![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
কুয়াশার ভিড়ে খুঁজেছি তোকে
তুই কি ছিলি?
নাকি হারিয়ে গিয়েছিলি প্রথমা শিশিরে।
অহেতুক অনুনয়ে,
জানি মিশে ছিলি শীতল প্রনয়ে।
ভালবাসবি?
আগলে রাখবো নিজের আধিপত্যে,
নাকি ঝরে পরবি কালবৈশাখী হয়ে।
মাতাল হবি নতুন করে?
ভাবিশ না,
উদাস হবিনা বিষাদের অন্তরালে।
নাকি অতীত হবি?
আক্ষেপ নেই,
শুধু নিয়ে যা স্মৃতি গুলো বয়ে।
আলেয়ারা বড় ভাবায়,
মিশে যা নিজের মত করে,
আসিস না স্বপ্নে বাধা হয়ে।
শূন্যতার ধাঁধায়,
ক্লান্ত,বড় ক্লান্ত_তোর অস্কারজয়ী অভিনয়ে।
©somewhere in net ltd.