নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রাপ্ত

হাবিব রহমানন

সকল প্রকার চলচ্চিত্র দেখতে ও চলচ্চিত্র নিয়ে লেখতে ভালোবাসি। তাছাড়া কবিতা পড়তে ভালো লাগে, মাঝেমাঝে নিজেও দু-এক লাইন লেখার চেষ্টা করি। fb/bd.r.habib

হাবিব রহমানন › বিস্তারিত পোস্টঃ

"সেই আমি" -হাবিব রহমান

১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩


ফিরে যায়
ইচ্ছেদের গলা টিপে হত্যার দিন গুলোতে।


আবেদনের দিন গুলোতে
ইচ্ছে হলেই মন খারাপ করা যায়
একা থাকা যায় পুরো বসন্তকাল।

মনে পরে,
কেঁদে উঠা একলা রাতের শুনশান নীরবতা
অথবা ছুয়ে থাকার তীব্র কামনা।

স্মৃতিময় মধ্য লগনে
হতভম্ব হয় অনিশ্চয়তাই,
সীমিত অনুভূতি অথবা হাতরে দেয়া মায়াজাল।

বজ্রপাতে ভয় পায়না
মেঘের আড়ালে হারাতেও আপত্তি নেই,
শুধু থমকে যায় আসন্ন একাকিত্তের কারাগারের ভাবনায়।

লণ্ঠনের মৃদু আলোতে অস্তিত্ব খুঁজে বেড়াই,
আঁকড়ে ধরে জোনাকিরা,
কেমন যেন এক উন্মাধনা।

তিমির প্রবেশ করি_জীবনের জটিলতায়
প্রিয় গানের কথাতে চমকে উঠি,
বিষণ্ণ ছিলাম কতকাল।

বেলা শেষে ভুলি অসহায় আর্তনাদ,
প্রভাতে ফিরে পায়_সেই আমায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.