![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib
এমা স্টোন,বয়স ২৭ বছর। গত বছরের Birdman(2014) মুভির জন্য অস্কারে নমিনেশন পেয়েছেন “বেস্ট সাপোরটিং এক্ট্রেস” ক্যাটাগরিতে।
আসুন তার সম্পর্কে কিছু জেনে আসিঃ
★নাম-Emily Jean Stone ( “এমিলি” নামে আরেকজন অভিনেত্রী থাকায়, মূল নাম পরিবর্তন করে “এমা স্টোন” রাখেন)
★বাবা “জেফ স্টোন” একটি কন্ট্রাক্টিং কোম্পানির ফাউন্ডার এবং মা “ক্রিস্টা জিন” একজন গৃহকর্তৃ। এমার একমাত্র ছোট ভাই এর নাম স্পেন্সার স্টোন।
★উচ্চতা-৫.৬”
★ ৬ নভেম্বর ,১৯৮৮ সালে অ্যামেরিকার এরিজোনা ষ্টেটে জন্মগ্রহন করেন।
★এমা স্টোন এর উল্লেখযোগ্য মুভির নামঃ
Birdman (2015), Easy A (2010), The Amazing Spider-Man (2012) & The Amazing Spider-Man 2 (2014),Crazy, Stupid, Love. (2011), The Help (2011),The Croods (ভয়েস)
★১১ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন থিয়েটারে যেখানে তার প্রথম ষ্টেজ পারফমেন্স ছিলো ” The Wind in the Willows”
★ ২০১১ সাল থেকে “দ্যা এমাজিং স্পাইডারম্যান” মুভির কো-এক্টর এন্ড্রু গারফিল্ডের সাথে রিলেশনশিপে ছিলেন। বর্তমানে তাদের মধ্যে ব্রেক-আপ হয়েছেন।
★মিডিয়ায় ভালো বন্ধু/বান্ধবী–মিলা কুনিস,জেনিফার লরেন্স এবং টেইলর সুইফট।
★তার ক্যারিয়ারের উত্থানের ক্ষেত্রে “Easy A” মুভিটি মুখ্য ভুমিকা পালন করেছেন।
★আইডল মানেন- দুই অভিনেত্রী Gilda Radner এবং দ্যা গডফাদার মুভিতে আল পাচিনো এর স্ত্রীর ভুমিকায় থাকা Diane Keaton।
★প্রিয় মুভি- City Lights (1931), Harold and Maude (1971), Network (1976) and Manhattan (1979).
★২০১৫ সালে Birdman মুভির জন্য “বেস্ট সাপোরটিং এক্ট্রেস” হিসেবে অস্কার এবং গোল্ডেন গ্লোবে নমিনেশন পান।
তার পূর্বে ২০১১ সালে Easy A মুভির জন্য গোল্ডেন গ্লোবে ” বেস্ট এক্ট্রেস-কমেডি” ক্যাটাগরিতে নমিনেশন পান।
★ টোটাল নমিনেশন ৬১, জিতেছেন ৩৫টি।
©somewhere in net ltd.