নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

আকুতি___হাবিব রহমান

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

সময় অতিবাহিত হল মাত্র
ভালোবাসা আর হয়ে উঠলো না,
না হল চাহিদার ছড়াছড়ি
হল না আবেগের ভাগাভাগি

আঁটকে থাকলো স্বাভাবিকতায় আর যান্ত্রিকতায়।

এই ভালোবাসায় মুখবইয়ে "সম্পর্কে আবদ্ধ" বলা গেলেও
কোনো স্বচ্ছ গল্প লেখা যায়না
একটা সন্তুষ্টির কবিটা লেখা যায়না,
অথবা কোন বিখ্যাত গানের লিরিক্স হয়না।

আনুষ্ঠানিকতার এই ভালোবাসায় স্বচ্ছ উপাদান নেই
আঁকরে আছে শুধু মিথ্যা আর লোক দেখানো সামাজিকতা।
এই ভালোবাসায় কণ্ঠস্বর শুনা গেলেও
চোখের আকাঙ্ক্ষা মিটে না।

আদৌ ভালোবাসা ছিল?
নাকি ভালো লাগার আকুতি।
আমিও দেয়ালের কান আছে ভেবে চুপ থেকেছি
বলিনি ভালোবাসি আমরণ।

এমন ভালোবাসার প্রয়োজন ছিলো,
যেখানে চোখ বুঝলেই মেঘের রাজ্যে যাওয়া যেত।
বৃষ্টি হলেই অনুভব করা যেত বৃষ্টি-বিলাসীর স্পর্শ।

অতিবাহিত ভালোবাসা অনেকটা শরৎচন্দ্রের উপন্যাসের মত
অথবা আসিফ আকবরের বেদনার গান গুলোর মত হওয়ার কথা ছিলনা,
চেয়েছিলাম এমন ভালোবাসা_যেখানে থাকবে রোমান্টিকতার ছড়াছড়ি।

আকুতিটা বরং দীর্ঘ হল
আবেগজড়িত ভালোবাসা শুধু ছায়াছবিতেই আটকে থাকলো
বাস্তবায় ইহা অনেকটা পথ_ বহু দূর।

মাঝ রাতে কোন কল্পনাবিলাসী বার্তা পাঠাইনি_অনেক ভালোবাসি
অথবা চল কোন এক পূর্ণিমায় এক সাথে চাঁদ দেখি,
অপেক্ষাটা বরং আবার দীর্ঘ হল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.