![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
তুমি মধ্য রাতে শাপলা ফুল চেয়েছিলে,
আমি করুণার সুরে বলেছি_এতো শুধু ইচ্ছের অপচয়।
তুমি ভালবাস বলে প্রিয় গানের পঞ্চম লাইন শুনাতে চেয়েছো
আমি উপহাস করেছি_বলেছি গানের কথা আমায় স্পর্শ করে না।
গোধুলীতে হাত ছোঁয়ার অজুহাতে আসন্ন দিন দেখতে চেয়েছিলে
বলেছি কি সব পাগলামী_যত সব খেয়ালি ভাবনা।
আগামীর পথযাত্রী হওয়ার কথা বলেছ,
আমি বেদনা লাঘবের অভিপ্রায়ে আঘাত করেছি বারংবার।
তুমি কোন এক শান্ত দীঘির পাড়ে দুঃখ ভাগাভাগির মুহূর্ত চেয়েছিলে,
বলেছি_কি সব সেকেলে চাওয়া-পাওয়া তোমার।
কাঁচা ঘাসের প্রান স্পর্শ করার কথা বলেছিলে,
হেসেছিলাম অপরিণত প্রলাপ দেখে।
প্রিয় উপন্যাসের প্রধান চরিত্রে কল্পনা করেছিলে,
সাহিত্য? সময় অপচয়।
আজ অনেকটা পথ পাড়ি দিয়ে পিছু ফিরে দেখি
আহা! ব্যার্থতার প্রাসাদে বসবাস।
সময়ের সংজ্ঞা খুজতে গিয়ে হতবাক হয়ে থাকি,
আজ খেয়ালি ভাবনা আর পাগলামো ভালবাসার সাথে বন্ধুত্ব করেছে।
©somewhere in net ltd.