![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
অন্ধকার,
সেতো মিত্র
সীমাহীন পথে খোজে নেয় অবেহেলিত মুখ।
সুখ আজও ঠিকানা বিহীন,
তাই রাতের মৃদু বাতাসে দুঃখ খুঁজা।
দীর্ঘশ্বাস ছুবে না,
শুধু ছুঁয়ে যাবে ল্যাম্পপোস্টের আলোয় লিখা অভিমানী সেই চিঠি।
কষ্ট গুলো ভারী হোক,
শুধু জমা না হোক মরচে পরা অতীত।
বাড়ুক রাত,
শুধু স্মৃতি গুলো স্থির হয়ে থাক।
বৃষ্টিতে গোলাপের পাপড়ি ঝরে যাক,
ভিজে যাক কদম ফুল,
হতে পারে ইহা অহেতুক,
নিশাচার ঠিকি মর্মার্থ বুঝে নেবে।
আবছা-আলোয় হতে থাক সুখের ভাগ,
শুধু প্রথম আলোয় কমে যাক দূরত্ব।
বাড়তে থাকুক রাত,
শুধু সাথে থাক বারান্দার সেই একাকিত্তের স্বাদ।
©somewhere in net ltd.