,

আঁধার কাল আগ্রাসীযে জাগল ললাট চিরে।

জীবনযন্ত্রের তন্ত্রমন্ত্র ছিন্ন করে সবে,

অসুর রাজা মায়া ছড়ায় সুখ ছিনিয়ে গ্রাসে।

হানছে ছোবল বাগবাগীচায়, পাখ পাখালির নীরে,

তরুলতা কুসুম কানন সব হারাবে ধীরে।



আর কত ঘুমিয়ে রবে, দেব প্রহরীর দল,

সময় হলো উঠরে জেগে, ডাক পরেছে চল,

জীর্ণতা আর কু-সময়ের ফণা আঁছরে ত্রাসে,

ধরণীটাকে সাজাই চল্ নতুন যুগের পাশে।

আসবে যারা নবীন শিশু দেখবে নতুন আলো-

গণতন্ত্রের নতুন মন্ত্রে বাসবে দেশকে ভাল।

আমরা তখন দেখব ভরে জয়যাত্রার গান,

আলোর মশাল জ্বলবে ধেয়ে, নাচবে মোদের প্রাণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.